ফেইরিটেল পর্ব-১১

0
1728

#ফেইরিটেল
#Arishan_Nur (ছদ্মনাম)
Part–11

সিক্রেট লাভারটা কে? তাকে খুঁজতে গিয়ে মিরা একদম ডিটেকটিভ শার্লক হোমস হয়ে গেল তবুও দ্যা গ্রেট লাভার কে হতে পারে তার বিন্দুমাত্র হিন্টস পাওয়া গেল না৷ কনভেনশন হলে ইনভাইটেশন পাওয়া ব্যক্তিবর্গের মধ্যেই নিশ্চয়ই লাভার বয় লুকিয়ে আছে৷ বলতে গেলে, এই অনুষ্ঠানে আপাতত কোন ছেলেই আসেনি। সে আর সোনালী আপুসহ পএখানে আরো তিনজন আছে। যারা সন্দেহের তালিয়ায় পরে না। সে একজন ওয়েটারকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে৷

সে বলে উঠে, “এই যে মামা এই হলে কোন ছেলে এসেছে কী? মানে এন্ট্রি গেট দিয়ে কোন ছেলে ঢুকেছে?”

উনি মনে করার চেষ্টা করলেন এরপর বলে উঠে, “না আপা। কাউকে তো দেখলাম না৷”

মিরা আচ্ছা বলে পাশ কাটিয়ে চলে গেল। ওয়াটার যেই না নিজ কাছে মন দিবে, ওমনি তার খেয়াল আসলো, ইমান ভাই একটু আগেই বেরিয়ে গেছে। উনি বিকেলেই এসে হলের ডেকোরেশন চেক করে গেছেন। কিন্তু এটা আর আপাকে বলা হলো না।

বিয়ের অনুষ্ঠান জমজমাট হলো। অনুষ্ঠানে গেস্ট ও এসেছেন অনেক। পরিবারের সবাই গেস্টদের সাথে কথা বলায় ব্যস্ত। মিরার কলেজের ফ্রেন্ড এসেছে। সেও ব্যস্ত তাদের সঙ্গে মজা করায়৷ খাওয়া-দাওয়ার সময় মিরা তার ফ্রেন্ডদের সঙ্গে বসলো। উদ্দেশ্য একসঙ্গে মজা করা এবং ফ্রেন্ডদের যেন একা একা বোর ফিল না লাগে৷ ইমান আবার সোনালী আপুর ভাইয়ের দায়িত্ব পালন করছে। প্রতি ব্যাচের প্রতি টেবিলে-টেবিলে গিয়ে গিয়ে দেখছে ঠিকমতো সব দেওয়া হচ্ছে কীনা। গেস্টরা খেতে পারছে কীনা৷ মিরা যেই টেবিলে বসেছে, তার সামনে গিয়েই সে দাঁড়ালো। আড়চোখে দু’জনের মধ্যে দৃষ্টি বিনিময় ঘটে৷ মিরা ইশারায়-ইশারায় তাকে ভেংচি কেটে এখান থেকে সরে যেতে ইঙ্গিত দেয়৷ সে বুঝেও এমন একটা ভান ধরে যেন কিছু-ই বুঝেনি৷

অতঃপর এগিয়ে আসে আরো কয়েক কদম। তারপর আগ বাড়িয়ে বলে উঠে,” হ্যালো সুন্দরী আপুরা তোমরা সবাই কেমন আছো?”

মিরার বান্ধবী লামিয়ে বলে উঠে, “ভালো আছি। তুমি কেমন আছো?”

প্রশ্নটা শুনে মিরা হা হয়ে যায়। প্রথম কথোপকথনেই ডিরেক তুমি!

ইমান মুচকি হেসে বলল, “তোমাকে দেখার পরও কী খারাপ থাকা সম্ভব?”

লামিয়া হাসল। ইমানও হাসে। তাদের হাসি দেখে মিরার মেজাজ খারাপ হতে লাগে। সে জগ উঠালো অথচ পানি গ্লাসে ঢাললো না। এরপর শব্দ করে কাঁচের জগটা টেবিলে রেখে নিজের উপস্থিতি জানান দিল৷

ইমান বলে উঠে, তোমাদের কোন সমস্যা হলে জাস্ট একবার আমাকে মনে করবে৷

মিরা মনে মনে বলে, সমস্যার ভাণ্ডার নাকি সমস্যার সমাধান করবে? কই তার নিজের কত-শত সমস্যা, একবারও তো জনাব জিজ্ঞেস অব্দি করেনা, মিরা তোমার সব ঠিকঠাক? কোন অসুবিধা নেই তো? বরঙ যেন আরো বুদ্ধি আটে কীভাবে তাকে ফাঁসাবে, কোন ঝামেলায় ফেলানো যায়৷

আচমকা তার খাবারের প্লেট থেকে ইমান জালি-কাবাবের পিস নিজের হাতে তুলে নিয়ে ব্যস্ত ভঙ্গিতে চলে গেল। এমন না যে কাবাব নিয়ে যাওয়ায় মিরার সমস্যা। এতো ছোট মন নয় তার। বরং সে অবাক এইজন্য যে, ইমানের সামনেই সে কাবাবে একটা কামড় বসিয়েছে। সেই আধ খাওয়া কাবাব কেন সে খাবে? বাটিতেই তো নতুন দু-দু’কাবাব এখনো আছেই।

সে সঙ্গে সঙ্গে ইমানকে ফোন দিল। আজকে সকালে কেন যেন সোনালী আপুর কাছ থেকে পার্লারে যাওয়ার টাইমে তার নাম্বার নিয়েছে। কেন যেন নাম্বার নেওয়ার সময় তার বড্ড লজ্জা লাগছিল। সোনালী আপু তো মুখ ফোসকে বলেই দিল, তুই যেমন লজ্জা পাচ্ছিস সামান্য ফোন নাম্বার পেতে, টাংকি কেমনে মারবি?

মিরা আরোও লজ্জা পেয়ে বলে, উফফ আপু,আমি মোটেও টাংকি মারব না। হুহ।

সোনালী আপু হোহো করে হেসেছিল শুধু। অতীতের চিন্তা থেকে বেরিয়ে এসে মিরা তাকে কল দিল। বলার ইচ্ছা ছিল, আপনি কেন আধ-খাওয়া কাবাব নিবেন? আপনার খেতে ইচ্ছা হলে ফ্রেসটা নিন। কাবাব শেষ হয়ে গেলে, দরকার পড়লে আমি ভেজে খাওয়াব আপনাকে। এই মধুর কথাগুলো, ফোনের ওপাশে আর পার হলো না। বরং মিরা কর্কশ গলায় বলে, আপনি পারমিশন না নিয়ে আমার প্লেট থেকে কেন কাবাব তুলে নিলেন?

ওপাশ থেকে উত্তর এলো, নিজের প্লেট থেকে খাবার তুলে নিতেও পারমিশন লাগে?

মিরা বিরক্ত হয়ে বলে, এটা মোটেও আপনার প্লেট না।

— ওহ সর‍্যি। আমি ভেবেছিলাম ওইটা আমারই প্লেট৷

মিরা বিরক্তিতে চ বর্ণ উচ্চারণ করে ফোন কেটে দিল। সঙ্গে সঙ্গে সে মাথায় একটা ভাবনা আসলো, ইমান একবার জিজ্ঞেস কেন করল না ফোনের অপর প্রান্তে কে? ইমান কী আগে থেকেই তার নাম্বার নিজের ফোনে সেইভ করে রেখেছে?

এই ছেলের সঙ্গে কথা বলা মানে নিজের পায়ে কুড়াল মারা৷ কীজন্য সে এই ছেলেটাকে ভালোবাসল? সৃষ্টিকর্তার কাছে সে মনে-প্রাণে দোয়া করছে যেন তার ভালোবাসা দিনকে দিন কমে যায়৷ কিন্তু নাহ, উলটা আরো বাড়ছে। এই যে ও তার আধ-খাওয়া কাবাবটা মনের ভুলে খেয়ে নিল, তার কী যে ভালো লাগছে! নিজেকে স্পেশাল লাগছে। সিনেমায় দেখায় না? এক আইসক্রিম দুইজনে মিলে খায়! তারাও একই কাবাব দু’জনে মিলে খেল।

তাকে চিন্তার রাজ্য থেকে বেরিয়ে আনলো তার ফ্রেন্ড লামিয়া। সে খেতে খেতে বলে উঠে, মিরু, তোর কাজিনটা সেই হ্যান্ডসাম রে৷ উফফফ পোলা নাতো যেন আগুনের দলা। আমার সঙ্গে সেটিং করায় দে না দোস। তারপর বিয়ে করে সোজা নিউইয়র্ক যাব৷

মিরা মনে মনে ক্ষুব্ধ হলো৷ তার বান্ধবী কত বড় লুচু মেয়ে।

সে ঝারি মেরে উঠে বলে, খবরদার ওনার দিকে তাকাবি না৷
লামিয়া চোখ গোল গোল করে বলে, কেন রে?তোর উনি কী আমাদের দুলাভাই যে প্রেম করা যাবে না?

মিরা লামিয়ার চুল টেনে বলে, খুব শখ না ওনার সঙ্গে প্রেম করার? বেয়াদব মেয়ে৷

লামিয়া রেগে যাওয়ার পরিবর্তে হাসল৷ সে জানে মিরার যখন রাগ উঠে তখন সে অন্যের চুল ধরে টানে। সেই ছোট্টকাল থেকে মিরার ফ্রেন্ড হওয়ায় কতবার যে মিরার চুল টানার স্বীকার হলো সে!

সে হাসতে হাসতে বলে, উনি-ই সেই বাদড় যার উপর ক্রাশ খেয়ে আপনি রাত একটায় বিছানায় গড়াগড়ি খেয়ে আমাকে ফোন দিয়েছিলেন?

মিরা তাকে সর্তক করে বলে, আস্তে বল। শুনে ফেললে?

— তোকে বাদড়ের সঙ্গে মানায় খুব৷ বাদড় ভাই শুনে ফেললে তো দারুণ হয়৷ এক দিনে দুইবোনের বিয়ে ডান।

মিরা লামিয়ার হাত ধরে ফেলে বলে, চুপ কর তো তুই। তোরা সবসময় আমার সঙ্গে মজা নিস৷ আর ওনাকে বাদড় বলবি না। উনি কী বাদড় নাকি?

— তুই-ই ডাকিস এই নামে।

-সে ঠোঁট উল্টিয়ে বলে, আমি ডাকলে সমস্যা নাই।

লামিয়া আরেকদফা হেসে ফেলল।

_______________________

সোনালী আপুর বিয়ের অনুষ্ঠান প্রায় শেষ হতে লাগলো। আর কিছুক্ষণ পর বিদায়। মিরা স্টেজের সামনের সোফায় বসে মাত্র ফোন হাতে নিয়েছে৷ এমনই সময় সে দেখল, দাদী ইমানের হাত ধরে এদিকে হেঁটে আসছে। সে আমলে নিল না। কারণ বেশিরভাগ সময় দেখা যায়, দাদী ওর প্রতি অতিরিক্ত আদিখ্যেতা দেখায়৷ সে ফোনের স্ক্রিনে মনোযোগ দিতেই দেখল দাদী তার সামনে এসে থামল। মিরা দ্রুত ফোন সরিয়ে রাখল এবং মুখ তুলে তাকালো। তার সামনে ইমান দাঁড়িয়ে আছে৷ তার হাতে দাদীর পানের বাটা। এই জিনিসটা, ছেলেটার মিরার খুব ভালো লাগে, যে সে বড়দের প্রচুর সম্মান করবে, কেয়ার করে।

মিরা তাকে শক্রু ভাবলেও প্রশংসা না করে না পারে। যে ব্যক্তি নিজের শক্রুর গুণগুলোকে স্বীকার করে, বুঝে নিতে হবে সে চরিত্রবান।

দাদী হাসিমুখে বলে, এই মিরা দাঁড়া তো একটু৷

সে ভ্যাবাচেকা খেয়ে বলে, আমি?

ইমান ঠোঁটের কোনে হাসি ফুটিয়ে বলে, আর কারো নাম কি মিরা?

সে তৎক্ষনাৎ দাঁড়িয়ে পরে। দাদী তার হাত ধরে টেনে এনে তাকে, তার আর ইমানের মাঝে দাড় করিয়ে দিয়ে, তার কপালে একটা চুমু দিয়ে বলে, অনেক বড় হ।

দাদীর আদর মিরা অনেক দিন পর এভাবে পেল। দাদী অসুস্থ হওয়ার পর কেমন গুটিয়ে ফেলেছেন নিজেকে।

তখনই পাশে তার বাবা-মা আর বড় আব্বু এসে ভীড় জমালো৷ দাদী হুট করে তার ডান হাতটা ধরে একটা আংটি পরিয়ে দিল। সোনার আংটি। এবং তার হাতটা ইমানের হাতে তুলে দিল। সঙ্গে সঙ্গে মিরার গা বেয়ে যেন বিদ্যুৎ বয়ে গেল। সে আতকে উঠে। ঘটনার কিছুই তার বোধগম্য হচ্ছে না। সবটা পাখির মতো মাথার উপর দিয়ে যাচ্ছে৷ মায়ের দিকে দৃষ্টি নিবন্ধ করলে সে দেখল, মা হাসিমুখে দাঁড়িয়ে আছে৷ এমন কী বড় আব্বুও মুচকি হাসলেন। তবে বাবার মুখ গোমড়া।

ইমানের হাতে পান বাটার চুন লেপ্টে ছিল। সেই চুন তার হাতে লেগে একদম ঘেটে গেল। সে তিনবার চেষ্টা করল নিজের হাতটা তার হাতের মুষ্টি থেকে সরিয়ে নেওয়ার। কিন্তু ব্যর্থ হচ্ছে। সে অনেক শক্ত করে ধরেছে তাকে যেন মিরা ছাড়া পেলেই দৌড়ে পালিয়ে যাবে৷

সে ফিসফিস করে বলে, আমার হাত ছাড়ুন৷

সেও ফিসফিস করে বলে, ছেড়ে দিব বলে ধরিনি। ধরে রাখার জন্য ধরেছি। আর একবার ধরে রাখার জন্য ধরলে ছেড়ে দেওয়া বারং৷

— কি হচ্ছে এখানে?

— তোমার কথামতো, তোমার বাবা-মা, বড় আব্বুর পারমিশন নিয়ে তোমাকে কফি ডেটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি।

“কফি ডেট” শুনেই মিরার মুখ হা হয়ে যায়। সে চমচমের মতো চোখ গোল করে তাকায় ইমানের দিকে। ইমান হাসিমুখ করে সামনে তাকিয়ে আছে। কোন ফাঁকে যে ফটোগ্রাফার এসে তাদের ছবি তুলে ফেলল সে খেয়ালও করেনি৷ একটা সময় পর কাজের জন্য ইমান তার ছেড়ে দিয়ে চলে যায়।

আপুর বিদায়ের সময় মনে হয়, আপুর চেয়ে বেশি মিরাই কাঁদলো। কাদতে কাদতে হিচকি তুলার মতো অবস্থা। আরো কিছুক্ষণ সেভাবে কাঁদলে জ্ঞান হারাবে এই ভয়ে ইমান তাকে পানি খাওয়াচ্ছে। টিস্যু সাপ্লাই দিচ্ছে৷ সান্ত্বনাস্বরুপ এটাও বলল যে আগামীকাল সকালেই আপুর বাসায় তাকে নিয়ে যাবে৷ তবুও মিরা থামে না।এদিকে গাড়ি ছেড়ে দেওয়ার সময় হচ্ছে৷

সোনালী আপু ইমানকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে নিজের বিদায়ে কী কাণ্ড ঘটাবে কে জানে? তোর উপর দিয়ে অনেক ধকল যাবে রে।

মিরা কাদতে কাদতে হাল্কা থামল। আপুর কথায় হাল্কা যা আভাস পাচ্ছে তা সে কল্পনাও ভাবতে চায় না৷

ইমান মিটমিট করে হেসে বলে, কান্না থামাও তো তুমি।

মিরা তখন আরো বেশি কাদা শুরু করে। সেটা লক্ষ্য করে প্রান্ত ভাইয়া আর তার বোন বলে উঠে, মিরাও সোনালীর সঙ্গে আসুক। বোনের সঙ্গে তার শ্বশুড়বাড়ি গেলে এট লিস্ট তার কান্না থামবে৷ মিরাও যেতে রাজী হয়ে যায়৷ এবং আপুর সঙ্গে সে গাড়িতে উঠে পরে৷

সোনালী আপুর শ্বশুড়বাড়ি গেণ্ডারিয়া। এখান থেকে খুব দূরে না তবুও ইমানের কেন যেন মনে কু ডাকতে লাগল। মনের ভেতর খচখচ করতে লাগলো কিছু একটা৷ বিদায় পর্ব শেষ করে আপু গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করলে, ইমানের অস্বস্তি ক্রমেই বৃদ্ধি পায়৷

চলবে।

[ আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতকাল আমার কলেজের প্রথম দিন ছিল সেজন্য গল্প দেওয়া সম্ভব হয়নি৷ যাইহোক আগামী পর্ব থেকে আমরা গল্পের মেইন প্লটের পথে হাঁটা ধরব। ভালোবাসা অবিরাম। ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here