মনের মানুষ❤️পর্ব-৩

0
967

#মনের_মানুষ❤️
#তৃতীয়_পর্ব❤️
#কলমে_সাঁঝবাতি🌸

আহেলি আর কারোর সাথে তেমন কথাই বললো না….সারাক্ষণ চুপচাপ স্থবিরের মতো বসেই রইলো!!ওর ঋষিদার জীবনে যে অন্য কারোর আগমন হয়েছে এ কথাটা ভাবতেই সবচেয়ে বেশি অবাক হচ্ছে…..যে মানুষটা ওকে নিয়ে সারাজীবন একসাথে চলার প্রতিশ্রুতি দিয়েছিলো সেই আজ ওকে দূরে ঠেলে আরেকজনকে আপন করে নিয়েছে!!

নাহ এভাবে চুপ করে থাকলে তো চলবে না!!এর উত্তরটা ঋষভ কে দিতেই হবে……আহেলির সাথে যদি সম্পর্ক না রাখতে চায় তাহলে সেটা মুখে বলছে না কেনো?!

শপিং মল থেকে বাড়ি ফিরে আহেলি কি করবে কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছিলো না…সারাটাদিন এভাবেই কেটে গেলো!নানান ভাবনার দোলাচলে…..সন্ধ্যের সময় আহেলি নিজে থেকেই ঋষভের ফোনের নাম্বার ডায়াল করলো!!একবার বেজে কেটে যাওয়ার পর দ্বিতীয়বার কল করতে রিসিভ হলো!রিসিভ করা মাত্রই ঋষভ বললো,,,

হটাৎ কল করছিস যে?!কিছু বলবি?!……

কাল একবার দেখা করার জন্য সময় হবে তোমার?!

দেখা করতে হবে মানে?!কি বলবি সেটা ফোনেই বল…..

ফোনে বলার মতো হলে নিশ্চই বলেই দিতাম!!তোমার টাইম হবে কি বলো!!

কাল সকালে মিটিং আছে কয়েকটা আর তারপর বেরোতে হবে একটু!!সেভাবে দেখতে গেলে সময় হবেই না!!

কি আশ্চর্য তাই না!!তুমি দুনিয়ার সবকিছুর জন্য সময় বের করতে পারো অথচ আমার সাথে কথা বলার জন্য তোমার কাছে সময় নেই!!

আমি একজায়গায় আছি আহেলি!যা বলার তাড়াতাড়ি বল….ভালো লাগছে না আমার!!ক্লান্ত আমি কিছুটা!!

হুমমম!!কাল তোমায় আমার সাথে অন্তত পাঁচমিনিটের জন্য দেখা করতেই হবে…..এবার তুমি বলো কখন দেখা করবে?!

ওকে ফাইন!!কাল আমি যাওয়ার সময় তোকে বাড়ি থেকে পিক করে নেবো….গাড়িতে বসেই যা বলার বলিস!!এগারোটার পর তোর কোচিং থাকে তো?!

হ্যাঁ!!

তাহলে ওখানে তোকে ড্রপ করে দেবো আমি!!এখন রাখলাম!!

আহেলি কোনো উত্তর দেওয়ার আগেই ঋষভ কল কেটে দিলো!!ফোনটা বিছানায় রেখে নিজেও শরীরটা এলিয়ে দিলো আহেলি……এতটা ব্যস্ততা!যে কথা বলার সময়টুকু অব্দি নেই!!
*******

আহেলি কাঁধে ব্যাগ ঝুলিয়ে দরজার সামনে আসতেই….উমা দেবী জলের বোতলটা হাতে ধরিয়ে দিয়ে বললেন,,,

আজ কি ঋষির সঙ্গে কোথাও যাবি নাকি তুই?!গেটের সামনে ওর গাড়ি দাঁড়িয়ে…..

কোথাও যাবো না!!কোচিংয়ে ছেড়ে দেবে…..

আচ্ছা!!বলছি কাল যে ঋষিকে গিফটগুলো দিলি পছন্দ হয়েছে ওর?!কি বললো?!

খুব পছন্দ হয়েছে!!আমি এলাম…..তুমি সাবধানে থেকো!

গেটের সামনে সাদা গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে হালকা হাসলো আহেলি……গাড়ির সামনে দাঁড়াতেই ভিতর থেকে ঋষভ ইশারায় উঠে আসতে বললো!!আহেলিও তৎক্ষনাৎ দরজা খুলে বসে পরলো গাড়িতে…..সিটবেল্ট লাগানোর কথা বলে গাড়ি স্টার্ট দিলো ঋষভ!!

বেশ খানিকক্ষন দুজনই চুপচাপ এগিয়ে যাচ্ছিলো…..নীরবতা ভেঙে ঋষভ বললো,,,

এভাবে চুপ থাকার জন্য কি কাল দেখা করার কথা বলেছিলিস?!

আহেলি ছোট্ট একটা নিশ্বাস ফেলে গাড়ির সিটে হেলান দিলো…..ধীর গলায় বললো,,,

তুমি কি আমাদের এই সম্পর্কটা রাখতে চাও না ঋষিদা?!

আহেলির কথায় ঋষভ হঠাৎই ব্রেক কষে গাড়ি থামিয়ে দিলো……ভ্রূ কুঁচকে আহেলির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললো,,,

কি বলছিস তুই?!

ঠিকই বলছি ঋষিদা!!আমি জানি তুমি মুখ ফুটে বলতে পারছো না…..হয়তো ভাবছো এতগুলো দিনের সম্পর্ক কিভাবে শেষ করবে?!তবে কাউকে ঠকানোর চেয়ে তার থেকে দূরে চলে যাওয়াই ভালো……আমিও একটা মানুষ!আমারও অনুভূতি আছে….আর সেগুলো দিনের পর দিন তুমি অবহেলা করে যাচ্ছো!!আগে ভাবতাম তুমি ব্যস্ত…..তাই হয়তো আমায় সময় দিতে পারো না!কিন্তু মানুষটা তো একমাত্র আমার যেমনি হোক সে শুধু আমায় ভালোবাসে!!কিন্তু না…..আসলে আমার প্রতি আর কোনো অনুভূতি নেই তোমার!!তুমি জানো কাল আমি নিজের হাতে তোমার জন্য চিংড়ির মালাইকারি বানিয়ে নিয়ে গিয়েছিলাম……কিন্তু তুমি সেটা ছুঁয়েও দেখলে না!!আমি কত আনন্দ করে গিফটগুলো নিয়ে গিয়েছিলাম তোমার জন্য সেটাও তুমি একপাশে অবহেলায় সরিয়ে দিলে!!কি বলে বাড়ি থেকে বেরোলে?!তুমি নাকি জনসভায় যাবে……তুমি তো কোনোদিন মিথ্যে কথা বলো না তাহলে কাল কেনো বললে?!আমাদের তেমনভাবে কথাও হয়না…..দেখা হওয়ার কথা বাদ দিলাম!!কিন্তু তার কারণ যে একটা মেয়ে এটা ভাবতে পারিনি!!

ঋষভ এতক্ষন চুপচাপ শুনছিলো সবটা……রাগে চোয়াল শক্ত করে স্টিয়ারিং চেপে ধরে বসেছিলো!আহেলি কথা শেষ করতেই ওরদিকে রক্তচক্ষু নিয়ে তাকালো……কথা বলতে বলতে আহেলির চোখ দিয়ে টপটপ করে জল পরেই যাচ্ছে!!

ঋষভ হঠাৎই আহেলির একটা হাত শক্ত করে চেপে ধরে ওরদিকে টেনে এনে রাগী গলায় বললো,,,,
অনেকক্ষণ ধরে অনেক বাজে কথা বলে যাচ্ছিস তুই….আমি মিথ্যে বলি?!বল তুই আমি কি মিথ্যে বলেছি?!কোন মেয়ের সাথে আমার সম্পর্ক?!

কাল তুমি জনসভায় যাওয়ার নাম ফুডপ্লাজায় বসেছিলে একটা মেয়ের সাথে….আমি নিজের চোখে দেখেছি!!বলো?!যাওনি তুমি?!

আহেলির কথায় ঋষভ এবার হাসলো!!ঋষভের মুখে হাসি দেখে আহেলি সরুচোখে তাকালো…..এরকম সময়ে হাসার কোনো মানে আছে?!আহেলি রাগে মুখটা ঘুরিয়ে নিতেই গাড়িতে স্টার্ট দিলো ঋষভ……আহেলি নিজের হাতটা ছাড়িয়ে নিতে চাইতেই সেটা আরো শক্ত করে ধরলো ঋষভ!!

আমি তোকে সবসময় বলি আর যাই করিস আহেলি!!আমায় কোনোদিন ভুল বুঝিস না….হয়তো আমি আর বাকি সব প্রেমিকদের মতো সময় দিতে পারিনা কিন্তু মানুষটা তোরই!!তোর করা রান্না আর গিফ্ট আমি কতটা অবহেলা করেছি সেটা বরং মায়ের থেকে জেনে নিস…..আর রইলো বাকি কালকে ফুডপ্লাজায় খাওয়ার কথা?!তুই ভালো করেই জানিস আমি কিরকম…..ওই মেয়েটার নাম দিশা!!আমার বন্ধুর গার্লফ্রেন্ড…..কাল বাধ্য হয়েই ওর সাথে ফুডপ্লাজায় গেছিলাম!!আমি তোকে অনেকবার বুঝিয়েছি যে তোর আর আমার সম্পর্কটা কোনোদিন বাকিদের সাথে তুলনা করবি না!!সেটা তো তুই করলিই সাথে আবার আমায় অবিশ্বাস…..ব্যাপারটা বেশ ভালোই!!

বলে গাড়ি থামলো ঋষভ…..আহেলি অবাক হয়ে তাকাতেই ঋষভ বললো,,,
তোর কোচিং এসে গেছে….

জানলা দিয়ে একবার বাইরেটা দেখে আহেলি কিছু বলতে যাবে তার আগেই ঋষভ বললো,,,,

আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে….দেরি হচ্ছে!!

আহেলি গাড়ির দরজা খুলে বেরোতেই গাড়িটা আহেলির সামনে থেকে অদৃশ্য হলো মিনিটের মধ্যেই……

চলবে…….

(ভালো,নাইস,নেক্সট না বলে গল্পটা সমন্ধে দু-চার কথায় মন্তব্য করলে ভালো লাগবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here