অন্তরালের অনুরাগ ❤ পর্বঃ৪৩

0
4316

গল্পঃ #অন্তরালের_অনুরাগ
লেখনীতেঃ #নাহিদা_নীলা
#পর্বঃ ৪৩

চারদিকে নিকষ কালো অন্ধকার। ডিসেম্বর মাসের হঠাৎ এই বৃষ্টিতে যেন জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। আকস্মিক এই প্রাকৃতিক ধাক্কার সাথে বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে পরিবারের প্রত্যেকটা সদস্য যেন ইতিমধ্যে হাঁপিয়ে গিয়েছে। শায়লা রহমান ছেলের মাথাটা কোলে নিয়ে আহাজারি শুরু করেছে। আর হাসিবুর রহমান পুরো রুমজুড়ে পায়চারি করছে। আর বারবার ফোনে ডক্টরের অবস্থান জানতে চাইছে। বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বিধায় ডাক্তারের আসতেও লেইট হচ্ছে। শাহেদকেও ইতিমধ্যে সাদিদের কন্ডিশন জানানো হয়েছে। আরিফ মাহমুদের অবস্থাও খারাপ। এমনিতেই তার হার্টে প্রবলেম ছিল। আর আজকের সকাল থেকে দুপুর পর্যন্ত এতসবের ধাক্কা সামলাতে না পেরে তিনি মাইল্ড এট্যাক করেছেন। ডক্টর বলেছে উনাকে প্রপার রেস্ট নিতে। আর উনাকে একদম দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। নতুবা যেকোনো সময় যেকোনো অঘটন ঘটে যেতে পারে।
নিধি-নার্গিস খাতুনও পুরোপুরি ভেঙে পড়েছে। বারবার কান্নায় ভেঙে পরছে। তানবীরকে এইদিকটা দেখতে বলে শাহেদ দ্রুত অর্ণবকে নিয়ে বাসায় রউনা দিয়েছে।
ডাইভিং সিটে অর্ণব বসেছে। সে নিজেও সাদিদের অবস্থা জেনে অস্থির। কিন্তু শাহেদকে কপাল চেপে ধরে রাখাতে নিচুস্বরে বলল,

— ‘ ভাই, টেনশন করবেন না। সবকিছু ঠিক হয়ে যাবে। ‘

শাহেদ তার কথায় চোখ খুলে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে বলল,

— ‘ কি ঠিক হবে অর্ণব? সবকিছু যে হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে। ঐদিকে বাবা আর এদিকে সাদি। কি করলে সবকিছু আগের মতো হবে আমি সেটাই বুঝে উঠতে পারছি না৷ ‘

অর্ণব এই কথার পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারল না। তার নিজের কাছেও এই প্রশ্নের কোনো উত্তর জানা নেই৷ বন্ধু সমতুল্য ভাইয়ের জন্য মারাত্মক দুশ্চিন্তা-অস্থিরতা আর বর্তমান চারপাশের পরিস্থিতি বিবেচনাতে অর্ণবের রাগ হচ্ছে এইসবের মূলে যে রয়েছে তার প্রতি। তার নীলার উপর এই মুহূর্তে প্রচন্ড রাগ হচ্ছে। সামনে পেলে হয়তো সাদিদের পরোয়া না করেই দুই-তিনটা সমানে লাগিয়ে দিতো। যদি শেষ পর্যন্ত এটাই করার হতো তাহলে কেন প্রথমেই এইসবের বিরোধিতা করলো না? সাদিদ তো তাকে কখনও কোনো কিছুতে জোর করেনি। আর না করেছে কোনো কিছু নিয়ে বারণ। তাহলে শেষ পযার্য়ে এসে ছেলেটাকে এভাবে ভেঙে গুড়িয়ে দেবার কি মানে হলো?
অর্ণব চাপা রাগ নিয়ে বলে উঠল,

— ‘ ভাই, সব কিছুর জন্য একমাত্র নীলা দায়ী। ছোটবোনের মতো মনে করতাম। কখনও ভাবিনি সে এমন কিছু করে বসবে। আরে যদি অন্য কাউকে পছন্দ করেই থাকতি সেটা সময় থাকতে বলতি। সাদিটা তোকে পাগলের মতো ভালোবাসে। হয়তো বা কষ্ট পেত তারপরও আমরা সবাই মিলে ওকে সামলিয়ে নিতাম৷ কিন্তু এখন আমরা কিভাবে কি করব? ‘

সে রাগে ফুঁসছে। শাহেদ নিজে এবার কিছু বলতে পারল না। কি বলবে? নীলাটা যে তারও হৃদয়ের বৃহৎ একটা অংশজুড়ে রয়েছে। ছোট বোনের মতো সবসময় আদর-স্নেহ করে এসেছে। সাদিদ তার আপন ভাই হলেও নীলার জায়গা কোনো অংশে তার চেয়ে কম নয়। তাই সে নীলা আজ এটা কিভাবে করতে পারলো সেটা শাহেদও বুঝে উঠতে পারছে না৷ সে জানালার বাহিরে বৃষ্টিস্নাতরত প্রকৃতির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তাদের হয়তো বা এখন এই দীর্ঘশ্বাসই একমাত্র সঙ্গী।
তারা বাসায় পৌঁছাতেই মিনু এসে দরজা খুলে দিলো। পিচ্চি মেয়ে এসব সহ্য করতে না পেরে কান্নাই শুরু করেছে। শাহেদ আলতো করে তার মাথায় হাত বুলিয়ে উপরের দিকে পা বাড়ালো।
তাদের পরিচিত ডক্টর ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তিনি সাদিদকে চেক-আপ করছে। শাহেদকে রুমে ডুকতে দেখে যেন শায়লা রহমানের কান্নার স্রোত আরও বেড়ে গেল।

— ‘ এই শাহেদ দেখ, দেখ আমার বাচ্চাটার কি হয়েছে। আমি কতবার করে ডাকছি সে উঠছে না। আমার সাদিটা আমাকে মা বলে ডাকছে না৷ এই সাদি, আব্বা উঠ। মা ডাকছি তো৷ ‘

শাহেদের রক্তিম বর্ণের চোখজোড়া যেন আরও লালচে হয়ে দাঁড়িয়েছে। সে শায়লা রহমানের পাশে বসে মায়ের হাতটা মুঠিতে নিয়ে তাকে বুকে টেনে আনলো৷ স্বান্তনা এই মুহূর্তে দিয়ে লাভ নেই৷ তারপরও মায়ের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করতে লাগল। ছেলের স্নেহময় মমতা পেয়ে শায়লা রহমান আরও ফুঁপিয়ে উঠলেন। পৃথিবীতে সবচেয়ে খারাপ দৃশ্যের মধ্যে একটি বোধহয় জন্মদাত্রীর চোখে অশ্রুজল দেখা। আর তখনতো আরও কষ্টকর হয়ে উঠে যখন তার চোখের পানি মুছে দেওয়ার কোনো উপায় দেখা যায় না৷ শাহেদের অবস্থাও এখন সেই পর্যায়ে। সে রক্তিম চোখজোড়া নিয়ে একহাতে শায়লা রহমানকে আগলে রেখে অপর হাতটা সাদিদের মাথায় রাখল। মলিন হেসে ভাইয়ের কপালে পরে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিলো৷ পাগলটা এখনও পর্যন্ত বিয়ের শেরওয়ানিটা খুলেনি। এটা দেখে যেন শাহেদ আর নিজেকে শক্ত রাখতে পারছে না৷ বুকটা হাহাকার করে উঠছে। ডক্টর ইফাজ তারই ক্লাসমেইট। তাই ইশারায় তাকাতেই সে বলে উঠল,

— ‘ অতিরিক্ত মেন্টাল প্রেসারে সেন্সলেস হয়ে গিয়েছে। চিন্তা করিস না। আপাতত ইনজেকশন পুষ করে দিয়েছি৷ জ্ঞান ফিরে আসলেই কিছু খাইয়ে এই ঔষধগুলো খাইয়ে দিস। ‘
— ‘ সাদির এমনটা কখনও হয়নি। ‘

শাহেদ যেন বাচ্চাদের মতো অবুঝ একটা কথা বলে ফেলল। ইফাজ বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। তাই সোজা সাপটা বলল,

— ‘ পরিস্থিতি মানুষকে সবকিছু করতেই বাধ্য করে। সাদিদের ক্ষেত্রেও বিষয়টা কিছুটা সেইরকম। স্ট্রং একটা ছেলে আজ প্রতিকূল পরিস্থিতিতে পরে ভেঙে গিয়েছে। হয়তো বা এতটাও হতো না, যদি না বিপক্ষে ভালোবাসার মানুষটার অবস্থান না হতো। ‘

শাহেদ দীর্ঘশ্বাস ফেলে আবারও সাদিদের মাথায় হাত বুলিয়ে দিলো। এর বিপরীতে কিছু বলতে পারল না। ডক্টর ইফাজ এবার কিছুটা ইতস্ততবোধ করে বলল,

— ‘ এখনকার মতো ঠিক আছে। কিন্তু তোদেরকে এখন সাদিদের পূর্ণ খেয়াল রাখতে হবে। নতুবা আরও ভয়ানক কিছু ঘটে যেতে পারে। আই হোপ তুই আমার কথাটা বুঝতে পারছিস? ‘

শাহেদ ভীষণ অসহায় চোখে তাকালো। তার চোখের দৃষ্টিই যেন বলে দিচ্ছে কিভাবে সামলাবো? ছেলেটা যে মারাত্মক জেদি। নিজের জেদের আগে কারও কথা শুনে না। আর তারা না পারবে তার কথায়-কাজে সাই জানাতে। নতুবা কি ঘটতে পারে কেউ হয়তো কল্পনাও করতে পারবে না। নিজেকে তার বড্ড অসহায় মনে হচ্ছে। হাজার ইচ্ছে থেকেও যেন কিছুই করতে পারছে না৷
ডক্টর ইফাজ আরও টুকটাক কথাবার্তা বলে রুম থেকে বেড়িয়ে গেল। শাহেদ তাকে নিচ অব্দি এগিয়ে দিয়ে আসলো। সাদিদের এখনও সেন্স ফিরেনি৷ সে আবারও রুমে ফিরে মায়ের উদ্দেশ্য বলল,

— ‘ সারাদিন কারো পেটে একবিন্দু দানা-পানি পরেনি৷ প্লিজ মা উঠো। ফ্রেশ হয়ে কিছু খাবে। ‘
— ‘ বিরক্ত করিস না শাহেদ। আমার খিদা নেই৷ ‘
— ‘ মা, প্লিজ বাচ্চামি করো না। না খেয়ে থাকলে বুঝি সব ঠিক হবে? খেয়ে তোমার ঔষধগুলোও তো খেতে হবে। ‘
— ‘ বললাম না একবার? বারবার এককথা বলবি না তো। যা এখান থেকে। ‘

শায়লা রহমান প্রচন্ড রেগে শাহেদের উদ্দেশ্য কথাগুলো বলল। সে মায়ের দিকে মলিন দৃষ্টিতে তাকাতেই শায়লা রহমান শাড়ির আঁচলে মুখ ডেকে আবারও চাপা স্বরে ফুঁফিয়ে উঠল। ছেলেগুলো তার কলিজার টুকরো। অভিমান- মেকি রাগ দেখিয়ে দুই-এক কথা বললেও কখনও উচ্চস্বরে ধমক পর্যন্ত দিতে হয়নি। কখনও তারা সেই সুযোগটুকুও তাকে দেয়নি। আর আজ পরিস্থিতিতে নিজেকে সামলাতে না পেরে কি করছে কি বলছে সেটা তিনি নিজেও বুঝে উঠতে পারছে না।
শাহেদও নিজের মাকে চিনে৷ তাই সবটাই বুঝতে পারলো। তাই এই মুহূর্তে আর কিছু না বলে রুম থেকে বেড়িয়ে গেল। ঐদিকের খবরটাও নেওয়া প্রয়োজন। বিপদ যখন আসে তখন যেন সবদিক দিয়েই আসে। নিধিকে কল করার কিছু মুহূর্ত বাদেই সে কল রিসিভ করলো।

— ‘ হ্যাঁ বলুন। ‘

প্রিয়তমা স্ত্রীর ভাঙা গলা শুনেই সে ওপাশের পরিস্থিতি ঠিক আঁচ করতে পারল। তারপরও নিচুস্বরে জিজ্ঞেস করলো,

— ‘ বাবার শরীর এখন কেমন? ‘

নিধির উত্তর দিতে দেরি দেখেই শাহেদ ছোট্ট একটা শ্বাস ফেলল। মায়াভরে কন্ঠে বলল,

— ‘ চিন্তা করো না। আল্লাহ চাহে তো সব ঠিক হয়ে যাবে৷ ‘

স্বামীর মধুর স্বরের স্বান্তনা বাক্য শুনে নিধি এতক্ষণের চেপে রাখা কান্না প্রকাশ করেই ফেলল। ছেলেটা তার বুকেই মুখ গোঁজে ঘুমিয়ে রয়েছে। তাই একহাত নিজের মুখে চেপে কান্না আটকানোর সর্বাত্মক চেষ্টা করছে। শাহেদ তাকে নিজেকে সামলিয়ে নেবার জন্য একটু সময় দিলো। খানিকবাদে নিধি ক্রমাগত হেঁচকি তুলে জানতে চাইল,

— ‘ তখন ঐভাবে গেলেন, সাদিদ কেমন আছে? ডক্টর কি বলল? ‘

শাহেদ একটা দীর্ঘশ্বাস ফেলে নিধিকে সবটুকু বলল। সাদিদের শারীরিক কন্ডিশন শুনে নিধির অপরাধবোধ জাগতে লাগলো৷ হাজার হলেও নীলা তার আপন বোন। বোনের জন্য যদি এতসব হয়ে থাকে তাহলে আপনাআপনি নিজের গায়ে সেটা চলে আসে। সামনাসামনি না হলেও দূর থেকেই প্রিয়তমার মনের অবস্থা শাহেদ বুঝতে পারলো৷ তাই কথা ঘুরাতে বলল,

— ‘ আমার আব্বা কি করে? ‘

নিধি শাদমানকে বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরল। মাথায় স্নেহের একটা চুমু খেয়ে বলল,

— ‘ কান্না করেছিল। তাই তাড়াতাড়ি-ই ঘুমিয়ে পরেছে। ‘
— ‘ খেয়েছিলো? ‘
— ‘ আসলে তখন খাওয়ানোর অবস্থায় ছিলাম না৷ আর বাবুতো নিজেও খেতে চাইল না। তাই আরকি…
— ‘ আচ্ছা সমস্যা নেই। আমি আসবো কিছুক্ষণের মধ্যে। তারপর উঠিয়ে খাইয়ে দিব। ‘
— ‘ আপনি আবার কেন কষ্ট করে আসতে যাবেন? আমি নিজেই পারব। ‘
— ‘ চুপ। তুমি পারবে নাকি পারবে না এটা আমি জানতে চাইনি৷ ওকে বুকে না নিলে আমার ভিতরটা শান্তি হবে না বউ৷ আর এইমুহূর্তে একটু শান্তির বড্ড প্রয়োজন৷ ‘

নিধি এই কথার পরিপ্রেক্ষিতে আর কিছু বলতে পারল না৷ শাহেদও অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আসছি বলে ফোন কাটল।

________________

ঘড়ির কাটাতে রাত দুইটা বেজে সাইত্রিশ মিনিট। সাদিদের রাত থেকেই শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। তাই সেন্স ফিরে আসলেও একেবারে নিস্তেজ হয়ে পড়েছিল। শায়লা রহমানসহ বাড়ির প্রতিটি লোক অনেকরাত পর্যন্ত তার রুমেই ছিল। ছেলের অস্থিরতায় আবারও বাড়িতে ডক্টর ডেকে আনা হয়। ডক্টর সাদিদের চেকআপের পাশাপাশি জ্বরের জন্য কিছু মেডিসিন দিয়ে তারপর গিয়েছেন। কিছু খেতে রাজি হয়নি বিধায় না খাইয়েই জ্বর কমার জন্য ঔষধ দিতে হয়েছে। শায়লা রহমান সেই থেকে লাগাতার ছেলের মাথায় জলপট্টি দিয়ে চলেছেন৷ সময় বাড়তেই একসময় ছেলের কপালে হাত রেখেই বালিশে হেলান দিয়ে তিনি চোখজোড়া বন্ধ করেছেন৷ বয়স তো আর কম হয়নি৷ সারাদিন যেসব হলো শরীর আর কতো কুলাবে?
সাদিদের বন্ধ চোখের পাতা মিটিমিটি নড়েচড়ে উঠছে৷ আঙুলগুলোও ধীরে ধীরে জায়গা পরিবর্তন করতে লাগল। রাতের নিস্তব্ধতাকে বেধ করে হঠাৎই চিৎকার করে উঠে বসল,

— ‘ পাখি। ‘

শব্দটা যেন পুরো রুমজুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। শায়লা রহমান ছেলের চিৎকার শুনে মুহূর্তেই জেগে গেলেন। সাদিদের পিঠে ক্রমাগত হাত বুলিয়ে দিতে দিতে বললেন,

— ‘ বাবা উঠেছিস? খুব ভালো হয়েছে। সারাদিন কিছু খাসনি৷ কি খাবি বল? আমি এখনি নিয়ে আসছি। ‘
— ‘ মা পাখি, আমার পাখি কই? ‘
— ‘ নাই। কেউ নাই৷ তুই বস আমি এখনই তোর খাবার নিয়ে আসছি৷ জ্বর এখনও পুরোপুরি যায়নি। তাই খেয়ে বাকি ঔষধগুলো খেতে হবে। ‘
— ‘ না, না আমি কিছু খাব না৷ আমার পাখিকে চাই৷ মা আমার পাখিকে এনে দাও৷ ‘

শায়লা রহমানের ধৈর্য্যের বাদ যেন এবার ভেঙে যাচ্ছে। বুঝের ছেলে কেমন অবুঝের মতন আচরণ শুরু করছে। তাই তিনি রাগী স্বরে চেঁচিয়ে বলে উঠলেন,

— ‘ নাই তোর পাখি৷ কোথাও নাই। সে তোকে ফাঁকি দিয়ে তার নাগরের কাছে চলে গেছে। ‘
— ‘ মা। ‘

মায়ের কথার পরিবর্তে উচ্চস্বরের এই চিৎকারে ছেলের রাগ প্রকাশ পেল না। পেল শুধু আকুতিভরা করুন আর্তনাদ। অভিমানে ছেলের ফর্সা মুখটা আরও মলিন হয়ে গেল৷ সে আবারও একপলক মায়ের দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। শায়লা রহমান তাকে এভাবে উঠতে দেখেই বাধা দিলো,

— ‘ বাবা না। একদম উঠবি না। শরীর টলমল করছে তোর। পরে যাবি সাদি। ‘
— ‘ আমি ঠিক আছি মা। চিন্তা করো না। ‘
— ‘ না তুই ঠিক নেই। বস এখানে। ‘

সাদিদ শুনলো না। মায়ের অবাধ্য হয়েই রুম থেকে বেরিয়ে গেল। শায়লা রহমানও তার পিছন পিছন ছুটল। সাদিদ যেন নেশা না করেও আজ মাতালের ন্যায় আচরণ করছে। পাগুলো তার থরথর করে কাঁপছে। সাথে পাল্লা দিয়ে সে নিজেও।
তাই হাঁটার সময় এখানে সেখানে হুঁচট লাগল। যার ফলস্বরূপ কিছু জিনিস মেঝেতে পরে ভেঙে গেল। নীরবতার চাদরে ঢাকা এই সুনশান রাতে ছোট্ট আওয়াজগুলোা যেন ভীষণ দাগকাটে। তারউপর শায়লা রহমানের এমনভাবে ছেলের পিছন পিছন দৌঁড়িয়ে আসাতে বাড়িসুদ্ধ অনেকেরই ঘুম ভেঙে গেল। তারা দরজা খুলে বাহিরে এতরাতে কি হচ্ছে সেটা দেখার জন্য বেড়িয়ে আসলো।

— ‘ সাদি বাবা আমার, মায়ের কথা শোন৷ কোথায় যাচ্ছিস? শরীরটা ভালো না বাবা, পরে যাবি। শোন৷ ‘

সাদিদের কোনো হেলদোল নেই৷ সে টলতে টলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। সদরদরজা খুলতে গেলেই শায়লা রহমান গলার আওয়াজ বাড়িয়ে হাসিবুর রহমানকে ডাকতে লাগলো,

— ‘ শাহেদের বাবা, এই কোথায় তুমি? জলদি আসো৷ দেখ সাদি কি করছে? এই বাবা শোন মায়ের কথা। যাস না আব্বা। ‘
— ‘ দাঁড়া সাদি। এতোরাইতে একদম পাগলামি করবি না৷ সারাদিন তোর অবস্থা দেইখা কিছু কই নাই৷ তাই বইল্লা ভাবিস না এহনও তোর এমন পাগলামি চুপ কইরা দেহুম। ‘

দিলারা রহমান নাতির পাগলামি সহ্য করতে না পেরে বেশ রাগ নিয়েই কথাটা বলে উঠলেন। বড়দের সাথে বেয়াদবি সাদিদের স্বভাবে নেই৷ তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে গেল। নিচুস্বরে দাদুর উদ্দেশ্য বলল,

— ‘ দাদু বাধা দিও না। আমার পা.. নীলাঞ্জনাকে খোঁজে বের করতে হবে৷ ‘
— ‘ চুপ একদম চুপ। তোর পছন্দ দেইখা আমরা কেউ বিয়াতে না করি নাই৷ কিন্তু এহন কোনোমতেই ঐ মুখপুড়ি মাইয়ারে আমাদের বাড়ির বউের আসনে বসাইতাম না৷ ভুইলা যা ঐ চরিত্রহীনা মাইয়ারে। তোরে আমি পরির লাহান সুন্দরী মাইয়া দেইখা বিয়া করামো। যা ঘরে যা। ‘

সাদিদ হাতের মুঠি শক্ত করে দাঁড়িয়ে রয়েছে। চোখজোড়াতে যেন রক্তের স্রোত। ফর্সা মুখে কপালের নীলচে রগটা স্পষ্ট ফুটে উঠেছে। দাদুর জায়গায় অন্যকেউ হলে হয়তো সে এতক্ষণে তার জিহবা টেনে ছিঁড়ে ফেলত। কিন্তু ভুল মানুষ ভুল জায়গায় দাঁড়ানো। তাই নিজের রাগটাকে শক্ত হাতে চেপে নিতে চাইল।
সে দাদুর কথায় বেয়াদবি করলো না কিন্তু তার কথা শুনলোও না৷ আবারও সামনের দিকে পা বাড়াতেই শায়লা রহমান কেঁদে কেটে বলে উঠলেন,

— ‘ ঐ মেয়ে তোর কাছে সব? আমরা তো কিছু না সাদি? তোর বুড়া দাদু বলছে, আমি বলছি সেটা তোর কানে যাচ্ছে না? দুইদিনের এক মেয়ের ভালোবাসায় মায়ের ভালোবাসা ভুলে গেলি? বাহ্ বেটা বাহ্। সত্যিই অসাধারণ৷ ‘

শায়লা রহমান মুখে শাড়ির আঁচল খুঁজে আবারও হতাশার কান্না শুরু করলেন। সাদিদ মলিনমুখে একবার মায়ের দিকে তাকিয়ে আবার দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। সময় দেখেই তার বুকটা ধক করে উঠল। কতগুলো মুহূর্ত কেটে গেল অথচ সে এখনও তার প্রাণপাখির দেখা পেল না। এখন দ্বিধাদ্বন্দে ভোগার সময় নয়৷ জলদি সিদ্ধান্ত নিতে হবে৷ তাই সে প্রথম নীলাকে খোঁজে বের করার সিদ্ধান্তই স্থির করলো। প্রথমে নীলাকে খুঁজে বের করা জরুরি। তারপর না হয় মায়ের পায়ে ধরে বসে থাকবে। তবুও মায়ের রাগ ভাঙিয়ে ছাড়বে৷ সে নিজের সিদ্ধান্তে স্থির থেকে সামনে পা বাড়াতেই তার ফুপি বিরক্তিমাখা কন্ঠে বলল,

— ‘ তুইতো বড্ড বেয়াদব হচ্ছিস সাদি? এতগুলো মানুষ বলছে তারপরও তুই এতোরাতে ঘরের বাহিরে পা রাখতে যাচ্ছিস? তাও ঐ চরিত্রহীনা- বেশ্য মেয়ের জন্য? ‘
— ‘ চুপ। ‘

সাদিদ এতজোরে হুংকার দিয়ে উঠলো যে ফুফি ভয়ে কয়েকপা পিছিয়ে গেল৷ আচমকা এমন শান্ত-শিষ্ট রূপ থেকে সাদিদ যে বাঘের মতো গর্জে উঠবে সেটা কেউ আঁচ করতে পারেনি৷ সে রাগে ফুঁসতে ফুঁসতে সামনে হেঁটে এসে ফুফি সামনে দাঁড়ালো। এতক্ষণের নম্রতা-ভদ্রতা সবকিছু ভুলে গিয়ে ডানহাতের তর্জনী আঙুল উঠিয়ে শাসিয়ে বলে উঠল,

— ‘ খবরদার ফুফি। নতুবা সম্পর্কের গুরুত্ব ভুলে যাব৷ যাকে তুমি এইসব অপবাদ দিচ্ছ সে আমার পৃথিবীর বৃহৎ একটা অংশজুড়ে রয়েছে। তার বিরুদ্ধে এমন কটু কথা আমি জীবিত থাকতে সহ্য করবো না৷ তাই মুখ সামলিয়ে৷ নতুবা আমার থেকে খারাপ কেউ আর হবে না। ‘

ফুফি প্রথম অবস্থায় ভয় পেয়ে গেলেও এখন পুরোপুরি তেতে উঠলেন৷ সেই ছোট্ট সাদিদের কি ভয়ংকর সাহস! তারও আবার কার জন্য? পুরো পরিবারের বদনাম রটানোর জন্য যে দায়ী তার জন্য? ফুফিও এবার কড়া গলায় বলে উঠলেন,

— ‘ এতো অধঃপতন! ছিঃ সাদিদ ছিঃ। তোর থেকে এটা আশা করিনি৷ ঐ বাহিরের মেয়ের জন্য দুই আমাদের সাথে বেয়াদবি করছিস? ‘
— ‘ অন্যসময় হলে বেয়াদবির জন্য ক্ষমা চাইতাম ফুফি৷ কিন্তু আজ চাইবো না৷ কেননা তুমি যেই অপরাধ করেছ সেটা আমার কাছে ক্ষমাযোগ্য নয়। শুধু সম্পর্কের খাতিরে আজ তুমি সুস্থ সবল এই জায়গায় দাঁড়িয়ে রয়েছ। আল্লাহ না করুক তোমার স্থানে অন্য কেউ হলে আমি এই মুহূর্তে কি করতাম সেটা নিজেও জানি না৷ ‘
— ‘ সাদি চুপ। বহুহ কইছস৷ তো ফুফু ভুল কি কইছে? ঐ বেশরম মাইয়ারে আরও খারাপ কওন দরহার। বিয়ের মজলিস থাইক্কা প্রেমিকের হাত ধইরা ভাইঙ্গা যায় কেমন লাজহীন মেয়ে মানুষ! ছিঃ এমন মাইয়া থাহন থাইক্কা না থাহন উত্তম। ‘

সাদিদের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। হাজার চেয়েও নিজেকে শান্ত রাখতে পারছে না। কিন্তু তার বিপরীতে যারা দাঁড়িয়ে সবাই তার গুরুজন। এই জায়গায় সে ফেঁসে গিয়েছে৷ তাই আর একটা কথা না বাড়িয়ে পাশের সেন্টার টেবিলে সজোরে লাথি দিলো৷ আশেপাশে খুঁজে যতগুলো ভাঙার মতন জিনিস পেল সবগুলো ভেঙে চুর্ণ-বিচূর্ণ করলো। তার এই ধ্বংসলীলা হতে টিবি, ফুলের টব, এন্টিক শুপিজ কোনোকিছু বাদ পড়ল না। সাজানো গুছানো ঘরের সবকিছু ভেঙে দিয়ে সে হনহনিয়ে দরজা খুলে বাহিরে বের হয়ে গেল। কাঁচের টুকরোগুলো এখনও এখানে সেখানে গড়াগড়ি করে আওয়াজ তুলছে। মুহূর্তেই যেন শান্ত শিষ্ট পদ্মলয়ার উপর দিয়ে একটা ঘুর্ণিঝড় বয়ে গেল। সবাই বোধহয় এখনও আকস্মিক শক থেকে বেড়িয়ে আসতে পারল না৷ তাই ধ্বংসাত্মক আসবাবপত্রের দিকে এখনও ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে।

#চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here