হিমি পর্ব-৩০

0
827

হিমি
লেখনী- সৈয়দা প্রীতি নাহার

৩০.

সুদীর্ঘ সময় ধরে হানিফ শরীফ আর অনাহিতা নাহারের ঝগড়া চলছে। ঝগড়ার মূল কারন এখনো উদঘাটন করা যায় নি। তবে ধরা যায় হানিফ শরীফ ভাইঝি মিশ্মির বিয়ে নিহানের সাথে দেয়ার ব্যাপারে কথা বলাতেই অনাহিতা ফুলে ফেঁপে একাকার। যদিও ঝগড়ার সুচনা থেকে এখন অব্দি ঝগড়া এগিয়ে নিয়ে যাচ্ছেন অনাহিতা তবে হানিফ শরীফ‌ও ছেড়ে দিচ্ছেন না। মাঝে মাঝে নরম স্বরে স্ত্রীকে থামানোর চেষ্টা করেছেন বৈ, লাভ হয় নি। ছাদ থেকে আনা কাপড় ভাজ করে আলমারিতে তুলতে তুলতেই ঝাঁঝ নিয়ে বললেন অনাহিতা,

‘ভাগ্নী ভাগ্নী করে সর্বস্বান্ত হতে চাও না কি?’

হানিফ শরীফের বোন এবং ভাগ্নী সংক্রান্ত কথাগুলো কখনোই হজম হয় না। এবার‌ও হলো না। কপট রাগ নিয়ে বললেন,

‘আবার আমার ভাগ্নীকে টানছো? কি এমন করেছি ওর জন্য যে আমায় সর্বস্বান্ত হতে হবে?’

‘কি করো নি সেটা বলো!’

‘কি করেছি সেটা তো তুমি বলবে।’

অনাহিতা জবাব দিলেন না। মনে মনে হিমির বাবার চৌদ্দগোষ্ঠীর সাথে সাথে মাকেও ধুয়ে দিলেন। হানিফ শরীফ পরিবেশ শান্ত করার তাগিদে আবার‌ও নরম গলায় কথা বলা শুরু করলেন।

‘অনু? আমরা যে কথা বলছিলাম তা থেকে অনেক দূরে চলে এসেছি। আবার‌ও সেই কথায় ফিরে যাওয়া উচিত।’

অনাহিতা তেতে উঠে বললেন,

‘কোথায় ফিরে যাওয়া উচিত? একবার না বলেছি কথা শেষ মানে শেষ। ওই বাড়িতে মিশুর বিয়ে হবে না। কোথায় ওই বাড়ির সাথে সমস্ত সম্পর্ক চ্যুত করবে তা না করে আরো ঘনিষ্ঠ হচ্ছো!’

‘সম্পর্ক কেনো চ্যুত করবো বলতে পারো? যার কারনে ওদের সাথে দ্বন্দ ছিলো সেই তো নেই। আমার বোনটা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। তার মেয়ের জন্য হলেও আমাদের ওদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করা উচিত। এখন যখন আরো একটা সুযোগ পাচ্ছি তখন,,,,,,,’

আলমারির পাল্লাটা ধরাম করে লাগিয়ে রক্তচক্ষু নিয়ে তাকালেন অনাহিতা। ফুঁসে উঠে বললেন,

‘কোনো সুযোগের দরকার নেই। তোমার বোন মরে গিয়ে তার উচ্ছৃঙ্খল বাজে মেয়েটা আমাদের ঘাড়ে চাপিয়ে গেছে। তাকে সামলাতেই হিমশিম খেতে হয় আবার তার গোষ্ঠীর সাথে নতুন সম্পর্ক! মেজাজ খারাপ হয়ে যায় একদম।’

‘অনু! যাচ্ছেতাই কথা বলবে না বলে দিচ্ছি। হিমিকে সামলাতে কেনো হিমশিম খেতে হবে? আর খাচ্ছেই বা কে? আমি তো কাউকে হিমিকে নিয়ে চিন্তা করতে দেখি নি! হ্যা, দেখেছি তোমায়। সারাক্ষন চিন্তায় থাকো হিমিকে কি করে এ বাড়ি থেকে বিদায় করা যায়!’

‘তা তো করবোই। আমার বাড়ি। আমার ছেলে মেয়ে আমার সংসার এখানে অন্য একজনের ঠাঁই কেনো হবে? তাও তো এতো বছর ধরে কিছু বলি নি। এখন বলবো। ওই আপদ কে যত তাড়াতাড়ি সম্ভব আমি বিদায় করবো দেখে নিও।’

‘সারাক্ষন খালি আমার বোন আর ভাগ্নীর পেছনে পরে আছে। ওরা তোমার কি ক্ষতি করেছে অনু?’

‘অনেক ক্ষতি করেছে। যেখানে তোমার বাবা মেয়েকে মেনে নেন নি তাড়িয়ে দিয়েছেন সেখানে তুমি কেনো ওর মেয়েকে ঘরে এনে তুলবে? পায়ের উপর পা তুলে দিব্যি তো খাচ্ছে আমার টাকায়!’

হানিফ শরীফের ধৈর্যের বাধ ভাঙছে। দাঁতে দাঁত চেপে বললেন,

‘আমার ভাগ্নী আমার টাকায় খাচ্ছে। তোমার টাকায় না। হিমির জন্য দরকার পরলে আমি আমার সব দিয়ে দেবো। বুঝেছো তুমি?’

অনাহিতা তাচ্ছিল্য হেসে বললেন,

‘সেই কথাই বলছি। তুমি পারলে আজ‌ই সব নিলামে উঠাও। কৈ, তোমার ছোটভাই তো এমন নয়। সে তার কাজ কর্ম, ব‌উ বাচ্চা নিয়েই আছে। হিমির জন্য তার দরদ তো উতলে উঠে না! তুমি এতো উতলা কেনো?’

‘হাশিম বুড়ো হয়ে গেলেও বয়স আর চিন্তা চেতনায় আমার চেয়ে ছোট থাকবে। বরাবর‌ই বাবার কথায় উঠবস করেছে। ওনার মৃত্যুর পর যে বদলে যাবে এমনটা নয়। তার উপর সাদাসিধে। ব‌উ ভাবি যা বলবে তা যে তার জন্য অক্ষরে অক্ষরে সত্যি সেটা মানতেও দ্বিধা নেই। আমি হরফ করে বলতে পারি, হাশিম হিমিকে মেয়ের মতো স্নেহ করে শুধু প্রকাশ করতে পারে না। তা বলে আমিও যে প্রকাশ করবো না তা তো হয় না অনু।’

কথাগুলো বেশ শান্ত শীতল শুনালো। অনাহিতা ঘন ঘন শ্বাস ফেলছেন। অপমানিত বোধ করছেন তিনি। হানিফ শরীফ জোরপূর্বক হাসার চেষ্টা করে বললেন,

‘এক কাজ করা যাক। মিশুর ব্যাপারটা ওর বাবা মায়ের উপর ছেড়ে দেই আমরা। যা সিদ্ধান্ত নেয়ার ওরাই নিক। আমরা নিরব দর্শক হয়ে দেখবো। হবে?’

অনাহিতা নিজেকে সংযত করে বললেন,

‘এই কথাটাই তো বলেছিলাম সকালে। শুনলে এতক্ষন চেঁচামেচি হতো না।’

হানিফ শরীফ ঠান্ডা গলায় বললেন,

‘তুমি তো বলেছিলে তুমি নিজ দায়িত্বে ছোট ব‌উয়ের সাথে কথা বলে তাকে আবোল তাবোল বুঝিয়ে মেয়েকে ধরে বেধে অন্যথায় বিয়ে দেবে। আর আমি বললাম সম্পূর্ণ দায়ভার তাদের। দুটো তো এক হলো না অনু।’

অনাহিতা বিস্মিত গলায় বললেন,

‘এসব কথা আমি আবার কখন বললাম?’

‘বলেছো। মনে মনে। মুখে আমার বলা কথাটাই বলেছো তবে মনে মনে ওইসব বলেছো। আমি জানি। তোমাকে আঠাশ বছর ধরে চিনি। তোমার মনে কি চলছে তা বুঝতে খুব একটা কষ্ট করতে হয় না। আমি এমনি বুঝে যাই।’

অনাহিতাকে বিস্মিত, রাগান্বিত রেখেই ঘরের বাইরে পা রাখলেন হানিফ শরীফ। রোশন আরা রান্নাঘর থেকেই তাদের চিৎকার চেঁচামেচি শুনছিলেন। তবে সবটা বুঝতে পারেন নি। হানিফ শরীফ রান্নাঘরের পাশ কেটে বাইরের উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে উঠেন,

‘অনু যেনো মিশুর ব্যাপারে নাক না গলায়।’

রোশন আরা কৌতুহলী দৃষ্টিতে ভাসুরের চলে যাওয়া দেখলেন। কিছু বললেন না। একদিকে রাতের পর রাত মেয়ে ঘুমের ঔষধ খাচ্ছে অন্যদিকে অথৈ তার স্বামী সংসার নিয়ে সুখে আছে। রোশন আরা কান্নায় ভেঙে পরতে গিয়েও সামলে নেন নিজেকে। সবার সত্যিটা জানার আগেই যা করার করতে হবে।

_____________________

মৃদু বাতাস ব‌ইছে চারদিকে। রাতের আধার ঘন হচ্ছে। আকাশে চাঁদ নেই। লক্ষাধিক তারা আছে। মিটিমিটি করে জ্বলছে সেসব। ব্যস্ত রাস্তায় এখনো যান চলাচল রয়েছে। তবে দিনের পরিমাণ নগন‌্য। পরিবেশ মোটেও নিরিবিলি নয়। তবুও নিরবতায় ছেয়ে ছিলো যেনো। হিমি নিরবতা ভেঙে বললো,

‘বললেন না তো আমার বাবাকে কি করে চিনেন?’

তাহির সফট ড্রিঙ্কের ক্যানে চুমুক বসিয়ে বললো,

‘আমার বাবার কলিগ ছিলেন।’

হিমি সরু চোখে তাকিয়ে বললো,

‘আপনি কি করে বুঝলেন আপনি যার কথা বলছেন তিনি আমার বাবা? আই মিন, আপনার বাবার কলিগ যে আমার বাবা সেটা কখন কি ভাবে জানলেন? ‌আমার সাথে কখনো বাবাকে দেখেছেন?’

তাহির মাথা নাড়লো। বললো,

‘না। আপনাকে বাড়িতে ড্রপ করতে গিয়ে আপনার বাড়িটা দেখে চিনেছি।’

‘কি চিনেছেন?’

‘বাড়িটা চিনেছি।’

‘বুঝলাম না!’

‘বুঝার কথাও না। আসলে, আমি যখন খুব ছোট ছিলাম তখন বাবার সাথে মাঝে মাঝেই মুহিব আঙ্কেলের বাড়ি যেতাম। সেই বাড়ি, মুহিব আঙ্কেল আর কিছু কিছু স্মৃতি এখনো মনে আছে। তাই সেদিন ওই বাড়িটা দেখেই মনে হচ্ছিলো আমি সেখানে আগে কখনো গিয়েছি। অনেক ভাবনার পর তবে মনে পরলো। তোমার বলা গল্পটাও মেলাচ্ছিলাম। তা থেকেই বুঝলাম তুমি মুহিব আঙ্কেলের মেয়ে।’

হিমি অবাক হয়ে শুনলো। বললো,

‘বাবার সাথে আপনার যোগাযোগ আছে এখনো?’

‘উহু, বাবার সাথে সম্পর্ক শেষ হতেই ওনার সাথে জড়িত সব সম্পর্ক শেষ হয়ে গেছিলো। আমি তো মুহিব আঙ্কেলকে ভুলেই গেছিলাম। নয়তো সেই কবেই যোগাযোগ করতাম।’

‘কেনো?’

হিমির প্রশ্নের উত্তরে তাহির দীর্ঘশ্বাস ফেললো। বললো,

‘আমার একটা কাজ করে দেবেন হিমি?’

হিমি ভ্রু কুঁচকালো। জিজ্ঞাসু দৃষ্টিতে তাহিরের দিকে তাকালো। তাহির খালি ক্যানটা দূরে কোথায় ছুড়ে ফেলে বললো,

‘আমার বাবার সাথে কেনো আমরা থাকছি না সেসব অন্য একদিন আপনাকে বলবো। এখন এ বিষয়ে জানতে চাইবেন না প্লিজ। শুধু এটুকু জেনে রাখুন বাবা নিজ ইচ্ছায় আমাদের থেকে দূরে গেছেন। আপাতত বাবার সাথে যোগাযোগ করা আমার জন্য ভীষন জ্বরুরী হয়ে পরছে। ওনাকে খুঁজে পাওয়াটা খুব প্রয়োজন।’

হিমি বিস্মিত গলায় বললো,

‘আপনি কি আমায় আপনার বাবাকে খুঁজতে বলছেন?’

তাহিরের স্পষ্ট জবাব,

‘হ্যা।’

‘কিন্তু আমি কি করে খুঁজবো?’

‘আঙ্কেলের থেকে আমার বাবার ঠিকানা যোগার করে।’

হিমি মৃদু গলায় বললো,

‘বাবার কাছে আঙ্কেলের ঠিকানা থাকবে?’

‘যেহেতু ওনারা কলিগ ছিলেন। একসাথেই কাজ করতেন। তাই মনে হলো।’

‘করতেন এখন তো করছেন না।’

‘হয়তো এখনো করেন!’

হিমি মাথা নাড়লো। শুকনো হেসে বললো,

‘দাদু যখন বাবাকে ত্যাজ্য পুত্র হিসেবে ঘোষনা করেন তখন থেকেই বিজন্যাসের হাল বেহাল হয়ে গেছিলো। কয়েক মাসের মাথাতেই বড় লস হয়ে যায়। ব্যবসায় ধ্বস নামতে পেরে ভেবে আগে ভাগেই দাদু তা নিলাম করে দিয়েছিলেন। চাচামনি তখন‌ও ব্যবসায় ঢুকেন নি আর জেঠু মনি এসবে অভ্যস্ত ছিলেন না। ফলস্বরুপ আবার‌ও ব্যবসা দাঁড় করানো যায় নি। বাবা তখন ছোটখাট এক ইলেক্ট্রনিক্সের কোম্পানিতে চাকরি করতেন। মা চলে যাওয়ার পর বিদেশে জীবন চালানোর তাগিদে কাপড়ের শো রুমে জব করতেন। দেশে ফেরার দু বছরের মধ্যেই মাইনর হার্ট অ্যাটাক হয়েছিলো। তারপর থেকেই আর কাজ করেন নি। মাঝখানে আবার‌ও কোনো চাকরির আশায় ইন্টার্ভিউ দিতে চাইছিলেন। দাদু মানেন নি। ডক্টররাও বলেছিলেন হার্টে প্রেশার না দিতে। ব্যস! বিগত তেরো চৌদ্দ বছর ধরে বাড়িতেই আছেন তিনি। আপনার বাবার সাথে যোগাযোগ থাকতে পারে বলে মনে হয় না। এতগুলো বছরে বাবাকে কখনোই তার বন্ধুদের সম্বোন্ধে কথা বলতে শুনি নি।’

তাহির মুখ কালো করে দাঁড়ালো। কপালে অজান্তেই ভাজ পরলো। মুহিব রহমানের ব্যক্তিগত অবস্থা শুনে আশাহত হলো সে। খানিক পরই বলে উঠলো,

‘আঙ্কেলের পুরনো প্রয়োজনীয় ফাইল ডকুমেন্টস ঘেটেও কি পাওয়া যাবে না? এমনটাও তো হতে পারে আঙ্কেলের সাথে বাবার যোগাযোগ আছে। আপনারা হয়তো জানেন না।’

হিমি কিছু একটা ভাবলো। ক্যানে নখ বাজাতে বাজাতে বললো,

‘এভাবে আন্দাজে তীর ছুড়ে লাভ নেই। আমি বরং বাবার থেকেই জানবো।’

‘আপনি সোজা সাপ্টা জিজ্ঞেস করতে পারবেন?’

‘চেষ্টা করে দেখিই না কি হয়!’

তাহির প্রশান্ত হৃদয়ে হাসলো। হিমি বললো,

‘আঙ্কেলের নামটা কি? মানে বাবাকে কি জিজ্ঞেস করবো সেটা তো জানতে হবে!’

তাহির শীতল গলায় বললো,

‘তৌসিফ মাহমুদ।’

চলবে,,,,,,,,,,,,Π

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here