কিশোরী_মাফিয়া অন্তিম_পর্ব

  • #কিশোরী_মাফিয়া
  • লেখক_আকাশ_মাহমুদ
    #অন্তিম_পর্ব

    বিল্ডিংয়ের ভিতর থেকে একটা মেয়ে তার দলবল নিয়ে বের হয়।আর আকাশের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে!আকাশ ও মেয়েটাকে দেখতে পেয়ে চমকে উঠে!কারন তাঁকে দেখে কোনো ভাবেই আকাশের মানুষ মনে হচ্ছে না!তাঁকে দেখে রক্তচোষা খচ্চর মনে হচ্ছে!
    চেহারার ধাঁচ ধরন ও পিশাচের মতন!মানুষের কোনো আলামত তাঁর চেহারায় নেই!যদিও সে মানুষ,কিন্তু মানুষের মতন একদম এই লাগছে না তাঁকে!আকাশ চুপচাপ তাঁদের দিকে তাকিয়ে আছে।আর সেই মেয়েটা তার দলবল নিয়ে আকাশের দিকে এগিয়ে আসতে শুরু করে তাঁকে এবং তার টিমকে মারার জন্য।কিন্তু আকাশের স্পেশাল টিম তাঁদের মেরে ফেলে।দুই পক্ষের লড়াইয়ে আকাশের স্পেশাল টিমের দুইজন গুরুতর ভাবে আহত হয়।তখনি বিল্ডিংয়ের উপর থেকে কেউ একজন আকাশকে ডাক দেয়।

    –তুই এসে গেছিস?
    তাহলে রেডি হ মরার জন্য।আমি নিচে আসছি।
    .
    আকাশ লোকটাকে দেখে চিনতে বাকি নেই সে কে!কারন রকির পাঠানো ছবি দেখে সে আগেই মানুষটার সম্পর্কে জেনে গিয়েছে।লোকটা হলো আলফা।আলফা একাই নিচে নেমে আসে নিয়ে।তারপর সে আকাশকে বলে…

    –বাহ তোর তো দেখি কলিজা আছে।তুই আমাকেই মারার জন্য চলে এসেছিস।আর তাছাড়া আমার লোকদেরকেও ঘায়েল করেছিস।

    –কলিজা আছে দেখেই তোকে টপকাতে এসেছি।না হয় তো চুপচাপ হাত-পা গুটিয়ে বসে থাকতাম।আর তোর লোকজন কেন,তোকেই তো টপকে দিব একটু পর।
    .
    আকাশের কথা শুনে আলফা অট্টহাসি দিয়ে তাঁকে বলে…

    –এই কয়েক জনকে মেরেই তোর এতো বাহাদুরি?
    তুই কি ভেবেছিস আমার শক্তিশালী টিমকে মেরে তুই আমায় দূর্বল করে দিয়েছিস?তাহলে তুই ভুল ভাবছিস।কারন আমার টিমের সবাই অধ্যাত্মিক শক্তির অধিকারী।আর বিশেষ করে এখনো তাঁদের লিডারকে তো দেখিস এই নি।সে এবং তার পুরো টিম নিচে নেমে আসলে তো তোদের খেল খতম।
    .
    আকাশ আলফার কথা শুনে কিছুটা ঘাবড়ে যায়!কারন সে ভেবেছে সে আলফার টিমের সব চাইতে শক্তিশালী লোক গুলোকে মেরে ফেলেছে।কিন্তু তার ধারণা ভুল।

    –কিরে আমার কথা শুনেই ঘাবড়ে গেছিস?

    –আলফা ঘাবড়াই আর যাই করি,তবে একটা কথা জেনে রাখ তুই।তোর মৃত্যুর ভয় আছে,কিন্তু আমাদের নেই।তোকে না মারা পর্যন্ত বা নিজেরা না মরা পর্যন্ত এখান থেকে কেউ যাচ্ছি না।

    –কেউ বলতে ঠিক বুঝলাম না।তোর এই কয়জন লোক ছাড়া এখানে আর কে আছে?

    –একটু ভালো করে চোখ পাকিয়ে দেখ।
    .
    আকাশের কথা শুনে আলফা আবার একটা অট্টহাসি দেয়।

    –আমার দেখার প্রয়োজন নেই।তোর লোকজন কোথায় তুই নিজেই ভালো করে দেখ।
    .
    আকাশ আলফার কথা মতন আসেপাশে নজর ঘুরাতেই দেখতে পায়,সে যাদেরকে চতুর্পাশে সেট করেছিলো,তাঁদের সবার গলায় আলফার লোকজন গুলি ঠেকিয়ে ধরে রেখেছে।এমন দৃশ্য দেখে আকাশ আরো ঘাবড়ে যায়!

    –কিরে কিছু দেখতে পেলি?
    তুই কি ভেবেছিস,যে আমি কাঁচা খেলোয়াড়?
    আমি তোর প্লান সম্পর্কে জানবো না?পাকিস্তানের রকি তাঁর যেই ছেলেকে আমার দলে ভিড়িয়েছে,তাঁকে আমি টাকা খাইয়ে আমার পক্ষে করে রেখেছি।আর সে আমার কথা মতোই রকির কাছে পিক পাঠিয়েছে।আর রকি সেই পিক তোকে দিয়েছে।শোন তুই এখানে প্লান সাজিয়ে আসিস নি,বরং আমিই তোকে প্লান করে এখানে এনেছি।যাতে করে তোকে মেরে মাটিতে দাফন করতে পারি।তোকে মারার পরপরই রকির কাজ তামাম করবো।আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাধ তাঁকে আমি বুঝিয়ে দিব।

    –আমার ছেলেপেলেকে আঁটকেছিস দেখে কি আমরা পিছু হাঁটবো ভেবেছিস?তাহলে সেটাও তোর ভুল ধারণা।

    –হায়রে আকাশ তোর গলার জোর অনেক বেশি।
    শোন তুই আমার সাথে এই জন্মে কেন,আগামী সাত জন্মেও পেরে উঠবি না।আর তার নমুনা তুই নিজের চোখেই দেখতে পাচ্ছিস।তুই আমার ছেলেপেলেকে মেরেছিস ভালো কথা,কিন্তু আমি তোর কোনো ছেলেপেলেকেই এখনো মারিনি।কারন আমার ক্ষমতা কতটুকু সেটা তোকে দেখানোর আছে।সো তোর জন্য একটাই পথ আছে বাঁচার।না হয় তোদের সবাই মারা পড়বি।আমার এক ইশারায় তোর সমস্ত ছেলেপেলের গলা তাঁদের শরীর থেকে আলাদা হয়ে যাবে।সাথে তুই তো মারা পড়বিই।তাই ভালোয় ভালোয় এসে আমার পায়ে ধরে মাফ চেয়ে নিজের জীবন বাঁচিয়ে নে।
    না হয় তো সত্যিই অনেক ভয়ংকর মৃত্যু হবে তোদের।
    .
    আলফার কথা শুনে আকাশ এবার অট্টহাসি হাসে।
    তারপর সে আলফাকে বলে..

    –আলফা তুই এখনো বাংলার মানুষকে ভালো করে চিনিস না!তারা মরলেও কারোর কাছে মাথা নিচু করে না।আর সেখানে তুই তো বাহিরের পাবলিক।তোর সামনে তো ভুলেও মাথা নিচু করবো না।দরকার হয় মরে যাবো,তাও তোর কাছে মাথা নিচু করবো না।

    –ঠিক আছে তাহলে মর।তোদেরকে মারার জন্য উপর থেকে মৃত্যুর ফেরেস্তাকে মোতায়ন করছি।
    .
    তারপর আলফা উপরে দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে।আর সাথে সাথেই বিল্ডিংয়ের উপর থেকে ভয়ংকর ভাবে লাফিয়ে অনেক কয়জন মানুষ নিচে নামে।তারা নিচে লাফিয়ে নেমেই সবাই একজোট হয়ে যায়।তাঁদের সবার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে।আকাশ সেই মেয়েকে দেখে বুঝতে বাকি নেই,যে এটাই সেই আসল নরপিশাচ,যে কিনা তাদের সবাইকে কামড়ে মেরে ফেলার প্রশিক্ষণ দেয়।তখনি আলফা নিজের গলার নিচে নিজের হাত দিয়েই কেটে ফেলার ভঙ্গিমা করে।যাতে করে তার লোকেরা বুঝে যায়,যে সামনের লোক গুলোকে খতম করতে হবে।তাই তারা মুহূর্তের মাঝেই আকাশের লোকের উপরে ঝাঁপিয়ে পড়ে।যার ফলে আকাশের স্পেশাল টিমের অনেকেই আহত হয়।কিন্তু আলফার দলের অনেক কয়জন কে আকাশের ছেলেপেলে একদম মেরে ফেলে।ভয়ংকর রক্ত যুদ্ধ শুরু হয়েছে।কারোর চাইতে কেউ কম না।কিন্তু টেকনিক করে আকাশের ছেলেপেলে আলফার সেই ভয়ংকর রক্তচোষা গুলোকে মেরে ফেলে।আকাশের স্পেশাল টিমের চার-পাঁচজন খালি সক্ষম ভাবে নিজের পায়ের উপরে দাঁড়িয়ে আছে।আর তাছাড়া বাকি সবাই আহত অবস্থায় মাটিতে পড়ে আছে।কিন্তু আলফার নরপিশাচ টিমের কেউ বেঁচে নেই।সবাইকেই আকাশের ছেলেপেলে শেষ করে দিয়েছে।আর এইসব দৃশ্য আলফা একটু দূরেই দাঁড়িয়ে থেকে দেখছিলো।তখনি আকাশ আফলাকে জিগ্যেস করে….

    –কিরে আর কেউ বাকি নেই?থাকলে তাঁদেরকেও পাঠা।

    –আরেহ পাগলা সবেই তো মাত্র শুরু।কিন্তু তাতেই তো তোর লোকজন শেষ।কিছু আমার ছেলেপেলের হাতে জিম্মি,আর কিছু আমার টিমের ছেলেপেলের হাতে মা’র খেয়ে মাটিতে মরার মতন শুয়ে আছে।বাকি ছেলেপেলের সাথে যে লড়াই করবে,তার জন্য মানুষ কোথায়?

    –সে তোর চিন্তা করতে হবে না।তুই তোর মানুষ পাঠা।

    –ঠিক আছে দেখি পাঠাচ্ছি।
    .
    আলফা আবার ইশারা করে উপরে দিকে।তখন আরো একদল লাফিয়ে নিচে নেমে আসে।এদিকে আকাশের টিমের লোকজন আছে মাত্র ছয় সাতজন।তাই আকাশ নিজেও মাঠে নামার প্লান করে।তাই সে কোমড়ে হাত দিয়ে মেশিন বের করে।কিন্তু সে দেখতে পায় কোমড়ে খালি তার মেশিনের কভার এই আছে।কিন্তু তার মধ্যে মেশিন নাই!এটা দেখে আকাশের মাথা পুরো খারাপ হয়ে যায়!সে ভেবে পায়না,যে তার এখান থেকে কে মেশিন সরিয়েছে!তখনি তার মনে পড়ে,ঈদনি আজ সকাল বেলায় তার মাথার সামনে দাঁড়িয়ে ছিলো।তার মানে সেই সরিয়েছে।আকাশ এসব নিয়ে ভাবতে ভাবতেই আলফার লোকজন তার উপরে হামলা শুরু করে দেয়।আলফার লোকজন আকাশের বাকি ছয়-সাত জন লোককেও মেরে মাটিতে শুইয়ে দেয়।ফরিদ ও গুরুতর আহত।আকাশের অবস্থাও বেশি একটা ভালো না।তখনি আলফা আদেশ করে সবাইকে পিছনে হাঁটার জন্য।তার আদেশ মোতাবেক সবাই পিছনে চলে আসে।আর তখনি আলফা আকাশের পায়ের মধ্যে গুলি করে।যার ফলে সাথে সাথে আকাশ চিৎকার দিয়ে মাটিতে বসে পরে।তার পায়ে প্রচন্ড রকমের যন্ত্রণা হচ্ছে।আলফার মনে কোনো মায়া দয়া নেই।আসলে সত্যিই সে পাষাণ।আকাশ যন্ত্রণায় কাতরাচ্ছে,আর আলফা পিস্তল হাতে নিয়ে তার দিকে এগিয়ে এসে তার মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে।তারপর তাঁকে বলে….

    –কিরে বীর বাহাদুর,কেমন লাগলে এখন তোর?
    আগেই বলেছিলাম আমার সাথে পাঙ্গা নিস না।আমার পায়ে ধরে নিজের জীবনটা বাঁচিয়ে নে।কিন্তু তুই সেটা করলি না।বরং তুই আমার কথার তোয়াক্কা না করে আমার সাথে ফাইট শুরু করলি।শান্তি হলো তো এখন তোর?
    .
    আকাশ আলফার কথার কোনো উত্তর দেয় না।কারন সে উত্তর দেওয়ার অবস্থায় নেই।সে চুপচাপ পা ধরে বসে আছে।ঠিক সেই সময় হুট করে কোথা থেকে যেনো ঈদনি চলে আসে।ঈদনিকে দেখে আলফার নজর ঈদনির দিকে পড়ে।তাই সে ঈদনিকে বলে….

    –কিরে তুই আবার কোন খেতের মূলা?

    –আমি কোনো খেতের মূলা না,আমি কে সেটা তুই জেনে যাবি।কিন্তু তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি!
    তোর কতোবড় সাহস,যে তুই আমার স্বামীর গায়ে আঘাত করেছিস!তোকে তো আমি ছাড়বো না।
    আর শুধু তোকে একা নয়,আমার ভালোবাসার মানুষকে যে যে মারতে এসেছে,তারা সবাই আজকে নিজের শেষটা দেখতে পাবি।

    –ওহহ তার মানে তুই এই বীর বাহাদুরের বউ?
    যাক ভালোই হয়েছে তুই এখানে এসেছিস।বীর বাহাদুরের সাথে তোর খেইল ও খতম করে দিব।

    –আমাকে মারার আগেই তো তোর সামনে আজরাইল এসে হাজির হবে।

    –বাহ বহু বড় বড় ডায়লগ ছাড়িস তোরা বউ জামাই।
    ভালো লাগলো তোদের ডায়লগ শুনে।
    .
    ঈদনি আর কিছু বলে না আলফাকে।সে বাকানো একটা হাসি দিয়ে হাতটা উপরে উঠিয়ে ঘুরাতে শুরু করে।তার মধ্যেই আলফার খুলি উড়ে যায়!আর সে ধ্রামমম করে মাটির উপরে নিজের দেহটা নিয়ে আঁচড়ে পড়ে।এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়!বিশেষ করে আকাশ।সে চোখ বড় বড় করে ঈদনির দিকে তাকিয়ে আছে!সে যেনো কিছুই বুঝে উঠতে পারছে না!তখন ঈদনি আবার বলে উঠে….

    –সবাই নিজের ভালো চাস তো আমার স্বামীর আসপাশ থেকে পালা।না হয় কখন কে তোদের বসের মতন তোদের খুলিও উড়িয়ে দেয় তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু।
    .
    ঈদনির কথায় আলফার লোকজন সবাই ভয় পেয়ে যায়!তাই তারা আকাশের লোকজনকে ছেড়ে দিয়ে সবাই তার সামনে এসে জড়োসড়ো হয়ে দাঁড়ায়।আর ঈদনি শাড়ীর ভিতর থেকে গুলিটা বের করে আলফার দেহের সামনে এসে দাঁড়ায়।তারপর আলফার মৃত দেহের মুখটা টেনে ধরে তার মুখে ফায়ার করে গুলিয়ে সব কয়টা বুলেট ভিতরে ঢুকিয়ে দেয়।তারপর সবাইকে চেঁচিয়ে বলে….

    –দেখি কার কতো ক্ষমতা আছে আমার স্বামীর গায়ে হাত দে তোরা!আমার ভালোবাসার কসম কেউ জীবিত
    ফিরতে পারবি না আর।আসল মাফিয়া গিরি কাকে বলে,আমার উনার গায়ে হাত দিলে তোরা বুঝতে পারবি।
    .
    ঈদনির কথা শুনে সবার কলিজা ধুপধুপ করতে শুরু করে!তাই কেউ আকাশের সামনে আসার সাহস করে না।তাই ঈদনি আবার বলে…

    –তোরা নিজের জীবন বাঁচাতে চাস তো এই দেশ ছেড়ে পালা।না হয় কিন্তু তোদের অবস্থাও খারাপ করে ছেড়ে দিব।
    .
    ঈদনির কথা শুনে আলফার ছেলেপেলে পালাতে শুরু করে।এদিকে ঈদনি আকাশকে এসে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে।আর আকাশকে বলতে থাকে….

    –আমায় ক্ষমা করে দিন প্লিজ।আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি।প্লিজ আমায় মাফ করে দিন।

    –হুম ভুলের বিষয়টা না হয় পরে দেখা যাবে।কিন্তু আগে এটা বলো,যে তুমি আমার এসবের বিষয়ে জানলে কি করে?আর তুমি কাদেরকে দিয়ে আলফাকে মেরেছো?

    –আপনি গত পরশু রাতে যখন রকি না কার সাথে যেনো কথা বলছিলেন,তখন আমি আপনার সমস্ত কিছুই শুনেছি।আর তখন এই বুঝতে পেরেছি,যে আপনি আমায় কতোটা ভালোবাসেন।তাই সেদিন আপনার সাথে সাথে আমিও প্লান সাজাই আপনার শত্রুকে মারার জন্য।কারন সে আমার প্রিয় মানুষকে মারতে দেশে এসেছে।তাই আজ সকালে আপনার তোশকের নিচ থেকে পিস্তলটা সরিয়ে ফেলি আমি।কারন তাঁকে আমি মারবো বলেই ঠান করে নিয়েছিলাম।তবে তার সম্পর্কে কিছুই জানতাম না আমি।তাই আজকে স্কুলে না গিয়ে আপনার পিছু নিয়েছি।পরে আপনার পিছু নিতে নিতে এখানে এসে পৌঁছেছি।আর আমার সাথে সাথে আমার সাহায্য কারীও এসেছে।যে কিনা আপনার শত্রুর মাথায় গুলি করেছে।

    –সে কে?আর কোথায় পেয়েছো তাঁকে তুমি?

    –ঐ যে দেখেন টাওয়ারের উপরে গুলি নিয়ে বসে আছে।আর সে হলো আমার গ্রামের একজন সন্ত্রাস।তবে সে আমায় অনেক ভালোবাসে।তাই সে আমার কথায় আপনাকে বাঁচাতে এসেছে।কারন আমার জন্য সে সব কিছুই করতে পারে।আমার যখন আপনার সাথে বিয়ে হয়,তখন সে আমার কাছে এসেছিলো।কিন্তু আমি তাঁকে ভালোবাসি না বিধায় না করেছিলাম,আর বলেছিলাম কোনো হাঙ্গামা না করতে।তাই সে তখন কোনো হাঙ্গামা করেনি।সে সেদিন ও আমার কথা শুনেছে।আজ ও সে আমার কথায় এখানে এসেছে।

    –ওহ সবই ঠিক আছে।আমায় বাঁচিয়েছো ভালো কথা,
    কিন্তু আমায় এভাবে না ঠকালেও চলতো।
    তবে সমস্যা নেই।হয়তো কিছু সময়ের মাঝে পায়ের যন্ত্রণায় আমার দেহ প্রাণ হারাবে।তারপর তুমি তোমার স্কুলের সেই ছেলেটার কাছে চলে যেতে পারবে।কেউ তোমায় আর জ্বালাবে না।আমার গার্ডরাও তোমায় পেরেশান করবে না।আর নালিশ তো করবেই না তোমার নামে।
    .
    ঈদনি আকাশের কথা শুনে সজোড়ে কান্না করে দেয়।
    সে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে আকাশকে।তারপর তাঁকে কান্না করতে করতে বলতে থাকে.।।

    –না আপনার কিছু হতে দিব না আমি।আমি আপনাকেই ভালোবাসি।আমি সেই ছেলেকে ভালোবাসি না।আমি শুধু রাগের বসে সেই ছেলের সাথে কথাবার্তা বলেছিলাম।কিন্তু আমার মনে তাঁকে নিয়ে গভীর কোনো ফিলিংস ছিলো না।প্লিজ আপনি আমায় মাফ করে দিন।

    –ঈদনি তুমি ভুল কিছু করোনি।বরং ভুলটা আমিই করেছি,যে আমি তোমায় জোর করে বিয়ে করেছি।আমি তোমায় জোর করে বিয়ে করে ভালোবাসার চেষ্টা করেছি।তাই তুমি তোমার কাজটাই করেছো।তুমি আমায় রেখে পরকীয়ায় লিপ্ত হয়েছো।তবে তুমি তোমার কাজ করলেও সেটা আমার পক্ষে মানা সম্ভব না।

    –না,না আপনি কোনো ভুল করেন নি।আপনি আমায় বিয়ে করে ঠিকই কাজ করেছেন।আমি আপনার পা দু’টো ধরে ক্ষমা চাইছি।আপনি প্লিজ আমায় মাফ করে দিন।আমি বিশ্বাস করুন সেই ছেলের সাথে রিলেশনে জড়াইনি।সবটাই ছিলো আমার রাগ।যাস্ট তার সাথে শুধু আমি কথা বলেছি।এছাড়া কিছুই না।
    .
    আকাশ ঈদনিকে আর কিছু বলে না।সে একটা মুচকি হাসি দেয়।পরে তার চোখটা অফ হয়ে যায়।
    যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে আবিস্কার করে হসপিটালের বেডে শুয়ে আছে।আর তার পাশে তার মা এবং ঈদনি বসে আছে।ঈদনি আকাশের জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে কান্না করতে করতে সকলের সামনেই আকাশের কপালে,গালে পাগলের মতন চুমু খেতে আরম্ভ করে।আকাশ ঈদনির আচরণে বেকুব হয়ে যায়!কিন্তু সে কোনো ধরনের রিয়েকশন করার মতন অবস্থাতে নেই।তবে তার খুব হাসি পাচ্ছে ঈদনির পাগলামি দেখে!তখনি আকাশের আম্মু বলে উঠে….

    –ঈদনি মা,হয়েছে এবার থাম।আর আকাশ তুই ও ঈদনির উপরে রেগে থাকিস না।কারন সে আমায় সবটাই খুলে বলেছে।আর আজ তোর জ্ঞান ফিরেছে পাক্কা দুইদিন পর।সে এই দুই দিনে এক ফোঁটা পানিও মুখে নেয় নি।আমি আর দিয়া তাঁকে এই দুই দিনে এতোবার খাওয়ার জন্য জোর করেছি,কিন্তু তার এক কথা,তুই সুস্থ হওয়া ছাড়া সে এক ফোঁটা পানিও মুখে নিবে না।সে তার জেদের উপরে অটুট ছিলো।তাঁকে আমি আর দিয়া মিলে কোনো ভাবেই খাওয়াতে পারিনি।মেয়েটা তোকে আগে ভালো না বাসলেও এখন তোকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে।বাবা তুই আর তার উপরে অভিমান করপ থাকিস না।
    .
    আকাশের মায়ের কথায় আর ঈদনির পরিবর্তন দেখে সে তাঁকে মাফ করে দেয়।এভাবেই হসপিটালে অনেক কয়দিন কেটে যায়।আকাশ এখন পুরোপুরি সুস্থ।সে আগে হাঁটাচলা করতে পারতো না,বাট এখন আগের ন্যায় হাঁটাচলা করতে পারে।তাই তাঁকে বাসায় নিয়ে আসা হয়।
    .
    আকাশকে বাসায় আনা হয়েছে আজ এক সাপ্তাহ।সে এখন পুরোপুরি আগের ন্যায় সুস্থ হয়ে গেছে।যদিও সে এক সাপ্তাহ আগেই সুস্থ হয়েছে।তবুও সে এই এক সাপ্লাহ বাসায় রেস্টে ছিলো।হসপিটাল থেকে নিয়ে শুরু করে বাসায় এনেছে পর্যন্ত ঈদনির পা যেনো থামা থামি নেই।সে আকাশের সমস্ত ভালো মন্দের দেখভাল করায় চব্বিশ ঘণ্টাই নিয়জিত।এসবের মাঝে ঈদনির স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ।তাই আকাশ তাঁকে বলে স্কুলে যেতে।

    –ঈদনি তুমি আবার স্কুলে যাতায়াত শুরু করো।

    –ঠিক আছে।
    .
    আকাশের কথা মতন ঈদনি স্কুলে যায়।কিন্তু সেই ছেলেটা ঈদনিকে এতোদিন পরে দেখতে পেয়ে তাঁকে পাগল বানিয়ে ফেলে।কিন্তু ঈদনি তার সাথে কোনো ধরনের কথাই বলে না।কিন্তু ছেলেটাও নাছোড়বান্দা।সে ঈদনির পিছনের পড়ে আছে।তাই ঈদনি সেই ছেলেটাকে বলে আগামীকাল টিফিন ব্রেকে তার সাথে কথা বলতে।তারপর ঈদনি সেদিন বাসায় এসে আকাশকে ও বলে আগামীকাল টিফিন ব্রেকে তার সাথে স্কুলে একটু দেখা করতে।
    .
    পরেরদিন টিফিন ব্রেকে সেই ছেলেটা ঈদনির জন্য একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছে।আকাশ ও ঈদনির কথা মতন স্কুলে যায় টিফিনের সময়।ঈদনি আকাশকে সেই ছেলেটার সামনে নিয়ে গিয়ে বলে।

    –আমি বিবাহিত।উনি হচ্ছেন আমার স্বামী।
    .
    ঈদনি ছেলেটাকে দুইটা কথা বলে তার সামনেই আকাশের ঠোঁটে কিস করতে আরম্ভ করে।ঈদনির আচরণে ছেলেটা যা বুঝার তা বুঝে নিয়ে সেখান থেকে চলে যায়।ছেলেটা সেখান থেকে চলে যেতেই ঈদনি আকাশকে ছেড়ে দেয়।ঈদনির এমন আচরণে আকাশ হাসতে হাসতে তাঁকে বলে….

    –মানুষের সামনে এমন করাটা কি খুব প্রয়োজন ছিলো?

    –হুম অনেক প্রয়োজন ছিলো।কারন আমি এতোদিন স্বামী কি জিনিস তার মূল্য বুঝিনি।তাই এখন থেকে মূল্য বুঝার ট্রাই করবো।আর সব জায়গায় আপনার স্ত্রীর কর্তব্য পালন করবো।কারন আপনাকে আমি হারাতে চাইনা।অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি আপনাকে।আর আমার ভালোবাসা আমি মানুষের সামনে হোক বা অগোচরে হোক,তা প্রকাশ করায় কমতি রাখবো না।যেখানেই প্রয়োজন হবে,সেখানেই ব্যবহার করবো।
    .
    ঈদনির কথা শুনে আকাশের ভিতরে খুশির জোয়ার বইতে শুরু করে!কারন ঈদনি আর আগের মতন নেই।সে সত্যিই এখন তার মনের মতন হয়ে গিয়েছে।তাই আকাশ তাঁকে জড়িয়ে ধরে নিজের বুকে নিয়ে নেয়।তারপর তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে…..

    –একদম বউ বউ ভাব চলে এসেছে তোমার মাঝে।
    এখন খালি একটা বাচ্চার মা’বানিয়ে দিলেই তুমি পরিপূর্ণ হয়ে যাবে।
    .
    আকাশের কথা শুনে ঈদনি লজ্জায় লাল হয়ে যায়!
    তার উপরে আকাশ তাঁকে আরো লাল করে দেয়….

    –আজ রাতটা আসুক খালি,তারপর তোমার লজ্জা ভাঙ্গিয়ে বাচ্চার মা বানিয়ে দিব তোমায়।
    .
    ঈদনি লজ্জার কারনে চোখে মুখে কোনো কিছু দেখতে পাচ্ছে না।তাই সে আকাশের শার্ট খামচে ধরে তার বুকে মুখ লুকায়।তারপর আকাশকে বলে….

    –প্লিজ এখন আর লজ্জা দিয়েন না।রাতের টা রাতে দেখা যাবে।
    .
    আকাশ তাঁকে আর কিছু না বলে নিজেও দুই হাত দিয়ে ঈদনিকে জড়িয়ে ধরে।তখনি দিয়া সেখানে চলে আসে।
    দিয়া এসে আকাশ আর ঈদনিকে রোমান্টিক অবস্থায় দেখতে পেয়ে বলে….

    –এটা যেনো স্কুল নয়।এটা রমনার পার্ক হয়ে গিয়েছে।
    .
    আকাশ আর ঈদনি দিয়ার কথা শুনে ব্যাপক লজ্জায় পায়।তাই তাড়াতাড়ি দুজন দুজনকে ছেড়ে দিয়ে দুই দিকে চলে যায়।ঈদনি ক্লাসে চলে যায়।আর আকাশ গাড়ি নিয়ে অন্য কোথাও।কিন্তু কথাটা হচ্ছে আজ রাতের ইতিহাস নিয়ে।ঈদনি আর আকাশ কি ভাবে ইতিহাস রচিত করবে,সেটাই এখন আসল বিষয়।কিন্তু এই বিষয়ে তো পাঠক-পাঠিকাদের কিছুই বলা যাবে না।সো সবাই কাল্টি মারেন।ঈদনি আর আকাশ ইতিহাস রটালে সেটা তাঁদের ইতিহাসের পাতায় যোগ হবে।কিন্তু পাঠক-পাঠিকারা সেসব শুনলে লুচু হয়ে যাবে।তাই আর বেশি কিছু বলবো না।কারন পার্সোনাল আলাপ আলোচনা কারোর সামনে করতে নেই।তাই বিদায় নিচ্ছি।

    সমাপ্তি।

    গল্পের সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমার নজরে দেখবেন।
    আর সবাই গল্পটাতে লাইক কমেন্ট করে নিজের মতামত জানিয়ে যাবেন।

    জানিনা গল্পের সমাপ্তিটা কেমন হয়েছে।
    তবে আশা করি পাঠক-পাঠিকা সবাই সন্তুষ্ট হবেন।কিন্তু সত্যি সত্যি বলতে গল্পটা লিখে আমার মম ভরেনি।কারন গল্পটা আরো বড় করার ইচ্ছে ছিলো।কিন্তু কি করবো,ঈদের কারনে তাড়াতাড়ি শেষ করে দিতে হলো।
    গল্পটা যদি শেষ না করতাম,তাহলে ঈদের পর গল্প দেওয়া পর্যন্ত এতো লম্বা সময়ে পাঠক-পাঠিকারা গল্প পড়ার রেষটা হারিয়ে ফেলতো।লম্বা সময় নিলে গল্পের থিম কারোর মাথায় থাকে না।তাই শেষ করে দিলাম।
    ইনশাআল্লাহ আবার নতুন কোনো গল্পের সাথে দেখা হবে ঈদের পর।সো এই পর্যন্ত সবাই ভালে থাকবেন।সুস্থ থাকবেন।খোদা হাফেজ।

    সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here