অস্তিত্বে_চাই_তোমার_ছোঁয়া পর্ব_০২

অস্তিত্বে_চাই_তোমার_ছোঁয়া পর্ব_০২
#লেখিকা_তামান্না(আল রাইয়ান)

‘তোমার কানের দুলটা আমার খুব পছন্দের।’

হঠাৎ বলে নাহেম স্পর্শ করে ইফদিয়ার কানে। সোজা হয়ে দাঁড়িয়ে যায় সে। শরীরে ঘৃণ্য পুরুষের স্পর্শ পাওয়ায় নজর সরিয়ে নিল। নাহেম বোকার মত চেহারা বসতে ইশারা করলেন। বাধ্য মেয়ের মত বসে পড়ে ইফদিয়ার। এ ছাড়া তার উপায় নেই। টিউশনীর জন্যে অন্য স্যার রাখতে বললেও মানবে না তার বাবা আহসান সাহেব। নাহেম খুব দৃঢ়স্থ কণ্ঠে পড়া বুঝাচ্ছেন। পড়া বুঝানো শেষ হলে তিনি ঘোরলাগা দৃষ্টিতে পরখ করেন ইফদিয়ারকে।
ইংরেজি খাতায় প্রশ্নের উত্তর লিখছে সে। হাতের লেখা অপরিচ্ছন্ন হচ্ছে। কারণ তার ষষ্ঠ ইন্দ্রীয় জানান দিচ্ছে, এই স্যার তার দিকেই তাকিয়ে আছে।
কাঁপা হাতে লিখে যাচ্ছে। লেখার গতি কমাচ্ছে না।

মিসেস জাবিয়া হালিমাকে ট্রের মধ্যে জুস, চা আর বিস্কুট সাজিয়ে দিতে বলে। মালকিনের আদেশ মত সে সাজিয়ে দিল।
নাস্তা নিয়ে যেই রুমে প্রবেশ করলেন তখনই নাহেম উল্লাহ কে হকচক খেতে দেখলেন।
নাহেমের এহেন কান্ডে সন্দেহ জাগে মিসেস জাবিয়ার মনে। তবুও পাত্তা না দিয়ে নাস্তা দেখিয়ে টেবিলে রাখলেন। নাহেম নিজেকে স্বাভাবিক করে পড়া চালিয়ে গেলেন। মিসেস জাবিয়া কে দেখে জোরপূর্বক হাসি দিয়ে বলেন,

‘আন্টি এগুলো করার কোনো প্রয়োজন ছিল না।’

‘তা কেমনে বাবা তুমি খালি পেটে এসেছো শুনেছি। তাই না দিয়ে পারলাম না।’

‘ওই তেমন কিছু না। আপনাকে মা মনে হয় ভুল বলছেন।’

‘না আমি তোমার মা থেকে জানি নি। জেনেছি তোমার আঙ্কেল থেকে। তোমার খুব প্রশংসা করেন তিনি। খুব ভালো পড়াতে পারো দেখে মেয়ের জন্যে রেখেছেন।’

বিনিময়ে নাহেম লাজুক হাসি দিল। অন্যথায় ইফদিয়ার মন বিরক্তিতে ফুলে উঠে। মিসেস জাবিয়া কুটিনাটি কথা সেরে চলে গেলেন। এরই মাঝে চটজলদি নিজের খাতা এগিয়ে দিল ইফদিয়ার। নাহেম দেখে কোনো ভুলত্রুটি নেই। এতে তিনি খানিক ইতস্তত বোধ করেন। কারণ উনার এই মুহুর্তে বাসায় যেতে মন চাচ্ছে না। মেয়েটার সঙ্গে উম্মাদনায় ব্যস্ত হতে চাচ্ছে। তবে এর বিপরীতে দাঁড়িয়ে আছে ইফদিয়ার। সে দাঁত কেলিয়ে বলে,

‘স্যার আজ আপনার ছুটি ওকে বাই।’

কারো পরোয়া না করে ব্যাগ নিয়ে ছুটে পালায়। নাহেম রেগে জোরালো ভাবে টেবিলে বারি দিলেন। দম আঁটকে শ্বাস ছেড়ে উঠে দাঁড়ান। বাসার পথে রওনা দিলেন। ইফদিয়ার তার পুকুরপাড়ে এসে বসে পড়ে। কান্না পাচ্ছে তার। উচ্চ গলায় চিৎকার করে গালি দিতে মন চাচ্ছে নাহেম নামক ঐ টিউশনী স্যারকে। যে কিনা পূর্ব পরিচিত হওয়ায় স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছেন।
পুকুরপাড়ের পানিগুলো খানিক লালচে-হলদেটে রঙের। নাক ছিটানো ভাব চলে আসে। সে সঙ্গে পচাঁ দুর্গন্ধও ভেসে আসছে পুকুরের মধ্য দিয়ে। চৌপাশে চোখ বুলিয়ে একটি টিউবওয়েল দৃষ্টি গেল। সেখানে গিয়ে টিউবওয়েল চেপে ধরে পানি নিয়ে দু’তিন বার কান পরিষ্কার করে। কানের যে অংশে স্পর্শ করেছিল নাহেম। সে অংশ পরিষ্কার করে করে লাল করে ফেলে।

চোখ দিয়ে অনর্গল অশ্রুসিক্ত হচ্ছে। একটি ছোট বাচ্চা বেলুন আর চকলেট বিক্রি করছে। সে পুকুরপাড়ের পাশে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিল। কোনো কিছুর সঙ্গে পা লেগে যায় তার। হালকা আর্তনাদে ফুপিয়ে কেঁদে উঠে। ইফদিয়ার মায়া হলো। সে নিজের বুকে চাপা কষ্ট দমে নিয়ে এগিয়ে গেল। বাচ্চাটি কে পরখ করে দেখে ছেঁড়া একটি ফ্রক পরিহিত মেয়ে। যার বয়স কমবেশি ৭ বা ৮ হবে। উচ্চতায় ওতোটা লম্বা নয়। খাটো মেয়ে কালো বর্ণী শরীরের রঙ। ইফদিয়ার মাথায় হাত বুলিয়ে শান্ত্বনা দিতে লাগে। নিজের ব্যাগ থেকে রুমাল আর কিছু টাকা বের করে মেয়েটিকে সহায়তা করে। মেয়েটি মুচকি হেসে জিজ্ঞেস করে।

‘এই আপু তোমার নাম কি?’

‘ইফদিয়ার।’

‘তুমি খুব কিউট ইদিপ্পি।’

প্রত্যত্তুরে চওড়া হাসি উপহার দিল ইফদিয়ার। মেয়েটি চলে যায় দৃষ্টির অগোচরে। মাথা ঘুরিয়ে যেই পিছে ফিরবে। হঠাৎ বড়জোড় দামড়ার মত কিছু একটার সঙ্গে ধাক্কা খায়। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিল। এর পূর্বে কোমর আকঁড়ে ধরে বলিষ্ঠ দেহের অধিকারী এক যুবক। চোখ বন্ধ রেখে ইফদিয়ার বুঝার চেষ্টা করছে। কোনো ভাবে কোমর ভেঙ্গে গেল কিনা। কিন্তু চোখ খুলার পর এমন একজন কে দেখে নিদ্বিধায় মনে ভয় জড়ে বসে।

৩.

‘এগেইন ইউ কাম ইন মাই ওয়ে। ডু ইউ এভার ফরগেট হোয়াইট আই সে ইন দ্যা মনিং?’

যাবিয়াজ ভাইয়ের কথায় ভেজি বিড়াল বনে গেল ইফদিয়ার। তবুও কোথায় যেন সাহস জোড়ো হলো তার। কেননা পুকুরপাড়টা রাস্তার পাশেই। যেহেতু তারা রাস্তার আশপাশ ঘিরে দাঁড়িয়ে রয়েছে। সেহেতু যাবিয়াজ ভাইয়া চাইলেও পারবেন না কোনো ভুল কিছু করতে।
এই কথা ভেবে বাঁকা হাসি দিল ইফদিয়ার। যাবিয়াজ চমকে গেল হাসিটা দেখে। সরু চোখে ঘাড় ঝুঁকিয়ে কাছে এলো ইফদিয়ার। এতে শক্ত করে কাপড় চেপে ধরে সে। এই লোকটার হুটহাট কাছে আসাটা ভীষণ অস্বস্তি দেয়। যাবিয়াজ কণ্ঠটা তীক্ষ্ম করে সন্দেহের ন্যায় করে বলে,

‘কি চলছে রে তোর মাথায়? এমনে বাঁকা হাসি দেখালি কেন?’

‘চুমু খাবো বলে।’

‘হোয়াইট?’

যাবিয়াজ তৎক্ষণাৎ সটান হয়ে গেল। এই মেয়েটার উপর বিশ্বাস নেই। যখন তখন অসভ্যতামি করে ফেলতে পারে। তাও আবার পাবলিক প্লেস হওয়ায় কোনো প্রকার রাগ দেখাতে পারছে না। মেয়েটার সঙ্গে সহজে পেড়েও উঠে না। নিজের কাজের কথা ভেবে পা ফিরিয়ে নিল। সোজা পথে হাঁটা ধরে। যা দেখে ইফদিয়ার তার সামনে এসে কোমরে হাত রেখে অভিমানী নজরে তাকায়। এই নজরটা যেন যাবিয়াজের মন আর হৃদপিন্ডকে ঘায়েল করার জন্যে যথেষ্ঠ। মেয়েটার অভিমানী রুপ দেখলে হৃদপিন্ড লাফাতে শুরু করে। মন চাই সেই অভিমানী গালে ওষ্ঠ মিলিয়ে দিতে। নিজের মনের কথা ভেবে নিজেই বোকা বনে গেল। এক রাশ গালি মন আর মস্তিষ্কের মাঝে আদান প্রদান করে হালকা ধমকের সুরে বলে,

‘ভেবো না রাস্তা দেখে ছাড় দিয়েছি। একা পেলে সত্যি পর্চা নর্দমায় ডুবাবো। মাইন্ড ইট!’

ইফদিয়ার কানে নেই নি কথাটা। ফট করে যাবিয়াজের গালে গভীররাঙা চুম্বন দিয়ে ভৌ-দৌড় দিল। যাবিয়াজ স্তদ্ধ হয়ে যায়। তার শরীরের লোমহর্ষক হয়ে উঠে। কোন মেয়ের এতোটা সাহস হয় নি আজ অব্দি। সেখানে এই মেয়ের সাহস দেখে অবাক না হয়ে পারছে না। যে গালে চুম্বন পেল সেই গাল মুছতে চেয়েও মুছে না। কাজের ব্যাপারে ভেবে যথারীতি প্রস্থান করে।

৪.

ইফদিয়ার বাসার দরজায় হাত রেখে হাঁপাচ্ছে। এই মুহূর্তে জান যাওয়ার মত অবস্থা। নিজের বুকের উপর হাত রেখে জোরে শ্বাস টেনে বিড়বিড় করে বলে,

‘আজ তো কামাল হো গেয়া,লাজ ভুলকার বেশারাম হো গেয়া।’

লজ্জায় নিজের মুখ ঢেকে হেসে দিল ইফদিয়ার। তার হাসির শব্দে খেয়াল হলো তার মা ভ্রু বাঁকিয়ে সরু দৃষ্টিতে পরখ করছেন। শুকনো এক ঢোক গিলে আমতা আমতা করে বলে,

‘আ…আম্মা আস…লে তিয়ু এসে ছিল। ওর সাথে খেলে আসছি।’

‘মগের মল্লুক পাইছিস। তুই বলবি আর আমি মেনে নিলাম। জানিস মেয়েরা কখন এতো লাফাই, মুচকি হাসে। যখন তারা প্রেমে জল খায়। তুই কার জল খাইলি?’

‘এ্যাঁ।’

‘এ্যাঁ না হ্যা বল কার লগে প্রেম করে বেড়াস।’

‘ও আম্মা এমন কিছু হইনি এখনো। আর তুমি কি গ্রাম্য ভাষা ইউজ করছো। একদম এমন করে বলবে না।’

‘ওহো কেন আমি বুঝি তোর বান্ধবীর মতন না।’

‘তুমি আমার প্রিয় আম্মা আর প্রিয় বান্ধবী ঠিক তিয়ানার মত।’

মিসেস জাবিয়াকে পিছন থেকে জড়িয়ে গালে চুম্বন দিয়ে আদুরী গলায় বলে ইফদিয়ার। তিনিও মৃদু হেসে মেয়ের মাথার ডান পাশে চুম্বন এঁকে দিলেন। তাকে ফ্রেশ হয়ে খেতে আসতে বললেন।
লেখিকা_তামান্না(আল রাইয়ান)
ঘড়িতে রাত ১টা ছুঁই ছুঁই করে বেজে চলেছে।
বাসার প্রতিটা কোণায় পিনপন নিরবতা বিরাজমান। শুধু ঘুম নেই যাবিয়াজের চোখে। চোখ নিমীলিত করলেই ইফদিয়ার ওষ্ঠের মিলন দেখতে পায়। তৎক্ষণাৎ চট করে চোখ উম্মুক্ত করে ফেলে। বিছানায় শুয়া অবস্থায় এপাশ ওপাশ ফিরছে। যেন একধারে পায়চারী করছে। মনটা যেন উম্মাদের মত চাইছে কিছু। তবুও নিজের ভ্রম ভেবে পাত্তা দিল না।
ঘুমের রাজ্যে যেতে না পেরে উঠে দাঁড়িয়ে যায়। বেলকনিতে গিয়ে বসে। দূর আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। একদম উজ্জ্বলতায় চকচক করছে চাঁদটি। এই চাঁদের সাথে সাদৃশ্য পেয়েছে ‘ইফদিয়ার’ নামক মেয়েটির মুখশ্রী। চাঁদ যতটা নিষ্পাপ,পবিত্র আর অমায়িক লাগছে। ইফদিয়ার চাল-স্বভাব-হাসিতেও সেগুলো ফুটে উঠে। তবে মস্তিষ্ক এ কথা মানতে নারাজ।
হঠাৎ কিছু ভাঙ্গার শব্দে চমকে উঠে। দরজা খুলে বের হলো রুম থেকে।

৫.

ড্রয়িং রুমে এসে দেখে জনাব রবিউল মেশরাফ কিছু খুঁজছেন। বাবাকে এলোথেরাপি খুঁজতে দেখে ঘাবড়ে গেল। তড়িঘড়ি গিয়ে বাবাকে আকঁড়ে ধরে। রবিউল সাহেব ছেলের স্পর্শ পেয়ে উঠে দাঁড়ান। যাবিয়াজ খুব শক্ত কণ্ঠে বলে,

‘ড্যাড তুমি কোন জ্ঞানে ভাঙ্গা গ্লাস তুলার চেষ্টা করছিলে হুম? আজ যদি কোনো ভাবে কাঁচ তোমার শরীরে ঢুকে পড়তো? ভেবেছ কি হতে পারতো?’

রবিউল সাহেব ছেলের অভিমান বুঝে মৃদু হেসে বলেন,

‘বাবা এতো ভাবিস কেন। কাঁচ ভেঙ্গেছি সেই সাধে তুলার চেষ্টা করাটা কোনো অপরাধ নয়।’

‘হুম রাইট অপরাধ নয় বরং ঘোরতর অপরাধ।’

‘তোর মুন্ড রে বাবা। অন্ধ বুড়া বলে এমন করবি। আর এইগুলো সামান্য কাঁচ তুলতে গেলে কিছু হবে না আমার।’

রবিউল সাহেবের কথায় চোখ ভিজে এলো যাবিয়াজের। তৎক্ষণাৎ জড়িয়ে ধরে। চোখের পানি পড়তে দিল না। কিভাবে দেবে ছেলেরা তো কঠোর হৃদয়ের হয়ে থাকে। কান্না,অশ্রু,জল এই বিপরীত শব্দগুলি যেন তাদের চোখে বেমানান। রবিউল সাহেবের খেয়াল হলো কথার ছলে কি বলে ফেলেছেন! ছেলের মাথায় হাত বুলিয়ে আদুরী কণ্ঠে বলেন,

‘বাবা মাফ করিস। কখনো কখনো ভুল কথা বলে ফেলি। এর অর্থ তোকে কষ্ট দেওয়া নয়। বরং রাগ করে মুখ ফুসকে আসাটাকে বোঝায়। তোর প্রতিটা কথা সঠিক। যা আমি অস্বীকার করছি না। কিন্তু বাবা ইচ্ছে করে সবকিছু ছুঁয়ে বুঝতে পারার ক্ষমতা কেমন তা জানার।’

‘ড্যাড তুমি চিন্তে করো না। তোমার চোখের অপারেশন করাতে যত বড় বড় ফর্মালিটিস পূরণ করতে হয় করব আমি। তাও তোমার চোখের উজ্জ্বলতা ফিরিয়ে আনব।’

রবিউল সাহেব প্রত্যত্তুরে ছেলের অগোচরে তাচ্ছিল্যের হাসি দিলেন। যাবিয়াজ পানি গ্লাসে ঢেলে নিজের বাবাকে দিল। উনাকে সযত্নে রুমে ছেড়ে নিজের রুমে চলে আসে সে। রবিউল সাহেব ছেলের যাওয়ার শব্দ শুনে কাঁথা হাতড়িয়ে বুক বরাবর টেনে নিলেন। চোখ খুলা রইলেও যেন নেই কোনো রশ্নি সেই চোখ কোটরে। নিভে গিয়েছে সেই চোখের রশ্নি প্রায় তিনবছর আগে। পুরোনো কথা ভাবতেই উনার চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়ে স্বচ্ছ অশ্রু।
বাঁ হাতে চোখের কোণা মুছে ঘুমানোর চেষ্টা করেন। কিন্তু ঘুম হানা দেওয়ার আগে ফোনের তীব্র ভাইব্রেশনে নড়ে উঠলেন। বালিশের পাশে ফোন হাতড়িয়ে বের করে কানে ধরলেন। কল রিসিভ হতেই কারো প্রশ্বাসের শব্দ শুনতে পান।
আনমনে মৃদু হেসে জিজ্ঞাসা করেন।

‘কেমন আছেন?’

উত্তরে অপরপাশের জন কিছু বললেন না। ভাবলেশনহীন রয়ে যায়। রবিউল সাহেব হতাশায় কল কেটে দিলেন। এমন হওয়াটা অস্বাভাবিক নয়। তিনি জানেন কলদাতা উনার গভীর সম্পর্কের কেউ। তাই প্রতিবার কলে তিনি জিজ্ঞাসা করেন। ফলাফল শূন্য পেলে কল রেখে দেন। পুনরায় কল আসে না। তবে রাতের এ সময়ে উক্ত ব্যক্তির কলের অপেক্ষায় থাকেন। হোক না কণ্ঠ শুনতে পেলেন না; তবে নিঃশ্বাসের শব্দটা তো শুনতে পেরেছেন। প্রাণটা স্বাচ্ছন্দ্যে ভরে যায় তখন।

বিছানায় গা হেলিয়ে ভাবনায় ব্যস্ত হয়ে পড়ে যাবিয়াজ। আনমনে ঠোঁটের কোণায় বিড়বিড় করে বলে,

‘কাল পরশু কনট্রাক্ট করতে হবে অস্ট্রেলিয়ায়। ডা. আজাদ আঙ্কেলের পরামর্শে ফর্মালিটিস পূর্ণ করে ড্যাডকে নিয়ে যেতে হবে। তার আগে অস্ট্রেলিয়ার কনডাক্টর থেকে নোটিশ রুলস কালেক্ট করতে হবে।’

পরেরদিন ভার্সিটিতে…

যাবিয়াজ সিটে বসে আছে। তার পাশে বন্ধুগণ মেতে আছে নানান সংলাপে। কিন্তু সে ব্যস্ত জীব প্রযুক্তির গবেষণায়। অথাৎ, (biogenetic) বায়োজেনেটিক প্রকৌশল নিয়ে কাজ করছে। অবশ্যই সে প্রকৌশল আর প্রযুক্তি বিষয়ক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। তবুও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টিকে দৃঢ়ভাবে প্রদর্শন করতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি নিয়েও চর্চা করছে।
বন্ধুদের মধ্যে যাবিয়াজের বান্ধবী শ্রেয়িতা সবাইকে উদ্দেশ্য করে বলে,

‘দোস্ত নিরামিষের রসিকতা কবে জম্মাবে রে? এখনো দেখ কেমনে বই নিয়ে পড়ে আছে।’

‘দোস্ত হেই বলদ বিদ্যাসাগরের বলদ।’

যাবিয়াজ বিনা বাক্যে শুধু গম্ভীর দৃষ্টি ফেলে। সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় বন্ধু ফেরদৌস ঠাট্টার সুরে বলে,

‘কি মিয়া রসিকতা খাওয়াবেন এমন লুক দিতাচ্ছেন কেন?’

‘শা*লা মশকারী করস! আয় তোকে রসিকতার মুলার রস খাওয়ায় হারা*মীর দল।’

‘ছিঃ ছিঃ আমি গে নয় বুঝলি।’

‘কারেক্ট তুই গে কেন হবি তুই যে গন্ডাল।’

হে হে করে সকলে হেসে উঠে। ফেরদৌস মুখ ফুলিয়ে অন্যদিকে নজর ফেলে এক জায়গায় তার চোখ আঁটকে যায়। শয়তানি হেসে বলে,

‘যাবু বাবুর এখনই রস কস মুরগীর মাংস খাওয়ার মুড চলে আসবে ঐ মাইয়ারে দেইখা।’

শ্রেয়িতা দোস্তের কথায় অনুসরণ করে দেখে সেও তাল মিলিয়ে বলে,

‘পুচকি ভাবি চলে এসেছে রে। দেখ দেখ কেমনে উঁকি মারতাছে যাবুরাজার উপর।’

যাবিয়াজের মুখ দেখে বুঝা যাচ্ছে না। যে সে খুশি নাকি বিরক্ত হলো। শান্ত নজরে ঘাড় ঘুরিয়ে পিছে তাকায়। তৎক্ষণাৎ পালিয়ে গেল ইফদিয়ার। এরফান যাবিয়াজের হিংসা হয় কিনা পরীক্ষা করতে বলে উঠে।

‘আই ওয়ান্ট টু লাভ হার।’

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here