মেঘবৃত্ত পর্ব_৪৫

#মেঘবৃত্ত
পর্ব_৪৫
#আভা_ইসলাম_রাত্রি

অতঃপর কেটে গেলো কতক দুঃসহ দিন। এ কদিনে বৃত্ত বহু চেষ্টা করেছে মেঘাকে বাচ্চা অ্যাবোরেশনের কথা বলতে। কিন্তু, মেঘার বাচ্চা নিয়ে পাগলামি দেখে বৃত্তের সাহস হয়ে উঠেনি। শেষ পর্যন্ত বৃত্ত নিজে নিজেই সিদ্ধান্ত নিলো, বাচ্চাটা জন্ম নেওয়ার পরই মেঘার অপারেশন হবে। বৃত্ত পারবে না, মেঘার মনটা আবার টুকরো টুকরো করে ভেঙে ফেলতে।
বৃত্তের অফিস থেকে কক্সবাজারের একটা ট্যুরের আয়োজন করেছে। ট্যুরটা মূলত অফিসের কাজ ডেভেলপ করার জন্যেই আয়োজিত হয়েছে। কিন্তু, বৃত্ত মেঘাকে এমন অবস্থায় রেখে ট্যুরে যেতে নারাজ। মেঘা অনেকবার বুঝিয়েছে বৃত্তকে। বারবার বলেছে, ‘ সে আর বাচ্চা দুজনেই ঠিক আছে! তাদের নিয়ে এত চিন্তা করতে হবে না। বৃত্তের ট্যুরে যাওয়াটা দরকার। খামোকা মানা করে লাভ কি ‘

অবশেষে , বৃত্ত রাজি হয়েছে। তবে সে একা যাবে না। মেঘাকে সঙ্গে নিয়ে যাবে। বৃত্তের কথা শুনে মেঘার খুশি দেখে কে? মেঘা একদিনের ভেতরেই সমস্ত লাগেজ রেডি করে ফেললো। ট্যুরের সবাই অফিসের টাকায় বাস দিয়ে গেলেও বৃত্ত মেঘার কথা ভেবে প্লেইনের টিকেট বুক করেছে। মেঘাকে নিয়ে সে কোনো রিস্ক নিতে চায়না।
এ ছ মাস মেঘবৃত্তের জীবনের স্বপ্নের সময় হবে। এই ছ মাসে মেঘবৃত্ত এক হবে, পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত তাদের ঝুলিতে পুড়বে। সারা জনমের একসাথে থাকার তৃষ্ণা এ ছয়মাসে তারা পূরণ করবে। ভালবাসার এক নতুন অধ্যায় গড়বে এই ছোট্ট মাসগুলোতে।
______________________________
মেঘবৃত্ত মাত্রই রিসোর্টে এলো। ইতিমধ্যে মেঘার দুবার বমি হয়েছে। মাথা ব্যথায় চোখে পানি চলে এসেছে তার। মেঘাকে এত কষ্ট পেতে দেখে বৃত্তের নিজের চোখেও পানি চলে এলো। বৃত্ত মেঘার হাত ধরে বললো,
— খুব বেশি কষ্ট হচ্ছে, মেঘ?
মেঘা একহাতে মাথা খামচে ধরে ডুকরে কেঁদে উঠলো। ঠোঁট কামড়ে ধরে বললো,
— বৃত্ত, আমার মাথা! আমার মাথাটা ফেঁটে যাচ্ছে বৃত্ত। মাথার ভেতর মনে হচ্ছে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ, এত কষ্ট কেন হচ্ছে আমার?

মেঘা ক্রমশ আর্তনাদ করতে লাগলো। বৃত্ত নিজের চোখের জল মুছে মেঘার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরলো। মাথায় ঘনঘন হাত বুলিয়ে ধরা গলায় বললো,
— আল্লাহকে ডাক মেঘ। সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না তোর। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে রে মেঘ? আমি মরে যাবো রে। খুন হয়ে যাবো আমি। আল্লাহকে ডাক মেঘ।

মেঘা বৃত্তের কথার অর্থ ধরতে পারলো না। বৃত্তের পিঠের শার্ট খামচে ধরে ঘাপটি মেরে মিশে রইলো বৃত্তের বুকের সাথে।
______________________
মেঘা মাত্রই গোসল করে বের হলো। ঔষধ খাওয়ার পর মাথা ব্যথাটা খানিক কমেছে। নাক মুখ লাল টকটকে হয়ে গেছে মেঘার। কান্না করতে করতে শ্বাসকষ্ট উঠে গেছে তার। এখন গোসল করায় একটুখানি শান্তি লাগছে।

বৃত্ত বিছানায় বসে আছে। মুখখানা ভার, থমথমে। হাঁটু ক্রমাগত নাড়িয়ে নত মুখে কি একটা চিন্তা করেই যাচ্ছে সে।
মেঘা হাতে পায়ে ক্রিম দিতে দিতে বৃত্তের দিকে চেয়ে প্রশ্ন করলো,
— ওই, কি হলো তোর? এমন করে বসে আছিস কেনো?

মেঘার কণ্ঠ শুনে বৃত্তের মুখ স্বাভাবিক হলো। মাথা উঁচু করে মেঘার দিকে তাকালো সে। মেঘার শরীর ভেজা, চুল থেকে টপটপ পানি পড়ছে। শাড়ীর আঁচল মাটি ছুঁইছুঁই। কি সুন্দর দৃশ্যখানা। বৃত্ত বড়ই মুগ্ধ হলো। ভুলে গেলো যতসব সব চিন্তা, ভয়। ধীর পায়ে এগিয়ে গেলো মেঘার দিকে।

ঘাড়ে তপ্ত নিঃশ্বাসসের অস্তিত্ব পেতেই মেঘার শরীর শিরশির করে উঠলো। কোমরে বৃত্তের হাতের ছোঁয়া পেতেই তার শ্বাস আটকে যেতে লাগলো। এ কি করছে বৃত্ত? বৃত্তের এমন আগুন ছোঁয়ায় মেঘার যেনো মরণ নিশ্চিত! বৃত্ত মেঘার শরীর নিজের দিকে ঘুরিয়ে নিলো। ওর কানের কাছে ফিসফিস করে বললো,
— নিড অ্যা কিস রাইট নাও, মিসেস বৃত্ত!

ইশ, কিসব অশ্লীল কথা। মেঘা বরাবরের মত লজ্জা এর অস্বস্তিতে লাল হয়ে গেলো। মেঘা দেয়ালের সাথে একদম মিশে আছে। বৃত্ত মেঘার দুপাশে দুহাত দেয়ালে ঠেসে রেখে ঝুঁকে আছে মেয়েটার দিকে। ঘরের একপাশের বিশাল জানালা থেকে ভেসে আসছে, সমুদ্রের গর্জন-তর্জন। মৃদু মন্দ দখিনা বাতাস দুজনের গা ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। উড়ছে মেঘার চুল, মেঘার শাড়ির আঁচল। বৃত্ত নেশাময় চোখ রাখলো মেঘার পানে। আলতো হাতে মেঘার বেবি হেয়ার কানের পিছনে গুঁজে দিয়ে ওষ্ঠ ছোঁয়ালো মেঘার দু ভ্রুয়ের ঠিক মধ্যখানটায়। মেঘা কিঞ্চিৎ কেঁপে উঠে চোখ খিঁচলো। খামচে ধরলো বৃত্তের কাঁধের টিশার্ট। বৃত্ত সরে এলো মেঘার থেকে। চোখ রাখলো মেঘার দু আফিমসম নেশালো চোখে। সঙ্গেসঙ্গে ডুবে গেলো সে, হারিয়ে গেলো, মত্ত হলো ওই কাজল কালো চোখ জোড়ায়। বৃত্ত ফিসফিসিয়ে বললো,
— তুই এত সুন্দর কেন রে মেঘ? কি মাখিস বল তো, আমাকে তোর নেশায় বুদ করে রাখতে?

মেঘার মনটা ভরে গেলো। চোখ ভিজে এলো, গলা শুকিয়ে গেলো। মনে হলো, এক জীবনে আর কি চাই তার। বৃত্ত নামক প্রেমিক পুরুষটা তাকে ভালোবাসে। নিজ পুরুষের চোখে মেঘা সবচেয়ে সুন্দরতম নারী। এর চেয়ে শ্রেষ্ট অনুভূতি আর কিইবা হতে পারে। মেঘার ভয় হলো। যদি বৃত্তকে সে হারিয়ে ফেলে? তখন কি হবে মেঘার? এত এত ভালোবাসা হারিয়ে ফেললে মেঘা তো মরেই যাবে।
মেঘাকে চিন্তায় দেখে বৃত্ত হালকা ভ্রু কুচকালো। মেঘার থুতনি আঙ্গুলের ডগায় ধরে উচুঁ করলো। মেঘা চিন্তা ভেঙে বৃত্তের দিকে তাকালে বৃত্ত বললো,
— কি ভাবিস এত?
মেঘা ঢোক গিললো। কম্পিত কণ্ঠে বললো,
— আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি?
বৃত্ত মুচকি হাসলো। বললো,
— হুম, বল।
— আমি মরে গেলে তুই কি করবি বৃত্ত? আমার ভাগের ভালোবাসা তুই অন্য কাউকে দিয়ে দিবি?
মেঘার কথা শুনে হুট করেই বৃত্তের চোয়াল শক্ত হয়ে গেলো। দাঁতে দাঁত চেপে অদ্ভুত এক শব্দ তুললো সে। জোরে জোরে কতক নিঃশ্বাস ফেলে হঠাৎ করেই খামচে ধরলো মেঘার নরম দুগাল। মেঘা বোকা বনে গেলো। হুট করে বৃত্তের এমন রাগ দেখে ভয়ে তার আত্মা শুকিয়ে গেলো। বৃত্ত দাঁতে দাঁত খিঁচিয়ে বললো,
— আবার মরার কথা বলে দেখ না? মাটিতে পুঁতে ফেলবো একদম। মরার শখ জাগছে না তোর? এক কাজ করি, বিষ এনে তোকে প্রথমে খাইয়ে আমিও খেয়ে নেই। তারপর, দুজনেই একদম পগার পা। ভালো আইডিয়া না? এখন চুপ কেন? উত্তর দে?

মেঘা গাল দুটো মনে হচ্ছে বৃত্তের আঙ্গুল দেবে যাচ্ছে। মেঘা ব্যথায় কুঁকড়ে উঠলো। বৃত্ত সঙ্গেসঙ্গে মেঘাকে ছেড়ে দিলো। মেঘা ছাড়া পেয়ে গালে হাত রেখে আহত চোখে বৃত্তের দিকে চেয়ে রইলো। বৃত্ত সরে দাঁড়ালো। দুবার ঘনঘন নিঃশ্বাস ফেলে খামচে ধরলো নিজের মাথার চুল। এতেও যখন তার রাগ ঠান্ডা হলো না, সে বেরিয়ে গেলো রুম ছেড়ে। যাওয়ার আগে মেঘার দিকে আঙুল উচিয়ে বলে গেলো,
— থাক তুই, তোর এসব লেইম মরার চিন্তা নিয়ে। আমি চলে যাচ্ছি। খবরদার, আমাকে ফোন দিবি না, খুঁজবিও না।

বৃত্ত চলে গেলো। মেঘা সেখানে হাঁটু গেরে বসে গেল। কি থেকে কি হয়ে গেল, সে বুঝতেই পারলো না। এমন নয় যে, মরার কথা মেঘা এর আগে কখনো বলে নি। বলেছে সে। তবে, আজকের মত বৃত্ত এতটা রাগ দেখায় নি। আজ কি হলো তার? তবে, মেঘা জানে। বৃত্ত আসবে। রাত গভীর হলেই বৃত্ত তার কাছেই ফিরে আসবে। প্রতিদিনের মত মেঘাকে বুকে জড়িয়ে ঘুমাবে। এটাই যে মেঘবৃত্তের রোজকার নিয়ম!
________________________
ঘুমের মধ্যেই মেঘা উপলব্ধি করল, বৃত্ত তার পাশে নেই। মেঘার চোখ খুলে গেল। রুমের চারপাশ পরখ করলো। বারান্দা থেকে সিগারেটের গন্ধ নাকে আসতেই মেঘার ভ্রু কুঁচকে গেলো। ছিঃ, বৃত্ত আবার সিগারেট খাচ্ছে? একে তো আজ একটা বেদম গালি দিতেই হবে। সিগারেট খাবে আর হার্ট নষ্ট করবে। বৃত্তের কিছু হয়ে গেলে, মেঘার কি হবে? মেঘা বেশ রাগ নিয়ে বিছানা ছাড়লো।

হোটেলের বারান্দায় ডিভানে বসে আছে বৃত্ত। হাতে সিগারেট। যে বৃত্ত এককালে মেঘার জন্যে সিগারেট ছেড়ে দিয়েছিল, আজ সেই বৃত্ত ইতিমধ্যে এক প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে। আজ বৃত্তের খুব কষ্ট হচ্ছে। তুফানের ন্যায় কান্নার গলার মাঝখানটায় ধুম্রজাল তৈরি করছে। সেই ধোঁয়ায় বৃত্তের নিঃশ্বাস আটকে আসছে। বৃত্তের চোখে জল জমতেই হাত দিয়ে সে জলটুকু মুছে ফেললো সে। তবে, বাহ্যিক কান্না লুকাতে পারলে কি হবে? বুকের ভিতরে এক সর্বগ্রাসী কান্না ভিতরে হৃদয়টাকে একদম এফোঁড়ওফোঁড় করে দিচ্ছে।

— বৃত্ত?
পিছন থেকে মেঘার ডাক শুনে বৃত্ত স্থির হয়ে গেলো। সিগারেটের শেষ অংশটুকু একটানে শেষ করে বাইরে ফেলে দিলো। চোখ মুছে বললো,
— ঘুম শেষ তোর?
মেঘা জবাব দিলো না। বরং, ধীরে ধীরে বৃত্তের পাশে এসে দাঁড়ালো। বৃত্তের মুখ ভেজা, চোখের কোণায় এখনো জল জমে আছে। মেঘার বুঝতে একটুও অসুবিধা হলো না, বৃত্ত কান্না করেছে। মেঘা বললো,
— কান্না করেছিলি কেনো?
বৃত্ত অপ্রস্তুত হয়ে গেলো। তাড়াহুড়ো করে নিজের চোখের জল মুছে বললো,
— কোথায় কান্না করেছি? আচ্ছা। বাদ দে সেসব। মাথা ব্যথা কমেছে?
মেঘা বৃত্তের বাম হাত জড়িয়ে তার কাঁধে মাথা রাখলো। মৃদু হেসে বললো,
— হুম। আগের চেয়ে বেটার। তুই ঘুমাস নি?
— নাহ। ঘুম আসে নি।
— কেনো আসে নি?
— জানিনা।
— কি জানিস তাহলে? শুধু সিগারেট ফুঁকতে?
বৃত্ত মৃদু হাসলো। মেঘার কোমরে চিমটি কেটে বললো,
— উহু! আরো একটা জিনিস পারি। তোকে কুটকুট করে খেয়ে ফেলতে। সেটা আমি ভালোই পারি। আই থিঙ্ক ইউ নো দ্যাট। হুম?
মেঘা লজ্জায় লাল হয়ে গেল। বৃত্তের পিঠে কতক ঘুষি দিয়ে বললো,
— তুই আজকাল খুব খারাপ হয়ে গেছিস। সারাক্ষণ মুখে শুধু অশ্লীল কথা। মুখ সেলাই করে দিবো একদম।
— দে তাহলে। আমি চুপ করে গেল তোর সহ্য হবে? সেদিনের কথা মনে নেই। একদিন কথা বলে নি দেখে কেঁদে কেটে তো সমুদ্র বানিয়ে দিয়েছিলি। বাপরে। তোর কান্না দেখে আমি তো পুরাই ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম, কে না কে মরে গেছে।

বৃত্তের কথা শুনে মেঘা হু হা করে হেসে দিলো। আর বৃত্ত নির্নিমেষ চেয়ে রইলো সেই প্রাণ খোলা হাসির দিকে। আবারো চোখ ভরে এলো তার। এত কেনো কষ্ট হচ্ছে ওর? সহ্য করতে পারছে না আর। দম বন্ধ হয়ে আসছে। কি ক্ষতি হতো, মেঘবৃত্তের সুন্দর এক সংসার হলে? কি এমন ক্ষতি হতো মেঘবৃত্তে সারাটাজনম হাতের উপর হাত রেখে কাটিয়ে দিলে? ব্রেইন টিউমারের রিপোর্টটা কি কি একবারের জন্যেও মিথ্যে প্রমাণিত হতে পারে না?

#চলবে
আগামী পর্বেই ইন শা আল্লাহ ইতি টানবো গল্পটার। আজকের পর্বে যদি ৭০০ রিয়েক্ট না আসে, তবে আগামী পর্ব তিনদিন পর দেওয়া হবে।
আরেকটা কথা, গল্পের এন্ডিং কি চান? হ্যাপি নাকি স্যাড?

লেখিকার পাঠকমহল,
আভার পাঠকঘর📚-stories of Ava Islam Ratri
আগের পর্ব,
https://www.facebook.com/100063985747587/posts/282054227270767/?app=fbl

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here