আর একটিবার পর্ব-২৪

0
899

#আর_একটিবার
#শোভা_আক্তার(লাভলী)
#পর্ব_২৪

সাগরিকা থমকে বসে আছে। সবার দৃষ্টি সামনে পড়ে থাকা ঝুমুরের দিকে। জমিনে র*ক্ত ভেসে যাচ্ছে। ইর্তেজা দৌড়ে গেল। শ্রাবণের উপর থেকে ঝুমুর সরিয়ে চমকে উঠল। গালে ও শরীরে বিভিন্ন জায়গায় কাঁচ ঢুকেছে। শ্রাবণের দৃষ্টি ইর্তেজার দিকে। ইর্তেজা হাঁটু গেড়ে বসে শ্রাবণকে ডাকতে লাগলো। কিন্তু শ্রাবণ জবাব দিচ্ছে না। ধীরে ধীরে শ্রাবণ চোখ বন্ধ করে নিলো।

সাঈদ ইরিনার বাসার সামনে এসেছিল। বেহায়া মন মানে নি তার। আসতেই এলাকার লোকেদের কথা শুনে সে চমকে উঠল। ইরিনার বাসার সামনে মানুষের ভীর ছিল। তাদের জিজ্ঞেস করায় তারা সব বলে। বাড়িতে গু*ন্ডারা হামলা করে সবাইকে তুলে নিয়ে গিয়েছে। সাঈদের বুকের বা পাশ মোচড় দিয়ে উঠল তাদের কথা শুনে। ইর্তেজাকে বার বার কল করছে কিন্তু ইর্তেজা ধরছে না। সাঈদ রাস্তায় দাঁড়িয়ে ভাবছে কি করবে। সবাই ঠিক আছে তো? তারা সবাইকে কোথায় নিয়ে যেতে পারে? হঠাৎ সাঈদের মোবাইল টন বাজলো। ইর্তেজা কল করছে। দ্রুত রিসিভ করে কানে ধরলো। ইর্তেজার কাছ থেকে জানতে পারলো তারা এখন হসপিটালে আছে। সাঈদ এক মুহূর্ত থামলো না। ইর্তেজা এড্রেস দেয়ায় সে দ্রুত গতিতে বাইক চালিয়ে হসপিটাল গেল। ইরিনার কিছু হয়নি তো? সাঈদ হসপিটালের ভেতর গিয়ে পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো। হঠাৎ সামনে দেখে থমকে গেল। ইরিনা বসে আছে। আর একজন নার্স তার পা ধরে কি যেন করছে। সাঈদ ধীরপায়ে সেখানে হেটে গেল। নার্স ইরিনার দিকে তাকিয়ে বলল,
“আপনি ইন শাহ আল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। ঔষধ ঠিক মতো নিবেন, কেমন?”
“জি আপনাকে ধন্যবাদ”
নার্স মুচকি হেসে উঠে দাঁড়াল। সাঈদকে এক নজর দেখে চলে গেল। ইরিনা মাথা তুলে সাঈদকে দেখে চমকে উঠল। সে সাঈদকে আবার দেখতে পাবে এটার আশা করেনি। সাঈদ হাঁটু গেড়ে বসলো। চোখে অশ্রু টলমল করছে। সাঈদ ইরিনার পায়ের দিকে তাকাল। আবার ইরিনার দিকে তাকিয়ে বলল,
“আপনি ঠিক আছেন?”
“তুমি এখানে কি করছো? ইর্তেজার কাছে যাও। ও আর মাহা কেবিনের ভেতরে।”
“আপনি ঠিক আছেন কি-না সেটা আগে বলুন।”
“হুম ঠিক আছি, যাও এখন।”
বলেই ইরিনা মুখ ঘুরিয়ে ফেলল। সাঈদ ঢোক গিলে কান্না থামিয়ে উঠে দাঁড়াল। তার দৃষ্টি এখনো ইরিনার দিকে।

ইর্তেজা কেবিন থেকে বের হয়ে দেখে সাঈদ এসেছে। সাঈদের নাম ধরে ডাকতেই সাঈদ ও ইরিনা ইর্তেজার দিকে তাকাল। সাঈদ নিজেকে সামলে দ্রুত গিয়ে ইর্তেজাকে জড়িয়ে ধরে বলল,
“তোরা ঠিক আছিস তো?”
“একদম ঠিক আছি। কিন্তু..”
সাঈদ ইর্তেজাকে ছেড়ে ভ্রু কুঁচকে বলল,
“কিন্তু কি?”
ইর্তেজা সাঈদকে সব বলল। সাঈদ অবাক হয়ে দাঁড়িয়ে আছে। সে শ্রাবণকে কোন কাতারে ফেলবে? ভালো মানুষ না-কি খারাপ মানুষ? ইর্তেজা লম্বা নিশ্বাস ফেলে শেষে বলল,
“শ্রাবণের অপারেশন চলছে। এখন বেঁচে গেলেও পুলিশের কাছ থেকে বাঁচতে পারবে না।”
“ওর স্ত্রী সাগরিকার কি খবর?”
“সাগরিকা ভেঙ্গে পরেছে একদম। জানিস, বিয়ে আপনার যেমন মানুষের সাথেই হোক। কবুল শব্দে এতোটাই শক্তি যে মনে ভালোবাসা জন্মেই যায়। সাগরিকা এখন দোটানায় ভুগছে। সে জানে না কোনটা সাপোর্ট করবে।”
“যেটা ওর মন বলবে।”
“আমিও এটাই ভাবছি। আচ্ছা একটা হেল্প করবি আমার প্লিজ।”
“হ্যাঁ বল”
“আমি আর মাহা সাগরিকাকে একা ছাড়তে পারবো না। আপু দুপুরে কিছু খায় নি। ঔষধও রয়েছে দুপুরের। তুই যদি আপুকে বাসায়…”
ইর্তেজা পুরো কথা বলার আগেই সাঈদ ইর্তেজার গাল ধরে টেনে বলল,
“শা*লা এত রিকুয়েষ্ট করার কি আছে? যাচ্ছি নিয়ে। সময়ের মতো খাবার ঔষধ সব খাইয়ে দেবো।”
ইর্তেজার নিজের গাল ছাড়িয়ে বলল,
“হারামি কোথাকার। তুই এতোটাই ভালো যে বদদোয়াও দিতে পারবো না গাল টানার জন্য।”
সাঈদ হাসলো। ইর্তেজা ইরিনার কাছে এসে বলল,
“আপু এখন কোনো বাহানা শুনবো না। তুমি এখন বাসায় যাবে। খাবার আর ঔষধ খেয়ে চুপচাপ ঘুমাবে। আমি ঝর্ণাকে কল দিচ্ছি কিন্তু ও ভয়ের কারণে মোবাইল এখনো বন্ধ করে রেখেছে।”
“ঝর্ণা খুব ছোটো। এসব ভয় পাওয়াই স্বাভাবিক। মাহা কোথায়? যাবে না?”
“মাহা আর আমি এখানেই আছি।”
“তো আমি কার সাথে যাব?”
“সাঈদের সাথে।”
ইরিনা কাচুমাচু খেয়ে গেল। সাঈদের সাথে যাবে সে? প্রচুর অস্বস্তি হচ্ছে এখনই। তখনই মাহা আসলো কেবিন থেকে বেরিয়ে। সাঈদকে দেখে সালাম দিয়ে ইর্তেজাকে বলল ডাক্তার ডাকছে তাকে। ইর্তেজা সাঈদকে ইরিনাকে নিয়ে যাওয়ার কথা বলে চলে গেল। ইরিনা এদিক সেদিক দেখছে। ইর্তেজাকে না করতে পারলো না। ইর্তেজা যদি সন্দেহ করে? সাঈদ বলল,
“আমি রিকশা নিয়ে আসি আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন।”
বলেই সাঈদ চলে গেল। সাঈদের সাথে এক রিকশায় বসবে? ইরিনার অস্বস্তি বেড়েই চলেছে। কিছুক্ষণ পর সাঈদ আসলো। চারপাশে চোখ বুলিয়ে বলল,
“আপনার হুইলচেয়ার কোথায়?”
“জানি না”
সাঈদ এই সুযোগ হাতছাড়া করার কথা ভাবতেও পারে না। ঝুঁকে ইরিনার দিকে হাত বাড়াল। ইরিনার পিঠে ও হাঁটুর নিচে হাত দিতেই ইরিনা চমকে বলল,
“কি করছো?”
সাঈদ ইরিনার চোখে চোখ রেখে বলল,
“নিজের ভালোবাসার মানুষটার যত্ন নিচ্ছি।”
ইরিনা যেন আশে পাশে কি হচ্ছে সব ভুলে গেল। সাঈদ মুচকি হেসে ইরিনাকে কোলে তুলে নিলো। ইরিনার দৃষ্টি সাঈদের দিকে। এত কাছ থেকে দেখছে আজ ছেলেটাকে। লোভ সামলাতে কষ্ট হচ্ছে। একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। সাঈদ হাঁটা ধরলো। সে ইরিনার দিকে একবারো তাকাচ্ছে না। সে জানে ইরিনা তার দিকেই তাকিয়ে আছে। বাহিরে গিয়ে সাঈদ অন্যকিছু ভাবলো। একবার তাকাল ইরিনার দিকে। ইরিনা দৃষ্টি সরাচ্ছে না। সাঈদ রিকশাওয়ালা মামাকে বলল,
“মাফ করবেন মামা। বেগম আমার রিকশা করে যাবে না।”
রিকশাওয়ালা মামা জবাবে দাঁত বের হেসে মাথা নাড়াল। ইরিনা সাঈদের কথা শুনতেই হুঁশ ফিরলো। আশে পাশে তাকিয়ে দেখে সে রাস্তায়। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। ভীষণ লজ্জা পেল সে। লজ্জা আরো বাড়লো যখন রিকশাওয়ালা মামা বলল,
“দোয়া করি তোমরা সারাজীবন সুখে থাকো। নিজের বউয়ের খেয়াল রাইখো বাবা।”
সাঈদ হেসে মাথা নাড়াল। বউ? কার বউ? ইরিনা এক নজর মামাকে দেখে আবার সাঈদের দিকে তাকাল। সাঈদ বাড়ি যাওয়ার জন্য হাঁটা ধরলো। ইরিনা নড়াচড়া করতে করতে বলল,
“নিচে নামাও আমায়। সাঈদ এখনই আমাকে নিচে নামাও।”
সাঈদ থামলো। ভ্রু কুঁচকে ইরিনার দিকে তাকিয়ে বলল,
“আমার হিরোদের মতো বডি শডি নেই। তবুও ভালোবাসার খাতিরে আপনাকে কোলে নিয়েছি। বেশি বকবক করলে আমার থেকে খারাপ আর কেও হবে না।”
“তোমার সাহস তো কম না। তুমি আমাকে হুমকি দিচ্ছো?”
“এমনই কিছু।”
বলেই আবার হাঁটা ধরলো। ইরিনা উঁচু স্বরে বলল,
“আমাকে তুমি না নামালে আমি চিৎকার করে মানুষ ডাকবো।”
“তাহলে আমিও সবাইকে বলবো তুমি আমার হবু বউ।”
“হবু বউ? আবার তুমি করেও বলছো?”
সাঈদ হাসলো। ইরিনা সাঈদের কপালে হাত রেখে বলল,
“তোমার জ্বর আসে নি তো?”
“না, যেদিন তোমাকে মন দিয়েছি সেদিন থেকে অসুস্থ আমি।”
ইরিনা মন খারাপ করে বলল,
“আমাদের সম্পর্ক কেও ভালো নজরে দেখবে না।”
সাঈদ থেমে ইরিনার চোখে চোখ রেখে বলল,
“আমার নজরে তুমি কি দেখতে পারছো?”
ইরিনা কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। হঠাৎ করে মুখ ফস্কে বেরিয়ে গেল, “ভালোবাসা”
কথাটা বলে নিজেই লজ্জা পেয়ে গেল ইরিনা। সাঈদ মুচকি হেসে আবার হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতে বলল,
“তাহলে দুনিয়ার নজরের কথা বাদ দিয়ে শুধু আমার নজরের কথা ভাবো, কেমন?”
.
.
সাগরিকা ধীরে ধীরে চোখ খুলল। মাথা ভার ভার লাগছে তার। তাকিয়ে দেখে সূর্য তার পাশে বসে আছে। মাহা আর ইর্তেজা দাঁড়িয়ে কথা বলছে। সাগরিকা উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। সূর্য তাকে দেখে আবার শুইয়ে দিয়ে বলল,
“বিশ্রাম করো, তুমি অসুস্থ।”
ইর্তেজা আর মাহা সাগরিকাকে দেখে এগিয়ে আসলো। সাগরিকা ইর্তেজার দিকে তাকিয়ে বলল,
“শ্রাবণ কোথায়?”
“ও-টি, শ্রাবণের অপারেশন চলছে।”
“বেঁচে ফিরবে তো?”
সূর্য রেগে গেল। মাটিতে দাঁড়িয়ে রাগী কন্ঠে বলল,
“তুমি কেন চিন্তা করছো ওর? ও ম*রে যাক। ও ম*রলেই আমরা সবাই শান্তি পাবো।”
সাগরিকা জবাব দিলো না। ধীরে ধীরে উঠে বসলো। সূর্য রাগে ফুঁসছে। সাগরিকা হেলান দিয়ে বসে বলল,
“সরি, ঠিক বললি আমি কেন চিন্তা করবো? আমি মন থেকে চাই ও..ও ম..ম*রে যাক।”
সাগরিকার চোখ গড়িয়ে পানি পরতেই মুছে ফেলল। মাহা সাগরিকার পাশে বসলো। সাগরিকা মাহাকে এক নজর দেখে ইর্তেজার দিকে তাকিয়ে বলল,
“তোমরা অনেক লাকি ইর্তেজা। তোমরা একে অপরের জন্য জন্মেছো। কয়জনেরই বা ভাগ্য এত ভালো হয়।”
মাহা সাগরিকার হাত ধরে বলল,
“সুখ-দুঃখ মিলেই জীবন গঠিত। তুমি আমার থেকে অনেক ছোটো সাগরিকা। এই বয়সে তুমি যা কিছু সহ্য করেছো আমি তোমার জায়গায় থাকলে আরো আগে ভেঙ্গে পরতাম।”
“আমার মতো জীবন যেন আল্লাহ আমার শত্রুকেও না দেয়। ইর্তেজার কাছ থেকে শুনেছি তোমার সম্পর্কে। আমরা হয়তো এক রকমেরই ভাগ্য নিয়ে জন্মেছি। কিন্তু..”
সাগরিকা ইর্তেজার দিকে তাকিয়ে বলল,
“কিন্তু তুমি অনেক ভাগ্যবতী। ইর্তেজার মতো জীবনসঙ্গী পেয়েছো।”
ইর্তেজা লম্বা নিশ্বাস ফেলে বলল,
“আপনিও খুব ভাগ্যবতী। শ্রাবণ আপনাকে অনেক ভালোবাসে। শুধু তার ভালোবাসা প্রকাশ করার নিয়মটা ভুল।”
সাগরিকা মাথা নিচু করে ফেলল। কান্না থামিয়ে রাখতে পারছে না সে। গলা ব্যাথা করছে তার। তখনই একজন নার্স আসলো। ইর্তেজাকে বলল,
“মিস্টার ইর্তেজা, ডাক্তার আপনাকে ডাকছে।”
“জি আসছি, শ্রাবণের অবস্থা কেমন জানতে পারি?”
“অপারেশন হয়ে গিয়েছে। এখন তো জ্ঞান ফেরার অপেক্ষা।”
নার্স চলে যেতে নিলো তখনই সূর্য বলল,
“এক্সকিউজ মি একটা কথা জিজ্ঞেস করি?”
নার্স সূর্যের দিকে তাকাল। সূর্য বিরক্ত হয়ে বলল,
“ইনজেকশনের ভেতর বি*ষ ভরে শ্রাবণের ভেতর পুশ করা যাবে না?”
নার্স ভ্রু কুঁচকে ফেলল সূর্যের কথা শুনে। ইর্তেজা পরিস্থিতি সামলানোর জন্য বলল,
“আহা সূর্য, দুষ্টুমি করো না। এখন বিষয়টা খুব সিরিয়াস।”
নার্স বলল,
“উনার হয়তো ট্রিটমেন্টের প্রয়োজন। কি আবল তাবল বলছেন।”
বলেই নার্স চলে গেল। মাহা সূর্যের দিকে তাকিয়ে বলল,
“বাহিরে পুলিশ আছে। এমন কিছু বলো না যাতে শ্রাবণ বাই চান্স ম*রে গেলে তোমার উপর দোষ আসবে।”
“বুঝলাম না, এত বড়ো ঝুমুর ওর উপর পড়ে গেল তবুও কিছু বলো না।”
সূর্যের কথা শুনে সবাই ভাবনায় ডুব দিলো। সূর্যের কথাটা ফেলে দেয়ার মতো না।

ইরিনা খাটে হেলান দিয়ে বসে আছে। বাড়িতে আসার সময় রাস্তায় সবাই তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে ছিল। ভীষণ লজ্জার বিষয় এটা। সাঈদ এমন কাজ করবে সে কল্পনাও করেনি। কিন্তু মনের কোনো এক কোণায় ইরিনার ভালো লাগা অনুভূতি হচ্ছে। সাঈদ বাহিরে গিয়েছিল ইরিনার জন্য খাবার কিনতে। খাবার নিয়ে এসে রান্নাঘরে গেল। সে টুকটাক রান্না করতে পারে। কিন্তু এতে সময় লাগবে বলে দ্রুত বাহির থেকে নিয়ে আসলো। প্লেটে খাবার ঢেলে ইরিনার ঘরে আসলো। ইরিনা ভাবনার জগতে আছে। তার ঠোঁটের মুচকি হাসি দেখে সাঈদ নিচের ঠোঁট কামড় দিয়ে ধরে হাসলো। এগিয়ে এসে ইরিনার পাশে বসতেই ইরিনার হুঁশ ফিরলো। নড়েচড়ে বসে অন্যদিকে তাকাল৷ সাঈদ গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল,
“তোমার বিরিয়ানি খুব পছন্দ তাই না?”
ইরিনা আড়চোখে সাঈদের দিকে তাকাল। সাঈদ ইরিনার দিকে তাকাতেই চোখ সরিয়ে ফেলল। সাঈদ বিষয়টা লক্ষ্য করেছে। কিন্তু কিছু বলল না। বোতল টেবিলের উপর রেখে বলল,
“তারাতাড়ি খেয়ে নেও ঔষধ খেতে হবে।”
“খাবো না”
সাঈদ দুষ্টুমি করে বলল,
“আমার মনে হচ্ছে তুমি আমার হাতে খেতে চাও।”
ইরিনা হা হয়ে গেল সাঈদের কথা শুনে। জবাব দেয়ার আগেই সাঈদ আবার বলল,
“লজ্জা পেতে হবে না। যা বলার আমায় মুখের উপর বলবে। আমি তো তোমার সবচেয়ে কাছের মানুষ তাই না?”
ইরিনার মাথা কাজ করছে না। সাঈদ কি যা তা বলছে। সাঈদ মুচকি হেসে প্লেট হাতে নিলো। খাবারের লোকমা ইরিনার মুখের সামনে তুলে ধরলো। ইরিনার দৃষ্টি সাঈদের দিকে। সাঈদ বলল,
“আমি জানি তুমি ভাবছো আমি হঠাৎ করে এমন আজব ব্যবহার কেন করছি। বাসায় গিয়ে অনেকক্ষণ ভেবেছি কি করা যায়৷ আমি তো তোমাকে ছাড়া জীবন কাটানোর কথা ভাবতেও পারি না। হঠাৎ একটা কথা মনে আসলো, ‘ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ’ আমি এটাকে উল্টো করে দিলাম, ‘ত্যাগে নয়, ভোগেই মনের সুখ’।”
ইরিনা ফিক করে হেসে দিলো। মুখে হাত দিয়ে সে হাসছে। সাঈদ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ইরিনার দিকে। ইরিনা সাঈদের চাহনি দেখে হাসি থামালো। লজ্জায় চোখ নামিয়ে নিলো।
.
.
অবাক হওয়ার সীমা অতিক্রম হয়ে গেল। সূর্য দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণের জ্ঞান ফিরেছে। কিছুই হয়নি তার। শুধু চেহারা ও শরীরের কয়েক জায়গায় সেলাই হয়েছে। আর হার্ট দুর্বল। কিন্তু তার মৃ*ত্যুর কোনো চান্স নেই। সূর্য শ্রাবণের দিকে তাকাল। শ্রাবণ শুয়ে চারপাশে চোখ বুলাচ্ছে৷ তাকে কয়েকজন পুলিশ ঘিরে দাঁড়িয়ে আছে। ইর্তেজা ডাক্তারের সাথে কথা বলে কেবিনে আসলো। ইর্তেজাকে দেখে শ্রাবণ ধীরে ধীরে বলল,
“সাগরিকা কেমন আছে? ওকে খুব জোরে ধাক্কা দিয়েছিলাম আমি। ও ঠিক আছে ইর্তেজা?”
“হুম”
শ্রাবণ সূর্যের দিকে তাকাল। সূর্য বিরক্ত হয়ে অন্য দিকে তাকাল। শ্রাবণ আবার ইর্তেজার দিকে তাকিয়ে বলল,
“সাগরিকাকে ডাকবে? কিছু কথা বলতে চাই ওকে।”
সূর্য হেলান ছেড়ে দাঁড়িয়ে রাগী কন্ঠে বলল,
“আমার বোনের সাথে আপনার আর কোনো সম্পর্ক নেই। আমি তার সাথে দেখা করার পারমিশন দিচ্ছি না।”
“শেষবারের জন্য, ওয়াদা করছি আর কখনো দেখা করতে চাইবো না।”
সূর্য ভ্রু কুঁচকালো শ্রাবণের কথা শুনে।

সাগরিকাকে ধরে নিয়ে আসলো মাহা। শ্রাবণের দৃষ্টি দরজার দিকে ছিল। সাগরিকাকে দেখে মুচকি হাসলো। সাগরিকার চোখের কোণায় পানি জমে গেল শ্রাবণকে দেখে। চেহারার অবস্থা বেশ বাজে। সাগরিকার পা চলছে না। তার মনে ঘৃণা কাজ করছে শ্রাবণের জন্য কিন্তু মায়াও হচ্ছে খুব। শ্রাবণ ইশারায় সাগরিকাকে কাছে ডাকলো। সাগরিকার ইচ্ছে করছে না কাছে যেতে। মাহা বলল,
“আমরা আছি, চলো।”
সাগরিকাকে কাছে নিয়ে গেল। সাগরিকা শ্রাবণের দিকে তাকাতে পারছে না। বার বার দৃষ্টি সরিয়ে নিচ্ছে। শ্রাবণ সাগরিকার দিকে হাত এগিয়ে দিলো। সাগরিকা একবার হাতের দিকে তাকিয়ে আবার শ্রাবণের দিকে তাকাল।
ঢোক গিলে বলল,
“যা বলবে মুখে বলো”
শ্রাবণ হাত নামিয়ে নিলো। কাঁপা কাঁপা গলায় বলল,
“গালে ব্যাথা হয় কথা বললে।”
সাগরিকার কলিজা ছিঁড়ে আসছে। শ্রাবণ আবার বলল,
“আচ্ছা সমস্যা নেই, বিয়ের আংটিটা খুলে ফেলো।”
শ্রাবণের কথা শুনে সাগরিকা তার বাম হাত তুলে অনামিকা আঙুলে থাকা আংটির দিকে তাকাল। আবার শ্রাবণের দিকে তাকাল। শ্রাবণ লম্বা নিশ্বাস ফেলল। কান্না আসছে তার। কিভাবে বলবে সাগরিকাকে এই কথাটা। বেশ কিছুক্ষণ পর বলল,
“তোমার জীবন নষ্ট করার জন্য মাফ চাইবো না। আমি এটার যোগ্য না। বলেছিলাম না একবার আজমাইন অনেক ভাগ্যবান সে তোমার ভালোবাসা পেয়েছে। এমনই ভাগ্যবান হতে চেয়েছিলাম। পারি নি। পরিবর্তন হতে বলেছিলে আমাকে। চেষ্টা করেছি। সেটাও পারি নি। আমার পক্ষে পারফেক্ট হওয়া সম্ভব না সাগরিকা। আমি তোমার আজমাইনের মতো হতে পারবো না। আমি মৃ*ত্যুকে ভয় পাই। তবুও চেষ্টা করেছি তোমার জন্য প্রাণ দেয়ার। জানি না বেঁচে গেলাম কেন। হয়তো এত সহজ মৃ*ত্যু উপর ওয়ালা আমাকে দিতে চান না। আমার কর্মের ফল আমি এই দুনিয়া ওই দুনিয়া। দুই দুনিয়াতেই ভোগ করবো।”
সাগরিকা থমকে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। শ্রাবণ পুলিশদের দিকে তাকিয়ে বলল,
“স্টেটমেন্ট লিখুন, আমি শ্রাবণ আহমেদ। কবুল করছি আমিই ১৬ বছর ধরে অবৈধ ব্যবসা চালাচ্ছিলাম। সাগরিকাকে তার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি। আর আজমাইনের মৃ*ত্যু আমার কারণেই হয়েছে।”
চারপাশ নিরবতা ছেয়ে গেল। সবার দৃষ্টি শ্রাবণের দিকে। পুলিশ স্টেটমেন্ট পুরো লিখে শ্রাবণের দিকে তাকিয়ে বলল,
“আপনার সব গুনাহ কবুল করার বিভক্তিতে আমরা আপনাদের এরেস্ট করছি। আপনি সুস্থ না হওয়ার পর্যন্ত আমাদের নজরে থাকবেন। সুস্থ হলে আপনাকে আমরা কোর্টে নিয়ে যাবো।”
শ্রাবণ লম্বা নিশ্বাস ফেলল। ইর্তেজা মাহা একে অপরের দিকে তাকাল। তারা এই সময় কি করবে ভেবে পাচ্ছে না। সাগরিকা শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সূর্য সাগরিকার কাছে এসে বলল,
“আপু, আংটি খুলে দিয়ে দে। আমি উকিলের সাথে যোগাযোগ করে ডিভোর্সের ব্যবস্থা করছি।”
শ্রাবণ মুখ ঘুরিয়ে ফেলল সূর্যের কথা শুনে। রাগে ইচ্ছে করছে চারপাশে আগুন লাগিয়ে দিতে। সাগরিকা কেন যাবে তার থেকে দূর? সাগরিকা তো একমাত্র তার। আদৌও কি তার? শ্রাবণ সাগরিকার দিকে তাকাল। সাগরিকা সূর্যের দিকে তাকিয়ে আছে। সূর্য সাগরিকার হাত ধরে আংটি খুলে ফেলল। শ্রাবণের দিকে এগিয়ে দিয়ে বলল,
“নেন আপনার আমানত। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার বোনকে মুক্ত করার জন্য।”
শ্রাবণ আংটি হাতে নিয়ে বলল,
“খেয়াল রেখো ওর।”
“আপনি চিন্তা করবেন না। আপনি আপুর জীবনে না থাকলে আপু খুব ভালো থাকবে।”
শ্রাবণ হাতমুঠো শক্ত করে ফেলল। সাগরিকাকে এক নজর দেখে দৃষ্টি ফিরিয়ে নিলো। সূর্য সাগরিকার উদ্দেশ্যে বলল,
“বাসায় চলো, তুমিও অসুস্থ খুব। ডাক্তার বলেছে তোমাকে বাসায় নিয়ে যাওয়া যাবে।”
সাগরিকার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। চলে যাবে শ্রাবণকে ছেড়ে? না-কি আর একটিবার সুযোগ দেবে? তাকে পাবার জন্যে শ্রাবণ এত বাজে বাজে কাজ করেছে। হয়তো সে চলে গেলে শ্রাবণ ভালো হয়ে যাবে। হ্যাঁ, চলে যাওয়াই উত্তম। সূর্যের হাত ধরে সাগরিকা হাঁটা ধরলো। শ্রাবণ তাকাল সাগরিকার দিকে। সাগরিকা সত্যি চলে যাচ্ছে? সাগরিকা একবার ভাবলো শ্রাবণকে শেষ দেখা দেখে যাক। কিন্তু মন বলছে তাকে দেখলে যেতে পারবে না। তাই সাগরিকা তাকাল না। বেরিয়ে গেল কেবিন থেকে। সাগরিকা যেতেই শ্রাবণ দ্রুত উঠে দাঁড়াল। ইর্তেজা দৌড়ে গিয়ে শ্রাবণকে ধরে বলল,
“কি করছো শুয়ে থাকো সেলাই ছিঁড়ে যাবে পেটের।”
শ্রাবণ ইর্তেজাকে বলল,
“ইর্তেজা..ইর্তেজা ও চলে গেল।”
“শ্রাবণ তুমি শান্ত হও।”
“আবার চলে গেল। আমার সাগরিকা আমাকে ছেড়ে চলে গেল।”
“তুমি প্লিজ শান্ত হও তুমি এখন অসুস্থ বুঝতে পারছো না কেন?”
শ্রাবণ ইর্তেজাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ইর্তেজা থমকে গেল। আজব এক পরিস্থিতির সম্মুখীন হলো সে। শ্রাবণ কাঁদতে কাঁদতে বলল,
“চলে গেল আমাকে ছেড়ে। আর ফিরবে না আমার কাছে। ঘৃণা করে আমায়। আমি পারলাম না ওর মনের মতো হতে। ওকে বলো চলে যাওয়ার আগে আমাকে নিজের হাতে মে*রে যেতে।”
ইর্তেজা শ্রাবণকে শান্ত করার চেষ্টায় লেগে গেল। মাহা শ্রাবণের দিকে তাকিয়ে আছে। পাগলের মতো কাঁদছে শ্রাবণ। মাহা দৌড়ে বাহিরে গেল। এদিক সেদিক চোখ বুলালো। না, সাগরিকা নেই৷ সত্যি চলে গিয়েছে শ্রাবণকে ছেড়ে।

চলবে……..

[জানেন? শ্রাবণকে আমি এতটা বাজে বানিয়েছি যে আমারই ঘৃণা লাগছে তাকে। ইচ্ছে করছে নিজেই গল্পের ভেতর গিয়ে ওকে খু”ন করে ফেলি😑 আজকের পর্ব লিখার সময় অনেক শান্তি লাগছিল শ্রাবণকে কষ্ট পেতে দেখে👀 আপনাকে অনুভূতি জানতে চাচ্ছি। জানাবেন কিন্তু, আর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েন❤️]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here