ছায়া হয়ে থাকবো পাশে part-6

0
1171

ছায়া হয়ে থাকবো পাশে
part ঃ 6
writer ঃ humayra khan.

আহানঃ সত্যি?? কি রান্না করবে শুনি(উওেজিত হয়ে)
চারুঃ এই তো। তেলাপোকা ফ্রাই ;টিকটিকির ভুনা;মশার চপ; মাছির বিরিয়ানি( হেসে)
আহান চারুর মুখে খাবারে আইটেম গুলার নাম শুনে দৌড়ে ওয়াসরুমে গিয়ে বমি করতে থাকে।
আহানের এই ভাবে যাওয়া দেখে চারু দিশা আর আবির তিন জন মিলে জোরে জোরে হাসতে থাকে।
কিছুক্ষ পর আহান ওয়াসরুম থেকে বের হয়ে আসলে আহানকে দেখে তিনজন হাসতে থাকে।
আহান বেশ লজ্জা পায় তাদের হাসি দেখে।
চারু রান্না করে আহান আর আবিরকে খেতে ডাকলে আহান চিল্লিয়ে বলে উঠে –
না না আমি খাবো না।আমার খিদে নেই।
দিশাঃ আরে ভাইয়া চারু তেলাপোকা ফ্রাই মাছির বিরিয়ানি….. এই সব কোনো কিছু রান্না করেনি। ও তো জাস্ট মজা করছিল ( হেসে)
আবিরঃ উফফ আহান ঢং করিস না তো।চল খেতে চল।খিদের জ্বালায় আমার পেটের চুহা গুলা ডিসকো ডান্স দিচ্ছে।
আহান তার ভাই এর কথা শুনে আর কিছু বলেনা।
পরে সবাই মিলে ডিনার করে নেয়।
ডিনার শেষ করার পর……
দিশা চল সবাই মিলে ছাদে গিয়ে কোনো গেমস খেলি।
আহানঃ গুড আইডিয়া ভাবি।
তারপর সবাই মিলে ছাদে গিয়ে ফ্লোরে একটা মাদুর বিছিয়ে বসে পরে।
দিশাঃ কি খেলবো??
আবিরঃ গানের কলি??
দিশাঃ না। ইন্টারেস্টিং কিছু।
আহানঃ ট্রুথ এন্ড ডেয়ার গেমস টা খেলি।অনেক মজা হবে।
দিশা ঃইয়েস এইটা খেলা যায়।
তারপর মাঝখানে একটা বোতল রেখে বোতল টা ঘুরালে ফাস্ট এ দিশা সাইড এ এসে থেমে যায়।
আহানঃ ভাবি truth নাকি dare?
দিশাঃ dare.
আহানঃ আচ্ছা তুমি আমাদের সামনে একটা ডান্স করে দেখাও
আহানের কথা শুনে দিশা রাগি দৃশটিতে ওর দিক এ তাকিয়ে থাকে।
আহানঃ আরে ভাবি রাগ করছো কেন??আমি তো লুঙ্গি ডান্স গানে নাচতে বলছিনা।আমি এখনকার ফেমাস গানে নাচতে বলছি।আই মিন বড় লোকের বেটি গানে।
দিশাঃ ওও। ওই টা তো আমার ফেভারিট গান
আহানঃ দাড়াও আমি গানটা প্লে করছি।
আহান গানটা প্লে করলে দিশা নাচতে শুরু করে।
সেই গানের তালে তালে। দিশার নাচ শেষ সবাই জোরে জোরে তালি দিতে থাকে।দিশা নাচ শেষ করে
বোতল ঘুরালে এই বার আহানে সামনে এসে বোতল টা থেমে যায়।
আবিরঃ তো আহান বল Truth নাকি dare??
আহানঃ dare….(ভাব নিয়ে)
আবিরঃ ওকে তাহলে একটা গান গেয়ে শুনা।
আহানঃ না না। অন্য কিছু বলো।গান গাইতে পারবনা
দিশাঃ উফ ভাইয়া।গাও তো। আমরা জানি তুমি অনেক সুন্দর গান পারো।
দিশার কথা শুনে আহান বাধ্য হয়ে গান গাওয়া শুরু করলো………
dil ka dariya beh gaya…
…….isq ibadat ban hi gaya…
……..kudko muje tu sop de…..
……..meri zarorat tu ban gaya….
……..bat e dil ki nazro ne ki….
…….sach keh ra ha teri kasam..
……teri bin Ab na lange ik bi dam…
…tuje kitna chahne lage hum…….
পুরোটো গান গাওয়ার সময় চোখ বন্ধ করে আহান চারুর কথাই ভেবে যাচ্ছিলো। সবাই তালি দিলে আহানের
ধ্যান ভাঙে আর ও কল্পনার জগৎ থেকে বের হয়ে আসে।
দিশা বোতল ঘুরালে এই বার বোতলটা চারুর সামনে এসে থেমে যায়।
দিশাঃ তো বলো চারু। truth নাকি dare??
চারু ঃ truth..
দিশাঃ আচ্ছা বলো ডু উ লাভ সামওয়ান??
আহানঃ আল্লাহ উত্তর যদি না হয়। চোখ বন্ধ করে।আনমনে….
চারুঃ না।
আহান চারুর উত্তর শুনে চোখ খুলে
আহানঃ থেনক গড।
দিশাঃ আচ্ছা তুমি যাকে ভালোবাসবে ওই মানুষ টার মধ্যে কোন বৈশিষ্ট্য থাকতে হবে।?
চারু ঃ ভালো চরিএ ;অনেস্ট ; ভালো মনের মানুষ
আহান চারুর কথা শুনে বেশ খুশি হয়ে যায়।
আহানঃ এই গুলা কোয়ালিটি তো আমার মাঝে আছে।খুশি হয়ে।( আনমনে)
দিশাঃ আর কিছুনা??
চারু ঃ হুম শ্যামলা হতে হবে।আমার শ্যামলা ছেলে অনেক বেশি ভালো লাগে।
চারুর বলা শেষ কথাটা শুনে আহানের মন কাচের মতো ভেঙে যায়।
আহানঃ আমি তো শ্যামলা না।এর মানে চারু আমাকে কখনো ভালোবাসবে না??আনমনে
বোতল আবার ঘুরানো হলে আবির এর সামনে আসলে-
চারু ঃ ভাইয়া বলেন truth নাকি dare??
আবিরঃ truth।আমি সত্য বলতে ভয় পাইনা( ভাব নিয়ে)
চারুঃ তাই নাকি ভাইয়া?? আচ্ছা বলুন ভাবির আগে কারও প্রেমে পরেছিলেন আপনি?
আবির ঃ হ্যা। মেয়েটা যে কি সুন্দর ছিলো না।তুমাকে বলে বোঝাতে পারবোনা। চোখ বন্ধ করলে ওই মেয়েটার ফেস ভেসে উঠে।
দিশাঃ তাই নাকি?( রাগি কন্ঠে)
আবির ঃ খাইসেরে. আমি তো ভুলেই গেসি দিশা আছে এই খানে।
আসলে বেবি আমি তো জাস্ট ফান করছিলাম। তুমিই আমার প্রথম তুমিই আমার শেষ ভালোবাসা।
দিশা ঃ এই ছিলো তোর মনে।বিয়ের আগে কি বলেছিলি আমিই তোর প্রথম ভালোবাসা আর এখন বউ এর সামনে বসে বলছিস চোখ বন্ধ করলে অন্য মেয়েকে দেখতে পাস( রেগে)।
কথাটি বলে দিশা রেগে মেগে সেই খান থেকে চলে যায়।
আবির ঃ আল্লাহ কি যে হবে আমার।আল্লাহ রক্ষা কইরো আমাকে।কথাটি বলে আবির ও চলে যায় ছাদ থেকে।
আবির আর দিশা এমন কিউট ঝগড়া দেখে চারুর বেশ হাসি পায়।
কিন্তু আহান চারুর শ্যামলা ছেলে পছন্দ কথাটা শুনার পর থেকে সে কখন থেকে দেবদাশ এর মতো বসে ছিলো। আবির আর দিশা মধ্যে এতো কিছু হয়ে গেলো সেই দিক এ আহানের খেয়ালই নেই।
সে যেনো অন্য কোনো জগৎে আছে।
চারুঃ আজ ভাবি ভাইয়ার বারোটা বাজিয়ে ছারবে। (হেসে)
চারু খেয়াল করলো আহান ওর কথা না শুনে অন্য ধ্যানে আছে।
চারু ঃ এই যে মিস্টার! (জোরে).।
আহান চারুর ডাক শুনে চমকে উঠে।
আহানঃ হ্যা হ্যা বলো।
চারু ঃ আপনি কোন দুনিয়ায় আছেন শুনি??
কখন থেকে ডেকেই যাচ্ছি।আর আপনার কোনো রিসপনস ই নেই।
আহানঃ না।আমি তো এই দুনিয়ায় ছিলাম।(জোরপূর্বক হাসি দিয়ে)
আচ্ছা বাদ দাও এই সব কথা চলো নিচে চলো অনেক রাত হয়ে গেছে।।।
চারু ঃ হুম চলেন।
তারপর দুই জন মিলে নিচে চলে যায়

রাতে বেচারার আহানের ঘুম হারাম হয়ে গিয়েছে চারুর কথা শুনে আর ওর ভাই তো নাক ডেকে ঘুমাচ্ছে।
আহানঃ উফফ কি যে করি। এতো দিন শুনেছিলাম মেয়ে মানুষ রা ফর্সা ছেলে পছন্দ করে। আজ জানলাম মেয়েরা ফর্সা নয় শ্যামলা ছেলে পছন্দ করে।
উফফ আল্লাহ তুমি কেন আমাকে এতো ফর্সা বানাতে গেলে( উপরে তাকিয়ে)।একটু তো শ্যামলা বানাতে পারতেন আমাক( অসহায় মুখ করে)
আহানঃ যেই ভাবেই হোক আমাকে ফর্সা থেকে শ্যামলা হতেই হবে।বাট কিভাবে হবো?? ফর্সা হওয়ার তো অনেক টেকনিক জানি কিন্তু শ্যামলা হওয়ার টেকনিক তো আমার জানা নেই।।কারো থেকে জিজ্ঞেস করলে কেমন হবে? উফ বাট কাকে আস্ক করব আবির ভাইয়া তো নাক টেনে টেনে ঘুমাচ্ছে।
আইডিয়া!!!
আমি সোহেলকে ফোন দেই ওই নিশ্চয়ই কোনো আইডিয়া দিতে পারবে আমায়।
কথাটি বলে তাড়াতাড়ি করে ফোন দিয়ে বসলো আহান।।
ফোন রিসিভ হলে…..
আহানঃ হ্যালো সোহেল।
সোহেলঃহ্যা বল দোস্ত(কান্নার কন্ঠে)
আহানঃ কি রে এই ভাবে কান্না করে কথা বলছিস কেন?
সোহেল ঃ দোসত মেহেজাবিন এর বিয়ে হয়ে যাচ্ছে…….

চলবে……….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here