এক শহর ভালোবাসা’ পর্ব-২৬

0
1412

#এক_শহর_ভালোবাসা
#পর্ব_২৬
#সুরাইয়া_নাজিফা

স্মৃতি আপু আর আরশ ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর সবার রাগ আর কৌতুহলী দৃষ্টি তাদের দুজনের দিকেই তাক করে আছে। থাকবেবাই না কেন সেই যে বিয়ের দিন উদাও হয়ে গেল দুজনেই আর আজ তিনমাস পর একসাথে ফিরে এলো অবাক তো হওয়ারই বিষয়।

হঠাৎ শ্বাশুড়ী মা ওদের দিকে এগিয়ে গিয়ে বলে উঠলেন,
“আরশ তুই? এতদিন কই ছিলি আর স্মৃতিকে কই পেলি?”

আমি বড় বড় করে নিঃশ্বাস নিয়ে শানের গা ঘেঁসে দাঁড়ালাম। হয়তো এখনও কেউ বুঝতে পারেনি কিছু। তখনই আরশ বললো,
“আসলে মা আমি আর স্মৃতি….। ”

আরশ ভাইয়া কিছু বলার আগেই বাবা কাছে এসে বললো,
“ব্যাস আর কিছু বলার দরকার নেই।আর কি শুনবে তুমি মায়মুনা দেখে বুঝতে পারছ না এরা দুজন একসাথেই পালিয়ে ছিল। ”

শ্বাশুড়ী মা আঁতকে উঠে বললেন,
“মানে?
তিনি যেন এখনো বিশ্বাসই করতে পারছে না। বাবা মাকে বললো,
“হ্যাঁ মাইমুনা এটাই সত্যি নাহলে একই দিনে দুজনে একসাথে কোথা থেকে আসবে তুমিই বলো? ”
শানের বাবা ধীর পায়ে এগিয়ে গেলো আরশ ভাইয়ার দিকে,
“তোমার লজ্জা করল না আরশ সেদিন সোহা নামের এই ফুলের মতো মেয়েটাকে বিয়ের আসরে ফেলে রেখে পালিয়ে গেলে।কারো কাছে মুখ দেখানোর যোগ্য রাখোনি আমার প্রাণের বন্ধুর কাছেও ছোট করেছো। তোমার যদি সোহাকে পছন্দ নাই হবে তাহলে বিয়ের আগে কেন বলোনি আমাদের। কেন এই নাটকটা করলে তোমরা দুজন মিলে? ”

আরশ আর স্মৃতি একে অপরের দিকে চাওয়া চাওয়ি করছে যেন ওরা জানেই না এখানে কি হচ্ছে। হঠাৎ আপু চিৎকার করে বলে উঠল,
“এসব কি বলছেন আপনারা সবাই আমরা দুজনেই কেন পালাবো?”
আরশ ভাইয়াও বললো,
“হ্যাঁ বাবা আমরা পালাবো কেন?আমাদের মধ্যে থুরি না পালানোর মতো কোনো সম্পর্ক আছে। তোমরা কেন এভাবে হা হুতাশ করছো। ”
ওদের কথা শুনে শ্বশুর মশাই অবাক হয়ে বললো,
“তাহলে তোমরা দুজনেই একসাথে কোথায় গায়েব হয়ে গেছিলে সেদিন বিয়ের আসর থেকে ?আর এখনই বা কোথায় থেকে আসলে?”
আরশ হেসে বললো,
“আমি তো ট্যুরে গেছিলাম। তুমি তো জানো বাবা আমার ঘুরতে কতো ভালো লাগে তাই শান ভাইয়া টাকা দিতেই আমি ট্যুরে চলে গেলাম। ”

ওদের দুজনের কথা শুনে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। মানে? কোন ট্যুরে গেছিলো? আর কি বলে এদের মধ্যে কোনো সম্পর্ক ছিলো না মানে? আমার মাথা গোল গোল ঘুরতে লাগল। এদের কথা গুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। কালকে পর্যন্ত যখন এদের সাথে কথা বলছিলাম এরা টেনশনে মরে যাচ্ছিল।কেউ মেনে না নিলে একে অপরকে ছেড়ে থাকতে পারবে না বলে। মরে যাবে বলছিলো। আর আজ এমন ভাবে কথা বলছে যেন দুজন দুজনকে চিনেই না। না আমার ছোট্ট মাথাটা আর এই চাপ নিতে পারতেছে না। আমি শানের দিকে তাকিয়ে ইশারায় বললাম,

“এসব কি হচ্ছে?”
শান আমার কথা শুনে শুধু হাসছিলো কিন্তু কোনো কথা বললো না।তবে ইশারায় বললো সামনে তাকাতে। আমি পুরা বেকুবের মতো একবার সামনে তাকাচ্ছি একবার শানের দিকে।এরা সবাই মিলে কি কারসাজি করছে সেটাই তো মাথায় আসছে না। তখনই ভূমিকা আপুর কথা শুনে আমি ওদের কথায় মনোযোগ দিলাম।

ভূমিকা আপু কিছুটা টোন কেটেই বললো,
“তা স্মৃতি তুমিও বুঝি ট্যুরেই গিয়েছিলে? ”
ভূমিকা আপু কথা শুনে স্মৃতি আপু থতমত খেয়ে খানিকটা তুতলিয়ে বললো,
” ঐ ম মানে হ হ্যাঁ। আমিও ট্যুরেই গিয়েছিলাম তবে ভার্সিটির ফ্রেন্ডদের সাথে? ”
ভূমিকা আপু একহাতে নিজের নাকটা খানিক চুলকে হেসে বললো,
“আর তোমাকেও টাকাটা নিশ্চয়ই শানই দিয়েছে? ”
স্মৃতি আপু জোরে জোরে মাথা ঝাকিয়ে বললো,
“শান ভাইয়া। ”

ওদের কথা শুনে এইবার সবার টনক নড়ল। আর আমার মাথার স্ক্রু নড়ে উঠল। আপাতত আমার দেখা ছাড়া আর কিছুই করার নেই। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করছিলাম। এতক্ষন আমার বাবা চুপ থাকলেও এইবার উনি এগিয়ে এসে বললেন,

“তোমরা কি আমাদের সাথে মজা করছো?বিয়ের দিন রাতে তোমরা দুজনেই পালিয়ে গেলে আর এখন এসে বলছো শান তোমাদের টাকা দিলো যাতে ঘুরতে যেতে পারো। তোমরা কি ভেবেছো একটা কথা বললেই আমরা বিশ্বাস করে নেবো।শান তোমাদের মতো কাণ্ডজ্ঞানহীন নয় যে বিয়ের আসর থেকে তোমাদের দুজনকে ঘুরতে পাঠাবে।তোমরা কি ছোট নাকি কি করে এমন একটা জঘন্য কাজ করতে পারো। ”

আপু একটু ভয় পেয়ে গেল। আপুকে সামলাতে আরশ ভাইয়া আমার বাবার কাছে এসে বললো ,
“আরে আঙ্কেল গল্পের মেইন টুইস্টই তো আপনারা জানেন না কেউ। এখানো তো আসল ঘটনা বলা বাকি আছে।”

বাড়ির সবাই একসাথে বলে উঠল,
“আসল ঘটনা মানে? ”

আরশ ভাইয়া একটা দীর্ঘচ্বাস ফেলে বললো,
“শুনুন তাহলে সেই দুঃখের ঘটনা। আমার বিয়ে ঠিক হলো আমি তো অনেক খুশি হলাম এট লিস্ট এই ছাব্বিশ বছরে এসে আমার বিয়ের ফুল ফুটল। বিয়ের জন্য সব প্লান প্রোগ্রাম করে ফেললাম, বন্ধুদের বলা হয়ে গেল, নিজে পছন্দ করে শেরওয়ানি কিনলাম, নিজের বিয়েতে নিজেই নাচানাচি করলাম খুশিতে। কিন্তু কে জানতো আমার সেই খুশি বেশীক্ষন টিকবে না।”
সবাই গোল গোল অবাক চোখে তাকিয়ে বললো,
“টিকবে না কেন?”
আরশ ভাইয়া কান্নার ভঙ্গিতে বললো,
“সেটাই তো দুঃখের কথা বিয়ের দিন সকালে শান ভাইয়া আমার রুমে আসল। ভাইয়াকে দেখে আমি একটু অবাক হলাম যে সকাল সকাল আমার রুমে কি? ভাইয়ার কি বিয়ের খুশিতে ঘুম আসছে না। ”

তখনই ভাইয়া এসেই বললো,
“আরশ প্লিজ তুই এই বিয়েটা করিস না। ”
ভাইয়ার কথা শুনে আমার খুশিতে একজগ ঠান্ডা ঠান্ডা পানি পড়ে গেল এই শীতের দিনে। আমি মুখ গোমড়া করে বললাম,
“কেন?”
ভাইয়া বললো,
“দেখ আরশ আমি সোহাকে অনেক ভালোবাসি। সোহাকে ছাড়া আমি বাঁচব না। তাই আমি চাই না তুই সোহাকে বিয়ে করিস। তাই তুই বিয়ের দিন রাতে পালিয়ে যা। ”
“কিন্তু আমি যাবো কোথায়?আর সবাই কি বলবে?”
ভাইয়া আমার হাতে ক্রেডিট কার্ডটা দিয়ে বললো,
“যেখানে খুশি সেখানে যা এটা নিয়ে আর বাকি সব আমি সামলে নেবো। ”

তারপর আর কি আমিও চলে গেলাম ওইদিনই ট্যুরে। ”

এইবার আমার শ্বশুরমশাই বললো,
“আর স্মৃতি কেন পালালো?”
স্মৃতি আপু মন খারাপ করে বললো,
“কেন আবার সোহা বিয়ের দিন এসে বললো প্লিজ আপু তুমি বিয়েটা ভেঙে দেও।শানকে বিয়ে করো না। ”
আমি বললাম,
“কেনো?”
সোহা কান্না করে বললো,
” আমি শানকে ভালোবাসি কিন্তু বাবার ভয়ে এটা বলতে পারছি না এখন যদি আরশ ভাইয়ার সাথে আমার বিয়ে হয় আমি কিন্তু সুইসাইড করব বলে দিলাম। ”

ব্যাস ছোট বোনের মুখে এমন কথা শুনলে আর ভালো থাকা যায়,আর ছোট বোন যাকে ভালোবাসত তাকেই বা আমি কি করে বিয়ে করতাম লজ্জা বলতে তো একটা কথা আছে। এখন যদি আমি বিয়ে ভাঙ্গতে চাইতামও বাবা কখনো সেটা হতে দিতো না। তাই আমিও চলে গেলাম আর আমার সব খরচের টাকা শান ভাইয়া দিলো এটাই।

এটাই শোনার বাকি ছিল। এই কথা আমি কখন বলছিলাম।আমি শানের কনুইয়ে জোরে একটা চিমটি কেটে বললাম,
“ওরা এসব কি বলছে মাথা খারাপ হয়ে গেছে নাকি?আমি স্মৃতি আপুকে এসব কথা কখন বললাম আর ওরা ট্যুরেই বা কবে গেল? ”

শান হাত ঢলতে ঢলতে বললো,
“উফ কি করছো তুমি চামড়া তুলে ফেলবে তো।”
আমি দাঁতে দাঁত চেপে বললাম,
“বেশ করবো? আগে কারণ বলুন আমাকে?”
শান আমার কানে ফিসফিস করে বললো,
“জাস্ট সি সুইটহার্ট। এখনো অনেক কিছু দেখার বাকি আছে। ”

কথাটা বলেই উনি আবার সামনে তাকালেন। আর এতক্ষনে যে টেনশন স্মৃতি আপু জন্য হচ্ছিল সেটা এখন নিজের জন্য হচ্ছে না জানি বাবা মা আমাকে কি বলে। আমি নিজের নখ খুটতে লাগলাম।

তখনই দুই বাবা আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি মাথা নিচু করে দাঁড়ালাম তারা গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে। আমার বুক কাঁপছে তখনই তারা দুজনেই খিলখিলিয়ে হেসে দিলো। এভাবে হাসির শব্দ শুনে আমি দ্রুত মাথা তুলে তাকালাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললো,

“বাবাকে এতো ভয় পাস কেন মা? আমরা কি তোর পর। তুই যদি আমাকে আগেই বিষয়টা বলতি আমি সামলে নিতাম এত কিছু করার কারণই ছিল না। ”

আমি মিনমিনিয়ে বললাম,
“স্যরি বাবা। ”
তখনই আমার শ্বশুরমশাই বললো,
“আরে স্যরি বলার কিছু নাই আমরা কিছু মনে করিনি। হ্যাঁ আমরা রাগ করতাম যদি এটা তোদের বিয়ের আগে জানতে পারতাম আমাদের ডিসিশনের বিরুদ্ধে যাওয়ার জন্য। কিন্তু বিয়ের পর আমরা বুঝেছি সেদিন যদি বিয়েটা হতো তাহলে তোরা কখনোই সুখি হতি না কারণ শান আর সোহার জুটিই বেষ্ট জুটি সেটা আমরা এই কয়েকমাসে বুঝে গেছি। সোহার জন্য শানই পারফেক্ট যে তাকে সবসময় সুখে রাখবে। ”

আমি মাথানিচু করে খানিকটা হাসলাম। বাহ আমি যেই ঘটনাটা নিয়ে এতো ভয় পাচ্ছিলাম সেটা এতো ইজিলি মিটে যাবে বুঝতে পারিনি তো।


আজকে একসাথে সব খুশি ফিরে এসেছে। এই পরিবারের এতদিন যেই অপূর্ণতা ছিল সেটাও পূর্ণতা পেয়ে গেছে।নতুন বছরে সব কিছু এতো ভালো ভালো হবে সব যে নতুন করে ফিরে পাবো সেটা ভাবতেই পারিনি। সবার মুখে হাসি দেখা যাচ্ছে আমারও খুব ভালো লাগছে। শুধু একটা কথা জানার জন্য মনটা আকুপাকু করছে। কিন্তু এদের একজনকেও ভাগে পাচ্ছি না যে জিজ্ঞেস করব। কিন্তু জানতে না পারলেও শান্তি লাগছিলো না।

হঠাৎ দেখলাম শান উঠে চলে গেল রুমের দিকে। শানকে যেতে দেখে চুপিচুপি আমিও রুমে চলে এলাম। রুমের ভিতরে ডুকেই ধুম করে আমি দরজাটা আটকে দিলাম। আমি দরজাটা আটকাতেই শান চমকে উঠে আমার দিকে তাকিয়ে বললো,

“কি করছো এসব? এভাবে দরজাটা আটকালে মানুষ কি বলবে? সবাই নিচে আছে? ”
“কিছু বলবে না আগে আপনি বলুন এসব কি থেকে কি হচ্ছে। ”
শান কিছু না বলে একটা ভাব নিয়ে আবার নিজের ল্যাপটপে চোখ দিয়ে বললো,
“বলেছিলাম তো হেল্প করব করেছি আর কি চাও। ”
আমি উনার সামনে বসে উনার ল্যাপটপটা বন্ধ করে দিয়ে বললাম,
“জানতে চাই মেইন কথা। আপনি সকালে তো এই বিষয়টা আমাকে বলেনি।”
শান ভ্রু কুচকে বললো,
“ল্যাপটপটা বন্ধ করলে কেন?”
“আগে আপনি বলুন। ”

শান নিজের পায়ে পা তুলে বললো,
“অনেক প্লান প্রোগ্রাম করে এই প্লানটা করতে হয়েছে আর তোমাকে বলিনি একটা সারপ্রাইজ দিবো বলে।”
“সারপ্রাইজ? ”
“হুম। দেখো আজকে যদি সত্যিটা বলে দিতাম তাহলে যেই জিনিসটা এতো সহজে মিটেছে সেটা কিন্তু এতো সহজে মিটতো না। সবাই ওদের উপর রাগ করে থাকত। হয়তো ওদের বিয়েটাও আর কখনো মেনে নিতো না। তাই ভাবলাম আমরা চরিত্রগুলোই নাহয় অদল বদল করে নি। এতে বাবা মা আমাদের উপর রাগ করলেও সেটা স্থায়ী হবে না কারণ এতোদিনে তাদের হৃদয়ে তুমি আর আমি এতটুকু জায়গা তো বানিয়েই নিয়েছিলাম। আর আমাদের একটা সেফটি ছিলো আমাদের বিয়েটা হয়েগেছিলো তাই তিনমাস আগে যেটা করেছি সেটা এতো হাইলাইট হতোও না তাই ভেবেই এতো প্লান। ”

আমার চোখ খুশিতে চকচক করে উঠলো,
“ওয়াও জাস্ট মাইন্ড ব্লোইং আমি তো এই প্লান ভাবতেও পারতাম না। ”
শান কিছুটা টোন কেটে বললো,
“মাথায় যদি গোবর ভরা হয় তাহলে এসব প্লান মাথায় আসবে কেমনে? ”
উনার কথা শুনে আমি উনার দিকে তেড়ে গিয়ে উনার কলার ধরে বললাম,
“কি বললেন আপনি? ”

শান আমার কোমড় দুইহাতে জড়িয়ে ধরে আমাকে একটু উনার কাছে নিয়ে আসলেন আর ঠোঁট কামড়ে হেসে বললেন,
“কিছু বলিনি তো তবে এভার বলবো। ”
হঠাৎ উনার কন্ঠে অন্যসুর শুনে আমি উনার কলার ছেড়ে সরতে চাইলাম তখনই উনি আমাকে বললো,
“কি এইমাত্রই তো শেরনী হয়ে ছিলে এরমধ্যেই ভেজা বিল্লি হয়ে গেলে। এতো রূপ বদলাও কেন?”
আমি ধীর কন্ঠে বললাম,
“কোনো রূপ বদলাইনি । ”
“বদলেছো তোমার এই নতুন নতুন রূপে আমি তোমার মাঝে নতুন করে বারবার হারিয়ে যাই আর তোমার সব রূপেই আমি তোমার জন্য পাগল হয়ে যাই। ”
“আচ্ছা এভার ছাড়ুন। ”
“নো এতোটা হেল্প করলাম আমার পাওনাটা বুঝিয়ে দেও আর তারউপর তখনকার ক্ষতিপূরণও তো আছে তাই এখন তুমি আমাকে দুটো কিস করবে হুম নাউ শুরু করো। ”
উনার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। এমন ভাবে বলছে যেন ছোট বাচ্চা চকলেট চাইছে।
“বাসাভর্তি মানুষ নিচে কে কি ভাববে। এখন না পড়ে দেবো কেমন? ”
“স্যরি বাকির নাম ফাঁকি সোনা আর এইমাত্র আমি এই কথা বলায় কে যেন বলছিলো যে কোনো সমস্যা নেই তাহলে এখন কি হলো। ”

আমি নিজের চোখ সরিয়ে নিলাম। উফ এভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারবো জানলে জীবনেও আসতাম না এখানে। শান আমার দিকে তাকিয়ে বললো,
“কি হলো শুভ সময়ের অপেক্ষা করছ নাকি? তাড়াতাড়ি করো। ”

আমি তখনও চুপ ছিলাম। শান আবারও বললো,
“বুঝেছি তোমাকে দিয়ে হবে না আমাকেই করতে হবে। ”
ওনার কথা শুনে আমি দ্রুত বলে উঠলাম,
“না লাগবে না আমি করব। ”
“শিউর। ”

আমি মাথাটা উপর নিচ নাড়ালাম। মুখ গোমড়া করে বললাম,
“এটা একটু বেশী হয়ে যাচ্ছে না পাওনা হিসেবে। ”
“একদমই না এতো হেল্প করলাম এতটুকু তো পেতেই পারি। এইবার কথা না বাড়িয়ে শুরু হয়ে যাও। ”
“আগে আপনি চোখ বন্ধ করেন। ”
“চোখ বন্ধ করতে হবে কেন?”
আমি রেগে বললাম,
“তাহলে কিস করতে পারবো না। ”
শান হেসে বললো,
“ওকে ওকে এতো রাগ করার কিছু নেই। এই নেও বন্ধ করলাম। ”

শান চোখ বন্ধ করতেই আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম উনার দিকে। আমার হৃদপিন্ডটা এতো জোরে জোরে সংকোচন প্রসারণ হচ্ছে বলার বাহিরে। আমি আস্তে করে উনার গালে ঠোঁট ছোঁয়ালাম। হঠাৎ উনার হাতটা আলগা হয়ে আসতেই আমি উনাকে একটা ধাক্কা দিয়ে দরজাটা খুলে বাহিরে চলে গেলাম। আর খিলখিলিয়ে হেসে বললাম,
“এতটাই পাওনা ছিল। ”
শান কোমড়ে হাত দিয়ে বললো,
“এটা কিন্তু চিটিং হলো এখনি এসো বলছি। ”
আমি হেসে বললাম,
“আপনি বললেই হলো নাকি কোনো চিটিং হয়নি। ”
তারপর আমি নিচে চলে গেলাম।শান নিজের গালে হাত দিয়েই মুচকি হাসল।


নিচে গিয়ে আবার সবার সাথে আড্ডায় যোগ দিলাম। কারো কথা যেন আজ ফুরাচ্ছেই না। এভাবেই কথাবার্তা বলতে বলতে কখন যে রাত বারোটা বেজে গেল কারোরই জানা নেই। আমার বাবা, মা, আপু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে অবশ্য আপু আমাকে জড়িয়ে বলেছিলো,
“তোদের কি বলে ধন্যবাদ দেবো জানা নেই আজ যদি তোরা না থাকতি আমাদের কি হতো গড নোজ। নিজেদের ঘাড়ে দোষ নিয়ে আমাদের বাঁচিয়ে দিলি। তুইও যেমন শান ভাইয়াও তেমন সত্যিই পারফেক্ট জুটি তোরা।সারাজীবন তোদের যেন এভাবেই দেখি সেই প্রার্থনা করি। ”

আমি আপুর কথার বিপরীতে কিছু না বলে শুধু হাসলাম। সত্যিই শানের মতো মানুষকে হাজবেন্ড হিসেবে পেয়ে আজ নিজেকে ধন্য মনে হচ্ছে।

ঘুমে আমার কিছুই ভালো লাগছিলো না শুধু অপেক্ষা করছিলাম কখন গিয়ে বিছানায় শুবো। আমি একজগ পানি নিয়ে রুমের দিকে যাচ্ছিলাম তখনই ভূমিকা আপু এসে আমার হাত ধরে আড়ালে নিয়ে গেল। হঠাৎ এমন হওয়ায় আমি ভয় পেয়ে বললাম,
“কি হয়েছে এমন করছো কেন? ”
“কিছু হয়নি আমি তো শুধু একটা কথা জানার জন্য তোমাকে এখানে এনেছি। ”
আমি অবাক হয়ে বললাম,
“কি কথা? ”
ভূমিকা আপু সরু চোখে তাকিয়ে বললে,
“স্মৃতি আর আরশের কথা গুলো মিথ্যা তাই না। তোমরা ওদের বাঁচিয়েছো। ওরা দুজন বিয়ের আসর থেকে একসাথে পালিয়েছিলো? ”
ভূমিকা আপুর কথায় ভয় পেয়ে গেলাম কি বলবো? উনি যদি এসব বাবা, মা কে বলে দেয়। ভূমিকা আপু বললো,
“কি হলে বলো?”
“না তো কে বলেছে তোমায়?”
“দেখো মিথ্যা বলবে না আমি কিন্তু বুঝেছি।”
আর কোনো উপায় না পেয়ে বললাম,
” প্লিজ আপু এই কথা যেন বাবা,মা না জানে। ”
ভূমিকা আপু হেসে বললো,
“পাগলি কেন বলবো? আমি তো জাস্ট বিষয়টা শিউর হওয়ার জন্য তোমাকে জিজ্ঞেস করেছি বর কিছুই না। এইবার রুমে যাও। ”

ভূমিকা আপু যেতেই আমি একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম তারপর রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখলাম রুমে শান নেই হয়তো ওয়াসরুমে। আমি গিয়ে চিৎপটাং হয়ে কোনো রকম চাঁদরটা গায়ে দিয়েই শোয়া মাত্র ঘুম। হঠাৎ চাঁদরে কারো জোরে টান পড়তেই আমি ভয়ে ঘুম থেকে উঠে গেলাম আর রেগে তাকিয়ে থাকলাম মানুষটার দিকে। ইচ্ছা করছে এখনই লবন মরিচ ছাড়া কাঁচা চিবিয়ে খাই।
.
.
চলবে

বিঃদ্রঃ যারা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তাদের জন্য এতোগুলা ভালোবাসা রইল ❤️❤️❤️❤️।রিচেক দেওয়া হয়নি বানান ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here