ভালোবাসার চেয়েও বেশি💞পর্ব-১৬

0
6675

#ভালোবাসার_চেয়েও_বেশি 💞💞
#লেখিকা-Mehruma Nurr
#পর্ব-১৬

★আদিত্য মাত্রই অফিস শেষ করে এখন গাড়ি ড্রাইভ করছে। আজ একটু বাসায় যাবে ও।আজ হঠাৎ করে ওর বাবার কথা খুব মনে পরছে।আদিত্য ভাবছে, ওর মাওতো সেই ছোটবেলায় ওদের রেখে চলে গেছে। কই ওর বাবাতো নূরের বাবার মতো কোনো নতুন মা নিয়ে আসেনি।তারবদলে সে নিজে একাই আমাদের মা বাবা দুজনের দায়িত্ব আর ভালোবাসা দিয়ে মানুষ করেছেন।কখনো কোনো অভিযোগ করেননি। কখনো নিজের সুবিধার কথা চিন্তা করেননি।

এসব কথা ভেবে আদিত্যের মনে মনে প্রচুর গিল্টি ফিল হয়।নিজেকে অনেক স্বার্থপর মনে হচ্ছে।আগে কখনো এভাবে ভাবাই হয়নি। মা মারা যাওয়ার পর থেকে শুধু নিজের কষ্ট আর নিজের দুঃখ নিয়েই থেকেছি। বাবাওতো এতো বছর মাকে ছাড়া একাই কাটিয়েছেন। তারও নিশ্চয় কতো কষ্ট হয়েছে মাকে ছাড়া থাকতে। তবুও কখনো আমাদের সেটা বুঝতে দেননি। সবসময় আমদের সামনে স্ট্রং থেকেছেন। সেতো ইচ্ছে করলেই পারতো, আরেকটা বিয়ে করে সুখী হতে। কিন্তু তা করেননি। বরং সবসময় আমাদের সুখের কথা চিন্তা করেছেন।
এসব ভেবেই আদিত্য একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নূরের ডাইরিটা না পড়লে হয়তো কখনো এটা মাথায় আসতো না। সত্যিই আমি অনেক লাকি যে উনি আমার বাবা।

আদিত্য বাসার দরজায় এসে কলিং বেল বাজালো।একটু পরেই আদিত্যের চাঁচি এসে দরজা খুলে দিল। আদিত্যকে দেখে ওর চাঁচি একগাল হেসে বললো।
…আরে আদিত্য ইউ? হাউ আছো তুমি?

আদিত্য মুচকি হেসে বললো।
…আমি ভালো আছি। তোমরা কেমন আছো সবাই?

…উই গুড আছি। ইউ কাম ভেতরে।

আদিত্য মাথা ঝাকিয়ে ভেতরে ঢুকলো। সানা সোফায় বসে চিপস খাচ্ছিলো আর কার্টুন দেখছিলো।আদিত্যকে আসতে দেখে খুশী হয়ে দৌড়ে যেয়ে আদিত্যকে জড়িয়ে ধরে সানা।তারপর বলে।
….ওয়াও ভাইয়া তুমি এসেছো।আই মিস ইউ সো মাচ।কেমন আছো তুমি?

আদিত্যও সানাকে জড়িয়ে ধরে বললো।
…আমি ভালো আছি। আমার পিচ্চিটা কেমন আছে?

সানা হেসে দিয়ে বললো।
…ভালো ছিলাম। তোমাকে দেখে সুপার ভালো হয়ে গেছি।
তারপর ওরা দুজন সোফায় যেয়ে বসলো। আদিত্য সানাকে জিজ্ঞেস করলো।
…তোর কলেজ কেমন চলছে? পড়াশোনা ঠিকমতো করছিস তো?

…হ্যা ভাইয়া সব ঠিক আছে।

পিছন থেকে আবির ফোড়ন কেটে বললো।
…ভালো না ছাই।সারাদিন শুধু আড্ডা মারা ছাড়া আর কিছু কাজ নেই মহারানীর।

সানা আবিরের দিকে রাগী চোখে তাকিয়ে কটমট করতে করতে বললো।
…আমার আর ভাইয়ার কথার মাঝে তোমাকে কে নাক গলাতে বলেছে হ্যাহ?তুমি নিজের চরকায় তেল দেও।

আবির সোফায় আরাম করে বসে বললো।
…তুই আমার ভোলাভালা ভাইটারে বোকা বানাবি তাতো আর আমি হতে দিতে পারিনা। আমারওতো একটা দায়িত্ব আছে তাই না?

সানা আবিরের সামনে আঙুল তুলে বললো।
…দেখো ভাইয়া ভালো হবে না কিন্তু বলে দিলাম।

আবির তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বললো।
…তোর দ্বারা ভালো কিছু আশাও করা যায় না।

দুজনের ঝগড়া দেখে আদিত্য বিরক্ত হয়ে বললো।
…এই থামবি তোরা?তোরা কি এখনো ছোট আছিস? বাচ্চাদের মতো ঝগড়া করছিস?

আদিত্যর ধমক শুনে দুজনেই চুপ হয়ে গেলো। দুজনেই ভেংচি কেটে আরেকদিকে মুখ করে বসে রইলো।
আদিত্য সানাকে জিজ্ঞেস করলো।
…বাবা কোথায়?

সানা বললো।
…বাবাতো নিজের রুমে।

…ঠিক আছে আমি বাবার সাথে দেখা করে আসছি। কথাটি বলে আদিত্য উঠে গেলো।

বাবার রুমের সামনে এসে দেখলো দরজা খোলায় আছে। আদিত্য দরজাটা একটু খুলে দেখলো ওর বাবা মায়ের ছবি হাতে নিয়ে বসে আছে। আদিত্যের মনের ভেতরও খারাপ লাগলো। আদিত্য আস্তে করে যেয়ে ওর বাবার পাশে বেডের ওপর বসলো।
আদিত্য বসতেই ওর বাবা আদিত্যের দিকে তাকালো।হঠাৎ আদিত্যকে দেখে ওর বাবা একটু চমকে গেল। আদিত্য সচরাচর ওর বাবার রুমে আসেনা।খুব দরকার ছাড়া। তাই আদিত্যের বাবা একটু অবাক হলো আদিত্যকে দেখে। তারপর মুচকি হেসে বললো।
…আরে তুমি কখন এলে? কেমন আছো?

আদিত্যও মুচকি হেসে বললো।
….ভালো আছি। এইমাত্রই এলাম।

…ওহ আচ্ছা। তা হঠাৎ আমার রুমে? কোনো দরকার ছিলো কি?

….কেন বাবা দরকার ছাড়া কি আসতে পারি না?

….না না তা কেন হবে। তোমরা যখন খুশী তখন আসতে পারো।এটাও তোমাদেরই রুম।

আদিত্য মুচকি হেসে ওর বাবার হাত থেকে ওর মায়ের ছবিটা হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে বললো।
…মাকে খুব মিস করো তাইনা বাবা?

আদিত্যের বাবা মুচকি হেসে বললো।
…মিস তো তাকে করা যায় যাকে কখনো ভোলা যায়। আমি তোমার মাকে একমুহূর্তের জন্যেও ভুলিনি।

আদিত্য অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে বললো।
….আচ্ছা বাবা তুমি মা চলে যাওয়ার পর আর কখনো বিয়ে করোনি কেন?তুমি চাইলেই বিয়ে করতে পারতে।তাহলে আর তোমাকে একা থাকতে হতো না।

আদিত্যর কথায় ওর বাবা অনেক অবাক হয়।আদিত্য আগে কখনো ওর বাবার সাথে এভাবে মন খুলে কথা বলেনি।মনে মনে অনেক ভালো লাগে আদিত্যের বাবার। তারপর মুচকি হেসে বলে।
…ওইযে বললাম না।আমি তোমার মাকে কখনো ভুলতেই পারিনি তাহলে অন্য কাওকে কিভাবে আমার জীবনে জায়গা দিব?আর আমি একা কোথায় তোরা আছিসনা আমার জীবনে? আর কি লাগে?
আদিত্যের বাবার কথা শুনে আদিত্যের মনটা ভোরে উঠে।আবেগে আপ্লূত হয়ে আদিত্য হঠাৎ ওর বাবাকে জড়িয়ে ধরে বলে।
…আই লাভ ইউ বাবা।ইউ আর দা বেস্ট ফাদার ইন দা ওয়ার্ল্ড। আদিত্যের বাবার মনটাও খুশিতে ভরে উঠলো। এই প্রথম আদিত্য তাকে এভাবে জড়িয়ে ধরেছে।খুশিতে আদিত্যের বাবার চোখে পানি চলে এলো। আদিত্যের আড়ালেই চোখের পানিটা মুছে নিল।তারপর মুচকি হেসে আদিত্যের পিঠে হাত বুলিয়ে বললো।
….আর তুমিও ওয়ার্ল্ডের বেস্ট ছেলে।

পিছন থেকে সানার কথা শুনে আদিত্য ওর বাবাকে ছেড়ে দিয়ে পেছনে তাকালো।সানা কোমরে হাত দিয়ে বললো।
….বারে,,আমি বুঝি পর হয়ে গেলাম?

আদিত্যর বাবা মুচকি হেসে হাত বাড়ালো সানার দিকে। সানাও হেসে দিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরলো। আদিত্যের বাবা এক হাতে সানাকে আরেক হাতে আদিত্যকে জড়িয়ে ধরলো।

একটু পরে সবাই একসাথে ডিনার করতে বসলো। আদিত্যের বাবা খেয়াল করছে। আদিত্য আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কেমন হাসি খুশী হতে শুরু করেছে। আদিত্যকে এভাবে দেখে মনে মনে অনেক খুশী হলো আদিত্যের বাবা। সে বুঝতে পেরেছে আদিত্যের জীবনে কেউতো এসেছে জার কারণে তার ছেলের ভেতর এতো পরিবর্তন এসেছে।

আদিত্যের চাঁচি এসে বললো।
….টুডে আই মেক নিউ এসিপি (রেসিপি)

সবাই বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলো। সানা মুচকি হেসে বললো।
….চাঁচি ওটা রেসিপি নট এসিপি।

এতক্ষণে সবাই বুঝতে পারলো। আবির হেসে দিয়ে বললো।
….মা তুমিও না একদম এপিক। মানে বসে বসে তুমি এসিপি বানিয়ে ফেললে।রিয়েলি ইউ আর গ্রেট।

এতক্ষণে আদিত্যের চাচা বললো।
… আর তোমাকে না কতদিন বলেছি।এসব নতুন নতুন এক্সপেরিমেন্ট করে আমাদের বারোটা বাজাবে না।সেদিন আমার অফিসের লোককে কি খাইয়েছিলে। বেচারা এখনো হসপিটালে ভর্তি আছে। তোমার এসব ফালতু খাবার খাইয়ে আমাদেরও কি হসপিটালে ভর্তি করতে চাও নাকি?

আদিত্যের চাচার কথা শুনে সবার মাথায় হাত। কারণ সবাই জানে এখন কি হতে চলেছে। আদিত্যের চাঁচি তেলেবেগুনে জ্বলে উঠে বললো।
….কিহহ? হুয়াট টেল তুমি? হুয়াট টেল?মাই রান্না ইজ খারাপ? ইওর সাহস হাউ হলো? মাই রান্নাকে ব্যাড বলার?

আদিত্যর চাচা তাচ্ছিল্যের সুরে বললেন।
….সত্যি কথা বললে সবারি গা পোড়ে।সবসময় যা পারোনা সেটাই করতে যাও কেন?
ব্যাচ্ দুজনের বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলো। সবাই একবার আদিত্যের চাঁচির দিকে তো একবার চাচার দিকে তাকাচ্ছে।
আদিত্যের বাবা ছোট ভাইকে একটা ধমক দিয়ে বললো।
…ব্যাচ্ কি শুরু করেছিস তোরা।বাচ্চাদের সামনে নিজেরাই ছোট বাচ্চাদের মতো ঝগড়া করছিস। লজ্জা করেনা?

আদিত্যের বাবার ধমকে দুজনেই চুপ হয়ে গেলো। মাঝখান থেকে আবির বলে উঠলো।
….হ্যা হ্যা বড়ো আব্বু ঠিকই বলেছে।লড়াই লড়াই মাফ করো, গরুর গবর সাফ করো।

আবিরের এমন উদ্ভট কথায় সবাই ভ্রু কুঁচকে তাকায় আবিরের দিকে। তারপর সবাই একসাথে হেসে ওঠে।

———————————–

রাত ১১ টা
আদিত্য মাত্রই রুমে এসে ফ্রেস হয়ে বিছানায় শুয়েছে। হঠাৎ ওর নূরের কথা খুব মনে পরছে।একটু কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা নূর কি ঘুমিয়ে পরেছে? একবার ফোন করে দেখবো? আদিত্য ফোনটা বের করে ভাবছে কল করবে কি করবেনা।নাহ এতো না ভেবে কলটা করেই দেখি।আদিত্য নূরের নাম্বারে কল দিল।এই প্রথম ও নূরকে কল করলো।ওর বুকের ভেতর কেমন ধুকধুক করছে।

নূর ঘুমে কাদা হয়ে আছে। সারাদিন এতো কাজ করে। এজন্য রাতে সোয়ার সাথে সাথে ক্লান্ত হয়ে ঘুমে তলিয়ে যায়। হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। কিন্তু ও ঘুমে থাকায় টের পাচ্ছে না। ফোনটা বাজতে বাজতে একায় বন্ধ হয়ে গেলো।

আদিত্য একটু হতাশ হলো। তাহলে কি নূর ঘুমিয়ে পরেছে? আদিত্য আবারও কল দিল।নূর ফোনের রিংটোন শুনতে পাচ্ছে ঠিকই কিন্তু ধরতে পারছে না। আবারও বাজতে বাজতে থেমে গেল। আদিত্য আবারও হতাশ হয়।মনে মনে ভাবে এইবারই শেষ। এবার না ধরলে আর দিবনা।শুধু শুধু ঘুমের ডিস্টার্ব করার দরকার নেই। এসব ভেবেই আদিত্য আরো একবার কল করে।
নূরের ফোন বাজতে শুরু করে। নূর শুনতে পাচ্ছে। চোখ না খুলে ঘুমের ঘোরেই হাত দিয়ে বিছানার উপর হাতাতে থাকে ফোনের উদ্দেশ্যে।একসময় ফোন হাতে পেয়ে যায়।

ফোন বাজতে বাজতে প্রায় শেষের দিকে। আদিত্য ভাবছে হয়তো এবারও ফোন ধরবে না নূর। হঠাৎ আদিত্যর মনে হয় ফোনটা রিসিভ হয়েছে। আদিত্য খুশি হয়ে ফোনটা সামনে এনে দেখে হ্যা সত্যি নূর ফোন রিসিভ করেছে। আদিত্য খুশি মনে ফোনটা আবার কানে নিয়ে বললো।
….হ্যালো নূর?

নূর এখনো চোখ খোলেনি। ঘুমের ঘোরেই ফোন রিসিভ করে কানে নিয়ে আছে।

আদিত্য আবারও বললো।
…হ্যালো নূর, আর ইউ দেয়ার?

নূর ঘুমের ঘোরেই বললো।
…হ্য,,,লো কে বলছেন?

আদিত্য ঝট করে উঠে বসে বুকের বাম পাশে হাত রাখলো।নূরের এমন ঘুমো ঘুমো কন্ঠের কথা শুনে আদিত্যের হার্টবিটই বন্ধ হয়ে গিয়েছিল প্রায়।কারো ঘুম জড়ানো কন্ঠও যে এতো মারাত্মক হতে পারে তা জানা ছিল না আদিত্যের। বুকে হাত দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নেয় আদিত্য। তারপর আবার ফোনে বলে।
… হ্যালো নূর তুমি কি ঘুমিয়ে পরেছো?

নূর আবারও ঘুমের ঘোরেই বলে।
…হুউউম,,সেইইই কখোওওওন।

আদিত্যের এবার মনে হচ্ছে সত্যি সত্যিই ওর হার্টটা বন্ধ হয়ে যাবে। নূরের এমন ঘুম জড়ানো কন্ঠ অনেক আবেদনময়ী লাগছে আদিত্যের কাছে। একদম নেশা ধরিয়ে দিচ্ছে। আদিত্যের ভাবনার মাঝেই নূর আবারও বলে উঠলো।
….আপনি কে বলুনতো? এভাবে কারোর স্বপ্নের ভেতর কেউ ফোন দেয়?

নূরের কথা শুনে আদিত্য ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ও ভ্রু কুঁচকে বললো।
…মানে? তুমি কি স্বপ্ন দেখছিলে?

….দেখছিলে মানে? আমিতো এখনো স্বপ্নই দেখছি। আর আপনি আমার স্বপ্নের ভেতর ফোন দিয়ে ডিস্টার্ব করছেন।

আদিত্যের এবার প্রচুর হাসি পাচ্ছে। তারমানে নূর ভাবছে ও স্বপ্নের ভেতর কথা বলছে। এটা ভেবেই আদিত্য নিচের ঠোঁট কামড়ে হাসলো।তারপর বললো।
…আচ্ছা তো কি স্বপ্ন দেখছিলে?

…আপনাকে কেন বলবো? আমি অপরিচিত কাউকে কিছু বলিনা।

আদিত্য ভাবলো একটু মজা নেওয়া যাক। আদিত্য একটু গম্ভীর কণ্ঠে বললো।
….তুমি জানো আমি কে?

…নাতো, আপনিতো বলেননি আপনি কে?

আদিত্য একটু গলা খাঁকারি দিয়ে কন্ঠ ভারী করে বললো।
…আমি হলাম অচিন রাজ্যের রাজকুমার। তোমাকে নিতে এসেছি।

নূর ঘুমের ভেতরেই ঠোঁট দুটো প্রসারিত করে অত্যন্ত উৎসাহ নিয়ে বললো।
…সত্যিই? আপনি আমার রাজকুমার? আমার সেই স্বপ্নের রাজকুমার?

আদিত্য ফোনটা একটু কান থেকে সরিয়ে হেসে নিল।তারপর আবার গম্ভীর ভাব ধরে বললো।
….হুম। আমিই তোমার সেই রাজকুমার। তোমাকে নিয়ে যেতে এসেছি আমার রাজ্যে।যাবে আমার সাথে।

….কিন্তু আপনিতো আমাকে দেখননি। আর আমিও আপনাকে দেখিনি। নাদেখে কিভাবে বলি?

….তুমি না দেখলেও আমি তোমাকে দেখেছি। তাই আমার কোনো সমস্যা নেই।

….কিন্তু আমিতো আপনাকে দেখিনি। আচ্ছা আপনি দেখতে কেমন?

…নিজের কথা আর কি বলবো? সবাইতো হ্যান্ডসামই বলে। বাকিটা তুমি দেখলে বুঝবে।

…..তাই? আচ্ছা আপনি কি উনার মতো সুন্দর?

আদিত্য ভ্রু কুঁচকে বললো।
…এই উনিটা আবার কে?

….আরে উনি।উনাকে চেনেন না?উনি দেখতে খুব সুন্দর।

আদিত্যর হঠাৎ রাগ উঠতে শুরু করলো। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বললো।
…কে উনি?নাম বলো ড্যাম ইট।

…উনার নাম সাদমান শাহরিয়ার আদিত্য।

আদিত্যর রাগ এক ঝটকায় গায়েব হয়ে গেলো। সেখানে এসে হাজির হলো রাজ্যের ভালোলাগা।আদিত্য ঠোঁট কামড়ে হেসে দিয়ে বললো।
…তাই? উনি কি সত্যিই সুন্দর?

…হুম, উনি অনেক সুন্দর।তানির জেইন এর চেয়েও বেশি সুন্দর। একদম হলিউডের হিরোদের মতো।

আদিত্য বালিশে শুয়ে চুলের ভেতর হাত দিয়ে টেনে ধরে নিঃশব্দে হাসলো।তারপর বললো।
….আমার সামনে তোমার ওই আদিত্য ফাদিত্যর কোনো বেল নাই। আমি ওর থেকেও অনেক বেশি সুন্দর। আমাকে দেখলে তুমি ওই আদিত্য ফাদিত্যকে ভুলে যাবে। শুধু আমাকেই দেখবে আর চুমু খেতে চাইবে।

নূরের প্রচন্ড রাগ হতে শুরু করলো। ঘুমের মাঝেই ওর ভ্রু কুঁচকে আসলো।ক্ষিপ্ত স্বরে বললো।
…মোটেই না।উনার চেয়ে বেশি কেও সুন্দর হতেই পারে না। আর আপনি উনাকে নিয়ে এভাবে কথা বলছেন কেন? একদম এভাবে কথা বলবেন না উনাকে নিয়ে। উনি খুব ভালো মানুষ। আর আমি আপনাকে কেন চুমু খেতে যাব।আমিতো শুধু উনাকে চুমু দেই আর কাওকে না।বুঝতে পেরেছেন?

নূরের মুখে নিজের প্রসংশা শুনে আদিত্যের সারা মন জুড়ে ভালো লাগার ঢেউ খেলছে।এর আগেও কতো মেয়ে আদিত্যের প্রসংশা করেছে। কিন্তু আদিত্য কখনো সেগুলো পাত্তাই দেয় নি। অথচ আজ নূরের কথাগুলো শুধু শুনতেই ইচ্ছে করছে। আদিত্য আবারও বললো।
…তাই? উনি এতো ভালো মানুষ?

…হুম, উনি এত্তো এত্তো এত্তোগুলা ভালো মানুষ। আজ অবশ্য তিনটা এত্তো থেকে একটা এত্তো বাদ দিয়েছিলাম। কারণ উনি আমার ডাইরি ফেরত দেওয়ার জন্য শর্ত দিয়েছিলো।তাই তখন একটা এত্তো বাদ দিয়েছিলাম। কিন্তু পরে আবার যোগ করে দিছি।কারণ উনি যে শর্তগুলো দিয়েছে সেগুলো যে আমার ভালোর জন্য তা আমি বুঝতে পেরেছি। তাই উনি আবারও এত্তো এত্তো এত্তোগুলা ভালো। বুজেছেন?

আদিত্য হাত মুঠ করে কামড়ে ধরে হাসি আটকানোর চেষ্টা করছে। আর ভাবছে মেয়েটা সত্যিই ইনোসেন্ট। বাচ্চাদের মতো কথা বলে। আদিত্য আবার বলে উঠলো।
…যতো যাই বলোনা কেন?আমার কাছে মোটেও ভালো লাগে নি তোমার ওই আদিত্য ফাদিত্যকে। একদম ফালতু ছেলে।

নূর কপট রাগ দেখিয়ে বললো।
…এই এই আপনি আবার উনাকে নিয়ে পচা কথা বলছেন? আসলে ফালতু উনি না, ফালতু আপনি। আপনি একটা পচা রাজকুমার। আপনার সাথে কোনো কথা নেই। আপনার মতো পচা রাজকুমারের সাথে আমি কোথাও যাবো না।
কথাগুলো বলেই নূর ফোনটা কানের কাছ থেকে সরিয়ে ফেললো। আর ফোনটা যেয়ে মুখের কাছে পরে রইলো।

আদিত্য যেন বোকা বনে গেল। একটু মজা নিতে যেয়ে নিজেই অবাক হয়ে গেল। নূরের কথা শুনতে না পেয়ে আদিত্য বলে উঠলো।
…নূর? নূর? আর ইউ হিয়ার মি?

আদিত্য নূরের নিঃশ্বাসের শব্দ শুনতে পেলো। ও বুঝতে পারলো নূর আবার ঘুমিয়ে পরেছে।আদিত্য মুচকি হেসে ভাবলো মেয়েটা সত্যিই একটা পিচ্চি। ঘুমের ভেতরেই কথা বললো অথচ টেরও পেলো না।
আদিত্য ফোনটা কাটলো না।ফোন কানে রেখেই নূরের নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পরলো।

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here