মধ্যাহ্নে মাস্টারমশাই পর্বঃ১৪

0
1406

#মধ্যাহ্নে_মাস্টারমশাই (২য় খন্ড)
#মম_সাহা

পর্বঃ চৌদ্দ

শীতল রাত। আধাঁর ঘেরা চারপাশে। বড় রাজকীয় বাড়িটার, ঠিক পেছনের দিকের ছোট্ট বাগানের দিকে দাঁড়িয়ে আছে প্লাবণ। সে কিছুই করতে পারছে না। তার হাত পা শিকল দিয়ে বেঁধে রেখেছে যেনো কেউ। এই মুহুর্তে তার বসে থাকার সময় নেই তবুও দম খিঁচে বসে থাকতে হচ্ছে। কেমন আছে তার ছোট্ট তিস্তা? প্রায় একমাস তো হতে চললো,তাদের প্রেমের নির্বাসনের। মেয়েটা যা দুষ্টু,শরীরের ঠিকমতন খেয়াল রাখে তো! নাকি, মাস্টারমশাই এর বিরহে মেয়েটা থম মেরে গেছে? ভালো আছে মেয়েটা! আচ্ছা, হরপ্রসাদ যদি এর মাঝে গ্রামে গিয়ে তাদের বিয়ের কথা বলে দেয়, তখন? মেয়েটা যে মানতে পারবে না। মাস্টারমশাইকে’ই নিয়ে তো তার সব অনুভূতি’র সৃষ্টি। কিশোরী মনের আধিপত্য বিস্তার করে মাস্টারমশাই। সে মাস্টারমশাই এর কাছ থেকে এমন প্রতারণা সামলে উঠতে পারবে তো মেয়েটা?

প্লাবণ থমকায়। এসব যে সে আজ ভাবছে, তেমনটা না। প্রতিদিনই তিস্তার ভাবনায় তার ঘুম,খাওয়া আর হয় না। এ খবর তো জানবে না তিস্তা, কেবল জানবে, তার মাস্টারমশাই তাকে বাজে ভাবে ঠকিয়েছে। প্লাবনের মনে পড়ে গ্রামের প্রথম দিনের কথা। কাঠফাটা রোদ্দুরে সে দেখেছিলো প্রথম তিস্তার মুখ। ছোট্ট কিশোরী হাঁটু থেকে আরেকটু নিচ অব্দি একটা গাঢ়ো হলুদ রঙের ফ্রক পড়ে ক্ষেতের মাঝ দিয়ে দু’হাত ছড়িয়ে দৌড়ে যাচ্ছে। তার যেনো কোনো পিছুটান নেই। ঘর্মাক্ত লাল মুখখানা।ছোট ছোট চুল গুলো ঘাঁড় অব্দি বেণী। সে কিশোেী মুখে কী মায়া যে সে দেখেছিলো সেদিন, সে জানে না। কেবল এতটুকু জানে, এরপর আর কারও মুখ তাকে টানে নি। মায়া আসে না। মেয়েটা কেমন আষ্টেপৃষ্টে রেখেছে তাকে। এ মায়া বুঝি ছাড়ানো যায়!

মধুসখী’র পাড়ে,দুজনের কত স্মৃতি। এসব কী আদৌও ভুলা যায়! তিস্তার বিরহে, হঠাৎ করেই মাস্টারমশাই এর সব খালিখালি লাগছে। প্রিয় সানুষটাকে একবার দেখতে চাওয়ার তৃষ্ণা, পৃথিবীর সব তৃষ্ণা’কে হার মানায়।

প্লাবন চোখ বন্ধ করে। তার ব্যাথা গলায় সুর হয়ে আসে। চোখের কোণে ভেসে উঠে তিস্তা৷ খিলখিল হাসি। সেই হাসি প্লাবনের গলায় তাল দেয়। প্লাবন আনমনেই গেয়ে উঠে,
-‘উষ্ণ দুপুরে, দেখিয়াছি তারে, মায়া লাগাইয়াছে সে,,
আমি তিস্তার ঢেউয়ে তাকে দেখি,হৃদয়ে বাসা বাঁধিয়াছে যে,,,’

গানের সুরে ভেসে গেলো সবটুকু আকুলতা। নিজেকে শোপে দিলো প্রণয়ীনির কাঠগাঁড়ায়। মনের জ্বলন্ত লেলিহান শিখা ধীরে ধীরে শান্ত হচ্ছে। কিন্তু তা বেশিক্ষণ হলো না। ডাক পরলো তার। সুরে ভাঁটা পড়লো। ছন্দ কেটে গেলো সুরের।

একটু একটু করে সঞ্চয় করা শীতলতা নিমিষেই রাগে পরিণত হলো। বিরক্তে কুঁচকে গেলো কপালের ভ্রু জোড়া। সে মেয়েদের সম্মান করে বলে এখনো এ মেয়েটাকে সহ্য করছে। আর নাহয় কবেই পুঁতে ফেলতো মাটিতে।

প্লাবনকে চুপ হতে দেখে বিষাদিনী এগিয়ে গেলো। পড়নের নীল রাঙা শাড়িটার আঁচল ঘাঁড়ের উপর যত্ন করে উঠিয়ে, রিনরিনে মেয়ে কণ্ঠে বললো,
-‘মাস্টারমশাই, প্রেমের পরিণতি সুখকর নাহলে বড্ড কষ্ট মেলে তাই না?’

অনেকদিন পর,ঠিক কতদিন পর এ ডাকটা শুনলো,প্লাবন? আটাশ দিন বোধহয়। ঠিক আটাশ দিন না, হরপ্রসাদও তো সেদিন একবার ডেকেছিলো। কিন্তু এখন, ভুল জায়গায়, অপছন্দের পাত্রী থেকে এমন ডাক আশা করে নি প্লাবন। এত পছন্দের ডাকটাও, ভীষণ বিষাক্ত মনে হলো।

চোয়াল শক্ত হলো প্লাবনের। মেয়েটার সাথে আর ভালো আচরণ করা যাবে না। অনেক তো হলো। প্লাবন বিরক্তি’র সুরে বললো,
-‘সেটা আপনি জেনে কী করবেন, বিষাদিনী? আপনি তো কেবল বিষাদ ছড়াতে জানেন। এতটুকুই আপনি জেনে রাখুন।’

প্লাবনের উত্তরে বিষাদিনী হাসে। মনে মনে নিজের ভাগ্যকে ধিক্কার দিয়ে বলে,
-‘দেখলি তো, বিষাদিনী! তুই তোর বিষাদমাখা মন নিয়ে বিষাদ’ই ছড়িয়ে গেলি। জীবন বুঝি এমন বৃথাই গেলো তোর?’

বিষাদিনী’র মন উত্তর দেয় নি। সে যে পরিপূর্ণ বিরহে আচ্ছন্ন।

হঠাৎ প্লাবন আর বিষাদিনী ছাড়াও আরেকজনের গলার স্বর পাওয়া গেলো। আশালতা,প্লাবনের মা এখানে এসে দাঁড়িয়েছে। বিষাদিনী’র মাথায় আদুরে হাত বুলিয়ে গদগদ হয়ে বললো,
-‘বাহ্ রে মা,আমার ছেলেটা দেখছি আজকাল তোমার সাথেই থাকে। একদিন ঠিকই বুঝবে ও, ওর মা ওর জন্য ভুল সিদ্ধান্ত নেই নি।’

প্লাবনের শক্ত চোয়াল আরও শক্ত হলো। তাচ্ছিল্য হেসে বললো,
-‘সন্তানের জীবন থেকে দীর্ঘস্থায়ী ভাবে সুখ কেড়ে নিয়ে, কোন সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় আমি সত্যিই জানিনা। আর আমি জানতেও চাই না। নিজের অবস্থানকে দুর্বলতা বানিয়ে আরেকজনকে সে দুর্বলতা দেখিয়ে কোনো স্বার্থ হাসিলের মানে আমার মস্তিষ্কে বোধগম্য হয় না।’

আশালতা নিজের ছেলে কথায় ভিষণ ভাবে অপমানিত বোধ করলেন। প্লাবণ গটগট পায়ে চলে গেলো সে জায়গা থেকে। পরিস্থিতি অন্য দিকে ঘুরলে বিষাদিনী যদি রাজি নাহয়! সে ভেবে আশালতা তাড়াতাড়ি বিষাদিনী’র কাছে যায়। বিনীতভাবে বলে,
-‘তুমিই পারবে সবটা ঠিক করতে। আমার ছেলেকে সঠিক পথে নিয়ে এসো।’

বিষাদিনী ভরসা মাখা কণ্ঠে বললো,
-‘বিশ্বাস রাখুন,আমি সব ঠিক করে দিবো।’

আশালতা স্বস্তির শ্বাস ফেলে। এ মেয়েটাকে একটু ভালো জায়গায় নিতে না পারলে সে যে মরেও শান্তি পাবে না। মেয়েটাকে ভালো রাখার কথা দিয়েছিলো যে।

__

বিষাদিনী তাদের বাড়ি’র লাইব্রেরিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নিয়ে বসেছে। সে বড্ড রবীন্দ্র প্রেমী। রবীন্দ্রনাথ এর এমন কোনো বই নেই যেটা তার কাছে নেই,এমন কোনো গান নেই যেটা সে জানেনা। তার জীবনের দু’টি পুরুষের প্রতি সে দুর্বল। এক, তার বিষাদ ঢেলে দেওয়া প্রেমিক আর দুই,তার বিষাদ দূর করা রবীন্দ্রনাথ ঠাকুর।

হঠাৎ তার সামনের টেবিলের উপর কিছু রাখার শব্দ হলো। দৃষ্টি দিতেই দেখলো, কফির কাপ। বাংলায় এখনো তেমন কফির চলাচল নেই। বাহিরদেশ থেকেই আনাতে হয়। তার ভীষণ পছন্দ বিধায়, বাহির দেশ থেকে এসব আনানো হয়।

বিষাদিনী কফির কাপটাতে চুমুক দেওয়ার সময় তাদের বাড়ির অল্পবয়সী ঝি’টা আমতা আমতা শুরু করলো। বিষাদিনী খেয়াল করলো সেই ভাব। কফির কাপে আরামদায়ক এক চুমুক দিয়ে,কাপটা আবার আগের জায়গায় রাখলো। গম্ভীর কণ্ঠে মেয়েটাকে জিজ্ঞেস করলো,
-‘কিরে সরলা? কিছু বলবি?’

সরলা যেনো এমন একটা প্রশ্নেরই অপেক্ষায় ছিলো। সে দ্রুত মাথা নাড়িয়ে বললো,
-‘দিদিমণি, আপনারে একটা কথা বলিতে চাই।’
-‘বলিয়া ফেলুন।’

কথাটা বলেই ফিক করে হাসে বিষাদিনী। সরলা মেয়েটা তার ছোট। কথা বার্তায় একটু শুদ্ধতা বেশি। পশ্চিমবাংলা’র কোনো গ্রাম থেকে এসেছে। খেয়াল নেই তার, গ্রামের নামটা। বাড়িতে এমন কত গুলোই ঝি,কেয়ারটেকার আছে। সবার নাম-ই বড় কষ্ট করে মনে রাখে সে।

কতক্ষণ আমতা-আমতা করে অবশেষে সরলা বললো,
-‘আপনার বাবা বলিতেছে,পেটের সন্তানটা নষ্ট করিয়া দিতে। কিন্তু আমি রাখিতে চাইতেছি। আপনি একটু বুঝিয়ে বলিয়েন তাকে।’

এমন উদ্ভট কথায় সামন্য হোঁচট খেলেও,নিজেকে সামলে নেয় বিষাদিনী। এ আর নতুন কী! এমন কত-শত ঘটনা ঘটে আসছে। বাবা’র কী চরিত্র বলে কিছু আছে নাকি? কেবল টাকার সাম্রাজ্য আছে বলেই এখনো শুদ্ধ পুরুষ হয়ে বেঁচে আছে। আর মা! তার কথা নাহয় বাদই দেওয়া যাক। স্বামী-স্ত্রী’র চরিত্রের “চ” ও নেই। বিলাসিতার নামে কতগুলো নষ্টামো ছাড়া কিছু কী হয়!

এমন অদ্ভুত কত আবদার’ই বিষাদিনী’কে শুনতে হয়। আগে ভীষণ খারাপ লাগলেও,এখন লাগে না। সয়ে গেছে শরীরে সবটা।

বিষাদিনী ধীরে সুস্থে কফিটা শেষ করলো। স্বাভাবিক কণ্ঠে বললো,
-‘সামান্য টাকার জন্য, শরীরটা না বিকালেও পারতি।’
-‘মা-বাবা টাকার জন্য অনেক চাঁপ দেয়। আমাদের মতন মানুষের যে পেট চালানোর আগেই,পিঠে দ্বায়িত্ব চাপিয়া দেয়।’

বিষাদিনী ছোট্ট শ্বাস ফেলে বললো,
-‘এ পাপ রেখেও বা কী করবি? এর চেয়ে ফেলে দে। ভালো জায়গায় বিয়ে দিয়ে দিবে ঐ লোক। মানে আমার বাবা, বিশাল চৌধুরী।’
-‘আমার যে অনেক শখ, প্রথম সন্তানটি মানুষ করিবো।’
-‘তবে,পাপের সন্তান কেনো গর্ভে ধরতে গেলি? লাভ নেই এসব বলে। এর চেয়ে ঐ লোক যেমন চায়, তেমন কর। তোরই লাভ। তোরাও না টাকার জন্য কী যে করিস!’

সরলা মাথা নিচু করে বললো,
-‘আপনার তো অনেক টাকা আছে,তাই বুঝিতে পারিবেন না আমাদের অসহায়ত্ব। আপনারা তো অনেক সুখেই থাকিতেছেন ।’

বিষাদিনী আর কিছু বলে না। কিছুক্ষণ মৌণ রয়। তাচ্ছিল্য হাসে মনে মনে।
-‘অনেক সুখে আছে! টাকা থাকলেই কী সুখী! কই, সে তো সুখী হতে পারছে না। এমন নরকে থাকলে কেইবা সুখী হতে পারে?’

নিজের প্রশ্ন নিজের মাঝেই রাখে সে। হঠাৎ অদ্ভুত স্বরে বলে,
-‘সরলা,তোর সাথে যে বিশাল চৌধুরী অন্যায় করলো,তার বিচার চাইবি না? চল, আমরা বড় পুলিশ অফিসারদের সাহায্য নিবো। আমার বাবা’র কেচ্ছা কাহিনী ছড়িয়ে দিবো। যাবি?’

ভীতু সরলা কেঁপে উঠে। দু হাতে না না করে বলে,
-‘কখনোই না, দিদিমণি। আমি বরং বাচ্চাটা নষ্ট করিয়া ফেলবো, তবুও ঐ ভেজালে যাবো।’

বিষাদিনী সরলাকে বুঝানোর চেষ্টা করে। ভীতু সরলা। ছুটে বের হয়ে যায়। পরক্ষণেই বিষাদিনী’র গালে শক্ত চড় পড়ে। বিষাদিনী অবাক হয়ে তাকাতেই দেখলো ছোট হাতা যুক্ত বক্ষবন্ধনী’র সাথে, পাতলা মসলিন শাড়ি পড়া তার তথাকথিত “মা” নামক মহিলা।

বিষাদিনী যেনো থাপ্পড়টা গায়েই মাখলো না। আরাম করে নরম কেদারায় বশে, আয়েসি ভঙ্গিতে বললো,
-‘আরে, মিসেস রঞ্জিতা? লাইব্রেরী’তে পা রেখেছেন কোনো? ইশ,আমার লাইব্রেরী টা অপবিত্র করে দিলেন।’

তার সামনে অতি সুন্দরী মহিলা ফুঁসে ওঠে বললেন,
-‘খাইয়ে, খাইয়ে,একটা কালসাপ পুষছি। শীগ্রই তোমাকে বিদায় করবো। এ বাড়িতে থেকেই নিজের বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করো? অকৃতজ্ঞ মেয়ে।’

বিষাদিনী উত্তর দেয়না। মানুষকে উত্তর দেওয়া যায়, অন্যকিছুকে না। নিজের মনে তীব্র ঘৃণা জন্ম নেয়। এ কেমন ভাগ্য তার!

#চলবে

[আজকের পর্বে নায়ক নায়িকার কথা স্বল্প দেখে অনেকেই ভাববে অহেতুক পর্ব। কিন্তু অবশ্যই যারা উপন্যাস বই পড়েছেন তারা এটা ভাববে না। কারণ তারা জানে,উপন্যাস এর প্রত্যেক চরিত্রের সঠিক,সুন্দর বিশ্লেষণ অবশ্যই দিতে হয়।কেবল মেইন চরিত্র ফোকাস করলে উপন্যাস হবে না। ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here