গুন্ডি বউয়ের ভালোবাসা পাঠ_৫

0
1065
  • #গুন্ডি_বউয়ের ভালোবাসা
    #পাঠ_৫

    এই মেয়ে তুমি আমাকে কলেজে নিয়ে এলে কেন?

    মৌশি :কলেজের ভিতরে গেলে বুঝতে পারবি কেন নিয়ে এসেছি ৷ এখন এত কথা না বলে রিক্সা থেকে নাম ৷

    আমি রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে মেয়েটাকে বললাম চল ৷

    মৌশি : আমার হাতে হাত দিয়ে টানতে টানতে বলল আয় ৷
    ..
    মেয়েটার সাথে কলেজে ডুকতেই কোথায় থেকে যেন অনেক গুলা মেয়ে এসে আমাদের সামনে দাড়ালো ৷

    সবার মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠল, কিরে মৌশি শেষ পর্যন্ত তর বরকে আমাদের সামনে নিয়েই আসলি ?

    আমি বললাম, আসলে আপু আপনি ভূল করছেন আমি ওর বর না ৷ আমাদের এখনও বিয়ে হয় নাই ৷

    আমি ওর হবু বর ৷
    আরেকটা মেয়ে বলল, বিয়ে হয় নাই তো কি হইছে একদিন তো ওর বর হবেনই ৷

    আগে থেকে ডাকলে সমস্যা কি?

    অন্য আরেকটা মেয়ে বলল, দুলাভাই আপনি কিন্তু অনেক কিউট ৷ আপনার মত একটা বর যদি আমার হতো ৷

    মৌশি : এই হিয়া ওর দিকে একদম চোখ দিবি না ৷ ও শুধু আমার, আর কারও হতে দিব না ৷

    মৌশি র কথা শুনে বুঝতে পারলাম মেয়েটা আমাকে সত্যিই অনেক ভালবাসে ৷

    তাই এই সুজুগে মেয়েটার সাথে কিছুক্ষন মজা নিয়ে নেই ৷

    আমি হিয়াকে উদ্দেশ্য করে বললাম, আপনিও কিন্তু অনেক কিউট। আপনার মত যদি আমার

    একটা বউ হত কতই না ভাল হত ৷
    আমার
    এই কথাটা শুনে সবাই জুরে হাসতে লাগল ৷

    আর এদিকে মৌশি তো তেলে বেগুনে
    জ্বলছে ৷

    মৌশি :<) এই তুই কি বললি ? (আমার কলার
    চেপে ধরে )

    সত্যি করে বল !

    হিয়া কি আমার থেকেও সুন্দর?

    আমি< আরে সবার সামনে আমার মান
    ইজ্জত সব পালস্টিক করে ফেলছ তো !
    ছাড় আমার কলার ৷

    মৌশি : আগে বল কে বেশি সুন্দর? আমি
    নাকি হিয়া ?

    আমি< সত্যি বলছি তুমি ওর থেকে অনেক
    সুন্দর ৷

    মৌশি : তাহলে বললি কেন যে হিয়া তর
    বউ হলে ভাল হত?

    আমি< আরে এটা তো মজা করে বলছি ৷

    মৌশি :সত্যি তো?

    আমি< সত্যি সত্যি সত্যি তিন সত্যি ৷
    কলার ছাড় পিল্জ সবাই হাসছে ৷

    মৌশি: যা ছাড়লাম ! এরকম মজা
    ভবিষ্যতে আর করলে তর খবর আছে ৷

    এদিকে মৌশির বান্ধবীরা মৌশির এই
    রকম কর্মকান্ড দেখে থ হয়ে গেছে ৷

    যে মেয়েটা ছেলেদের সাথে কথা বলা তো
    দূরে তাক ছেলেদের সামনে গেলেই হাত পা
    কাপত ৷

    সেই মেয়েই আজ একটা ছেলের কলার চেপে
    ধরল ৷

    সবাই অবাক হয়ে দাড়িয়ে রইল !!

    রিয়া< কিরে মৌশি তর এত সাহস আসল
    কোথায় থেকে?

    মৌশি : অ আমার হবু বর ভুল করলে তো
    শাসন করবই ৷ এখানে সাহস এর কি আছে?

    রিয়া< তুই না বলছিলি তর ছেলেদেরকে
    অনেক ভয় লাগে ৷

    মৌশি : গুন্ডা ছেলেদের তো ভয় লাগেই ৷ তাই বলে কি নিজের বরকেও ভয়
    পেতে হবে নাকি?

    রিয়া< হুমম তাও ঠিক !!

    মৌশি : আমরা এখন যাই ৷ অন্য
    আরেকদিন ওকে নিয়ে আসব কলেজে ৷

    সবার থেকে বিদায় নিয়ে মৌশি কে ওর
    বাড়ি পৌছে দিয়ে আমি বাড়িতে চলে
    আসলাম ৷
    ….
    শাসন আর খুনশুটিতে কেটে গেল
    দুই বছর ৷

    সামনের সপ্তাহে আমাদের বিয়ে ৷

    মৌশি এখনও আগের মতই রয়ে গেছে ৷
    গুন্ডিগিরিটা আগের থেকেও বেড়ে গেছে ৷

    কিন্তু এই গুন্ডিগিরির মধ্যে যে কতটা
    ভালবাসা লুকিয়ে আছে সেটা আমি এই দুই
    বছরে বুঝতে পারছি ৷

    মৌশি যে আমাকে ভালবাসে সেটা সে
    আমাকে বুঝতে দেয় না ৷

    জানিনা আমার সাথে কেন এমন করে ৷

    মৌশি এখনও আমাকে আগের মতই তুই
    তুই করে ডাকে ৷

    আর মৌশি আমাকে সব সময় ঝারির
    উপরে রাখে ৷ সব সময় শুধু বলে এটা করিস

    না কেন ৷ অইটা করিস কেন ৷
    …..
    যাই হোক গুন্ডিটাকে একটা ফোন দেই ৷

    ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ করল ৷
    আমি< হ্যালো…কি করছ জানো ?

    মৌশি : অই তরে আমি বলছিলামনা
    আমাকে তুই জানো টানো অইসব ডাকবি
    না?

    আমি< তো কি ডাকব গো ?

    মৌশি :আপু ডাকবি সয়তান ছেলে ৷
    নাম ধরে ডাকবি সব সময় ( অনেক রাগী
    কন্ঠে বলল )

    আমি< ওকে আপু…অহহ সরি
    নাম ধরেই ডাকব ৷

    মৌশি :সয়তান ছেলে তর সয়তানি আমি
    বের করব বিয়ের পরে ৷ আর তো মাত্র
    তিন দিন ৷

    তিন দিন পরেই বুঝতে পারবি আমি কি ৷

    #চলবে………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here