আয়নামতী পর্ব_৩০

0
1623

#আয়নামতী
#পর্ব_৩০
#পুষ্পিতা_প্রিমা

সকাল দশটার দিকে রূপাকে চৌধুরী বাড়িতে দেখে আয়না চমকিত হলো। গাঢ় নীল রঙের কুঁচি দেওয়া ফ্রক গায়ে দেওয়া রূপার। মাথার দুপাশে ঘন কালো চুলগুলো বেণুনি বাঁধানো। উজ্জ্বল টকটকে মুখটা আয়নাকে দেখে আর ও উজ্জ্বল হয়ে উঠলো। ঝকঝকে দাঁত দেখিয়ে গালভরে হাসলো। ডাকল

‘ আমার আপা।

আয়না হাত বাড়িয়ে দিয়ে ডাকল

‘ আয় আয়।

রূপা দৌড়ে এল অনুরাগের পাশ থেকে। ঝাপটে জড়িয়ে ধরে রাখলো আয়নাকে। বলল

‘ তোমার জন্য আমার মন পুড়ছে খুব।

‘ তাই নাকি? আমার ও। বাড়ির সবাই কেমন আছে। বাবু?

‘ সব্বাই ভালো আছে। আমি আসার সময় বাবু তো খুব কান্না করছিল। আমার সাথে চলে আসার জন্য।

আয়না বলল

‘ তাই নাকি? এখন বসা শিখছে?

‘ ওই একটু বসে। আবার ঢলে পড়ে। তারপর কান্না করে।

আয়না বলল

‘ আমি গিয়ে দেখো আসব। চল ঘরে যাই।

রূপা ও আয়নার সাথে তাল মিলালো। পেছন ফিরে অনুরাগকে দেখে হাসলো। চোখ টিপলো। অনুরাগ ও হেসে দিল।

‘ ধুরর পেছনে কি দেখিস?

‘ শোনো আপা, জেম্মা বলছে তোমাকে সবার সাথে মিলেমিশে থাকতে। এইটাই নাকি তোমার বাড়ি।

‘ মেয়েদের বাড়ি বলতে কি কিছু হয় নাকি? ওই বাড়িতে গেলে বলবে বাপের বাড়ি, এই বাড়িতে এলে শ্বশুরবাড়ি। অথচ সেই মেয়েদের ছাড়াই দুই বাড়িই অসম্পূর্ণ।

রূপা বলল

‘ এত জটিল করে কথা বলো। আমি কি বুঝি?

‘ তোকে বুঝতে হবে কেন? তুই তো এখনো খুব ছোট। ভালো করে পড়ছিস তো? তোকে ইংলিশ স্কুলে পড়াবো আমি। পারবি?

রূপা ভাবতে সময় নিল। বলল

‘ ইংলিশ?

‘ ভয় পাচ্ছিস কেন? পারবি না?

‘ পারব।

‘ এই তো ভালো মেয়ে।

রূপা হাঁটতে হাঁটতে থেমে গেল। মুখ ফুলিয়ে বলল

‘ তুমি আমাকে ভালো করে দেখোনি কেন?

আয়না বলল

‘ কি দেখব? দেখেছি তো।

‘ আমি তোমার কিনে দেওয়া ফ্রকটা পড়ছি না? কেমন লাগছে বলোনাই।

আয়না হেসে দিল। গালটা টেনে দিয়ে বলল

‘ সুন্দরী বনুটা।

চকচকে দৃষ্টিতে তাকালো রূপা। ঠোঁটের সাথে হাসছে চোখ। আয়নার গাল টেনে দিয়ে বলল

‘ আমার সুন্দরী আপা।

আয়না রুমের দরজা খুলে ঘরে পা রাখলো। রূপা ও পা রেখে বলল,

‘ একটা কথা বলব তোমাকে?

‘ বল।

‘ ছোট সাহেব কালো বলে তুমি অপছন্দ করো?

আয়না চমকে উঠলো। অপছন্দের কারণ কালো রঙ ও হতে পারে? ভেবে বলল

‘ হয়ত,

রূপা কোমরে হাত দিয়ে দাঁড়ালো। নাক ফুলিয়ে বলল

‘ কিন্তু ছোটসাহেব তো কালো নয়। বিস্কিট কালার।

আয়না চট করে তাকালো রূপার দিকে।

‘ বিস্কিট কালার?

‘ হ্যা।

আয়না হাসতে হাসতে ঢলে পড়লো বিছানায়। রূপা অবাক হয়ে বলল

‘ ওমা ?

অনুরাগ এসে দাঁড়ালো দরজার কাছটায়। এত হাসাহাসি কিসের আশ্চর্য ?

আয়নার হাসি থামার নয়। তার নাকি বিস্কিট কালার জামাই!

___________

রূপা এসেছে শুনে অমি খুব খুশি হলো৷ স্কুল থেকে ফিরে সোজা আয়নার ঘরে চলে গেল। রূপা তার সাথে কথা বলতে ও প্রস্তুত নয়। আয়নার পেছনে লুকিয়েই থাকলো। রেগে গেল অমি। অনিমা আসলো হনহনিয়ে। অমিকে ধরে নিয়ে যেতে যেতে বলল

‘ এক চড় দিয়ে বসিয়ে রাখব বেয়াদব ছেলে। কে রূপা? রূপার সাথে তোর কি? কোথাকার মেয়েছেলে?

রূপার মন খারাপ হয়ে গেল। আয়নাকে বলল

‘ আমার পরিচয় নেই আপা?

আয়না মুখটা আগলে ধরলো তার। বলল

‘ তুই আমার পরিচয়ে বড় হবি। আমিই তোর অভিভাবক। তোর সব। বুঝলি? মন খারাপের কিচ্ছু নেই। যারা অবুঝ তারাই বলে তোর কেউ নেই।

রূপা ছলছলে চোখে হাসলো।
সন্ধ্যার দিকে চলে গেল অনুরাগের সাথে। আয়না অনেক করে থাকতে বলেছে। কিন্তু রূপা থাকার পাত্র নয়। সায়ানকে ছেড়ে কোথাও থাকতে তার ভালো লাগে না।

______________

অনুরাগ স্যুটকেসে তার কাপড় চোপড় ভরার সময় আয়নার কয়েকটা শাড়ি নিয়ে নিল। আয়না আঁড়চোখে তাকাতেই দেখলো। তেড়ে এসে বলল

‘ আজব! কি হচ্ছে এসব? আমার শাড়ি কেন? আপনি কোথায় যাচ্ছেন যান আমার শাড়ি কেন নিচ্ছেন সাথে?

‘ তুমি ও যাচ্ছ তাই।

‘ কোথাও যাব না আমি৷ পাগল হয়ে গেছেন আপনি?

‘ তুমি যাবে। দূরে কোথাও না। আগ্রাবাদে থাকব। একা বাসায় তুমি থাকলে ভালো লাগবে।

‘ আমি যাব না কোথাও।

অনুরাগ তীর্যক চোখে তাকালো। হেঁটে আয়নার সামনাসামনি গিয়ে দাঁড়ালো। বলল

‘ বেশিদিন থাকব না। খুব তাড়াতাড়ি ফিরে আসব। তোমার বাগান রহমত দেখবে। চিন্তার কারণ নেই।

‘ আমি যাচ্ছেন যান। আমাকে নিয়ে যাওয়ার কি দরকার?

অনুরাগ ঘর থেকে সোজা বের হয়ে গেল। এই মেয়ের সাথে কথা বলে কোনো লাভ নেই। শায়লা বেগমকে পাঠালো অনুরাগ। তিনি পারবেন।
শায়লা বেগম অনুরাগের কথায় এল। আয়নাকে বলল

‘ নাতবৌ বিয়ের পর কোথাও বেড়াতে যেতে হয়। মেয়ে এত বেরসিক কেন? জায়গা বদলের দরকার পড়ে মাঝেমধ্যে। যাও বেড়িয়ে এসো। না শুনব না আমি।

আয়না চুপ করে দাঁড়িয়ে রইলো।

অনুরাগ এসে হাতে ঘড়ি পড়তে পড়তে বলল

‘ তাড়াতাড়ি রেডি হয়ে নাও। দেরী হলে সমস্যা।

আয়না বলল

‘ নিজে না পেরে নিজের দাদীকে পাঠালেন না? দেখে নেব আপনাকে।

‘ অত দেখার কি আছে? তোমার স্বামী সুদর্শন না হলে কি দুটো বিয়ে করতে পেরেছে?

‘ বিয়ে করতে হলে সুদর্শন হতে হয় না। চরিত্রহীন হলেই যথেষ্ট।

অনুরাগ হেসে ফেলল উচ্চস্বরে। আয়নামতী তাকে এত সুন্দর সুন্দর উপাধি দেয়,, না হেসে থাকা যায় না। অবশ্য তার দেওয়া উপাধি গুলোই বেশি সুন্দর।

___________

হালকা গোলাপি রঙের একটি শাড়ি পড়া আয়নার গায়ে। সদ্য গোসল সেড়েছে তাই চুল ভেজা। নাকে পড়া স্বর্ণের ফুলটি জ্বলজ্বল করছে। শাড়ির অবিন্যস্ত আঁচলটা কোনোমতো কাঁধের সাথে আটকানো।
আগে একটু নিজেকে সামলে রাখতো এই মেয়ে। অনুরাগের সামনে পর্দা করতো। গুটিয়ে সুটিয়ে থাকতো। আজকাল একদম বেসামাল চলাফেরা করে। কোনকিছুর পাত্তা নেই। তার আশেপাশে যে একজন পুরুষ মানুষ সর্বদা ঘুরঘুর ঘুরঘুর করে এটা বোধহয় মাথায় থাকেনা। অনুরাগ ভালো করে বুঝতে পেরেছে আয়নার ছাল। সে যাতে না তাকায় সেজন্য মেয়েটা এমন করছে। যদি তাকায় তাহলে তো চরিত্রহীন উপাধি দিয়ে দিতে পারবে। আবার এদিকে নিজের বউকে না দেখলে অনুরাগেরই লস। যাবে কোথায় সে? এই মেয়ে তাকে চতুর্দিকে জ্বালাচ্ছে। উফফ কি জ্বালা। এই জ্বালা সহনের চাইতে মরণ ও ভালা।

______________

দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতেই অনুরাগ বের হলো আয়নাকে নিয়ে। আনহিতা বেরোনোর আগ আয়নাকে বলেছে, ভালো থেকো। দু’জন দু’জনকে দেখে রেখো। নিজের মধ্যকার ঝামেলা কখনোই বাইরের কারো সামনে প্রকাশ করবেনা। সম্পর্কের মধ্যকার দুর্বলতা যদি কেউ জানতে পারে তাহলে সেখানেই আঘাত করবে। কেউ কাউকে ভালো নাই বাসলে, কিন্তু আঘাত করো না। হুটহাট কেউ কাউকে ভালোবাসতে পারেনা। ভালোবাসার জন্য অপর মানুষটাকে চিনতে হয়, জানতে হয়, বাহ্যিকতার প্রেমে না পড়লেও একসাথে থাকতে থাকতে মানুষ অপর মানুষের ভেতরের স্বত্বাটাকে ঠিকই ভালোবেসে ফেলে। আমাদের উপর তোমার অনেক অভিযোগ সেটা জানি আমরা। সেসবের জন্য রাগ,অভিমান আমাদের জন্য না হয় জমা থাক। অনুরাগের উপর নয়। আমরা ভুল করি তাই আমরা মানুষ নইলে তো ফেরেশতা হতাম। ভুল ক্ষমা করা যায়। আর যে ক্ষমা করে সে কখনো ছোট হয় না। আমাদের না করো, অনুরাগকে তো করা যায়।

আয়না কথাগুলো চুপচাপ শুনলো। শায়লা বেগম চুপিসারে বলল

‘ নাতবৌউ আমার দাদুভাই কিন্তু তোমাকে ভালোবাসে। তাকে ও বেসো। নাহলে তোমার ঋণ আর ও বেড়ে যাবে তার কাছে। তুমি ও একটু পুষিয়ে দাও না। দেখবে আসলেই সবটা সুন্দর। ভালোবাসা খুব সুন্দর। একদিন ঠিকই বুঝবে।

আয়না মাথা নাড়ালো শুধু। অনুরাগ ভুরু কুঁচকে সেদিকে তাকিয়ে থেকে ভাবলো

‘ এই বুড়ি কি শলাপরামর্শ দিচ্ছে কে জানে? ভালো হয় নাকি উল্টো আমার পেছনে লাগে এই মেয়ে। কবে আমায় একটু দেখতে পারবে আমার বউটা? জ্বালারে জ্বালা। এই বউ হয় না ভালা।

শায়লা বেগম চোখ টিপে দিল। তা দেখে অনুরাগ খুকখুক করে কেশে উঠলো। বাড়ির বাইরে চলে গেল।

___________

গ্রামের সরু রাস্তা দিয়ে গাড়ি এগোচ্ছে। আয়না তার পাশে বসা লোকটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে ড্রাইভারকে বলল

” মামা ওদিকে কোথায় যাচ্ছেন?

ছোটসাহেব যেইখানে বলছে সেইখানে।

‘ আমাদের বাড়ি?

‘ হ্যা।

আয়নার মুখখানা খুশিতে জ্বলজ্বল করে উঠলো। অনুরাগ আঁড়চোখে তাকালো। আবার চোখ সরিয়ে নিল। কালো বোরকায় তার বউকে বেশ মানায়।

আয়না বলল

‘ একটা ভালো কাজ করেছেন বহুদিন পর। ধন্যবাদ।

‘ ধন্যবাদ তো তোমার চোখকে দেওয়া উচিত। বহুদিন পর একটা ভালো কাজ চোখে পড়লো বলে। নাহলে এতদিন অনেক ভালো কাজ করেছি, তোমার চোখে পড়েনি। বজ্জাত চোখ।

আয়না হেসে ফেলল। বলল

‘ চোখ আবার বজ্জাত হয় নাকি?

‘ হয় হয়। তুমি আস্ত একটা বজ্জাত।

সাথে অনুরাগের হাতে জোরে খামচে দিল যেন কেউ। অনুরাগ হাত সরিয়ে নিয়ে বলল

‘ রাক্ষসী।

‘ আপনি রাক্ষস।

খুশি হলো অনুরাগ। হাতটার চিনচিনে ব্যাথা ও চলে গেল। বউ রাক্ষসী হলে জামাই তো রাক্ষস হবেই।

উঠোনের সামনে গাড়ি থামতেই রূপা বের হয়ে এল। পিছুপিছু বাড়ির সবাই। আয়শা বেগম বলল

‘ ওমা কি সুন্দর হইয়া গেছে আয়নামতী। নজর না লাগুক।

আয়না ভুরু কুঁচকে বলল

‘ এসব কি ডাকো আম্মা?

আয়শা বেগম ফিসফিসিয়ে বলে

‘ চৌধুরীর পোলা ভালো নাম দিছে। আমার পছন্দ হইছে।

নামিরা হাসলো। অনুরাগের কোলে সায়ান। সায়ান ও হাসলো। সাথে সাথে অনুরাগ ও হাসলো। আয়না সায়ানকে কোলে নিয়ে নিল। আদরে আদরে ভরিয়ে দিয়ে বলল

‘ কেমন আছে আমার আব্বাটা?

সায়ান খিকখিক করে হাসতে লাগলো। আয়না বলল

‘ কি সুন্দর হাসি? আব্বা আবদার করা শিখবে কখন থেকে?

নামিরা বলল

‘ আবদার করলে আর আবদার পূরণ করতে করতে কাহিল হয়ে যাবে।

‘ করুক। আমারই তো আব্বা।

আজহার সাহেব মেয়ে জামাইকে পেয়ে দারুণ খুশি। বললেন

‘ আজ থাক। আমি বাজারে যাই। তোর মায়ের হাতে ইলিশ খেয়ে যাবি।

আয়না বলল

‘ অন্য একদিন আব্বা। আজ তো অন্য কোথাও যাচ্ছি। খুব ভালো থেকো আব্বা।

আজহার সাহেবের চোখে জল। জিজ্ঞাসা করেন

‘ তুই ভালো আছিস মা?

‘ তোমরা ভালো থাকলে আমি ও ভালো থাকি আব্বা। আমার জন্য দোয়া করো।

‘ মা বাপের মোনাজাতের শুরুতেই সবসময় সন্তানরাই থাকে। যেদিন মা হবি সেদিন বুঝবি।

আয়না আঁখিজলে হাসলো। মায়ের কাছে গিয়ে বলল
‘ আম্মা শরীরের যত্ন নিও। আব্বাকে দেখে রেখো। আমি আসব এরকম মাঝেমাঝে।
আবেগে গলে গেল মায়ের মন। বললেন
‘ তুই ভালো থাক আমার বাছা। সুখে থাক। স্বামী সংসার ওগুলোরে হেলাফেলা করিস না। যে তোরে ভালোবাসে তারে ভালোবাসবি। যতখানি পাবি ততখানিই দিবি। কম দিবি না আবার বেশি ও দিবি না। কম দিলে ঋণী হবি, বেশি দিলে নিজেরে হারায় ফেলবি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি আর জামাইর লগে ভালো ব্যবহার করবি। সবসময় চোখকান খোলা রেখে চলবি। মনে থাকবো?

আয়না দুপাশে মাথা দুলালো।

‘ মন থাকবে আম্মা।

‘চৌধুরীর পোলা কোথায়?

আছে বারান্দায়। আয়শা বেগম সেদিকে পা বাড়ালো। আজহার সাহেব আয়নাকে বলল

‘ তোর মা আবার কি বলে ফেলে কে জানে?

আয়না বলল

‘ বলুক।

আয়শা বেগমকে দেখে অনুরাগ দাঁড়িয়ে পড়লো। কোলে সায়ান। খেলছে অনুরাগের পকেট থেকে কলম নিয়ে। আয়শা কিছুটা দূরে দাঁড়িয়ে বলল

‘ হুনো চৌধুরীর পোলা তোমারে কিছু কথা কয়।

‘জ্বি বলুন।

‘ আমার মাইয়্যারে আমি আদর যত্ন কইরা মানুষ করছি। সে বাবা ভাইয়ের সোহাগে সোহাগে বড় হয়ছে। অভাব দেখছে ঠিক, কিন্তু আদর ভালোবাসার অভাব কখনো দেখেনি সে। আল্লাহ তোমার জন্য তারে লিখে রাখছে, তাই তোমার লগে ওর বিয়া হইছে। তারে ভালো রাখবা। জ্বর হইলে নিজের হাতে খাইয়ে দিবা। কিছুক্ষণ পরপর গরম চা দিবা। রাগ করলে রাগ ভাঙাবা। মাথা ব্যাথা করলে মাথা টিপে দিবা। বুঝছ?

‘ জ্বি আম্মা।

ভেতর ঘরে নামিরা আয়নাকে বলল

‘ আয়না দেখো তোমার বরকে সব শিখিয়ে দিচ্ছে আম্মা।

আয়না বলল

‘ তো আমি কি করব?

নামিরা হাসলো গাল চেপে।

আয়শা বেগম শেষমেশ অনুরাগকে বলল

‘ যা তোমারে বলছি তা আমারটারেও বলছি। মানে তোমার বউরে। বুঝছ চৌধুরীর পোলা? তোমার যদি সেবা না করে আমারে কইবা, ওর বিচার আমি করুম।

অনুরাগ চমৎকার করে হেসে ফেলল। চকচকে দৃষ্টিতে তাকিয়ে বলল

‘ তাহলে তো অভিযোগের খাতা অনেক বড় আম্মা। ঠিক আছে আজ থেকে নতুন করে আবার লিখা শুরু করব।

‘ ক্যান তোমার লগে কি ত্যাড়ামো করে নাকি?

‘ করে তো। অনেককিছুই করে। আচ্ছা পরের বার আসি। সব একদম লিখে নিয়ে আসব। ঠিক আছে।

‘ ঠিক ঠিক। ঠিক আছে।

‘ আচ্ছা তাহলে আজ আসি। গ্রামে ফিরলে আবার আসব।

‘ ঠিক আছে। ফি আমানিল্লাহ। সাবধানে যাইয়ো বাপ। ভালা থাইকো।

________________

আগ্রাবাদের একটি বাড়িতে গিয়ে উঠলো অনুরাগ। বাড়িটি সদ্য তোলা হয়েছে। চারপাশে সুনসান নীরবতা। একা একটা প্রকান্ড বাড়ি। বাাড়িটার প্রবেশ পথে একটি হা করা সিংহের মূর্তি। আয়নার কপাল কুঁচকে এল। গাড়ি থেকে নেমে অনুরাগকে বলল

‘ কোথায় নিয়ে এসেছেন আমাকে? আমি এখানে একা থাকতে পারব না।

‘ তোমাকে একা ছাড়ছে কে?

‘ আপনি বাইরে যাবেন না?

‘ যাব।

‘ তাহলে? আমি থাকব না এখানে। ভয় লাগে।

‘ এখানে একটা বুড়িমা আছে। ওনার সাথে থাকবে। এটাই আমাদের জন্য নিরাপদ একটা বাড়ি। বাড়িটার চারপাশে সুরক্ষা বাহিনী আছে। চিন্তা কিসের? আয়নামতী ভয়ও পায় নাকি?

‘ মশকরা করবেন না।

অনুরাগ হাসলো। বলল

‘ ভেতরে আসুন মহারাণী।

আয়না পা টিপে টিপে বাড়িটার ভেতরে পা রাখলো। সাদা ধবধবে চুলওয়ালী কালো বর্ণের একজন বুড়ি লাঠি ঠকঠক করে এসে হাজির হলো। সোজাসুজি বলল

‘ এসেছ তোমরা বউ জামাই? কিছুক্ষণ বিশ্রাম করো। আমি নাশতা পানি পাঠাচ্ছি। রাতের ভাতের আয়োজন হচ্ছে।

অনুরাগ আয়নার হাতটা ধরলো এক হাতে। অন্য হাতে স্যুটকেস ধরে নিয়ে যেতে যেতে বলল

‘ ভয় পাচ্ছ নাকি? আরেহ এখানে আর ও অনেকে আছে। রান্নাঘরে। অন্যান্য কাজে। বাইরে একটা বাগান ও আছে। কাল দেখো।

আয়না বলল

‘ ভুতুড়ে বাড়ি। আলো থাকলে ও কেমন যেন। গুমোট গুমোট ভাব। আমি থাকব না এখানে।

‘ একদম চুপ। সোজা চলো। নাহলে বুড়িমাকে ডাকছি।

‘ নাহ।

হেসে ফেলল অনুরাগ।

_____________

খানিকক্ষণ ঘুমালো আয়না। রাজকীয় বেশভূষা বাড়িটার মধ্যে। কেমন আজব আজব কয়েকটা তৈলচিত্র দেয়ালে টানানো । অনুরাগ মাত্রই ঘরে ঢুকছিল। আয়নাকে ভয়ার্ত চোখে তাকাতে দেখলো তৈলচিত্রের দিকে। হেঁটে গিয়ে তৈলচিত্রটি নিয়ে ফেলল অনুরাগ। ঘরের একপাশে রেখে দিয়ে বলল

‘ ভয়ের কিছু নেই। খাবার চলে আসছে। খেয়ে নাও।

আয়না খাট থেকে নেমে বলল

‘ আপনি কোথায় গিয়েছিলেন? দেখুন হুটহাট কোথাও চলে যাবেন না। আমার ভয় হয়। কোথায় নিয়ে এসেছেন আমায়?

‘ আরেহ চিন্তা নেই।

দুইজন পরিচারিকার দরজার করাঘাত শোনা গেল।
‘ ভেতরে এসো।
বলল অনুরাগ। ভেতরে এল তারা। খাবার রেখে চলে গেল। আয়না স্পষ্ট দেখলো দরজার বাইরে দাঁড়িয়ে তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে সাদা শাড়ি আর সাদা চুলওয়ালা কুচকুচে কালো বুড়িটা। দেখতে ভয়ংকর। শুকনো ঢোক গিললো আয়না। অনুরাগ দরজা বন্ধ করে দিল। আয়নার মতিভ্রম হলো। চুপচাপ খেয়ে নিল অনুরাগের কথায়। অনুরাগ বলল

‘ বিছানা তৈরি আছে। তুমি ঘুমাও। আমি বারান্দায় আছি। কিছু ফোনকল সেড়ে নেওয়া বাকি আছে।

আয়না দুপাশে মাথা নাড়ালো। আবার মনে হলো বুড়িটা কোথাও যেন দাঁড়িয়ে তাকে দেখছে। অনুরাগ বের হয়ে গেল ঘর থেকে। আয়না গুটিসুটি মেরে শুয়ে পড়লো। গায়ে কাঁথা টেনে নিল।
তার কিছুক্ষণ পরেই মিটমিট করে আলো জ্বলতে নিভতে লাইট বন্ধ হয়ে গেল ঘরের। আয়না জোরে চেঁচিয়ে উঠলো। ডাকল

‘ প্রফেসর? আপনি কোথায়? আল্লাহ আমার ভয় করছে। প্রফেসর?

কারো কোনো সাড়াশব্দ পাওয়া গেল না । শুধু ঘড়ির কাঁটার শব্দ ছাড়া। আয়না স্পষ্ট দেখলো ঘরের দরজা খুলে গিয়েছে। সামান্য আলো এসে পড়েছে সেখানে। ঢুকছে শাড়ি পড়া একটি অবয়ব। আয়না যেন চেঁচাতে চেয়ে ও চেঁচাতে পারলো না। গলা ছুঁলো দুহাত দিয়ে। ডাকল

‘ প্রফেসর? প্রফেসর?

শেষেরটিতে আওয়াজ হলো বেশ। তরতর করে ঘেমে উঠলো আয়না। বেশ ভালো করে অনুভব করলো পেছন থেকে তাকে আষ্টেপৃষ্টে ধরে রেখেছে কিছু একটা। আয়না কাঁপতে কাঁপতে হাল্কা হাল্কা কান্নায় ভাসলো। কম্পিত গলায় বলল
‘ কে?
‘ আমি।
আয়না নেতিয়ে গেল। সর্বস্বান্ত হয়ে গেল৷ উন্মুক্ত ঘাড়ের কাছে নরম শীতল স্পর্শ টের পেল। নিজের সকল আক্রোশ থেকে তেজগলায় বলল

‘ আপনি খারাপ। শত্রু আমার। কেউ কখনো আমাকে এতটা ভয় দেখায়নি।

‘ আমি ভয় দেখাইনি। তুমি আমাকে ঠিকই দেখেছ ঘরে আসতে। আমি ছাড়া আর কে আসবে? রিল্যাক্স আয়নামতী।

আয়নার কপালে ঘাম ছুটলো। আলোঅন্ধকারে অনুরাগ টের পেল ভয়ে জড়োসড়ো হয়ে যাওয়া আয়নার ঠান্ডা হাত। হাতের আঙুলের ভাঁজে ভাঁজে আঙুল নিয়ে তার গালে লাগিয়ে রেখে বলল,
‘ আরেহ হাত এত ঠান্ডা কেন? তুমি তো সাহসী মেয়ে। এত সামান্য ব্যাপারে কেউ ভয় পায়? লোডশেডিং হতেই পারে।
আয়না তাড়াতাড়ি সামনে ফিরলো। গুটিসুটি মেরে অনুরাগের বক্ষে শায়িত হয়ে বলল

‘ খোদার কছম আপনি যদি আর ভয় দেখান আমি একমুহূর্ত ও এই বাড়িতে থাকব না। ওই বুড়িটাকে আমার ভীষণ ভয় লাগে। আমি একা থাকব না এই বাড়িতে।

‘ এভাবে যদি স্বইচ্ছায় আসতে তাহলে কথা দিতে পারতাম তোমাকে ছাড়া কোথাও যাব না। কিন্তু তুমি তো কারণে এসেছ।

‘ আপনি অকারণে ধরে রাখুন।

অনুরাগের ঠোঁটের কোণায় তখন বিশ্বজয়ের হাসি। বুকে থাকা রমণী কাঁপতে কাঁপতে স্থবির হয়ে পড়লো। কারণে হোক কিংবা অকারণে অনুরাগের পিঠের শার্ট খামচে ধরে জানান দিল

‘ যাবেন না। ওই বুড়িটা আমাকে মেরে ফেলবে।

চলবে,
লিখা ছিল আগের। দিয়ে দিলাম। অনেক ভুল থাকতে পারে। সবাই দোয়া করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here