তিতির পাখির বাসা পর্ব-৭

0
597

#তিতির_পাখির_বাসা(পর্ব-৭)
#জয়া_চক্রবর্তী

‘ ভাবনার শব্দরা আকাশে এলোমেলো ওড়ে’ ওদের একজায়গায় করতে পকেট থেকে কাগজ-কলম বের করলো সুদর্শন…..
কবি নয় সে,লেখেওনি কখনো,অথচ তিতির জীবনে আসার পর থেকেই…..
আজকাল তো টিকিটের পেছনে,খবরের কাগজের ওপরেও মাঝে মাঝেই দুচারলাইন লিখে ফেলছে সে।

‘এক পৃথিবী দূর পেরিয়ে
মনে মনে,
একটি হাত ছুঁয়ে যে আছে
আরেকটি হাত।
স্বপ্ন কেমন গড়ছে দেখো
রিয়ালিটি,
একটি মাথা লুটিয়ে আছে
বুকের মাটি।

‘কি লিখছো দাদা?’,দিয়ার কৌতুহলী প্রশ্নে কাগজ কলম চটপট পকেটে চালান করে দিলো সুদর্শন।বললো,’হিসেব লিখছি,আরে হিসেব-নিকেষ করেই চলতে হয় আমাদের মতো চাকুরীজীবীদের।’
হঠাৎ অচিন্ত্য গেয়ে উঠলো,’জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো,হিসাব নিকাশ,কিছুই রবেনা’…
’দিয়া ‘ন’ দিয়ে গান ধরো,চলো অন্ত্যক্ষরী শুরু হোক,তিতির দিয়ার পরেই কিন্তু তুমি’…..
দিয়া মিষ্টি হেসে গান ধরলো,’নিশিরাত বাঁকা চাঁদ আকাশে,চুপি চুপি বাঁশী বাজে বাতাসে বাতাসে’…’স’ দিয়ে তিতির,
স ১,স ২,স ৩..

‘সেই ভালো সেই ভালো,আমারে না হয় না জানো’ তিতির গেয়ে উঠলো।
সুদর্শনের চোখে মুগ্ধতা খেলে গেলো।তিতির গান থামিয়ে বললো,’ল’…ল ১,ল ২,ল ৩।
কিন্তু অচিন্ত্য-দিয়ার বায়নায় আবার পুরো গানটাই গাইতে হলো তিতিরকে।সুদর্শন কাঁচ ফেলা জানালার বাইরে তাকিয়ে মন দিয়ে গানটা শুনলো।

মনে মনে বললো,’তোমায় জানবোই তিতির,তোমাকে আমায় জানতেই হবে।’

‘মুহুর্তরা গড়ার অপেক্ষায়
পেরিয়ে সীমা আলোকবর্তিকার
ইচ্ছে নদীতে আঁকছি আলপনা
তোমার আমার মিলন আকাঙ্ক্ষায়।’

ভাবনার শলাটা মনে মনেই উস্কে নিলো সুদর্শন।

কি হলো দাদা,’ল’ দিয়ে গান ধরো।সুদর্শন বলে উঠলো,’না না দিয়া আমি গান-টান গাইতে জানিনা,তবে আমি ভালো শ্রোতা,অচিন্ত্য তুমিই ধরো ল দিয়ে,প্লিজ আমায় জোড় করোনা’।অগত্যা অচিন্ত্য গান ধরলো।কথায়,গানে জমে উঠলো সান্ধ্য আসর।হঠাৎ সুদর্শন খেয়াল করলো,আধ ঘন্টার মধ্যেই ট্রেন দিল্লী পৌঁছোবে।

কথাটা জানাতেই, দিয়া-অচিন্ত্য দুজনেই ব্যস্ত হাতে ব্যাগ গোছাতে শুরু করলো।ওরা দিল্লী থেকে সিমলা যাবে।

দিল্লীতে তিতিরের জ্যাঠতুতো দিদির বিয়ে হয়েছে।অসাধারন ভালো গান গায়,দেখতেও অতুলনীয়া।এই দিদিকে তিতির ভীষন ভালোবাসে,তাই ট্রেন দিল্লী আসার পরেই তিতির উদাস হয়ে গেলো।সুদর্শন বললো,’মন খারাপ কোরনা, সিমলাতেই দিয়া,অচিন্ত্যর সাথে দেখা হয়ে যাবে।’

তিতির আর কথা না বাড়িয়ে খাওয়ারের ব্যাগ খুলে পাউরুটিতে জ্যাম মাখিয়ে কলা,মিষ্টি,ডিমসেদ্ধ দিয়ে সুদর্শন কে খেতে দিলো।নিজেও একটা ডিমসেব্ধতে কামড় বসালো।

রাতের খাওয়ার সেরে এখন যে যার মতো বাঙ্কে শুয়ে।
তিতির ক্লাস টুয়েলভে, কলেজের চেন্নাই ট্যুরের পর এই আবার ট্রেনে চাপলো।

সেবার চেন্নাই থেকে ফেরার সময় ট্রেনে ওর উল্টোদিকের বাঙ্কের ছেলেটি একটা কাগজ মুড়ে ওর দিকে ছুঁড়ে দিয়েছিলো।তিতির খুলে দেখেছিলো তাতে লেখা,’লাভ ইউউউ ডিয়ার’,সঙ্গে একটা ফোননাম্বার।তিতির ছেলেটাকে দেখিয়েই কাগজটা ছিঁড়ে ফেলেছিলো।

তিতির তো বুঝেই পায়না,ছেলেরা এতো তাড়াতাড়ি কি করে ভালোবেসে ফেলে!!

তিতির বাঙ্ক থেকে নেমে সেকেন্ড ইয়ারের সজলদাকে রিকোয়েস্ট করেছিলো,জায়গা এক্সচেঞ্জ করার জন্য।সজলদা এক কথায় রাজি হয়ে তিতিরকে নিজের জায়গা ছেড়ে দিয়েছিলো।

এবার ও তিতিরের উল্টো দিকে একটি ছেলে শুয়ে ওর দিকেই এক দৃষ্টে তাকিয়ে।ছেলেটা দিল্লী থেকেই উঠেছে ট্রেনে।চেহারা দেখে মনে হয়না বাঙালী।ট্রেনে উঠবার পর থেকেই তিতিরকে মাপছে।

আচ্ছা ছেলেটা কি বোঝেনি তিতির বিবাহিতা?কলেজের বান্ধবী মধুরিমা বলেছিলো,’বিবাহিতা মেয়েদের প্রতিই ছেলেদের ঝোঁকটা বেশী থাকে’..কথাটার সত্যতা আজ অনুভব করলো।

সুদর্শনের সাথে জায়গা এক্সচেঞ্জ করে নেওয়ার জন্য তিতির নীচে নেমে আসলো।কিন্তু সুদর্শন অকাতরে ঘুমোচ্ছে।ডাকতে গিয়েও কি মনে হতে আর ডাকলোনা।নীচু হয়ে গিয়ে নিজেই সুদর্শনের পায়ের সামনে গুটিসুটি মেরে বসে পরলো।

ঘুম ভাঙতেই পায়ের মধ্যে নরম কিছুর অনুভব হওয়াতে সুদর্শন চোখ খুললো,দেখে তিতির বসে বসে ঘুমোচ্ছে।
‘কি হলো তিতির?এখানে বসে?’কিন্তু সুদর্শনের কথা তিতিরের কানে পৌঁছোলো বলে মনে হলোনা।তবে ঘুম ভেঙেই তিতিরকে দেখে মনটা ভালো হয়ে গেলো সুদর্শনের।

‘রোদ ঝলমল মিষ্টি
তিতির পাখি,
ঝর্না রোদে ভাসছে এলোমেলো,
তিলেক খুশীতে হাসছে
চোখের তারা..
শঙ্কিত মন রোদের
ছোঁয়া পেলো।’

সুদর্শন নিজের কম্বলে তিতিরকে মুড়ে দিলো।তারপর টয়লেট ঘুড়ে এসে ব্যাগ গোছাতে বসলো।ওদের ও নামবার সময় হয়ে গেলো।

এর আগে সুদর্শন একবার ফ্যামিলির সাথে দিল্লী হয়ে বাই বাস সিমলা গিয়েছিলো, আর একবার বন্ধুদের সাথে চণ্ডীগড় থেকে বাই বাস মানালি গিয়েছিলো।তবে মানালি ঘোরার পর সিমলার সৌন্দর্য তেমন চোখ কাড়তে পারেনা।তাই বেস্ট সিমলা হয়ে মানালি যাওয়া।

এবার ইচ্ছে কালকা থেকে টয়ট্রেনেই সিমলা যাবে।যদিও সময় একটু বেশীই লাগবে।কিন্তু পথের অভিজ্ঞতা নাকি অসাধারন।

ট্রেনটা কালকা থেকে সিমলা ওই ৯৬ কিলোমিটার পথ ১০৩ টি সুড়ঙ্গ পথ আর ৮০৬ টি সেতুর মধ্যে দিয়ে যায়।

ট্রেন কালকা স্টেশনে ঢোকবার প্রায় কুড়ি মিনিট আগে তিতিরকে ফ্রেস হয়ে আসতে বলে, কম্বলটা ভাজ করে ব্যাগে ঢুকিয়ে নিলো,হাওয়া বালিশের হাওয়া বের করে ভাজ করে ব্যাগে ঢুকিয়ে নিলো।তিতির আসতেই ওকে জ্যাকেট এগিয়ে দিয়ে পরে নিতে বললো।তিতির যে রাতে ওর বাঙ্কে এসে বসেছিলো,তাতেই দারুন খুশী খুশী মন সুদর্শনের।

কালকা স্টেশন থেকে বেড়িয়ে, তিতিরকে নিয়ে ব্রেকফাস্ট সেরে নিলো।টয়ট্রেনের দুটো টিকিট কাটলো।তারপরে
এস.টি.ডি বুথ থেকে দুজনের বাড়ীতেই ফোন করে জানিয়ে দিলো ওদের কালকায় পৌঁছে যাওয়ার কথা।

টয়ট্রেনে বসে তিতির হঠাৎ কেঁদে ফেলে বললো,’আমায় বাড়ী নিয়ে চলো,আমি আর থাকতে পারছিনা,আমি আর থাকতে চাইছিনা’।

সুদর্শন এবার আর পারলোনা নিজের মেজাজ ধরে রাখতে।

বললো,’তোমার সমস্যাটা কি বলবে?কি এমন খারাপ দেখেছো আমার মধ্যে?আমি কি তোমায় মারি না বকি?প্রায় সাড়ে তিনমাসের ওপর তোমায় বিয়ে করেছি,স্বামী-স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক টা পর্যন্ত করিনি।’

একটু চুপ করে থেকে আবার বললো,’প্রতিদিন তোমার ঘুমের পরে ছাদে পায়চারি করি,আমিও তো রক্তমাংসের মানুষ।’

সুদর্শন বলেই যাচ্ছে,
‘আমি চেয়েছিলাম, আমাদের সম্পর্কটার ভিত হবে ‘বন্ধুক্ত’।’ভরসা’-‘বিশ্বাস’-‘শ্রদ্ধা’ -‘নির্ভিরতা’ দিয়ে গড়া থাকবে চার দেওয়াল,মাথার ওপর থাকবে নির্ভেজাল ভালোবাসার ছাদ।আর সেই ঘরে ছোট্ট দুটো শয়তানের সাথে পরম নিশ্চিন্তে কাটিয়ে দেবো সারাটা জীবন।

তিতিরের মুখে কোন কথা নেই।সুদর্শন বললো,
‘আমি তো অবাক,আসার আগের দিন বললে ডিভোর্স চাও,আমি কিন্তু তখনো কারন জানতে চাইনি….
এবার চাইছি, বলো,কেন?কেন এমন ছেলেমানুষি করছো তুমি?কেন ভেঙে দিতে চাইছো আমাকে?আমার স্বপ্নকে?তুমি কি পাথর দিয়ে তৈরি?’

তিতির এবারো কোন উত্তর দিলোনা।কিন্তু সুদর্শন দেখলো ওর চোখের জল পরেই যাচ্ছে।নিজেকে নিজেই শান্ত করলো সুদর্শন।
রুমালটা এগিয়ে নিয়ে যত্ন করে চোখের জল মুছে,তিতিরের কপালে কপাল ঠেকিয়ে বললো,’মাত্র কয়েকটা দিনেরই তো ব্যাপার।ফিরে যাওয়ার পর তুমি যা চাইবে তাই হবে।’….(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here