মেঘবৃত্ত পর্ব_৩১

মেঘবৃত্ত
পর্ব_৩১
#আভা_ইসলাম_রাত্রি

আজ আকাশে বিশাল এক চাঁদ উঠেছে। চাঁদের আশেপাশে লুঁটোপুঁটি খাচ্ছে অজস্র সাদা রঙা তারা। অদূরে হয়তো একটা শুকতারাও জ্বলজ্বল করছে। চারপাশ কি ঠান্ডা! রাতের পরিবেশটা যেনো শিশিরের চাঁদরে মোড়ানো। শিশিরের অস্পষ্টতার কারণে কিছুই দৃষ্টিগত হচ্ছে না। মেঘা এখনো সেই শিশিরভেজা আকাশের দিকে চেয়ে। বৃত্ত দেখলো, মেঘার গায়ে কোনো ঠান্ডার কাপড় নেই। আজ বেশ শীত পড়েছে। শীতের প্রকোপে মেঘা মাঝেমধ্যে কাঁপছে থরথর করে। বৃত্ত কথা তুললো,
— ঠান্ডা লেগে যাবে। শীতের কাপড় পড়িস নি কেন?

মেঘা দুহাত আড়াআড়িভাবে কাধের দুপাশ ঢেকে শীতল কণ্ঠে বললো,
— তার দরকার নেই। ঠান্ডা লাগছে না আমার।
— ঠান্ডা লাগছে না, তাইনা? তাহলে এমন করে কাঁপছিস কেনো?
— কই কাঁপছি। বাদ দে। তুই যা, ঘুমা গিয়ে। রাত অনেক হয়েছে।

মেঘার কথা সমাপ্ত করার পাঁয়তারা দেখে বৃত্ত মনেমনে একটুখানি হতাশ হলো। মেঘা তার সাথে কথা এগুতে চাইছে না, এ বেশ বুঝতে পারছে সে। বৃত্ত দোলনা ছেড়ে উঠে ঘরে চলে গেলো। আলমারি থেকে মেঘার চাদর খুঁজতে গিয়ে বৃত্ত লক্ষ্য করলো, আলমারিতে মেঘার কোনো চাদরই নেই। বৃত্তের অদ্ভুত লাগল বিষয়টা। আলমারি ভর্তি এত কাপড়ের মধ্যে মেঘার শীতের কাপড় নেই বললেই চলে। বৃত্তের ভ্রু কুঁচকে গেলো। সে আর উপায় নেই পেয়ে নিজের একখানা ভারী জ্যাকেট নিয়ে নিলো। আলমারির দরজা বন্ধ করে পুনরায় বারান্দায় আসলো। মেঘা এখনো ঠায় বসে। বৃত্ত মেঘার দিকে নিজের জ্যাকেট এগিয়ে দিয়ে বললো,
— ধর, পড়ে নে।

মেঘা তাকালো জ্যাকেটটার দিকে। চোখ সরিয়ে বৃত্তের দিকেও একবার তাকালো। বৃত্ত তখনো ভ্রুকুটি করে মেঘার দিকে চেয়ে আছে। বৃত্তের মুখশ্রীর দিকে চেয়ে মেঘার খুবই আচানক মনে হলো, ভ্রু কুঁচকানো অবস্থায় বৃত্তের চেহারা খুব সুন্দর লাগে। সাধারণত বৃত্তের ভ্রু ঘন আর সোজা। তবে, যখন সে ভ্রু কুটি করে তখন তার ভ্রু জোড়া বাঁকা হয়ে যায়, দুটো ভ্রু যেনো একসাথে মিলে যেতে চায়। বৃত্তকে দারুন লাগে তখন। মেঘা নিজেকে সামলালো। চোখ সরালো সে। জ্যাকেটটা ফিরিয়ে দিতে চেয়েও কি মনে করে ফিরিয়ে দিলো না। চুপচাপ হাত বাড়িয়ে নিয়ে নিলো। কালো জ্যাকেটটা নিজের গায়ে দিয়ে বলে উঠলো,
— ঘুমিয়ে যাচ্ছিস না কেনো? রাত বেড়ে গেছে।
— তা, তোর চোখে ঘুম নাই? সব ঘুম শুধু আমার চোখেই?
— ঘুম থাকবে না কেনো? সময় এলে এমনিই ঘুমাবো আমি। তুই তোরটা ভাব।

মেঘার কথার পিঠে বৃত্ত আর কথা খুঁজে পেলো না। মেঘার দিকে শান্ত চোখে চেয়ে রইলো কিছুক্ষণ। ওপাশ থেকে সেই চাওনির কোনোরূপ পাত্তা না পেয়ে চুপচাপ ঘরে চলে এলো। এই মেঘা যে কবে সহজ হবে, কে জানে? বৃত্ত মেঘার স্বাভাবিক রূপ দেখার জন্যে ক্রমশ অস্থির হয়ে উঠলো। রাত বাড়লো, ঘুম এলো না তার দু চোখে। এত অস্থির লাগছে কেন তার? কেনো তার সারা মন জুড়ে এই অদ্ভুত ব্যাকুলতা? কেনো হৃদয়ে এই ‘মেঘ’ নামক আহাজারি? এই যে এত এত ‘কেনো’.. কিন্তু এই ‘কেনো’র উত্তর কোথায়?
_________________________
রাত হুরহুর করে বেড়ে যাচ্ছে। সময় বারোটার কাটা পেরিয়ে একটায় পা রেখেছে। মেঘা বারান্দা থেকে ঘরে এলো। চোখ গেলো, বিছানায় ঘুমন্ত প্রেমিক পুরুষটার দিকে। ইশ, মানুষটা কি সুন্দর করে ঘুমায়। মেঘা আরো এক দফা মুগ্ধ হলো। চুপচাপ বিছানায় গা এলিয়ে দিলো সে। বৃত্তের দিকে ফিরে শু’লো। এই মুহূর্তে মেঘার দারুন রকম অনুভুতি হচ্ছে। মনে হচ্ছে, নিজের গায়ের সাথে যেনো মিশে আছে ‘তার বৃত্ত’। সে অনুভব করতে পারছে বৃত্তকে, জড়িয়ে ধরে আছে শান্তিতে। মেঘা জ্যাকেটটার কলার টেনে ধরে বেশ খানিক সময় ঘ্রাণ শুকলো তার। ইশ, কি সুন্দর ঘ্রাণ! যেনো অজস্র প্রেমে মাখামাখি! মেঘা আবেশে চোখ বুজে নিলো। পুনরায় চোখ মেলে তাকালো বৃত্তের দিকে। বৃত্তের মাথার চুল কপালে লেপ্টে আছে। মেঘার খুব ইচ্ছে হলো, সেই চুলগুলো ঠিক করে দিতে। হাত বাড়ালো সে। কিন্তু, কি মনে করে হাতখানা ফিরিয়ে নিলো আবার। মেঘার হুট করেই আবার মন খারাপ হতে লাগলো। কান্নার দলা পাকাতে লাগলো বুকের ভেতর। চট করে উঠে বসলো ও। পাগলের মত জ্যাকেটটা গায়ের সাথে একদম মিশিয়ে নিতে চাইলো। জ্যাকেটটা এই মুর্হুতে নিজের বুকের ভেতরে ঢুকিয়ে নিতে পারলে যেনো তার স্বস্থি! মেঘা হার মানলো। জ্যাকেটটা তার নিজের সাথে মিশে গেলো না। মেঘা জ্যাকেটটায় নাক ডুবিয়ে কেঁদে উঠলো ডুকরে। চোখের জল ক্রমাগত বিসর্জন দিয়ে আহাজারি করতে লাগলো,
— দেখ না বৃত্ত। আগে আমি তোকে ছুঁতে পারতাম। অনুভব করতে পারতাম। তোর একটা অংশ নিজের মধ্যে ধারণ করতে পেরে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করতাম। কিন্তু আজ দেখ। আমার সব শেষ। আমার মধ্যে থাকা ‘তুই’ নামক অস্তিত্বটাই আজ শেষ হয়ে গেছে। বৃত্ত, আমাকে আবার তোর একটা অংশ এনে দে না। আমি আবারও তোর হতে চাই। আগের মত তোকে অনুভব করতে চাই। এই তোকে আবার আমাকে দিয়ে দে না। দে না রে, বৃত্ত। আমি আর পারছি না নিতে এসব। আমার তোকে চাই। খুব করে চাই, প্রচন্ড চাই, প্রচুর করে চাই।

রাত বাড়লো, সেই সাথে মেঘার কান্নাও বাড়লো। একসময় মেঘা ক্লান্ত হয়ে বালিশে মাথা গুজলো। রাতের চাঁদ মুখ ডুবালো উদয়মান সূর্যের আড়ালে।
__________________________
আজ বৃত্তের একটা চাকরির ইন্টারভিউ আছে। ইতিমধ্যে বেশ দেরি হয়ে গেছে। কিন্তু, ঘুমকাতুরে বৃত্ত এখনো বেঘোরে ঘুমাচ্ছে। হঠাৎ তার ফোনে অ্যালার্ম বেজে উঠলো। মাথার বালিশের কাছে তীব্র আওয়াজ শুনে বৃত্ত ধড়ফড়িয়ে ঘুম ছেড়ে উঠে বসলো। তুমুল বিরক্তিতে তার ভ্রু জোড়া কুঁচকে গেছে। কিন্তু এই বিরক্তিকর আওয়াজ থামার নাম নিচ্ছে না। বৃত্ত হাত বাড়িয়ে মোবাইলের অ্যালার্ম বন্ধ করলো। ঘুমের রেশ কাটতেই মনে পড়লো, সে তো আজকের জন্যে কোনো অ্যালার্ম দেয়নি। তাহলে, এই অ্যালার্ম সেট করলো কে? মেঘ? বৃত্ত মুচকি হাসলো। সে জানে, এসব মেঘার করবার। তার ছোট থেকে ছোট বিষয়ের খেয়াল মেঘার চেয়ে ভালো কেউ রাখতে পারে না। তবে, বৃত্ত একটুখানি হতাশও হলো বটে। মোবাইলে অ্যালার্ম না দিয়ে মেঘা নিজে এসে ডেকে দিতে পারতো। কিন্তু এলো না। ধুর, বৃত্তের মনটা আবারও খারাপ হয়ে গেলো।

বাথরুম থেকে বেড়িয়ে বৃত্ত আলমারির দিয়ে এগিয়ে গেলো। হুট করে মনে হল, আজ তো শার্ট ইস্ত্রি করার কথা ছিল তার। কিন্তু কাল এত চাপের মধ্যে ইস্ত্রি করার সময় পায়নি। এখন সে কি পড়ে যাবে ইন্টারভিউতে? এখন আবার শার্ট ইস্ত্রি করতে হবে। ধুর, এই ইস্ত্রি করার চক্করে কিছু সময় হুদাই চলে যাবে। বৃত্ত তুমুল রাগ নিয়ে আলমারি খুললো। আলামারি খুলে সে একদফা হোঁচট খেল। তার সব শার্টসহ পাঞ্জাবি ইস্ত্রি করে সুন্দর করে তাকে ক্রমে ক্রমে সাজানো। বৃত্ত প্রায় বোকা বনে গেলো। এসব আবার কে করলো? মা? নাহ, মায়ের তো হাতে ব্যথা। তিনি কি করে করবেন? তাহলে, কে? মেঘ? উত্তর ‘হ্যাঁ’ মিলতেই বৃত্ত হতবম্ব হয়ে গেলো। তার প্রত্যেকটা কাজের পেছনে মেঘার হাত, বিষয়টা তাকে চিন্তায় ফেলে দিচ্ছে। মেঘা কেনো এসব করছে? শুধু বন্ধু বলে, নাকি অন্য?

#চলবে
গল্পটা পড়তে হয়তো অনেকের অধৈর্য্য লাগছে। মনে হচ্ছে, কবে বৃত্ত তার অনুভূতি বুঝবে? আসলে, গল্পটা আমার জন্যে খানিক ক্রিটিকাল। বৃত্তের মধ্যে অনুভূতি জন্মানোর যাত্রা শুরু করার জন্যে আমি নিজেও উদগ্রীব।কিন্তু গল্পের তো নিজস্ব এক ধারা আছে। আমি লেখিকা চাইলেও সেই ধারা ব্যাহত করতে পারিনা। আজ বলে রাখা ভালো, আপনাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীগ্রই! আজকের পর্ব পড়ে কিছু কি আন্দাজ করতে পারছেন?
লেখিকার পাঠকমহল,
আভার পাঠকঘর📚-stories of Ava Islam Ratri

আগের পর্ব,
https://www.facebook.com/100063985747587/posts/269275848548605/?app=fbl

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here