সুখের_সন্ধানে পর্ব_২২

0
453

#সুখের_সন্ধানে
#পর্ব_২২

আপাতত গেস্টরুমে মেহরাবের থাকার ব্যবস্থা করলাম। মিথিলা ওর কাছেই আছে। সেলিম বা প্রিয় কাউকেই দেখছি না। হয়ত রুমেই আছে। প্রিয়র রুমের সামনে থেকে যাওয়ার সময় খেয়াল করলাম ওর রুমের দরজা দেওয়া । তাই আর নক করলাম না। রুমে ঢুকতেই সেলিম জিজ্ঞেস করল,

– এত দেরি করলে যে? শুনলাম সেই লাঞ্চের পর নাকি বেরিয়েছিলে। আর এখন মিড নাইট।

– সো সরি! একটু দেরি হয়ে গেল। জানোই তো পুরান ঢাকার ওদিকে যেতে আসতে যে জ্যাম ! গাড়িই আগায় না একদমই।

– ওহ, টুম্পার বাসায় গিয়েছিলে?

– টুম্পার বাসা বলছ কেন? ওখানে এখন আর টুম্পার কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম আমি।

– এটাই বাস্তবতা। মেনে নিতে শেখো। নতুনের আগমনে পুরাতনের নাম নিশানা গায়েব হবে এটাই স্বাভাবিক।

– হুম! সেটাই তো দেখে এলাম।

ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ভাবছি মেহরাবের কথা ওকে কী করে বলি। ব্যাপারটা ও কিভাবে নিবে সেটাই বুঝতে পারছি না। সেলিম বিছানার উপরে বালিশে হেলান দিয়ে মোবাইলে স্ক্রলিং করছিল। আমি একটু কাছাকাছি যেয়ে বসে আস্তে করে বললাম,

– তোমাকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। প্লিজ, রাগ করো না। আসলে পরিস্থিতি এমন যে আমি কিছুতেই সহ্য করতে পারিনি। হুট করে ডিসিশান নিয়ে ফেলেছি।

– কী করেছ সেটা বলো।

– মেহরাবকে এখানে থাকবার জন্য নিয়ে এসেছি। এখানকার একটা স্কুলে ভর্তি করে দিব ভাবছি। বাচ্চাটার মুখের দিকে তাকানো যায় না একদম। ওই পারুল ওর একদমই যত্ন আত্তি করে না। যত্ন আত্তি থাক দূরের কথা ওকে একটা দিনও নাস্তা পর্যন্ত খেতে দেয় না। আমি এটা কী করে সহ্য করি বলো!

– বাহ! ভালো করেছ তো! করেই যখন ফেলেছ তখন আর বলার কী দরকার। একসাথে আগামীকাল খাবার টেবিলেই দেখা হতো। ও হ্যা আসাদকেই বা রেখে এলে কেন? ওকে ওর বউ যত্ন আত্তি করছে তো? নাস্তাপানিই কী ঠিকমতো দিচ্ছে কি না খোঁজখবর নিও। আসাদ আসলেও ভালো হতো তাহলে ওকে নিয়েও তোমার দুশ্চিন্তা করতে হতো না। বাচ্চাদের মতো আসাদকেও নিশ্চয়ই দেখে রাখতে বলে গিয়েছে তোমাকে টুম্পা।

খুব খারাপ লাগল সেলিমের এমন কথা শুনে। তার কথার ধরণ আর টোন শুনে আমি বুঝে গেলাম সে মেহরাবকে এখানে আনা একদমই পছন্দ করেনি। না করুক ! আমার এখন সেলিমের এসব গুঁতা মারা কথাবার্তা শোনার সময় নেই। মেহরাবের জন্য এ বাড়িতে জায়গা চাই। সেটা যে করেই হোক! তাই সেলিমের এসব কথা গায়ে লাগানো যাবে না একদমই। আমি মৃদু হেসে তার কথার সাথে সম্মতি জানালাম এমন একটা ভাব করে থাকলাম।

পরেরদিন খাবার টেবিলে মেহরাবকে দেখে প্রিয় কিছুটা অবাক হলো। মিথিলা ভার্সিটিতে চলে গেছে আগেই। মেহরাবের সাথে প্রিয়র তেমন কথাবার্তা বা পরিচয় নেই। দু’ একবার দেখা স্বাক্ষাত হয়েছে এই। হলেও ওদের দু’জনের বয়সের এত পার্থক্য যে ওদের আলাপ খুব বেশি কখনোই হতোই না। কেমন আছ পর্যন্তই সম্পর্ক সীমাবদ্ধ । মেহরাব ভয়ে ভয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে । মেহরাবের সাথে প্রিয়র কিছুটা আলাপ চারিতা হলেও সেলিমের সাথে একদমই হলো না। স্বাভাবিক রাখার জন্য আমি মেহরাবকে এটা সেটা তুলে দিচ্ছি। কিন্তু সে ভয়ে কিছুতেই খেতে পারছে না যেন!

খাওয়ার মাঝে হঠাৎ সেলিম বলে উঠল, মেহরাব তো দেখছি বেশ বড় তাইলে ! লম্বায় তো আমাকে ধরে ফেলবে আর দু’এক ইঞ্চি হলেই। তোমার কথা শুনে আমি তো ভেবেছিলাম এখনো বাচ্চা ছেলে রয়ে গেছে হয়ত। এত বড় ছেলেকে কী করে ওর স্টেপ মাদার টর্চার করে? তোমার তো নিজেকে নিজের প্রটেক্ট করতে পারার কথা! তোমার বয়সের অনেক বাচ্চারা তো আজকাল পুরো সংসারের হালই ধরেছে । আর তুমি নিজেকেই প্রটেক্টই করতে পারছ না। এভাবে কতকাল সাপোর্ট নিয়ে চলবে? পৃথিবীটা এত সহজ নয়। দু’মুঠো ভাতের জন্য কত যুদ্ধ করতে হয় বুঝতে শেখা উচিত তোমার। তবেই জীবনের মানে বুঝবে।

কথাগুলিতে মেহরাবের কতটুকু কষ্ট লেগেছে জানিনা কিন্তু আমার বুক ফেটে যাচ্ছিল। সেলিম যে মেহরাবকে সহজভাবে নিবে না সেটা আমি এবার পুরোপুরি নিশ্চিত। ওকে এখানে রাখতে আমার বেশ বেগ পেতে হবে। কিন্তু কিছুই করার নেই। আমাকে আমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
প্রিয়র সাথেও তেমন কথা হলো না মেহরাবের। আমি চেয়েছিলাম ওদের আলাপ চারিতা হোক। কিন্তু ছেলেটা ভয়ে একদম জড়সড় হয়ে আছে। প্লেটের খাবার কমছেই না। আমি ওর ভেতরটা বোঝার চেষ্টা করছি। ওর চোখের দিকে তাকিয়ে আমার ভীষণ মায়া হলো। আল্লাহর কাছে জানতে মন চাইছে এই বাচ্চাটা কী অন্যায় করেছে ? কেন ওকে মায়ের আদর থেকে বঞ্চিত করা হয়েছে? চোখটা ভিজে উঠল। তাড়াতাড়ি করে চোখের পানি গোপণ করলাম।

সেলিম আর প্রিয় চলে যাবার পর আমি আম্মার রুমে যেয়ে খানিকসময় কাটিয়ে মেহরাবের রুমে গেলাম। মন খারাপ করে ছেলেটা বসে আছে। মেহরাব খুবই সেন্সিটিভ ধরণের ছোট থেকেই। ও অল্পকথায়ই অনেক কিছু বোঝে। আমাকে দেখে উঠে দাঁড়াল।

– কি ব্যাপার বাবা! নতুন পরিবেশে ভালো লাগছে না ? নাস্তাটাও খেলি না ঠিকঠাক।

– আজকাল নাস্তা খাওয়ার অভ্যাস নেই তো তাই ক্ষুধা ছিল না , রূম্পা মা!

– আহারে! সোনাবাচ্চা আমার! কত কষ্ট করেছে এতদিন। আর কোনো কষ্ট হবে না , বাবা। এক মা চলে গেছে আরেক মা তো এখনো বেঁচে আছে ।

– আংকেল আর ভাইয়া আমার এখানে থাকাটা কী পছন্দ করছেন না, রূম্পা মা ?

– আরে না ! কে বলল তোকে? তোর আংকেল এমন করেই কথা বলে। উনি বলল বিধায়ই তো তোকে নিয়ে আসলাম এ বাড়িতে।

– ওহ! আমি ভাবলাম!

– আচ্ছা, এসব চিন্তা বাদ দিয়ে রেডি হয়ে নে দ্রুত। আমরা নতুন স্কুলের খোঁজখবর নিতে বের হবো। আমি অলরেডি কয়েক জায়গায় কথা বলে রেখেছি। তোর যে স্কুল পছন্দ হবে সেটাতেই ভর্তি করব।

– আমার খুব ভয় হচ্ছে। নতুন স্কুল, নতুন বন্ধু!

– এটাকে ভয় বলে না , বোকা ছেলে। বল টেনশান হচ্ছে। দু’চারদিন যেতেই দেখবি সব ওকে হয়ে গেছে।

আজকাল প্রিয় একটু কেমন যেন দূরে দূরে থাকে। ডাইনিং টেবিলে আগে খাওয়ার পরেও কিছুক্ষণ বসত। কিন্তু এখন একদমই অপেক্ষা করে না। আমি কিছুদিন ধরে মেহরাবকে নিয়ে খুব ব্যস্ত আছি। নতুন একটা স্কুলে ভর্তি করার পরে কম কাজ তো থাকে না। তাই প্রিয়র সাথে বসে একটু কথা বলা হয় না। তবে এটা আমার নজরে এড়াচ্ছে না যে প্রিয় আজকাল খুব ব্যস্ত কিছু একটা নিয়ে।

আজ মেহরাবের স্কুলের সব ধরনের ফর্মালিটি মোটামুটি শেষ। তাই নিজেকে খুব রিলাক্স মনে হচ্ছে। মেহরাবও এই ক’দিনে কিছুটা স্বাভাবিক হয়েছে। মিথিলা যেমন একদমই সেলিমের সামনে আসে না মেহরাব ঠিক তার উল্টো। ও সব সময় খেতে বসবে সবার সাথে। টেবিলে একদমই কথা হয় না সেলিমের সাথে ওর। যা বলার দু একটা প্রিয়র সাথে হয়। আমার শাশুড়িরও ওকে নিয়ে আসা মনে হচ্ছে খুব একটা পছন্দ হয়নি। দেখা হলে দায় সারা দু’একটা কথা বলে। এটা অবশ্য উনাকে দোষ দিয়ে লাভ নেই। বেশিরভাগ শশুর বাড়ির মানুষের ন্যাচারই এমন। উনাদের পক্ষের গাদাগাদা মেহমান এসে বছরের পর বছর থাকবে, বউ রান্না করে তিন ওয়াক্তের জায়গা ছয় ওয়াক্ত খাওয়ালেও কোনো দোষ নেই। সেটা নিয়ে বউ উহ শব্দও করা যাবে না , কিন্তু বউয়ের বাপের বাড়ির কেউ এসে থাকলে সেটা হজম করা বেশ কষ্টের ।

রাতে ফ্রি হওয়ার পরে প্রিয়র রুমে নক করলাম। ও দরজা খুলছে না দেখে আমি নিজেই দরজার নবে মোচড় দিতেই দরজা খুলে গেল। তার মানে ভেতর থেকে দরজাটা লক করা ছিল না। রুমে ঢুকে দেখলাম মেহরাব কারো সাথে ভিডিওতে কথা বলছে। দরজার দিকে পিঠ করে থাকায় আমাকে দেখতে পায়নি। ল্যাপটপের স্ক্রিনের দিকে চোখ পড়তেই দেখলাম একটা মেয়ে ওর সাথে হাসি হাসি মুখে কথা বলছে। প্রিয় কথা বলায় এতটা ব্যস্ত যে পেছন থেকে যে আমি রুমের মধ্যে ঢুকে পড়েছি সেটা আর তার একদমই খেয়াল নেই। কানে হেডফোন গুঁজে থাকাতে আমি কথা শুনতে পাচ্ছি না।
আমি ওকে কিছু না বলেই ওর বিছানায় এক পাশে বসলাম। একটু বাদেই প্রিয়র আমার দিকে চোখ গেল।

সাথে সাথে ফোন কেটে দিলো । নিবিষ্ট মনে একাগ্রচিত্তে ফোনে কথা বলা এবং আমাকে দেখার পরে হন্তদন্ত হয়ে ফোন কেটে দেওয়া এই দুয়ের মাঝে নিবিড় সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি আমি।

– আম্মু, তুমি? তুমি এখানে কখন এলে? কিছুটা অবাক হয়েই জিজ্ঞেস করল, প্রিয়।

– এইতো! দরজা নক করেছিলাম কিন্তু তুমি দরজা খুলোনি তাই নবে মোচড় দিতেই দরজা একাই খুলে গেলো । কার সাথে কথা বলছিলে এত মনোযোগ দিয়ে?

– না, মানে আম্মু! ও বিন্দু। আমার এক ফ্রেন্ড।

– বিন্দু ? একসাথে পড়াশুনা করো?

– একসাথে ঠিক না। ও অন্য ডিপার্টমেন্টে তবে আমাদের ভার্সিটিতে। আমার দুই ব্যাচ জুনিয়র।

– তবে সে আবার ফ্রেন্ড কী করে? নাকি অন্য কিছু, বাবা?

– তেমন কিছু না, আম্মু। হলে তোমাকেই আগে জানাব টেনশান করো না।

– তবে কেমন কিছু?

– ওর সাথে কথা বলতে ভালোই লাগে। খুবই জলি মাইন্ডের মেয়ে। তোমার মন খারাপ থাকলে দুই মিনিট ওর সাথে কথা বললেই মন ভালো হতে বাধ্য। খুবই হাসিখুশি ।

– বাহ , ভালো তো! তা বিন্দু তো ঢাকাতেই থাকে তাই না?

– পড়াশুনার জন্য ঢাকাতেই থাকে ফুফুর বাসাতে। তবে ওদের বাড়ি কক্সবাজারে। ওখানে ওর দাদাবাড়ি। কিন্তু ওর বাবা মা থাকেন চিটাগংয়ে।

– কী করেন ওর বাবা?

– উনি পোর্টে জব করেন।

– ক’ভাই বোন ওরা?

– তিন ভাই বোন ; ওর পরে দুই জন ভাই।

আমি বুঝতে চেষ্টা করলাম বিন্দুর সাথে প্রিয়র সম্পর্কটা আসলে কোন ধরণের! মনে হয় কিছুটা হলেও বুঝতে পারছি ওর কথাবার্তা শুনে।

– হুম! বুঝতে পারলাম!

– কী বুঝলে?

– বুঝলাম কেন আজকাল আমার ছেলে খুব ব্যস্ত থাকে । কেন তড়িঘড়ি করে রুমে চলে আসে।

– তুমি যেমনটা ভেবেছ তেমন কিছুই না আম্মু।

– আচ্ছা, মেয়েটাকে একদিন নিয়ে এসো তো!

– আচ্ছা, সে না হয় আনব। কিন্তু , তুমি আবার উলটাপালটা ভেবে আব্বুর কানে দিও না।

– তোমার আব্বুর কানে কেন দিব? সে কেমন তা তো জানোই। সবকিছুতে ওভার রিয়্যাক্ট করে।

– থ্যাংক ইউ , আম্মু। এখন কেন এসেছ বলো।

– তেমন কিছুই না। তোমার সাথে কথাই হয় না তাই এসেছিলাম। এমনি জরুরি কিছু না।

প্রিয়র রুম থেকে বের হতে হতে মনে মনে ভাবছি সত্যিই যদি ছেলেটা ওই মেয়েটাকে ভালোবাসে তবে তো বিপদ হয়ে যাবে। সেলিম জীবনেও এমন মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিবে না। শুধুই সেলিমই না আমার শ্বাশুড়িও রাজি হবেন না। এদের কাছে মানুষের মূল্য এখনো টাকা দিয়েই হয়। আমি চাই না এই সংসারে আরেকজন রূম্পা আসুক যে সারাজীবন আমার মতোই হীনমন্যতায় ভুগবে । আজ প্রিয় পাগল হয়ে বিয়ে করবে কিন্তু ক’দিন বাদে পাগলামী যখন কেটে যাবে ঠিকই তখন বাপের মতো নিজের সিদ্ধান্ত নিয়ে পস্তাবে। তাই এ ধরণের সম্পর্ক শুরুতেই শেষ করা ভালো। প্রিয়কে বোঝাতে হবে এসব নিয়ে। এই নিয়ে না বাবা ছেলের মাঝে আবার কোনো ক্লেশ সৃষ্টি হয় সেই ভয় পাই আমি। সেলিম যখন আমাকে বিয়ে করার কথা বলেছিল তখন আমার শাশুড়ি রাজি না থাকলেও সেলিমের বাবা রাজি ছিলেন। কিন্তু এখানে সেলিমই কখনই রাজি হবে না। বাপ ছেলে দু’জনই জিদ্দি। কেউ কাউকে এ ব্যাপারে ছাড় দিবে না একদমই । খুব চিন্তায় পড়ে গেলাম।

প্রিয়র রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। সেলিম বেশ উচ্চস্বরে কারো সাথে কথা বলছে। কী হয়েছে জানার জন্য দ্রুত সেখানে পৌঁছাই ।

“এতরাতে কেন টিভি দেখতে হবে? তাও আবার এত লাউড সাউন্ড দিয়ে। পড়াশোনা কিছু কি নেই? এত টাকা খরচ করে যে ভর্তি করেছে তোমার খালা সেদিকে কি হুশ আছে?
এমনিই কী আর তোমার স্টেপ মাদার মিসবিহেভ করে তোমার সাথে। দাও, রিমোট দাও। আর রুমে যাও। পড়াশুনা করো। যত্তসব! “

কথাগুলি বলতে বলতে সেলিম প্রায় ছিনিয়ে নেবার মতো করে মেহরাবের হাত থেকে টিভি রিমোটটা টেনে নিলো। মেহরাবের তো এতক্ষণে ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হবার উপক্রম। সে দ্রুত সেখান থেকে চলে গেল ।

আমি একটু দূরে দাঁড়িয়ে সবই শুনছিলাম। মানুষটা কোনোদিনই বদলাবে না। মেহরাব আর মিথিলাকে দেখলেই যেন ওর গায়ে জ্বালা ধরে যায়। মিথিলা ব্যাপারটা বুঝে বলে সে পারতপক্ষে সেলিমের মুখোমুখি হয় না। কিন্তু মেহরাব এতকিছু হয়ত বুঝতে পারে না তাই মিথিলার মত আত্মগোপণে থাকতে পারে না। তাছাড়া মিথিলা মেয়ে মানুষ। মেয়েদের চার দেয়ালে বন্দী থাকায় কোনো সমস্যা নেই। মেহরাবের জন্য থাকাটা সত্যিই খুব কষ্টের।

আমি সেলিমকে কিছু বলতে বা জিজ্ঞেস করতে গেলাম না। ওকে জিজ্ঞেস করে লাভ নেই। বেশি কিছু হলে সরাসরি বলবে ওদের বাসায় পাঠিয়ে দিতে। তখন আবার আরেক বিপদ।

আমি মেহরাবের রুমে গেলাম। যেয়ে দেখি মাথা নিচু করে টেবিলে একটা বই খুলে নিয়ে বসে আছে। পড়াতে যে মনোযোগ নেই সে ওর চোখ দেখেই বুঝতে পারছি। আমাকে দেখেও চুপচাপ বসে আছে। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, কি রে বাবা! আংকেলের কথায় রাগ করেছিস? আংকেল কিন্তু তোর ভালোর জন্যই বলেছে। বেশি বেশি পড়াশুনা না করলে ভালো রেজাল্ট হবে কী করে? আম্মুর মনের আশা পূরণ করতে হবে না? অনেক বড় হতে হবে বাবা।

আরো কিছুক্ষণ ওকে ভালোমন্দ বুঝিয়ে আমি রুমে চলে এলাম।

সেলিমও ততক্ষণে রুমে এসেছে । সোফায় হেলান দিয়ে ফেইসবুকিং করছে মনে হলো।

– কী ব্যাপার ! এত তাড়াতাড়ি টিভি দেখা শেষ?

– হুম! গম্ভীরভাবে বলল সেলিম।

– ছেলেটাকে ওভাবে ধমক না দিলেও পারতে!

– কমপ্লেইন করেছে নাকি?

– নাহ! আমি নিজেই শুনেছি। ওর সাথে ভালো করে কথা বললে কি খুব কষ্ট হয়? খেয়াল করছি ও আসার পর থেকেই তুমি পায়ে পায়ে ওর ভুল খুঁজে বেড়াচ্ছ! এটা কি ঠিক ? ওর সাথে কথা বলতে ইচ্ছে না হলে বলো না। জানো তো কাউকে পছন্দ না হলে তার পদে পদে দোষ খুঁজে পাওয়া খুব বেশি স্বাভাবিক।

– তোমার কাছ থেকে আমার আচার আচরণ শিখতে হবে? তোমার ভাগ্নে ভাগ্নীকে ঠিকঠাক করে চলতে বলো।

– আচ্ছা, ঠিক আছে! তোমার সাথে কথা বলাই বৃথা। বলে গটগট করে রুম থেকে বেরিয়ে গেলাম।

সেলিমের সাথে শেষ কবে ঝগড়া করেছি মনে নেই। প্রতিদিনই ঝগড়া করার মতো ইস্যু তৈরি হয়। আমি নিজেকে বড় কষ্টে সংবরণ করি। এখন আর এসব একদমই ইচ্ছে করে না। বয়স তো কম হলো না। সে নিজে থেকে শোধরাতে না চাইলে আর করার আছেই বা কী আমার? কিচেনের টুকিটাকি কাজ শেষ করে ভাবলাম ঘুমানোর আগে একবার মিথিলা আর মেহরাবকে দেখে আসি।

মিথিলার রুমে যেয়ে ওকে পেলাম না। বুঝে গেলাম ভাইয়ের কাছে গেছে। মেহরাবের দরজার সামনে যেয়ে থেমে গেলাম। মিথিলা আর মেহরাব কথা বলছে।

– আপা, আমাদেরকে আংকেল পছন্দ করে না , তাই না?

– আরে না ! এমন কেন হবে?

– তুইও রূম্পা মায়ের মতো মিথ্যে বলিস। আমি ঠিকই বুঝতে পারছি। আমি যাই করি আংকেলের সেটাই পছন্দ না। খাওয়ার সময় শব্দ করা যাবে না, আস্তে কথা বলতে হবে, বড়দের জন্য অপেক্ষা করতে হবে। বড়দের আগে খাওয়া শুরু করা যাবে না। টিভি দেখা যাবে না , সিড়িতে শব্দ করা যাবে না, ছাদে যাওয়া যাবে না আরো কত কত নিয়ম!

– বুঝতেই যদি পারিস তবে আংকেলের সামনে যাস কেন? আমাকে দেখিস কখনো যেতে? একটু কম যাবি সামনে। তবেই আর ঝামেলা হবে না কোনো!

– তুই তো মেয়ে মানুষ! সারাদিন রুমের মধ্যে থাকা যায়? ফোনটাও নিয়ে গেছে রূম্পা মা!

– সারাদিন কোথায় ? ছুটির দিন ছাড়া তো আংকেল সারাদিন বাসায় থাকে না। একটু ম্যানেজ করে চলতে শিখ।

– এর চেয়ে বাসাতেই ভালো ছিলাম। নিজের বাসাতে স্বাধীনভাবে ঘোরাফিরা করতে পারতাম। এখানে রূম্পা মা ছাড়া কেউই ভালো করে কথা বলে না। ভাইয়াও তেমন কথা বলে না।

– আরে সে বড় মানুষ! আর তুই একটা পুচকি! তোর সাথে সে কী কথা বলবে?

– তারপরও ?

– মন খারাপ করিস না তো! নতুন এসেছিস তো ! ধীরে ধীরে সব সয়ে যাবে। স্কুলে যখন অনেক বন্ধু বান্ধব হয়ে যাবে দেখবি সময় কীভাবে কেটে যাবে! আর বেশি খারাপ লাগলে আমার রুমে আসবি। গল্প করতে করতে দেখবি সময় কেটে যাবে। এই যে একটার পর একটা ঝামেলা করিস টুম্পা মায়ের এতে মন খারাপ হয় বুঝিস!

– হুম, বুঝি তো ! সাবধানে চলব এখন থেকে কথা দিলাম।

– গুড বয়। এবার ঘুমা। আমিও যাই । আমার আবার সাতটার সময় বেরুতে হবে। গুড নাইট।

আমি আর ওদের দু’ভাইবোনের সামনে গেলাম না। ওরা নিজেরাই এখন অনেক বোঝে। সত্যিই জীবন কতকিছু শিখিয়েছে ওদের। বাকি জীবনটা এভাবেই যুদ্ধ করেই ওদের আগাতে হবে। বাস্তবতা কত নিষ্ঠুর! শুধুমাত্র মা নেই পৃথিবীতে অথচ ওদের আজ সব থাকতেও কিছুই নেই । জীবন বড়ই বিচিত্র।

চলবে…

পর্ব-২১
https://www.facebook.com/111576077291737/posts/358002002649142/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here