ভালবাসা বাকি আছে পর্ব-৯

0
490

#ভালবাসা_বাকি_আছে – ৯
Hasin Rehana – হাসিন রেহেনা

সাদা পাঞ্জাবী পায়জামাতে দীর্ঘদেহী, সুদর্শন চেহারার মানুষটাকে দেখাচ্ছে অনেকটা দেবদূতের মত। কনুই পর্যন্ত গোটানো পাঞ্জাবীর হাতা। হাতে শোভা পাচ্ছে টাইটানের মাঝারি সাইজের ডায়ালের চারকোল ব্ল্যাক কালারের ঘড়ি। এসি গাড়ির মধ্যেও কপালের বিন্দু বিন্দু ঘাম জানান দিচ্ছে অপ্রতিরোধ্য অস্থিরতা। মানুষটা সাধারণত হালকা রঙের পাঞ্জাবীর সাথে গ্যাবাডিং প্যান্ট পরে। কিন্তু আজ নিজেকে শুভ্রতায় মুড়িয়েছে প্রয়াত হায়দার সাহেবকে স্বরণ করে।

নির্বাচনী প্রচারণার প্রথম দিন আজ। ড্রাইভিং সিটে বসে আছে রায়হানের সদা সংগী শফিক। আজ কিছুতেই রায়হানকে ড্রাইভ করতে দেয়নি সে। ওরা গন্তব্যস্থলে পৌঁছেছে আরো পনেরো মিনিট আগে। নিজেকে সামলে নেওয়ার জন্য কিছুটা সময় নিলো রায়হান।

গাড়ি থেকে নামার আগে শফিক বললো, “ভাই, আরেকটু বসো, একটা ছবি তুলি।”

রায়হান বসলো, তবে ছবির জন্য পোজ দিতে না। বরং ফোনটা পকেট থেকে বের করে দেখলো একবার। আজ বুশরার সাথে কথা হয়নি। কাল থেকে মেয়েটার জ্বর। ঘুমাচ্ছে বোধহয়। গতকালের শেষ ম্যাসেজটা সিন হয়নি এখনো। জ্বরের ঘোরে কাল আবোল তাবোল বকছিল মেয়েটা। সজ্ঞানে এত রোমান্টিসিজম দেখানো মেয়েটার ধাতে নেই। অথচ কাল বুশরা ছিল উচ্ছল কিশোরীর মত। আর ঘুমে জড়িয়ে যাওয়া কন্ঠ ছিল মাদকতাময়। মনে হতেই নিজের অজান্তে মুচকি হাসলো রায়হান।

শফিক জানতো রায়হানকে দিয়ে পোজ দেওয়ানো যাবে না। তাই র‍্যান্ডম কয়েকটা স্ন্যাপ নিচ্ছিলো। সৌভাগ্যবসত মুচকি হাসিটা আটকা পড়ে গেলো মোবাইলের স্ক্রিণে। সুযোগ বুঝে সেই হাসোজ্জল ছবি নিজ দায়িত্বে পৌঁছে দিল ভাবীর ইনবক্সে।

স্টেজে ওঠার আগ পর্যন্ত বেশ নার্ভাস ছিল রায়হান। এমন না যে নির্বাচনী প্রচারণা ব্যাপারটা নতুন ওর কাছে, কিন্তু সামনে উপবিষ্ট জনস্রোত তার প্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্বের একনিষ্ঠ অনুসারী। বড় আশা নিয়ে তারা এসেছে আজ। হয়ত হায়দার সাহেবের ছায়া খুঁজছে নবীন এই নেতার মাঝে। এই ব্যপারটাই রায়হানের চেহারায় চিন্তার রেখা এঁকে দিয়েছে সূক্ষ্মভাবে।

তবে বক্তব্য শুরুর পর সে উৎকন্ঠা, সেই সংকোচ, নার্ভাসনেস কোথায় উবে গেল কে জানে। মন্ত্রমুগ্ধের মত রায়হানের বক্তব্যে যেনো ডুবে গেল উপস্থিত সবাই। জনস্রোতে অনেকেই ছিল রায়হানকে আলী হায়দার সাহেবের শিষ্য বলে জানত। আবার অনেকেই এসেছিল, প্রিয় নেতার অবর্তমানে কে তার যায়গা নিতে চলেছে, আসলেই সেই মানুষটা কত যোগ্য এসব নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে। কিন্তু সবাই চোখের সামনে দেখলো সেই চিরচেনা দেহসজ্জা, সেই চাহনি, সেই হাত নেড়ে কথা বলা, সেই রকম কণ্ঠের দৃপ্ততা আর এলাকার মানুষজনের জন্য সময়োপযোগী প্রতিশ্রুতি। এ যেনো আলী হায়দার সাহেবেরই যুবক রূপ। বক্তব্য শেষে তুমুল করতালিতে ভেসে গেলো চারপাশ। তৃপ্ত মন নিয়ে স্টেজ ছাড়লো রায়হান।

আজ বুশরার ঘুম ভেঙেছে বেশ দেরিতে। শরীরে এখনো বেশ জ্বর। ভার্সিটিতে যাবে কি যাবে না সিদ্ধান্তহীনতার মাঝে ফোন হাতে নিলো অভ্যাসবশত। নেট অন করে ফ্রেশ হয়ে আসলো চটপট। সময় নেই বেশি। ভার্সিটিতে যেতে হলে নাশতা সারতে হবে শর্টকাটে। তাই এক বাটি দুধ গরম করে তার মধ্যে ছেড়ে দিল একমুঠো কর্নফ্লেক্স। এক চামচ কর্ণফ্লেক্স মুখে দিতেই টুং করে শব্দ হলো পাশে থাকা মোবাইল ফোনে। খেতে খেতেই নোটিফিকেশন থেকে ইনবক্সে চলে গেল কৌতুহলবশত। আর সাথে সাথে বিষম খেয়ে একাকার অবস্থা। এটাই কি তার চেয়ারম্যান সাহেব?

রায়হান যে হাসে না একদম তা না। কিন্তু আসার পর থেকে কোন ভাবেই ভিডিও কলে নিয়ে আসা যায়নি তাকে। পুরোনো ছবিগুলোই চক্ষুশীতলকারীর ভুমিকা পালন করছে বিগত দিনগুলোতে। সেখানে এই স্ক্রিণে বন্দি মুচকি হাসি যেন মেঘ না চাইতেই জল। আর কি পরেছে এই লোকটা? সাদা পাঞ্জাবী, গোটানো হাতা, মুচকি হাসি আর কপালে জমা বিন্দু বিন্দু ঘামে কি যে সৌম্যসুন্দর দেখাচ্ছে মানুষটাকে। হৃদয়পোড়া গন্ধ বাহিরে থেকে পাওয়া গেলে বুশরার ছোট্ট স্টুডিও এপার্টমেন্টে আজ নির্ঘাত ফায়ার ব্রিগেডের আনাগোনা ঘটত।

নিজেকে সামলে নিতে কয়েক মুহুর্ত সময় লাগলো বুশরার। শফিকের পাঠানো ছবির বিপরীতে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ার ইনবক্স থেকে বের হয়ে গেলো। আরেকটা নোটিফিকেশন ইমেইলের। রায়হান পাঠিয়েছে। অনেক দিন পর ছোট্ট একটা ই-চিঠি। অসুস্থতা থেকে যদি দারুণ কিছু হয় তবে অসুস্থতা তো খারাপ না, ভাবে বুশরা। তারপর, আরও দেরি হওয়া থেকে বাঁচতে ব্যাগটা কাধে নিয়ে চোখ বুলায় চিঠিতে।

বুশরা,
সকালে নাস্তা করে অতি অবশ্যই ওষুধ খেয়ে নিও। আর হ্যাঁ, বেশি খারাপ লাগলে আজ বরং বাসাতেই থেকো। আমি কাল খুব ব্যস্ত থাকবো। নির্বাচনী প্রচারণার প্রথম দিন কাল। উইশ মি লাক, ডিয়ার। ফ্রি হলে টেক্সট করবো। নিজের যত্ন নিও।

ইতি,
রায়হান।

নিজে ডাক্তার হলেও ওষুধে ভীষণ এলার্জি বুশরার। এই চিঠি না পড়লে আজও ওষুধ খাওয়ার কথা মনে থাকতো না বুশরার। সদর দরজা থেকে ঘুরে এসে ওষুধ খায় বুশরা। এরপর একবার মনে করে কিছু ছেড়ে যাচ্ছে নি না। তারপর বেরিয়ে যায়।

ক্লাসে ঢুকেই দেখা হয়ে যায় আরিশের সাথে। শেষের সারির এক পাশের ডেস্কে বসেছে ছেলেটা। এই ছেলেটা সবার আগে এসেও সব সময় পেছনের সারিতে বসে। যেনো পেছনে বসার এক নিরব প্রতিযোগিতা ঘোষণা জারি হয়েছে। পাশে একটা ফাঁকা সিট রেখে বসলো বুশরা। সেটা দেখে গা পিত্তি জ্বলে গেল আরিশের। কি মনে করে এই মেয়ে নিজেকে? তবে আগ বাড়িয়ে কথা বলতে গেল না, কিংবা বলা যায় সুযোগ পেলো না। ক্লাস শেষ হতেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল বুশরা।

জনসভা শেষ করে গাড়ির ব্যাকসিটে সটান হয়ে শুয়ে পড়লো রাহয়ান। শফিককে বললো, “এসিটা একটু বাড়িয়ে দাওনা ভাই।”

তারপর আবার বললো, “আজ এত গরম। এতক্ষণ কথা বলে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঠান্ডা কিছু হবে?”

গাড়িতে পানি ছিল, তবে তা গরম হয়ে গেছে।

“ভাই পানি খাবেন না কোক, ফান্টা কিছু আনবো।”

“পানি। পিওর পানি খাবো, ঠান্ডা পানি, পুরো এক লিটার।”

“আচ্ছা ভাই।”

হন্তদন্ত করে বেরিয়ে গেল শফিক। সমাবেশের সময়টাতে ফোন গাড়িতেই রেখে গেছিল রায়হান। তাই এখন সুযোগ পেয়ে নোটিফিকেশন চেক করতে লাগলো আয়েশি ভংগিমার। প্রচুর মিসড কল, ম্যাসেজ, নোটিফিকেশন ঠেলে চোখে পড়লো সহধর্মিণীর নামটা। আহা মেয়েটার জ্বর না জানি কেমন এখন।

প্রিয়তমেষু,
আমি ভালো আছি। জ্বর নেই এখন। তাই আমাকে নিয়ে একদম চিন্তা করো না। আজ একটাই ক্লাস, খুব ইম্পর্ট্যান্ট। বেশিক্ষণ না। দুইটা পর্যন্ত হবে। আর হ্যাঁ, অল দ্য বেস্ট, মাই সানশাইন।

ইতি,
বুশরা।

ঘড়ি দেখে ক্যলকুলেশন করলো রায়হান। তারপর ডায়াল করলো বিদেশী নম্বরটা। বুশরা তখন করিডোর ধরে হাঁটছিল। ফোন আসায় একটা ফাঁকা যায়গা দেখে বসলো।

“হ্যালো। শরীর ঠিক আছে তো?”

“হ্যাঁ বাবা, একদম ঠিক আছে। কেমন গেল প্রচারণার প্রথম ধাপ?”

“আলহামদুলিল্লাহ! আমার এক্সপেকটেশান থেকে বেশ ভালো।”

“তাহলে সাংসদ হয়েই যাচ্ছো? আহা আমি এই সময়টা থাকতে পারলাম না তোমার কাছে।”

বু্শরার মন খারাপ দেখে রায়হান বললো, “আমিও তো তোমার অসুস্থতায় পাশে থাকতে পারছি না। আমার এখানে সবাই আছে। তোমার কাছে তো কেউ নাই।”

ইমোশনাল এই সময়টাতে দুয়েক হাত দূর থেকে আরিশ বেশ জোরেই বললো, “এই বুশরা। তোমার সাথে কথা আছে আমার।”

স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ছোট্ট এই দুই লাইন কি কিছুটা হলেও আলোড়ন সৃষ্টি করলো ফোনের ওপাশে থাকা হাজার হাজার মাইল দূরের মানুষটার কর্নকুহরে?

চলবে।

ইদ মৌসুমে পরিবারের মানুষজনের কাছে সময় ধার করে লেখালেখি করছি। একটু কষ্ট করে দুয়েক লাইনে জানাবেন কেমন লাগছে। ধন্যবাদ।

#ডাক্তার_মিস – সিকুয়েল
#ভালবাসা_বাকি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here