তুই আমার পর্ব ১

0
5815

ওমাইয়া ওমাইয়া রে তুই অপরাধি রে আমার এতো সুন্দর মনটাকে ভেঙ্গে দিলি রে রে রে রে
আহসান চৌধুরী ঃ ওই থাম কি বলিস এগুলো 😒😒
অহনা চৌধুরী ঃএই বল্টু বল্টু
বল্টু ঃজি খালাম্মা ডাকতাছেন নাকি 😃
অহনা ঃহুম। নে ধর ( একটা বাজারের বেগ ধরিয়ে দিয়ে)
বল্টু ঃকি আনমু 😃
অহনাঃ এই নে লিস্ট, দোকানদার রফিক মিয়াকে বলা আছে তুই গিয়ে লিস্টা দেখাবি তাই হবে।
বল্টু ঃশুধু লিস্ট দেখাইলেই হবো 🤔🤔
অহনাঃ গাধা কোথাকার, আনার জন্যই তো তোকে পাঠাচ্ছি 😐
বল্টু ঃওওও আইচ্ছা জাইতাছি
অহনাঃ আর শোন আদুরি কোথায়
বল্টু ঃআপা মনি তো ছাদে।
অহনাঃ আচ্ছা তুই এখন যা
বল্টু ঃহুম।

অহনাঃ মেঘা মেঘা
মেঘাঃ হে মা বলো
অহনাঃ মেঘ এখন কতো দুর
মেঘাঃ মা ভাইয়া তো ফোন ধরছে না 🙂
অহনাঃ না জানি কোথায় আছে । আচ্ছা আমি বরং রান্নাঘরে যাই গিয়ে দেখে আসি কাজ কতোদূর হলো ।
মেঘা ঃ হুম। ( ওও হে আপনারদের তো পরিচয়ই দেওয়া হলো না ওনি হচ্ছে অহনা চৌধুরী আর হাসবেন্ড আহসান চৌধুরী তাদের দুইমাএ সন্তান মেয়ে মেঘা চৌধুরী আর ছেলে মেঘরাজ চৌধুরী
(গল্পের নায়ক) 😀😀আর নাইকা ইরতিজা আদুরী (মাশাল্লাহ যেমন দেখতে তেমন কথা) বাবা মা নেই ছোট থেকেই মামা মামির সাথে থাকে তারাও তাকে নিজের মেয়ের মতো দেখে। গল্পে ফিরে যাওয়া যাক কেমন)
ভোওওও
আহহহহহহহহহহহহহহ
মেঘাঃ হিহিহিহি
আদুরী ঃ পেত্নী একটা ভয় দেখালি কেনো
মেঘাঃ কি করছিস 🤗🤗
আদুরী ঃ কই কি কিছু না তো
মেঘাঃ তুই কি ভাইয়ার কথা মনে করছিস।
আদুরী ঃ হুম
মেঘাঃ দেখ ভাইয়াকে ভয় পাওয়ার কিছু নেই । ভাইয়া হইতো পালটে গেছে বিদেশ গিয়ে ।
আদুরী ঃ তাই যেন হয়। আচ্ছা বাদ দে এই সব, এসাইনমেন্ট করেছিলি
মেঘাঃ না, এইবার কি হবে
আদুরী ঃ কি আর হবে ওই টাকলু স্যার আমাদের মাথা চিবিয়ে খাবে
মেঘাঃএহহহহ
আদুরী ঃ হুম চল আগে গিয়ে পড়তে বসি
মেঘাঃ হেহে তারাতাড়ি চল। (দুজনেই নিচে গিয়ে পড়তে বসে)

*****
এইদিকে মেঘ এয়ারপোর্ট এ নামার সাথে সাথে সব মেয়েদের নজর একদুকেই স্থির। ( কালো কোট কালো পেন্ট সাদা টি শাট দামি ওয়াচ সব মিলিয়ে পোরাই খির) মেঘ সেদিকে পাত্তা না দিয়ে এগিয়ে যেতে লাগে।
রাজঃ হেই জানু কেমন আছিস। 😊😊
মেঘঃ আমি তোর কোন জন্মের জানু লাগি ইডিয়ট।
রাজ ঃ আরে রাগ করছিস কেনো, মজা করলাম।
মেঘঃ হুম বুঝলাম তো গাড়ি কথায়
রাজঃ ওই তো চল।
মেঘঃ হুম । তো আমার জান পাখির খবর৷ কি? রাজঃ ভাই খুব ভালো।
মেঘঃ এই বার আর ভালো থাকবে না মেরি জান আমি আসছি (মনে মনে) এই বলে মেঘ সানগ্লাসটি হাতে ঘোরাতে ঘোরাতে গাডিতে গিয়ে বসলো। আর তখনি……..

#তুই আমার
লেখিকাঃ #সুমাইয়া জান্নাত

( আমার ফাস্ট গল্প ভালো লাগলে লাইক কমেন্ট করবেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here