ছায়া হয়ে থাকবো পাশে part-5

0
1464

ছায়া হয়ে থাকবো পাশে
part ঃ 5
writer ঃ humayra khan

আহান ওর ফোনটা স্পিকারে দিয়ে-
আহানঃ হ্যা ভাবি আবার বলো কি জানি বলছিলে তুমি?
দিশাঃ কি বলছিলাম(কনফিউজড হয়ে)??
আহানঃ আরে লাস্ট এর কথাটা আবার রিপিট করো!
দিশাঃ ও হ্যা মনে পরছে।কাল চারুকেও নিয়ে এসো তুমার সাথে করে।
আহানঃ আচ্ছা ভাবি কাল আমি আর চারু সময় মতো পৌছে যাবো। কথাটি বলে ফোন কেটে দেয় আহান।
ফোন কেটে আহান খেয়াল করল চারুর আইস্ক্রিম এখনো খাওয়া হয়নি।
আহানঃ মা যদি দেখে চারুর হাতে আইস্ক্রিম তাহলে তো তুমুল কান্ড হয়ে যাবে। মনে মনে
মা তোমার পিছনে তেলাপোকা।
কথাটি শুনার সাথে সাথে মিসেস সাবিনা পিছনে ঘুরে তাকায়।এই সুযোগে আহান চারুর হাত থেকে আইস্ক্রিম টা নিয়ে নিজের মুখে দিয়ে দেয়
সাবিনাঃ কই তেলাপোকা।
মিরাজ ঃ তুমি তেলাপোকা চাইতে কম নাকি।
তুমিই তো একটা জ্যান্ত তেলাপোকা।
সাবিনা ঃ বেশি বলছো কিন্তু চোখ মুখ গরম করে।
কিরে আহান একটু আগে তোর হাতে তো কোনো আইস্ক্রিম ছিলো না।এখন দেখি তুই আইস্ক্রিম খাচ্ছিস।?
মিরাজ সাহেব তার বউ এর কথা শুনে এই বার আহানের দিক এ তাকায়।
মিরাজ ঃঠিকই তো.।আইস্ক্রিম তো আহান চারুকে দিয়ে দিলো। ও আবার কোথা থেকে পেলেো।আর চারুর হাতের আইস্ক্রিম টা কই। (মাথা চুলকিয়ে)
আর আহান এমন ভাবে ওর থেকে আইস্ক্রিম নেওয়ায় বেশ রেগে মেগে আছে চারু ।পুরো এনগ্রি রোবট এর মতো দাঁড়িয়ে আছে
ও।
আহানঃ আরে মা।আমার হাতেই ছিলো তুমি হয়ত খেয়াল করো নি। এই সব কথা বাদ দাও। শুনলে ভাবি কি বললো ফোনে।আমাকে আর চারুকে তাদের বাসায় যেতে বলেছে। দুই তিন দিন থেকে চলে আসবো।
সাবিনা ঃ যা মন চায় কর।কথাটি বলে চলে যায় তিনি
মিরাজ ঃ এই কোথায় যাচ্ছো আমার রিনা খান।
মিসেস সাবিনা তার হাসবেন্ড এর কথা শুনে তার দিক এ রাগি দৃশটিতে তাকায়।
মিরাজ ঃওও সরি সরি।আই মিন মাই বিউটিফুল ওয়াইফ সাবিনা খান(জোরপূর্বক হাসি দিয়ে)
মিসেস সাবিনা তার হাসবেন্ড এর কথা শুনে আরও রেগে চলে যায় নিজের রুমে।
আর মিরাজ সাহেব ও তার বউ এর পিছু পিছু চলে যায়।
আহানঃ শুনলে তো চারু ভাবি কি বললো?
তাড়াতাাড়ি করে নিজের ব্যাগ প্যাক করে নিও।
চারু ঃ চুপ থাকেন।আপনি আইস্ক্রিম দিয়ে আবার আমার মুখে থেকে কেড়ে নিলেন!
এতোই যদি খেতে ইচ্ছে হচ্ছিলো৷ তো আমাকে দিলেনই বা কেন??
আহানঃ মায় যদি তোমার হাতে আইস্ক্রিম টা দেখে ফেলতো তখন তো বড্ড জামেলা পেকে যেত(আনমনে)
আসলে কি… ( নিজের মাথা চুলকিয়ে)
চারু ঃ হইসে আপনার আসল নকল আমি শুনতে চাইনা।কথাটি বলে রেগে মেগে চলে যায় ও।
আহানঃ হায়!!! এই মেয়ের রাগলেও কতো কিউট লাগে। কথাটি বলে আইস্ক্রিম খেতে খেতে চলে যায় নিজের রুমে।
দুপুরে লাঞ্চ করার সময় খাবারের মাঝখানে আহান বলে উঠে –
চারু খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিস। দেরি করে গেলে পৌছাতে পৌছাতে রাত হয়ে যাবে।
চারু ঃ জ্বী ভাইয়া।
আহান রেডি হয়ে চারুর রুমে সামনে এসে দেখে দরজা লক করা। দরজায় নক করে-
আহানঃ কি রে চারু এখনো হয়নি তোর??
চারুঃ ভাইয়া আরেকটু বাকি।তুমি বাইরে আমার জন্য অপেক্ষা করো আমি এই দুই মিনিটে আসছি।
আহানঃ আচ্ছা তাড়াতাড়ি আয়।কথাটি বলে চলে যায় আহান।
আহান ব্লু জিন্স ব্লাক টি শার্ট আর চোখে একটা সান গ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চারুর জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। কিছু ক্ষন সময় পর চারু একটা ওয়াইট ড্রেস পরে আসলে –
আহান চারুর দিক এ অপলক দৃশটিতে চেয়ে থাকে।
চারু ঃ ভাইয়া এই ভাবে কি দেখছেন।??
চারু কথায় ধ্যান ভাঙে আহানের আর শরম পেয়ে তাড়াতাড়ি গাড়ি ভিতর উঠে পরে ও।
আহানঃ তাড়াতাড়ি গাড়ি তে উঠ।
চারু আহানের কথা শুনে পিছনে সিট এ উঠতে নিবে-
আহানঃ ওই সামনে এসে বস।তুই পিছনে বসলে লোকে তো আমাকে ড্রাইভার ভাব্বে।
চারু আহানের কথা মতো সামনের সিট এ গিয়ে বসে পরে।
আর আহান আপন মনে গাড়ি চালাতে থাকে।
আহানঃ আজকের ওয়েদার সুন্দর না??
চারু ঃ নিশ্চুপ।
আহানঃ কি হলো৷। কথা বলছিস না?
চারু ঃ নিশ্চুপ।
আহানঃ ওও.বুঝেছি।কাল তোর আইস্ক্রিম নিয়েছিলাম তাই এতো রাগ?? পিছনে সিট এ দেখ আইস্ক্রিম এর একটা বক্স আছে।কথাটি আহানের বলতে দেরি হলেও চারুর বক্সটা নিতে দেরি হলো না।
আহানের কথা শুনে তাড়াতাড়ি করে পিছন থেকে আইস্ক্রিম এর বক্স নিয়ে আইস্ক্রিম খেতে শুরু করলো
বাচ্চা দের মতো করে।
আর আহান গাড়ি চালার ফাকে ফাকে চারুকে আড় চোখে দেখে যাচ্ছিলো।
পৌছাতে পৌছাতে ওদের সন্ধা হয়ে যায়।বাসায় সামনে এসে আহান কলিং বেল বাজালে আহানের ভাবি দিশা তাড়াতাড়ি করে এসে দরজা খুলে দেয়।
দিশা দরজা খুললে আহান আর চারু একসাথে বলে উঠে – আসসালামু আলাকুম ভাবি।
দিশাঃওয়ালাইকুম আসসালাম। আসো ভিতরে আসো তোমরা। চারু আর আহান ভিতরে ডুকলে-
দিশাঃ ওগো …… দেখে যাও কারা এসেছে!
আবিরঃ উফফ দিশা এইভাবে চিল্লিয়ে ডাকছো কেন আমাকে। কে এসেছে??(মোবাইল টিপতে টিপতে)
দিশাঃ হায়রে মোবাইল থেকে চোখটা সরিয়ে দেখ কে এসেছে।
আবির দিশা কথা শুনে সামনে তাকিয়ে আহান আর চারুকে দেখতে পেয়ে-
আবিরঃ ওরে ডাক্তার সাহেব দেখি সাথে আমাদের চারু সুন্দরী ও।
আবির ঃ কেমন আছিস আহান।?? আর তুমি কেমন আছো চারু??
চারু ঃ জ্বী ভাইয়া আলহামদুলিল্লাহ। আপনি
আবিরঃ আমি তো অলওয়েসট ফাস্ট ক্লাস থাকি(হেসে)।।।।
কি রে আহান ভাই এর সাথে রাগ করেছিস বুঝি??
কথা বলছিস না আমার সাথে???
আহানঃ তুমি চুপ থাকো। আমি আসলাম এক বারও আমাকে দেখতে আসলেনা বাসায়।
দিশা ঃ যাবে কিভাবে সারা দিন ফোন নিয়ে থাকে। মাঝে মাঝে তো মনে হয় আমি তার বউ না মোবাইলই তার বউ লাগে। আমার থেকে মোবাইল টাকেই বেশি সময় দেয়( কান্নার মুখ করে)
আবিরঃ ইয়েস নো ডাউট… আয় লাভ মাই মোবাইল।
দিশা ঃ কি আমার থেকে তুমি তোমার মোবাইলকে বেশি ভালোবাসো।তাহলে আমাকে বিয়ে করলে কেন?
ওই মোবাইলের সাথে বিয়ে করে নিতে।(রেগে)
আবির দিশার কথা শুনে হো হো করে হেসে উঠে যা দিশার রাগ আরও বাড়িয়ে দেয়।রেগে মেগে চলে যায় ও।
চারু ও দিশা পিছে পিছে ওর সাথে চলে যায়।
দিশা রেগে গিয়ে রুমে এসে বসলে-
চারু ঃ উফফ ভাবি এই ভাবে রেগে ও খান থেকে চলে আসলে কেন??
দিশাঃ দেখলে না তোমার ভাই এর কান্ড কারখানা।আমি রেগে আছি।আর উনি হেসেই যাচ্ছিলেন।
চারু ঃ ভাইয়ার কথা বাদ দাও।লেটস হেভ সাম ফান?
দিশাঃ মানে( অবাক হয়ে)
চারু ঃআরে ভুলে গেলে আন্টি বাসায় না থাকলে আমরা রুমে দরজা লাগিয়ে কি করতাম?
দিশাঃ লুঈি ডান্স ??( খুশি হয়ে)
চারু ঃ হুম।।
তুমি এক বছর ধরে বাসা থেকে চলে আসার পর আর
করা হয়নি। (মন খারাপ করে)
দিশাঃ চলো তাহলে। ( খুশি হয়ে)আজ করা যাক।
তারপর দিশা আর চারু আবিরের শার্ট আর লুঈি জামার উপর দিয়ে পরে চোখে কালো চশমা লাগিয়ে জোরে লুঙ্গী ডান্স গান ছেরে দুই জন এ ঘাটের
উপর উঠে উরাধুরা নাচতে শুরু করে। ভুলবশত তারা রুমের দরজা লাগাতে ভুলে যায়।
বাইরে বসে আবির আর আহান দুই ভাই মিলে গল্প করছিলো।
হঠাৎ ওদের কানে লুঙ্গী ডান্স এর সং ভেসে উঠে।
আবিরঃ কিরে তুই কি কোনো গান শুনতে পাচ্ছিস??
আহানঃ হুম।তোমার রুম থেকে আসছে মনে হচ্ছে।চলো তো দেখি গিয়ে।
আবিরঃ হুম চল।
আর ও দিকে দিশা আর চারু পাগলের মতো নেচেই যাচ্ছে।
হঠাৎ চারুর দরজার সামনে চোখ পরলে চারু জোরে চিৎকার দিয়ে উঠে।
দিশাঃ কি রে চারু এ-ই ভাবে চিৎকার দিলি কেন?
চারু ঃ ভাবি দরজার সামনে তাকাও
দিশা চারুর কথা শুনে দরজার সামনে তাকিয়ে আবির আর আ্হানকে দেখতে পেয়ে ওই ও জোরে চিৎকার দিয়ে উঠে।
আর আবির আর আহান ওদের এই অবস্থায় দেখে হেসেই যাচ্ছে।যেমন তেমন হাসি নয় মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো হাসি।
দিশাঃ এই আপনারা এই রুমে কি করছেন?(রেগে)
বেচারি চারু তো শরমে কিছু বলতেই পারচ্ছেনা।
মাথা নিচু করে দাড়িয়ে আছে।
আবিরঃ তোমাদের পাগলা ডান্স আই মিন লুঙ্গি ডান্স দেখতে আসছি( হেসে)
আহান তো কিছু না বলে চারুকেই দেখেই যাচ্ছে
আহানঃ ওরে আমার সপ্নের পরীটা এতো সুন্দর নাচতে পারে লুঙ্গি পরে জানতাম না তো।আনমনে।
দিশাঃ মোটেও ফাজলামি করবেন না।বের হন রুম থেকে( চিল্লান দিয়ে)।
আবির আর আহান দিশার চিল্লানি খেয়ে তাড়াতাড়ি বের হয়ে যায় রুম থেকে।
দিশা আর চারু তাড়াতাড়ি করে জামা চেঞ্জ করে নেয়।
কিছুক্ষ পর..
দিশা আর চারু আবির আহানের সামনে আসলে-
আবিরঃ তাড়াতাড়ি রান্না করে খেতে দাও আমাদের বড্ড খিদে পেয়েছে।।
রান্না করার এনার্জি আছে তো??যে ডান্স দিয়েছো বাবা।
আহানঃ হ্যা ভাইয়া ঠিক বলেছো।( হেসে হেসে)
আহানের হাসি দেখে চারুর মেজাজ গরম হয়ে যায়।
চারু ঃ হ্যা ভাবি আজ তোমার রান্না করতে হবেনা।আমিই আজ এই দুই ভাই এর জন্য স্পেশাল কিছু রান্না করবো।
আহানঃ সত্যি??? কি রান্না করবে???
চারু ঃ এই তো। তেলাপোকার ফ্রাই; টিকটিকর ভুনা;
মশার চপ ; মাছির বিরিয়ানি( হেসে)
আহান খাবারের আইটেমগুলোর নাম শুনে দৌড়ে ওয়াসরুমে………….

চলবে…….

(

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here