আমার বোনু পর্ব-১৭

0
2379

#আমার_বোনু
#Part_17
#Writer_NOVA

জিবরান রুমে ঢুকেই দরজাটা ঠাস করে বন্ধ করে দিলো। এলেমেলো পা ফেলে, চোখে মাদকতা নিয়ে ঊষার দিকে এগুতে লাগলো। ঊষা একটু আগেই ভাইদের সাথে রাতের খাবার শেষ করে রুমে এসে পাঠ্যবই নিয়ে পড়তে বসেছিলো। মনটা তার অকারণেই আজ খুশি খুশি লাগছে। বহু সময় ভেবেও সেই খুশির উৎস খুঁজে পেলো না। দরজা আটকানোর শব্দে ঊষা চমকে উঠলো। চোখ তুলে তাকাতেই দেখলো এলোমেলো পা ফেলে জিবরান এগিয়ে আসছে। ঊষা উঠে বসে জিজ্ঞেস করলো,

— কি হয়েছে আপনার? আপনি এভাবে হাঁটছেন কেনো?

জিবরান কোন উত্তর দিলো না। এগিয়ে এসে ধপ করে ঊষার ওপর পরে গেলো। ঊষা ওর বলিষ্ঠ দেহের নিচে চাপা পরে গেলো। এক হাতে জড়িয়ে জিবরানকে বললো,

— কি হয়েছে বলেন না!

জিবরানের থেকে এবারো রেসপন্স এলো না। সে ঊষার বুকে মাথা রেখে চুপ করে রইলো। কিছু সময় পর গলায় মুখ গুজে দিলো। ঊষা আচমকা এমন স্পর্শে শিহরিত হয়ে গেলো। তারা শরীরের প্রতিটা অঙ্গে ঠান্ডা স্রোত বয়ে গেলো। জিবরান গলার দিকে শব্দ করে একটা চুমু খেয়ে মিনমিনে গলায় বললো,

— আই লাভ ইউ বউ। তুমি প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেয়ো না। বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না।

ঊষার বুকটা ধক করে উঠলো। জিবরানের কন্ঠের মাদকতা তাকে ঘোরে নিয়ে যাচ্ছে। আজ জিবরানের হলোটা কি? মনে মনে তাই ভাবছে৷ এর মধ্যে জিবরান আরেকটা কান্ড করলো। মাথা উঠিয়ে ঊষার মুখে অজস্র চুমু খেতে লাগলো। ঊষা এবার পুরো স্তব্ধ। জিবরানের এহেম কাজে তার যে কিরকম রিয়েকশন দেওয়া উচিত তাও ভুলে গেছে। তার গলা শুকিয়ে আসছে। কিরকম জানি একটা অনুভূতি হচ্ছে। সে এই অনুভূতির সাথে পরিচিত নয়। মুখে চুমু খাওয়া শেষ হতেই জিবরান ঊষার ঠোঁটের দিকে নজর দিলো। ঊষা চোখ দুটো রসগোল্লা করে জিবরানের মতিগতি বোঝার চেষ্টা করছে। তবে তার কেনো জানি মনে হচ্ছে জিবরান আজ হুশে নেই। ঊষা কাঁপা কাঁপা গলায় অনুরোধের সুরে বললো,

— আমার ওপর থেকে সরুন প্লিজ।

জিবরান এক পলক ওর চোখের দিকে তাকিয়ে আবার ঠোঁটের দিকে নজর দিলো। ঠোঁট বাড়িয়ে দিতেই ঊষা নিজের মুখ ঘুরিয়ে ফেললো। জিবরান বিরক্তিতে কপাল কুঁচকে ফেললো। কিছুটা রুক্ষস্বরে বললো,

— মুখ আগের জায়গায় রাখো।

ঊষা চোখ, মুখ খিচে বন্ধ করে রাখলো। কিন্তু জিবরানের কথা শুনে মুখ আগের জায়গায় রাখলো না। দুই হাতে জিবরানকে ধাক্কা দিতে দিতে বললো,

— আমার ওপর থেকে সরেন। আমি আপনার ভার সহ্য করতে পারছি না।

জিবরান আবারো গলায় মুখ গুঁজে নিচুস্বরে বললো,
— সহ্য না করতে পারলেও করতে হবে। এখন থেকে অভ্যাস করে নাও।

ঊষা চোখ বড় বড় করে জিবরানের দিকে এক ধ্যানে তাকিয়ে রইলো। এই ছেলে আজ পাগল হয়ে গেছে। জিবরান ঊষার রিয়েকশন বুঝতে পেরে গলার কাছে কুটুস করে একটা কামড় বসিয়ে দিলো। বিষয়টা বুঝতে ঊষার একটু সময় লাগলো। যখন বুঝতে পারলো তখন যেই চেচিয়ে উঠবে তখুনি জিবরান ওর মুখ এক হাতে আটকে ফেললো। যার কারণে ঊষা আর চেঁচাতে পারলো না। জিবরান সাবধান করার উদ্দেশ্য বললো,

— করো কি, করো কি? আমাকে তোমার ভাইদের হাতে মাইর খাওয়াবে নাকি? চুপ করো।

ঊষা উম উম করতে লাগলো। জিবরান ওর হাত সরিয়ে নিলো। ঊষা হাঁপাতে লাগলো। কিছু সময় জোরে শ্বাস নিলো। জিবরান মাথা উঠিয়ে ওর দিকে তাকিয়ে বললো,

— এভাবে শ্বাস নেওয়া বন্ধ করো। নয়তো আমি কন্ট্রোল লেস হয়ে যাবো।

ঊষা কথার অর্থ বুঝতে না পেরে জিবরানের দিকে তাকালো। নিজের মাথা একটু খাটাতেই বুঝতে পারলো। সাথে সাথে লজ্জায় ওর মুখ লাল হয়ে গেলো। ওকে আরো লজ্জা দিতে জিবরান বললো,

— একদম গাল লাল করবা না। নয়তো কামড় দিয়ে খেয়ে ফেলবো।

ঊষা লজ্জায় এবার লাল, নীল৷ মুখ ঘুরিয়ে হাত মুঠ করে চোখ বন্ধ করে রাখলো। জিবরান পূর্বের ন্যায় ঊষার বুকে মাথা রেখে চুপ করে রইলো। কিছু সময় কাটার পর জিবরান ধীর গলায় বললো,

— ঊষারাণী আজ রাতে আমার হবে? আমি তোমাকে সারাজীবনের জন্য নিজের করে নিতে চাই।

পুরো কথাটা কর্ণগোচর হতেই ঊষার হৃদযন্ত্র বন্ধ হওয়ার জোগাড়। ইঙ্গিত তাহলে এই দিকেই ছিলো। সে বুঝেও কেন বুঝলো না। জিবরান আবারো থেমে থেমে বললো,

— দিবে তোমার দহনে পুড়তে?

ঊষার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। প্রতিটা শিরায় শিরায় নাম না জানা অনুভূতি ছেয়ে গেছে। সে কোন উত্তর দিতে পারছে না। কি বলবে সে তাও জানে না। জিবরান ঊষার উত্তরের অপেক্ষা করলো না। ফের বললো,

— চুপ থাকা মানে সম্মতির লক্ষ্মণ। তোমার চুপ থাকাও কি আমি সম্মতি ধরে নিবো?

ঊষা চমকে উঠলো। সেই আওয়াজ জিবরানের কানেও পৌঁছিয়েছে। সে আর ঊষার থেকে উত্তরের আশা করলো না। মাথা উঠিয়ে ওষ্ঠ দুটো ডুবিয়ে দিলো ঊষার ওষ্ঠদ্বয়ে। ঊষা চোখ বড় করে বিছানার চাদর খামচে ধরে নিলো। তার আর কিছু বলার শক্তি নেই। সব শক্তি যে জিবরান কেড়ে নিচ্ছে।

সকালে গোসল শেষ করে টাওয়াল দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে ঊষা বারান্দায় দাঁড়ালো। জিবরান এখন বিছানায় উপুড় হয়ে ঘুমাচ্ছে। ঊষা একবার ওর দিকে তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে ফেললো। সামনে দৃষ্টি দিয়ে চুল মুছতে মনোযোগ দিলো। সামনের বাগানে অনল আর পাপ্পি খেলছে। অনলের সাথে পাপ্পির বেশ ভাব জমে গেছে। আজকাল অনলের কাছে পাপ্পি থাকে। এমনকি নিজের রুমেও পাপ্পির ছোট ঘরটা নিয়ে গেছে।

অনল দূরে একটা টেনিস বল ছুঁড়ে মারছে। পাপ্পি সেটা দৌড়ে মুখে করে অনলের কাছে নিয়ে আসছে। লেজ নাড়িয়ে খুশিতে আবার ঘেউ ঘেউ করছে। ঊষা বারান্দায় গ্রিলের সামনে দাঁড়িয়ে সব দেখেও অনলকে জিজ্ঞেস করলো,

— কি করো অনল বাবা?

অনল টেনিস বলটা দূরে ছুঁড়ে মেরে ঊষার দিকে তাকালো। হাসি দিয়ে বললো,

— খেলতেছি রাণী।

ঊষা বিনিময়ে মুচকি হাসলো। কোন কথা বললো না। জিবরান ঘুমিয়েছে। জোরে কথা বললে ও উঠে যেতে পারে সেই চিন্তায়। হঠাৎ দরজায় কড়াঘাত পরতেই ঊষা মৃদুস্বরে বললো,

— আসছি!

টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে দরজা খুললো। দরজার ফাঁক দিয়ে মাথা বের করলো। জিনিয়া চা নিয়ে এসেছে। ঊষাকে এত সকালে ভেজা চুলে দেখে চিন্তিত সুরে বললো,

— কি হয়েছে ঊষা তুমি ঠিক আছো? আজ এত সকালে গোসল করলে যে।

ঊষা ঠোঁটে হাত দিয়ে জিনিয়াকে হুশশ করে চুপ করতে বললো। কিন্তু জিনিয়া বুঝতে না পেরে আবারো জিজ্ঞেস করলো,

— তুমি সুস্থ আছো তো? এই অবেলায় গোসল তুমি করো না। আজ হঠাৎ….

জিনিয়ার পুরো কথা শেষ হওয়ার আগে ঊষা জিমিয়ার হাত ধরে টেনে রুমের বাইরে নিয়ে এলো। তারপর নিচুস্বরে বললো,

— আস্তে কথা বলো। উনি উঠে যাবে।

জিনিয়া কপাল কুঁচকে বললো,
— কে উঠে যাবে?

ঊষা লজ্জায় মাথা নিচু করে ফেললো। জিনিয়া উঁকি মেরে ভেতরের দিকে তাকালো। খোলা দরজা দিয়ে তাকাতেই দেখলো বিছানায় জিবরানকে শুয়ে আছে। জিবরানকে শুয়ে থাকতে দেখে নিজের জিহ্বায় কামড় দিয়ে সুর টেনে বললো,

— ওহো, তাহলে এই ব্যাপার!

ঊষা লজ্জায় কিছু বলতে পারলো না। জিনিয়া তার ননদীকে আরো লজ্জা দেওয়ার জন্য মুখ টিপে হেসে বললো,

— এই তাহলে গোসলের রহস্য!

ঊষা হালকা চেচিয়ে উঠলো,
— বড় ভাবী!

— সরি গো ননদিনী। আমি তো আর জানি না আমার ননদাই এসেছে। যদিও আমার ছোট ভাই। আরেক সম্পর্কে তো ননদাই হয়। তা কখন এসেছে বিটকেলটা? বউয়ের টানে টানে চলে এসেছে। আর বোনকে জানায়ওনি।

ঊষা ঠোঁট চেপে হেসে বললো,
— রাত ১১ টার দিকে এসেছিলো।

জিনিয়া ঠোঁট কামড়ে কিছু সময় হাসলো। তারপর দুষ্টামীর সুরে বললো,
— তা কোন ম্যাচ খেললো?

ঊষা চেচিয়ে শাসনের সুরে বললো,
— ভাবীই তোমার ছোট ভাই হয়।

জিনিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললো,
— তাতে কি! আরেক সম্পর্কে ননদাই তো৷ সে সম্পর্কে বলেছি আমি।

— থামো তুমি। লাগামহীন কথাবার্তা।

জিনিয়া কাঁধ দিয়ে উষাকে ধাক্কা দিয়ে বললো,
— বারে, তোমারা কিছু করতে পারবে আর আমি বলতে পারবো না🤭।

— ভাবী চুপ করো তুমি।

জিনিয়া হাসতে লাগলো। ঊষা ঢেঢ় লজ্জা পেয়েছে। জিনিয়া হাসতে হাসতে বললো,

— হয়েছে আর লজ্জা পেতে হবে না। এই নাও চায়ের কাপ। আমি তো আর জানি না ও এসেছে। তাই এক কাপ চা নিয়ে এসেছিলাম। তুমি ওর জন্য এই চায়ের কাপ রেখে আসো। তোমরটা আমি নিয়ে আসছি।

— তোমার নিয়ে আসতে হবে না। আমিই যাচ্ছি।

— উহু তোমার যেতে হবে না। তুমি ওর কাছে থাকো। ওকে একটু সময় দাও। সবসময় ব্যস্ত থাকে। নিজের কথা বলার সময় পায় না। সারাখন শুধু কাজ আর কাজ। তারপর ধকল তো কম গেলো না। ওর এখন তোমাকে প্রয়োজন। তুমি যদি ওর সামনে না থাকো তাহলে ও পুরো একা হয়ে যাবে।

জিনিয়া হাতের কাপটা ঊষার হাতে ধরিয়ে গালে হাত রেখে বললো,
— আমার ভাইটা না একটু পাগলাটে স্বভাবের। ওকে একটু সামলিয়ে রেখো। দেখবে একদম বাচ্চাদের মতো গুটিসুটি মেরে তোমার কাছেই রবে।

ঊষা মাথা হেলালো। জিনিয়া মুচকি হেসে চলে যেতে নিলো। ঊষা যখন চায়ের কাপ নিয়ে ভেতরে ঢুকবে তখুনি জিনিয়া পেছন থেকে ডাকলো,

— ঊষা!

— জ্বি ভাবী!

— আমিতো তোমাকে বলতে ভুলেই গেছি। যে কাজোর জন্য তোমার কাছে এসেছিলাম।

ঊষা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো,
— কি কাজ ভাবী?

জিনিয়া ভ্রুকুটি কুঁচকে স্বাভাবিকভাবে উত্তর দিলো,
— তোমার সাথে একজন দেখা করতে এসেছে। আমি তাকে চিনি না। তোমার কোন ফ্রেন্ড হবে।সে বললো তুমি তার ফ্রেন্ড। আমি তাকে বসতে বলে নাস্তাপানি দিয়ে আসলাম। তোমাকে এর জন্য ডাকতে এসেছিলাম। এসে কথার পাল্লায় পরে ভুলেই গেছি। তুমি তাড়াতাড়ি নিচে এসো।

জিনিয়া দ্রুত নিচে চলে গেলো। ঊষা চিন্তায় পরে গেলো। এত সকালে ওর কোন ফ্রেন্ড আবার আসবে। ভেতরে ঢুকে ঊষা টেবিল লাইটের পাশে চায়ের কাপ রাখলো। কাপটা পিরিচ দিয়ে ঢেকে জিবরানের দিকে তাকালো। জিবরান এখনো ঘুমে। তাই ওকে জাগাতে মন চাইলো না। মাথায় চিড়ুনি চালিয়ে বড় করে একটা ঘোমটা টেনে দিলো। ধীর পায়ে রওনা দিলে ড্রয়িংরুমের দিকে।

সিঁড়ি বেয়ে যত নিচে নামছে ততই ঊষার হাত-পা কাঁপছে। ড্রয়িংরুমে বসে থাকা ব্যক্তিটার পেছন সাইড শুধু দেখা যাচ্ছে। তাতেই ঊষার ভীষণ ভয় করছে। আচ্ছা, ও কি তাহলে ফিরে এসেছে। কাঁপা কাঁপা পায়ে সামনে এগুতেই চমকে গেলো ঊষা। যাকে ভেবেছিলো সেই এসেছে। থমকে যাওয়া কন্ঠে বিস্ময় ছড়িয়ে গেছে। বিস্মিত হয়েই থেমে থেমে বললো,

— আপ- আপনি!

~~~ নিজেকে ভালোবাসুন। যে নিজেকে ভালোবাসতে পারে না সে কখনও অন্যকে ভালোবাসতে পারে না। 🍂

#চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here