অস্তিত্বের খোঁজে পর্বঃ২১

0
3330

অস্তিত্বের খোজে
নাফিসা মুনতাহা পরী
পর্বঃ ২১



– অনিতা খাটে বসে ঝিমুচ্ছে। সকাল হয়ে গেছে ততক্ষনে। অনিল ঘুম থেকে উঠে অনিতাকে ঐ অবস্থায় দেখে একটা আস্তে ধাক্কা দিয়ে বলল ঘুমালেই পারতে…….. এরকম করে কেন ঝিমুচ্ছ!
“”
– সব শেষ……….(অনিতা)

“”””
– কি শেষ! (অনিল)
“””””
– তোমার বদজ্জাত ছেলে সব শেষ করে দিছে…….
“””””””””
– কি করেছে বলবে তো?(অনিল)
“”””

– না কিছু নয় বলে অনিতা শুভ্রের রুমে এসে দেখে শুভ্র ঘুমাচ্ছে………. অনিতা ওর কপালে হাত দিয়ে দেখে জ্বর ছেড়ে গেছে। তাই অনিতা চলে এলো। পরীর রুমের দরজা লাগানো। পরীকে আমার মুখ কিভাবে দেখাব…..(অনিতা)




– এভাবে আরও ১ টা মাস কেটে গেল। সেই দিনের পর থেকে শুভ্রকে আর পরীর কাছে যেতেই দেয়না। আর পলাতো আছেই।

– নিদ্রার ছোট বোনের বিয়ে বাসা সহকারে ইনভাইট করে গেছে। নিদ্রা আরও ৩ দিন আগে চলে গেছে।



– আজ নিদ্রার বোন নিশার গায়ে হলুদ তাই সবাই রেডী হচ্ছে ওদের বাসায় যাওয়ার জন্য। শুভ্রও ছুটি নিয়েছে। আমি যাবোনা তাও জোড় করে নিয়ে যাচ্ছে। আমার এগুলো তেমন ভাল লাগেনা। কি আর করা বাধ্য হয়ে লাগেজ গুছিয়ে রেডী হয়ে বসে আছি।



– কাজের লোকগুলো আমাদের সবার লাগেজ গাড়িতে তুলে দিল। আমি গিয়ে একটা গাড়িতে বসলাম কিন্তু মা আমাকে তার কাছে নিয়ে বসাল।




– সন্ধার দিকে বাসায় গিয়ে পৌছালাম। আমি গিয়েই রুমে ধপ করে সুয়ে পড়লাম।
“”””
– পরী তোমার কি খুব কষ্ট হচ্ছে?(অনিতা)
“””””””
– হচ্ছেতো কিন্তু কি বলি ওনাকে। না না আন্টি ঠিক আছি আমি।
“”””
– নিদ্রা আপু এসে বলল কি পরী কখনও হিন্দু রিতিতে বিয়ে দেখেছো?

– না আপু…….
“”””
– তাহলে দেখ কতটা মজা হয় এসব বিয়েতে। চল রেডী হও আমাদের সবাইকে যেতে হবে……..(নিদ্রা)

– আবার কই যাবো?

– কমিনিউটি সেন্টারে ওখানে সবাই একসাথে বর বউয়ের গায়ে হলুদ হবে। শুভ্র এই ড্রেস তোমায় দিতে বলেছে। এটা পড়ে নাও। (নিদ্রা)
“”””
আমি ড্রেসটা নিলাম। নিদ্রা আপু চলে গেল।
-দরজা বন্ধ করে ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাড়ালাম। হলুদ লেহেঙ্গা….. স্টোনের কাজ করা বেশ দারুন দেখতে। ম্যাচ করা হলুদ রেশমি
চুড়ি….. ভারি গহনা ম্যাচিং করা। একটা পার্স। খোঁপায় বাঁধার জন্য গাঁদা বড় বড় ফুলের মালা। সব ম্যাচিং করা একদম। শুভ্র এগুলো কবে কখন কিনল। বেশ চয়েস আছে ওর। এমন সময় কেউ নক করল দরজা খুলে দেখি অর্পিতা। সেই সাজ দিয়েছে। দারুন লাগছে মেয়েটাকে।

– অর্পিতা! আমাকে খোঁপা বেধে দিয়ে এই ফুল গুলো পরে দাও তো!

– ওকে দিদি বলেই কাজ করতে লাগল।(অর্পিতা)
“”””
– অর্পিতা শুভ্র কই?
“””””
– জানিনা দিদি আসার পর থেকেই দেখি নাই।
“”””””
– খোঁপা বেঁধে দিয়ে বলল দিদি তোমাকে সেই লাগছে।(অর্পিতা)
“”””””””
– তোমাকেও সেই লাগছে।
“””””””
– ধুর ””””’আমিতো মেকাপ সুন্দরী আর তুমি ন্যাচারাল।
“””
– তুমি ও।




– তারপর আবার সবাই মিলে কমিনিউটি সেন্টারে চলে গেলাম।
– লোকে লোকারণ্য দেখছি। ২ পক্ষের একসাথে অনুষ্ঠান। এই প্রথম নিজের চোখে দেখলাম। সারা জিবন আলাদা আলাদা দেখে আসছি। সব কিছু পারফেক্ট ভাবে সাজানো গোছানো। রাত ৯ টায় শুরু হয়ে গেল অনুষ্ঠান। মাস্তি….. বর- বউকে হলুদ মাখানো….. নাচ গান সব কিছু। হাইস্প্রিডে গান চলছে…… আর আমার মাথা ব্যাথার পরিমান বেড়েই যাচ্ছে। উফ্ কি অসহ্য ব্যাথা।




– পরীকে এক জায়গায় বসে থাকতে দেখে কৌশিক এগিয়ে এসে বলল পরী! তোমার কি শরীর খারাপ?
“”””””””
– না না আমি ঠিক আছি।
“”””””
-বেশি খারাপ লাগলে বল তোমাকে কষ্ট করে এখানে থাকতে হবে না।(কৌশিক)
“”””
– আচ্ছা……




– কৌশিক নিদ্রাকে গিয়ে বলল পরীর মনে হয় এগুলোতে অভ্যস্ত না ওকে একটু টাইম দিও””” বলেই চলে গেল কৌশিক।



– নিদ্রা এসে বলল এই পরী এখানে বসে আছো কেন চল আমার সাথে…..
“”””””
– কই যাবো আপু?
“””””””
– আমার হাত ধরে স্টেজে টেনে নিয়ে গেল। সবার সাথে কয়েকটা পিক উঠাতে বলল।
“”””
– কি আর করা দাড়িয়ে গেলাম। নিদ্রা শুভ্রকে স্টেজে আসতে বলল…….. এই প্রথম আমি আর শুভ্র এক সাথে পিক উঠালাম সবার সামনে পাশাপাশি দাড়িয়ে। শুভ্র একদম আমার কাছে এসে দাড়িয়ে গেল।


– কি মেডাম,,,,,,,,পরিবেশ টা কেমন লাগছে? অন্য দিকে তাকিয়ে….(শুভ্র)
“””
শুভ্রটাকে দেখে আমার চোখ জুড়িয়ে গেল….. দারুন লাগছে। মন চাইছে বার বার প্রেমে পড়তে….
পরী! ওতো শুধু তোর তাহলে এত্ত অধর্য্য কেন মনে মনে কথাটি বলে আবার ওর দিকে তাকালাম। নাহ্ সেতো আমার দিকে ফিরেও তাকায়না। মনে হয় আমাকে চিনেই না। ধুর ভাল লাগে?




– অর্পিতা এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে বলল চল একজায়গায়।
“”””
– কই যাবো?
“””””””‘””
– আরে চলনা বলেই আমাকে টেনে বাহিরে আনল।

“””একটা ফুচকার দোকান যেখানে ইচ্ছা মত সবাই ফুচকা খাচ্ছে………

– দিদি আমরাও খাবো চল।(অর্পিতা)

– অর্পিতা আমার ফুচকা ভাল লাগেনা খেতে,,,,, চটপটি হলে খাইতাম……. তাও সুস্বাদ হলে। তাছাড়া তোমার দাদা যদি আমাদের দেখে এত্ত ছেলে মেয়েদের ভীড়ে তাহলে
একটা থাপ্পড় ও মাটিতে পড়বেনা সব গালে পড়বে হুম
তাই চলো এখান থেকে।
“””””””
– ধ্যাত কৌশিকদা বা শুভ্রদা কেউ নেই সবাই কাজে ব্যাস্ত আজতো আমরা শুধু ইনজয় করব বলেই ও ফুচকার অর্ডার দিল। পরী দিদি এই প্রথম তোমাকে দেখলাম যে ফুচকা খায় না……..



– আমি দাড়িয়ে আছি আর অর্পিতা তৃপ্তি সহকারে ফুচকা মুখে পুরছে।
“””
– কোথায় থেকে কৌশিকদা এসে বলল অর্পিতা এখানে কি করছিস?
“””
– অর্পিতা আর আমি তো ভয়ে শেষ। বকা দেয় নাকি আল্লাহ্ জানে।
“””””
– দাদা একটু খেয়েই চলে যাচ্ছি…….(অর্পিতা)
“””””
– জলদি যা শুভ্র দেখলে তোদের খবর আছে।
“”””
– ওকে…….
“”””””
– শুভ্র দেখলে কি হবে অর্পিতা!
“””””””
– দাদা এভাবে সবার মাঝে খাওয়া পছন্দ করেনা………
“”””
– অহ।


– কিন্তু শুভ্রতো এদের দেখে ফেলছে।
-অর্পিতা না হয় ছোট কিন্তু পরী! ও এখানে কেন আসল বলেই কাছে এল শুভ্র।
“””
– কয়েকটা ছেলে এদের ২ জনের অনেকগুলো পিক তুলছিল। শুভ্র সেখানে গিয়ে ওদের হাত থেকে মোবাইল টা কেড়ে নিয়ে দেখল অর্পিতা আর পরীর অনেক গুলো পিক……. এই তোমরা এই কাজ গুলো কেন কর? মাইর খাওয়ার কি খুব সখ তোমাদের! এই এত্তগুলো মানুষের সামনে? শুভ্র সব পিক ডিলেট করে দিয়ে বলল আসপাশ যেন তোমাদের না দেখি….. এবার ভদ্র ভাবে বললাম পরের বার আর ভদ্রতা থাকবেনা…..



– অর্পিতা! my sister মজা করে ফুচকা খাচ্ছিস?
“””””””
– অর্পিতার খাওয়া যেন বন্ধ হয়ে গেল……. ও ভয়ে শেষ।
“””””
– আমি বললাম ফুচকায় তো খাচ্ছে তো কি হইছে?
“””
– কিছু না…. মামা ফুচকা দেন ২ প্লেট একদম কড়া স্পাইসি মানে খুব ঝাল।
“””
– অর্পিতা যা বোঝার বুঝে গেল…… ভয়ে চোখমুখ শুকিয়ে গেল আজ কি হতে চলেছে।
“””””
– নাও ২ জনেই শুরু করো….. (শুভ্র)
“”””
– কেন! আমাদের খাওয়া শেষ… তুমি অর্ডার করছো তুমি খাবে…..
“”””



– এই তোরা ২ জনে বের হয়ে কেন আসছিস রাস্তায়?
-অনুষ্ঠানের আর কি কেউ নিলজ্জের মত এসেছে এখানে! ছেলেদের দেখতে আসছিস….. আজ তোদের ২ জনের জন্মের মত ফুচকা খাওয়ার স্বাধ মিটাচ্ছি বলেই জোড়ে একটা ধমক দিল।
সবাই আমাদের দিকে তাকিয়ে হাসছে আর আমরা ২ জনে শুভ্রর ধমকে ফুচকা গিলছি।




– আমার ঝাল খাওয়া কোন ব্যাপার না কিন্তু এটা মনে হয় বিন্দু ঝাল। অত্যন্ত তিখা ঝাল। অর্পিতা তো শেষ…. চোখ নাক দিয়ে অঝড়ে পানি পড়ছে……


-দাদা আর কোন দিন হবে না এবারেরর মত ছেড়ে দাও।(অর্পিতা)

– অর্পিতার মাফ হলেও আমার আর মাফ হয়নি কারন আমি মুখে মুখে তর্ক করেছি এর জন্য।


– আমিও রাগের চোটে খাচ্ছি কোন টু শব্দ করছিনা। জাষ্ট চোখ আর নাকদিয়ে পানি পড়েই যাচ্ছে। শেষে শুভ্রই ভয় পেয়ে গেছে আমার কান্ড দেখে। টাকা মিটিয়ে আমার হাত ধরে টেনে ভিতরে আনল। আর যেন বাহিরে যেতে না দেখি বলেই শুভ্র চলে গেল।




– পরী দিদি তোমার কষ্ট হচ্ছে বলেই অর্পিতা কাঁদতে লাগল…….


– এই বোঁকা মেয়ে,,,,,,, আমি ঠিক আছি…… বলে দুম করে চুপ হয়ে গেলাম….. কারন ভিতরে যা হচ্ছে সেটা আমিই জানি। জিহ্বা আর পেট ২ টাই জ্বলে যাচ্ছে।



– একটু দুর থেকে শুভ্র শুধু আমার দিকে তাকিয়ে বলল ভাঙ্গবে তবু মচকাবেনা বলেই চলে গেল।


– অর্পিতা গিয়ে টপাটপ মিষ্টি মুখে পুরছে আর আমি পানি খাচ্ছি…….. কারন আমি মিষ্টি একদমই খেতে পারিনা।




– লাষ্টে আমি আর সহ্য না করতে পেরে গিয়ে কৌশিকদা কে বললাম আমার শরীর খারাপ করছে……



– কৌশিক দা সব ব্যবস্হা করে দিল।


– আমি নিদ্রা আপুদের বাসায় এসে একটা রুমের ভিতর ঢুকে সুয়ে পড়লাম। কারন ঝালে আমার পেট ব্যাথা করছে প্রচন্ড…… শেষে কাঁদতে লাগলাম।


– কিছুক্ষন পর শুভ্র রুমে ঢুকেই বলল কি কেমন লাগছে! বরের মুখে মুখে তর্ক করবা না,,,,,,,,সবার সামনে!


– শুভ্রকে দেখে আমি লজ্জায় চুপ…….. কই আমার তো কিছু হয়নি….. আমি বেশ আছি বলেই পাশ ফিরে কাঁদতে লাগলাম নিশব্দে।



– শুভ্র চলে গেল……. আমারও মনে যত্ত গালি বকা ছিল সব একসাথে ঝাড়তে লাগলাম। বজ্জাত, হুনমান, আমড়া কাঠের ঢেকি, পঁচা আলু, কুমড়া, বলে নানান গালি…..
আবার আমার পিছে পিছে আসছে হুনমানটা।




– শুভ্র এসে দরজা লাগিয়ে দিয়ে বলল পরী আমাকে গালি দিচ্ছো?


– আবার আমি চুপ……. ভাবছিলাম চলে গেছ বলে একটু জোড়েই কথা গুলো বলছিলাম। যাহ্ সব শুনে ফেলেছে।


– খুব কষ্ট হচ্ছে পরী?(শুভ্র)


– এবার আমার সহ্যর বাহিরে,,,,,,,,,,,, ,আমি ফুফিয়ে কাঁদতে লাগলাম।


– শুভ্র এসে বলল পরী! তোমার জ্বীভ বের করতো?

– আমি কান্না করতে করতে বললাম কেন? আরও ঝাল লাগাতে এসেছো বলেই জ্বীব বের করলাম….এ্যা
“”””
– ঝাল লাগাতে না সোনা,,,,,,,, ঝাল খেতে আসছি বলেই পরীর জ্বীভ মুখে নিয়ে নিয়ে একটা চোষক♥মারল শুভ্র। পরীর চোখের পানি শুভ্রের গাল দিয়ে বেয়ে বেয়ে পড়ছে।


” ( স্বামী-স্ত্রীর ভালবাসা মধুর এবং পবিত্র….. তাই সব মেয়েরা ভালবাসা গুলো স্বামীর জন্যই তুলে রাখুন। সে ভালবাসেনা বলে আমি চুপ করে কেন থাকব জোড় করে তাকে আমিই ভালবাসা দিব। এমনি সব ঠিক হয়ে যাবে♥)


– পরী চট করে নিজেকে সামলিয়ে বলল ঝাল কমাতে আসছো না উত্তেজনা বাড়াতে আসছো বলেই ফুফাতে লাগল।


– শুভ্র কিছুক্ষন চুপ করে থেকে আমার কাছে এসে লেহেঙ্গা টা একটু নাভীর নিচে নামিয়ে দিয়ে পেটে আইস প্যাক দিল। ও পুরো পেটে আইসপ্যাক ম্যাসাজ করে দিচ্ছে আর আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। বেশ আরাম লাগছে।


– শুভ্র বলল জানো পরী!,,,, যদি তোমার খুব কষ্ট হয় তাহলে প্রিয় কোন কাজে মত্ত থাকবে তাহলে ঐ সময়টা তুমি আর কষ্টর কোন কিছুই অনুভব করবে না……..


– শুভ্র পরীর দিকে তাকিয়ে দেখে ও ঘুমিয়ে পড়েছে…..
– শুভ্র পরীর পেটে প্রায় দেড় ঘন্টা আইস প্যাকটি মাস্যাজ করে দিল আর ও গভীর ঘুমে মগ্ন।


– শুভ্র পরীর ঠোটে একটা কিস♥ করতেই বুঝল প্রচুর ঝাল খাওয়া হয়ে গেছে পরীর,,,,,, কারন শুভ্রর ঠোটেও ঝাল অনুভব করছিল।



– শুভ্র পরীকে জড়িয়ে সুয়ে পড়ল…………
– সকাল ৮ টার দিকে আমার ঘুম ভাঙ্গল। দেখি আমি শুভ্রকে জড়িয়ে ধরে ঘুমাইছিলাম এতক্ষন।


– খুব ভাল লাগছিল। এরকম সকালটা যদি থেমেই থাকত খুব ভাল হত। আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরেই সুয়ে রইলাম। যেহেতু বাসায় কেউ নাই তাই নো প্রবলেম।




– আরও ঘন্টা খানেক পর শুভ্রের ঘুম ভাঙ্গল। good morning বউ♥
“””
– আমি ওর বুকের মধ্য গিয়ে বললাম good morning
সোয়ামী♥
“””
– এই তুমি এই ভাষা ছাড়বা?
“”””
– নাহ্ আমার ভালো লাগে……
“””””
– কিন্তু আমার বিশ্রী লাগে।(শুভ্র)
“”””””
– ওকে আর বলবনা।
“”””””
– এমন সময় বাবার কল আসল।
– শুভ্র তুই কই?
“”””
– কিছু দরকার আছে বাবা!,,,,,,,, পরীকে বুকে জড়িয়ে নিয়েই।
“”””””
– পরী নিদ্রাদের বাসায় আছে,,,,,,,,, যেখানেই থাক আসার সময় বাসায় গিয়ে নিয়ে আসিস পরীকে।
“”””””””
– ওকে বাবা,,,,,, কল কেটে দিয়ে শুভ্র বলল আমিতো আমার কলিজার কাছেই আছি বলেই আমার কপালে একটা কিস♥ করে।
– চল রেডী হই…….. জলদি যেতে বলছে।
“”””””

– নাহ্ আমি যাবোনা বলেই ওকে জড়িয়ে ধরলাম।
“””
– পরী জেদ করনা…… সব সময় ফিলিংস দেখাতে নেই।(শুভ্র)
“”””
– হুম আর তুমি সেদিন জ্বরের ঘোরে ফিলিংস দেখাইছো তার বেলায়!
“”””
– উমহ্ তার বেলায় কিছু না বলেই আমাকে কোলে নিয়ে ওয়াস রুমের ভিতর নিয়ে গিয়ে সাওয়ারের নিচে দাড় করিয়ে দিল। ১৫ মিনিট সময় দিচ্ছি….. কুইক বলেই চলে গেল।


– আমি রাগে কয়েকটা গালি দিলাম……শুভ্রকে।
“”””
– পরী,,,! গালি দিয়ে কোন লাভ নাই জলদি করো…….
“””””
– কি আর করা সব কাজ কমপ্লিট করে বের হলাম।
“”””
– পরী!,,, সময়ের মূল্য দিতে হয় ৮ মিনিট লেট…..
“”””””””
– আমি কিছু না বলে গাল ফুলিয়ে ওর সামনে এসে দাড়ালাম।
“”””””
– ও বলল দাড়িয়ে কোন লাভ নেই ওখানে ড্রেস আছে জলদি পড়ে নাও বলেই ওয়াস রুমে চলে গেল শুভ্র।
“””””””””
– এরে নিয়ে আমি কি করি আল্লাহ্ বলেই ড্রেসের প্যাকেটটি খুলে দেখলাম ব্লাক কালার একটা লেহেঙ্গা প্লাস একটা শাড়ী। বিয়েতে কখনও ব্লাক কালার জিনিস পরে?



– ড্রেস গুলো হাতে নিয়ে দাড়িয়ে আছি…. কারন কোনটা পড়ব চুজ করতে পারছিনা।
“””””
– শুভ্র বের হয়ে বলল এখনও রেডী হওনি পরী?
“””””
– ড্রেস গুলো ২ হাতে দেখিয়ে বললাম কোনটা পড়ব?
“”””
– তোমার যেটা ইচ্ছা…..
“””””
– না তোমার ইচ্ছা বল জলদি।
“””””””
– ওকে কাল যেহেতু লেহেঙ্গা পড়েছে তাই আজ শাড়ী পড়।
“”””””
– আমি শাড়ী পড়তে পারিনা তো?
“””””
– ওকে আমি দেখছি…. বাদ বাকি সব পরে নাও আমি আসছি বলেই চলে গেল।
“””””
– আমি শাড়ী আর ব্লাউজ পরে দাড়িয়ে আছি।



– শুভ্র এসে আমার দিকে তাকিয়ে বলল এভাবে কেউ থাকে? মাথাতো এমনি গরম হয়ে যাবে…….
“”””””
– যাক…. আমিকি গরম করতে নিষেধ করেছি……
“””””””‘

– শুভ্র শব্দ করে হেঁসে বলল তুমি যে কি চাও সেটা আমি ভাল করেই বুঝি পরী…..!
টেনশন নিওনা এই সময় গুলোও একদিন আমাদের হাতে এসে ধরা পড়বে। তখন দেখব কত্ত আমাকে সহ্য করতে পার বলেই শাড়ী পড়াতে লাগল।



– শুভ্র তুমি শাড়ী পড়াতে পারো?
“””
– বউ অকর্মার ঢেঁকি হলে বর কে সব কাজই শিখতে হয় বলে শাড়ী পড়িয়ে দিল। যাও বাঁকি কাজ গুলো জলদি কমপ্লিট কর।


– ওকে বলেই আয়নার সামনে দাড়াতেই আমি অবাক শুভ্র দারুন শাড়ী পড়িয়ে দিছে।


– আমি শুভ্র,,,,,,,,, বলে পিছন দিকে তাকাতেই ও বলল,,,,,,,,, অবাক হওয়ার কিছু নেই আমি জানি আমার বউ শাড়ী পড়তে জানেনা তাই নেট দেখে শিখে নিছি।


– আমি একটা মুচকি হাসি দিয়ে জুয়েলারি গুলো পড়তে লাগলাম। মেকাপ বক্সে হাত দিতেই…..


– পরী নো মেকাপ। আমি একদম মেকাপ পছন্দ করিনা। তাই কোন কিছু ব্যবহার করবা না বুঝেছো?

– ওকে।




– আমি সব কাজ কমপ্লিট করে পিছনে ফিরে দেখি শুভ্র ব্লাক সেরওয়ানী যার উপর গোল্ডেন কাজ করা আর ধুতি পাজামা যার গোল্ডেন প্যারেরর নকশা রয়েছে। জাষ্ট ওয়াও লাগছে।


– আমি বললাম বেশ লাগছে তোমাকে শুভ্র।
“”””
– শুভ্র শুধু একটা মুচকি হাসি দিয়ে বলল আর আমার বউকে পেঁচীর মত লাগছে….. যাকে বলে ব্লাক পেঁচী,,,,,,,, পরী,,,,,,, তুমি আবার আমার ঘাড়ে কামড় বসিয়ে রক্ত চুষে খেয়না……কেমন!


– আমি চুপ করে গেলাম। সবাই আমার চেহারার কত্ত প্রসংসা করে কিন্তু শুভ্রকে কোন দিন করতে দেখলাম না। অদ্ভুত লাগে বিষয়টা।


– পেঁচী টা তো আমারই,,,,,,,,, বলে আমাকে নিয়ে ডাইনিং রুমে এসে বলল নাস্তা করে নাও।


– তুমি?


– টাইম নাই…..পরী! তুমি জলদি খেয়ে নাও।।

– আমি একটা সেদ্ধ ডিম নিয়ে ওর মুখে পুরে দিয়ে আমিও নিজে একটা খেলাম দেন ২ জনেই জুস খেয়ে বাসা থেকে বের হলাম।
-শুভ্র কাজের লোককে চাবি দিয়ে বের হয়ে গাড়িতে উঠে গাড়ী স্টার্ট দিল।



-১৫ মিনিটের মধ্য পৌছে গেলাম। তখন দুপুর ১২ টা বেজে গেছে।
– শুভ্র আমাকে বলল মার পাশে পাশে থাকবা। কোথাও যেতে যেন না দেখি বলেই চলে গেল অন্য দিকে।

– আমিও ওর কথা মত মার কাছে গেলাম।
– মা আমার দিকে তাকিয়ে বলল পরী লাল বেনারসি পড়তা?
– আমি চুপ করে আছি।
– আমার চুপ করা দেখে বলল সমস্যা নাই এটাতেও তোমায় খুব ভাল লাগছে।



– আমি মার কাছে কাছেই আছি।

-মা বলল যাও ওদিকে সবাই মজা করছে তুমিও কর!

– না ঠিক আছে আমার এখানেই ভাল লাগছে।

– অনিতাও বেশ খুশি পরী ওর সাথে সব সময় আছে বলে।

– অনিতার সাথে পরীকে সবসময় দেখে একজন বলল অনিতা মেয়েটা কে?

– মা চট করে বলে দিল শুভ্রর বউ।

– আমি মার দিকে মা আমার দিকে তাকালাম।
– মা চোখ নামিয়ে নিল। হয়ত মার মুখ ফসকে কথা টা বের হয়ে যাবে সেটা মা নিজেও ভাবেনি।

– শুভ্র কবে বিয়ে করল বলেই আমার দিকে তাকিয়ে বলল,,,,,,,এই মেয়ে তোমার সিঁথিতে সিদুর নেই কেন?

– আজ কালকার মেয়ে তাই সিঁদুর দেয়না কাকি মা….. আমি বা শুভ্র কেউ কিছুই বলিনা। যে যার মত থাকুক।(অনিতা)


– সুন্দরী বউমা পাইছো তাই যা ইচ্ছা তাই করলেও কিছু বলনা দেখছি। স্বামীর চিহ্ন ধারন করবেনা তাই বলে! বলেই উনি চলে গেলেন।


-আমি সেদিকে পাত্তা না দিয়ে দিদুনের কাছে গিয়ে বসে বললাম কিগো বিমলা সুন্দরী তোমার কর্তা কই?

– এই ছুড়ি মুখে লাগাম দে…. কি বলছিস। এখানেও কি আমার মান সম্মান খাবি!

– মানসম্মান কি আর খাওয়ার জিনিস গো….. তাহলে তো তোমার সৌন্দর্যতা টাই খেয়ে ফেলতাম গো……
– এই বয়সে এত্ত সুন্দর না জানি ইয়াং বয়সে কত সুন্দর ছিলা বলেই মুচকি হাসি দিলাম।


– এবার দিদুন কিছুটা স্বাভাবিক হয়ে বলল হুম আমি আগে অনেক সুন্দর ছিলাম ঠিক তোর মত।

– আমার মত কি! বল আমার থেকেও সুন্দর। অনেক গল্প করলাম আজ দিদুনের সাথে। মনে হচ্ছে সব স্বাভাবিক হয়ে যাচ্ছে শুভ্রর কথায় তাহলে ঠিক সময় একদিন ঠিকি আমাদের হাতে ধরা দিবে……..





– বিয়ে শেষ হতে হতে রাত ৮ টা বেজে গেল। আমি বুঝছি না কয়েক দিন থেকে আমার শরীর কেমন জানি করছে। দুর্বল হয়ে পড়ছি।

– শুভ্র এসে অনিতাকে বলল মা কাল আমার অফিস আছে আমি বাসায় যাব। তোমরা ধীরে সুস্থে আসো। আর পরীকে নিয়ে গেলাম ওর শরীর খুব অসুস্হ……


– অনিতা কি জানি ভেবে বলল দ্বারা পলাকেও সাথে নিয়ে যা।

– উনি যেয়ে কি করবে মা?(প্রচন্ড রেগে)

– যা বলছি তাই কর বলেই পলাকে ডেকে শুভ্রদের সাথে পাঠিয়ে দিল।


– শুভ্র তো রাগে গজ গজ করতে গাড়িতে উঠল। এরা পাইছে টা কি বউয়ের সাথে একটু সময় কাটাবো তাও সাথে সিসি ক্যামেরা পাঠিয়ে দিচ্ছে যত্তসব।




– পরী আর পলা পিছনে বসল আর শুভ্র ড্রাইভ করছে। শুভ্রের তো মনে হচ্ছে এই মহিলাকে চান্দের দেশে রেখে আসে।

– রাত ১২ টার পর বাসায় আসল ওরা। এর মধ্য পরী ঘুমিয়ে পড়েছে।

– শুভ্র গাড়ী থেকে নেমে এসে দেখে পরী ঘুমিয়ে পড়েছে।
– শুভ্র পরীকে কোলে নিতেই পলা বলল শুভ্র তুমি দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছো কিন্তু! আমি পরীকে ডেকে দিচ্ছি।

– এবার শুভ্র চটে গেল একদম চোখ গরম করে পলার দিকে তাকাতেই পলা চুপ।




– শুভ্র পরীকে নিয়ে সোজা ওর রুমে ঢুকতেই পলা দৌড়ে এসে বলল শুভ্র পরীকে তোমার রুমে কেন ঢুকাচ্ছো!

– শুভ্র কোন কথা না বলে পরীকে সুয়ে দিয়ে বাহিরে এসে বলল আপনার সমস্যা টা কি হুম। আমার বউ আমি যেখানে খুশি যেভাবে রাখি আপনার কি তাতে।


– শুভ্র!,,,,,,,, পরীকে ওর রুমে দিয়ে আসো বলছি। তাছাড়া বউদিকে কিন্তু কল দিব এখুনি। দেখ বউদি তখন তোমার কি হাল করে।


– এবার শুভ্রের বাধ ভেঙ্গে গেল ধর্য্যর। পলা আন্টি যদি আজ এই কথা গুলো তুমি কাউকে বলছো তাহলে তোমাকে আমি খুন করব বুঝেছে?


– এবার পলা কিছুটা ভয় পেয়ে বলল মায়ের সামনে মিউ মিউ কর আর আমাকে সিংহের হুংকার শুনাচ্ছো?

– হুংকার শুনাচ্ছিনা,,,,,,,, করে দেখাব বুঝলেন! ভাল চানতো কোন কথা নয় বলেই পলার মুখের উপর দরজা বন্ধ করে দিল শুভ্র।


– পলা ও ভয়ে আর কোন কথা না বলে রুমে চলে আসে ওর।



– শুভ্র রুমে এসে বলল এই মহিলা আমাকে পাগল করে ছাড়বে।

– শুভ্রের চিৎকার শুনে আমার ঘুম ভেঙ্গে যায়। কি হয়েছে শুভ্র?

– এবার শুভ্র কিছুটা শান্ত হয়ে বলল কিছু না। স্যরি তোমার ঘুম ভাঙ্গিয়ে দিলাম।

– সমস্যা নাই বলেই ওয়াসরুমে গিয়ে ফ্রেস হয়ে এসে আমার রুমে গেলাম।

– সব কিছু চেঞ্জ করে আবার শুভ্রের রুমে এসে দেখি ও ওয়াসরুমে।

– আমি সোজা গিয়ে খাটে সুয়ে পড়লাম কম্বল মুড়ী দিয়ে।

– কিছুক্ষন পর শুভ্র বের হয়ে এসে আমাকে দেখে বলল শরীর কি খুব খারাপ লাগছে পরী?

– না জার্নিতে জাষ্ট একটু ক্লান্ত লাগছে।




– শুভ্র আর কিছু না বলে চেঞ্জ করে এসে বলল কিছু খাবা পরী! খাবার নিয়ে আসব?

– না আসার সময় তো খেয়ে আসলাম পেট ভরাই আছে বলে চোখ বন্ধ করলাম।

– শুভ্র লাইট অফ করে দিয়ে আমার কাছে এসে শুয়ে পড়ল।

– শুভ্র আমাকে জড়িয়ে ধরতেই কেমন যেন শিহরন হল আমার শরীরে।

– আমি শুভ্রকে জড়িয়ে ধরে কয়েটা শব্দ করে কিস করলাম ওর বুকে।

– পরী নো দুষ্টমি…… তোমার শরীর খারাপ লক্ষী মেয়ের মত ঘুমিয়ে পড়।

– না ঘুমাব না বলেই আবার কিস করলাম।

– শুভ্র লাইট জ্বালিয়েই চট করে আমার বুকের উপর উঠে বলল পরী তোমার সমস্যা কি বলতো! কাল আমার অফিস আছে আমাকে ঘুমাতে দিবা? আমার ভাল লাগছেনা এসব…….. কাল থেকে একই রকম ব্যবহার করছো কেন?



– আমি শুভ্রর কথা শুনে ওকে ধাক্কা দিয়ে নামিয়ে পাশ ফিরে শুইলাম।

– শুভ্র যা ধারনা করছে সেটা যদি হয় তাহলে পরীর শরীর খুব খারাপ। এখন যদি ওর কাছে যায় তাহলে বেশ সমস্যা হবে। তাই নো রিক্স…….

– আমি পাশ ফিরে কাঁদছি……. ওর কাছে পারমেন্টলি না থাকতেই এরকম ব্যবহার?

– পরী কান্না বন্ধ করবা! আমাকে ঘুমাতে দাও।

– এই কথা শুনে আমি চট করে উঠে পড়লাম। থাকবনা এখানে আর। কার জন্য থাকব! সেই আমার সাথে এরনের ব্যবহার করছে কি করে থাকি এখানে?


শুভ্রও সাথে সাথে আমাকে টান দিয়ে ওর বুকের মধ্য জড়িয়ে নিয়ে বলল এত্ত রাগ,,,,,,,,,,! যে আমাকে ছেড়েই চলে যাচ্ছো?


– আমি কিছু বললাম না। চুপ করে গাল ফুলে বসে রইলাম।

– কি হলো কথা বলবানা সোনা♥,,,,,,,!

– শুভ্র,,,,,!আমরা এরকম আর সময় পাবোনা হয়ত কথাটি বলেই ওর দিকে তাকালাম।


– সেটা পরে দেখা যাবে….. ঘুমাও এখন বলে আমার কপালে কিস♥ করে ও চোখ বন্ধ করল।

– কি আর করা আমিও ওর বুকেই ঘুমিয়ে পড়লাম।



– পলা অনেকক্ষন পর শুভ্রের দরজার সামনে দাড়িয়ে বোঝার চেষ্টা করল শুভ্র পরীর সাথে জোর জবস্তি করছে কিনা?
– কোন সাড়া শব্দ না পেয়ে পলা চলে গেল আর মনে মনে বলল দাড়াও না বাছা তুমি পলার সাথে লাগতে আসছো…… তোমার জন্ম আমার সামনেই হয়েছে শুভ্র…… বৌদিকে দিয়ে এমন তোমার ব্যবস্হা করব যে বার বার পরীর কাছে আসার ভিমরতি তোমার ছুটিয়ে দিব। আর এই কাজ যদি না করতে পারছি তো আমার নাম পলা না হুম।
চলবে——

বিদ্রঃ আমি কোন পাঠককে কষ্ট দিতে চাইনা। পরিস্থিতি এতটা কঠিন হয়ে গেছে যে লিখার সময় বের করতে পাররছিনা। শুধু এই গল্পর জন্য অন্য গল্পটি সমাপ্ত করে দিছি। প্লিজ কেউ রাগ করবেন না। ভূল ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সব পাঠকের জন্য অফুরন্ত ভালবাসা রইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here