বেলির_কথা (১৬)

#বেলির_কথা (১৬)

.
মিতুর হঠাৎ করেই অসুস্থ লাগছে তেমন কিছু খেতে ভাল লাগছেনা।শাহেদ বেলি খুবই চিন্তিত হয়ে পড়ে।শাহেদের মায়ের কথা মনে পড়ে।মা ও এমন খেতে পারতো না।না সে চিন্তায় চিন্তায় শেষ।শাহেদ মিতুর মা কে কল করে এ বিষয় জানায়।অথচ তিনি একটু চিন্তিত হলেন না উলটা শাহেদকে বললেন,মিতুকে যেন সাবধানে রাখেন।আর পারলে যেন ডাক্তার দেখাতে নিয়ে যায়।

শাহেদ মিতুকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে যায়।সেখানে এমন সংবাদ শাহেদ শুনবে কল্পণা করেনি।
তাদের সংসার পরিপূর্ণ হতে আসছে।

শাহেদ এত খুশি যে পথে পথে মিতুর সাথে বকবক করছে।
‘আমাকে আল্লাহ আরেকটা মা এনে দিলেই আমি খুশি।’

মিতু চুপ করে থাকে।শাহেদ নিজেই সব বলে,
‘আম্মা চলে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছি।তুমি কিন্তু সাবধানে থাকবা।আমার মায়ের যেন কোনো কষ্ট না হয়।ঠিক আছে?’

মিতু হেসে বলে,
‘আপনি অনেক খুশি হয়েছেন তাইনা?’
‘প্রত্যেক বাবা এমন খবর শুনে খুশি না হয়ে পারে?তবে আমি মা আসলেই বেশি বেশি খুশি হবো।’

মিতু বুঝতে পারছে শাহেদের আম্মার কথা মনে পড়ছে।শাহেদ বলে,
‘বেলি তো কিছুদিন পর চলে যাবে।আমি তোমার জন্য কাজের মহিলা রাখবো।তোমাকে ভারী কাজ করতেই দিবো না।’
‘আচ্ছা আচ্ছা হয়েছে।’

মিতু হাসে।শাহেদকে আজ অন্যেরকম লাগছে।মুহুর্তেই মানুষটা পালটে গেলো।এ মানুষটা এত রাগি কেউ দেখলে বলবেই না।
.
.

আজ বেলির বিয়ে।লাল শাড়ি পড়ে মাথায় বেলিফুলের তাজ,হাতে গলায় বেলিফুলের মালা দিয়ে বউ সেজে বসে আছে।এসব কিছু হাসনাতের পছন্দের কেনা।অদ্ভুত হলেও সত্যি! বেলিকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে।সুন্দর দেখার চোখ থাকলে কালোতে ও সৌন্দর্য্য দেখা যায়,সে হিসেবে আজ বেলিকে সবার থেকেই সুন্দর লাগতেছে।

বেলি যাদের এতদিন টিউশনি করেছে তাদের সবার মন খারাপ।বেলি চলে যাবে তাদের এখন এত স্নেহ দিয়ে কে পড়াবে।বেলির স্টুডেন্ট সবাই বেলিকে দেখতে এসেছে।মিতু সবাইকে মিষ্টি খেতে দেয়।

বেলি সীমা রিয়া প্রিয়াকে ও ইনভাইট করে।তবে রিয়া আর সীমা আসলেও প্রিয়া আসতে পারেনি।

সীমা আর রিয়া দূর থেকে হাসনাতকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে।বেলির হাসবেন্ড এত সুন্দর হবে কখনো ই কল্পণা করেনি তারা।কিন্তু ভাগ্যে থাকলে কেউ তার ভাগ নিতে পারেনা এমন।

সীমা বেলিকে এসে বলে,
‘ভাইয়া তো অনেক সুন্দর।কেমনে কি হলো?’
বেলি হেসে বলে,
‘সব আল্লাহ ঠিক করেছেন।’

রিয়া আর সীমাকে বেলি সব কথা শেয়ার করে।মিতু এসে তাড়া দিয়ে বলে,
‘শুধু গল্প করলে চলবে কিছু খেতে হবেনা?’

রিয়া আর সীমা ভাত খেতে চলে যায়।মিতু এক প্লেট ভাত বেলির জন্য নিয়ে আসে।
‘নে কবে আবার আসবি।আজ আমি খাইয়ে দিই?’
‘ভাবি?’

মিতু বেলির দিকে তাকায় না।তার কেমন যেন কান্না পাচ্ছে।
‘বল?’
‘আমার দিকে তাকাও?’

মিতু বেলির দিকে তাকায়।চোখ ছলছল করে উঠে।বেলি বলে,
‘আমার তোমাকে খুব মনে পড়বে।মায়ের পর তুমি একজন যে আমাকে এত আগলে রেখেছো।আজ থেকে তোমার থেকে ও দূরে যাবো গা।নিজের খেয়াল রেখো ভাবি।আমার আম্মা আসতে চলেছে তার খেয়াল রেখো।’

‘তুই ও তোর ভাইয়ের মতো আম্মা আম্মা করছিস?যদি আব্বা হয়?’

বেলি হেসে বলে,
‘আব্বা হলেও খুশি আমি।তবে তুমি সাবধানে থাকবা।’
‘আচ্ছা থাকবো।নতুন ঘরে যাচ্ছিস সব মানিয়ে চলিস?’
‘আচ্ছা।’

হাবিবা হুড়মোড় করে ডুকে,
‘এইতো আমার ভাবি।মাশা আল্লাহ অনেক সুন্দর লাগতেছে তোমাকে।’

মিতু বলে,
‘ভাত খেয়েছো?’
‘হ্যা ভাবি।ভাইয়ের বিয়ে বলে কথা একদম কবজি ডুবিয়ে খেয়েছি।’

মিতু হেসে উঠে।
‘আমার বোনটাকে তোমাদের দিয়ে দিচ্ছি কিন্তু, ভাল রেখো হ্যা?’
‘শুধু তোমার বোন নাকি?সে আমার ভাবি নয়, আমার বোন ও।’

.
বেলিকে বিদায় দিয়ে শাহেদ চোখের জল মুছে নেয়।মিতুকে বলে,
‘ঘরটা কেমন খালি ই হয়ে গেলো।কত বকেছি মেরেছি।কিন্তু আজ অনেক কষ্ট লাগছে ওর জন্য।’

শাহেদ মিতুকে জড়িয়ে ধরে।
.
বেলি গাড়িতে কেঁদে ই চলেছে তো কেঁদে ই চলেছে।হাসনাতরা দুইটা এনেছে গাড়ি।একটাতে শুধু বেলি হাসনাত।আরেকটা তে হাবিবা তার শশুড় শাশুড়ি হাসবেন্ড আর বাকিরা।

হাসনাত কিছুক্ষণ চুপ করে ছিল কিন্তু বেলির কান্না থামার নাম ই নিচ্ছে না।হাসনাত বলে,
‘আমি কি তোমাকে জেলখানায় নিয়ে যাচ্ছি,যে বাঘে খাবে বলে ভয় পাচ্ছো?’

হাসনাতের এমন অদ্ভুত কথায় বেলি বিরক্ত।হাসনাত আবারো ছোট করে বলে,
‘আমাকে কি ভয় লাগছে?আমি তো আর বাঘ না।’

কথায় কথায় খালি বাঘ আর তেলাপোকার কথা বলে।তবুও বেলি দূর্বলতা দেখাবেনা।সে এসব ভয় পায়না।

হাসনাত আবারো বলে তোমার মাথায় কতবড় তেলাপোকা একটা।বেলি কান্না থামিয়ে চিল্লিয়ে উঠে,
‘কই?প্লিজ ফেলে দিন?প্লিজ?’
‘না আগে কান্না থামাও।তারপর।’

বেলি চুপচাপ বসে।হাসনাত হেসে ফেলে,
‘এত বোকা হয়ে কি জীবন চলে?স্ট্রং হতে হবে তোমার মাথায় কোনো তেলাপোকা ছিল না।দেখছিলাম তুমি জড়িয়ে টড়িয়ে ধরো কিনা?’

বেলি হঠাৎ একটা কান্ড করে বসে।কান্না করতে করতে নাকের সব আবর্জনা আসছিল।সেসবটুকু হাসনাতের পাঞ্জাবি তে মুছে দেয়।আর বলে,
‘আমাকে মিথ্যা বলার শাস্তি।আর হ্যা আমাকে এত আহামরি বোকা ভাবার ও প্রয়োজন নেই।’

হাসনাত বলে,
‘কি করলে এটা? অহ নো।’

ড্রাইভার আংকেল এদের কান্ড দেখে মুচকি হাসে।
.
হাবিবারা আগে গিয়েই সব রেডি করে রাখে।বেলি যেমন মিতুকে ঘরে এনেছিল হাবিবা ও বেলিকে ধরে ঘরে আনে।

বেলি এই প্রথম দেখে এত বড় প্রাসাদের মতো ঘর।সামনে মাঠের মতো সবুজ ঘাস তার আশেপাশে ফুলের গাছ।হাবিবা বেলিকে সব রুম এক এক করে দেখায়।

তারপর হাসনাতের রুমে নিয়ে আসে।
‘এটাই তোমার রুম।’

বেলি আশেপাশে থাকায়।গুছানো রুম।হাবিবা বলে,
‘ভাইয়া অনেক গোছালো মানুষ।অগোছালো সে একদম ই পছন্দ করেনা।’

বেলি মন খারাপ করে রইলো।আর বলে,
‘এটাও বিপরীত।আমি তো অগোছালো।’
‘ভালো ই ত হলো তুমি অগোছালো করবে ভাইয়া গুছাবে।ব্যপারটা বেশ সুন্দর হবে।আচ্ছা এখানে একটা ত্রিপিস রেখেছি চেঞ্জ করে আসো আমি খাবার সাজাতে যাই।’
.
হাসনাত গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে থাকে। ড্রাইভার আংকেলের সাথে জরুরি কথা বলাতে বাড়িতে ডুকেনি।হাসনাত বলে,
‘আংকেল তোমার যত টাকা লাগে নিয়ো।তোমার ছেলের জীবন অনেক গুরুত্বপূর্ণ।’
‘তুই তোর বাবার মতো ই হয়েছিস।’
‘হ্যা আমি চাই বাবার আদর্শ ধরে রাখতে।’
.
হাসনাতদের পারিবারিক ড্রাইভার তিনি।একসময় হাসনাতের বাবাকে কাজে অনেক সাহায্য করতো আর বিশ্বস্ত মানুষ ছিলেন,আছে।কিছুদিন আগে আংকেলের ছেলের হার্টের সমস্যা দেখা দেয়।তাই চিকিৎসার যাবতীয় খরচ হাসনাত ই দিচ্ছে।

.
বেলি ত্রিপিস পড়েই রুম থেকে বের হয়।হাবিবা বলে,
‘বসো টেবিলে।নাও তোমার যা খেতে মন চায় খাও?’

খাবার টেবিলে ভাত,রোস্ট,ডিম,সবজি,মিষ্টি,সন্দেশ সব রাখা আছে।বেলির প্রিয় সব খাবার।বেলি বলে,
‘আপু তুমি ও বসো?’
‘হ্যা বসবো।’

খাবার টেবিলে হাবিবার বর ও এসে বেলির সাথে পরিচিত হয়।এতদিন বেলির কথা শুনলে ও তাদের দেখা হয়নি সামনাসামনি ।হাবিবার মতো ই তার বর। মিশুক প্রকৃতির মানুষ।

হাসনাত বাড়ি ডুকে সোজা রুমে যায়।তারপর ফ্রেশ হয়ে নিচে আসে।এসেই হাবিবার দিকে তাকিয়ে বলে,
‘আমাকে না ডেকেই খাওয়া হচ্ছে তোদের?’

হাবিবা বলে,
‘তুমি কি মেহমান? এত দরদ দিয়ে ডাকবো?’
‘ভাবি পেয়ে বদলে গেলি?’

বেলি চুপ করে আছে।হাবিবা বলে,
‘খাও তো ভাবি?’

বেলি অল্প কিছু খেয়ে উঠে পড়ে।বাকি সবাই খেয়ে যে যার রুমে চলে যায়।

বেলি হাবিবাকে কাজে সাহায্য করে।তারপর তারা ও যে যার রুমে চলে যায়।

হাসনাত আগেই বেলির অপেক্ষাতে ছিল।বিছানায় চুপচাপ বসে রয়েছে।বেলিকে আসতে দেখে হাসনাত বলে,
‘আসছে এতক্ষণ এ।’
‘আপুকে একটু সাহায্য করছিলাম।’
‘বসো এখানে।’

বেলি হাসনাতের পাশে গিয়ে বসে।হাসনাত বলে,
‘আজকের রাত টা অনেক সুন্দর তাইনা?’
‘হ্যা মনে হয়।’
‘সত্যিই সুন্দর।আকাশে যেমন চাঁদ আছে,আজ আমার আকাশে ও চাঁদ উঠেছে।’

বেলি বলে,
‘আপনি যেমন সুন্দর আপনার কথাগুলো ও খুব সুন্দর।’
‘আচ্ছা তাই?চলো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়ি।পড়বে?’

বেলি আগাগোড়া মাথা নাড়ায়।তারপর দুজনে ওযু করে দুজনে নামাজ আদায় করে।
মোনাজাত করে দুজনে জায়নামাজে বসে।

হাসনাত বলে,
‘তোমার কি বলার আছে বলে ফেলো?’

বেলি কিছুক্ষণ চুপ থাকে।হাসনাত বলে,
‘সব কথা কি আমি ই জমিয়ে রেখেছি?তুমি রাখো নি?’

বেলি হেসে বলে,
‘আপনি আমায় শুধুই ভালবাসবেন,আমি আপনার নির্দিষ্ট মানুষটি হয়ে আজিবন থেকে যাবো।ইন শা আল্লাহ..

চলবে……

(ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখা উচিৎ)

#তাহরীমা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here