অতঃপরঃ ইতি পর্ব -৩

0
2168

পর্ব -৩
অতঃপরঃ ইতি
লেখিকাঃ অপরাজিতা আফরিন মিম

রাত ৯টা ২০ মিনিট….
হঠাৎ জুই কে কল দিলো অহনা।
জুই ফোনটা রিসিভ করতে ই অহনা বলে ওঠলো
— ঐ রেডি তুই?
— হুম রেডি,, তুই আয় আমি বের হচ্ছি
এইটা বলেই ফোন টা কেটে দিলো জুই…..

পিছন থেকে জুইয়ের মা রোহেনা বেগম বলে ওঠলেন

— কীরে, কোথায় যাচ্ছিস তুই?

জুই একবার তার মায়ের দিকে তাকায়, তারপর আবারো অন্য দিকে তাকিয়ে উওর দেয়

— কনসার্টে যাচ্ছি।
— কীসের কনসার্ট?
— কনসার্ট বুঝো না? এখন কি তোমাকে কনসার্টের মিনিংস বুঝাতে হবে বসে বসে?

রোহেনা বেগম বুঝে গেলেন, তার মেয়ে কিছুই বলবে না তাই তিনিও আর জোড় করলেন না,নিশব্দে রুম থেকে বেরিয়ে এলেন।

এদিকে জুই ও রেডি হয়ে বের হয়ে গেলো,সুবিধা হিসেবে সে গাড়ি চালাতে পারে তাই আজ গাড়ি নিয়ে বের হলো,এত রাতে গাড়ি ছাড়া বের হওয়া ঠিক ও হবে না। সাথে অহনাও আছে,তাই দুজনে রওনা দিলো একুই গাড়িতে। দুজনের গন্তব্য কনসার্ট। জুই ড্রাইভ করছে পাশে অহনা বসে আছে,
জুই মনে মনে ভাবছে সে খুব একটা কনসার্টে যায় না। তবে আজ যাচ্ছে।
কারণ আজ কনসার্টে আসবে তার প্রিয় গায়ক, যাকে সে কখনোই দেখে নি,শুধু আড়াল থেকে গান শুনে গেছে,,অবশ্য সে একা না,এই গায়ক কে আজ পর্যন্ত কেউ ই দেখি নি,কারণ এই গায়ক পরিচয় গোপান করেই গান গায়। তাকে দেখার সৌভাগ্য কারোর হয় নি।তবে আজ বোধয় হবে, সকলের হবে, কারণ আজ ওনি নিজের পরিচয় দিবেন সকালের সামনে,ভাবতেই যেন জুইয়ের মন টা নেচে ওঠছে।

এরই মাঝে অহনা বলে ওঠলো

— জুই
— হুমম, কিছু বলবি?[ ড্রাইভ করতে করতে উওর দিলো জুই]
— হে, একটা প্রশ্ন ছিলো..
— কি প্রশ্ন শুনি?
— এই যে Fh এর কনসার্ট আজ, তোর কেমন লাগছে? আই মিন তুই কতটা এক্সাইটেড?
— এখন তোকেও বলে বুঝাতে হবে আমি কতটা এক্সাইটেড? ( হালকা মুচকি হেসে উওর দিলো জুই)
— না মানে সেটা না। আসলে মানে. ……
— কি আসলে? মানে করছিস? যা বলার সোজা ভাবে বল।
— না মানে তুই আবার রাগ করবি না তো?
— না, করবো না বল
— Fh কে তোর কেমন লাগে? ( কিছুটা ভয় নিয়ে বলেই পেললো অহনা)
জুইয়ের দৃষ্টি সামনের রাস্তার দিকে,একটা সাবধানে শ্বাস পেলে উওর দিলো

— কেমন লাগে মানে? ওনাকে তো কখনো দেখি নি, তাহলে কেমন করে বলবো কেমন লাগে?
— না দেখলেও, একটা ফিলিংস আছে না?
— মিথ্যা বলবো না,Fh এর গান আমার কাছে ভালো লাগে।
— তুই Fh কে ভালোবাসিস জুই?

জুই এবার কিছু বললো না, কি বলবে জুই? ভালো বাসে না? না, সে তো Fh কে ভালোবাসে তাহলে মিথ্যা বলবে কেন? সত্যি বলতে জুই Fh এর প্রেমে হাবু ডাবু খাচ্ছে,কিন্তু যাকে কখনো দেখে নি,যার সম্পর্কে কিছুই জানে না, তাকে কি সবার সামনে ভালোবাসার মানুষ নামে স্বীকার করা যায়? সে তো Fh এর গান শুনেছে কেবল,।গানের প্রেমেই হয় তো পড়েছে। তাই হালকা হেসে অহনা কে বললো

— কে বলেছে তোকে এই কথা?
— আমি তোর ডাইরিতে fh কে নিয়ে লেখা কিছু অনুভুতি পড়েছি, আমি জানি তুই Fh কে ভালোবাসিস।

জুই এবার কিছুই বললো না,বাকি টা পথ নিশব্দে পৌছালো তাদের গন্তব্যে….

কনসার্ট শুরু হয়ে গেছে।লাইটে, শব্দে মুখরিচ হয়ে ওঠেছে সারা মঞ্চ। তারই মাঝে আলো আধারিতে গান গাইছে কেউ Fh… Fhকে দেখা যাচ্ছে না,শুধু শুনা যাচ্ছে গান। Fh এর সাথে তাল মিলাচ্ছে উপস্থিত সকলে….
অন্ধকারে সকলের ফোনের ফ্লেস লাইটের আলো জ্বলছে আর গানের তালে তালে দুলছে সে আলো গুলো।আহা কি সুন্দর লাগছে,,যেন যুগ যুগ ধরে শুনতে ইচ্ছে করে এই গান।
এইভাবেই বেশ কিছুক্ষণ কনসার্ট চললো,,এরই মাঝে Fh শীতল কন্ঠে বলে ওঠলো….

আপনারা এসেছেন, তাতে আমি সত্যি আনন্দিত এবং বেশ খুশিও হয়েছি,,এখনে অনেকেই বেশ আগ্রহী আমার পরিচয় জানার জন্য, হুম আজই সেই মুহূর্ত, আজ আপনাদের সামনে ধরা দেবো আমি।
এইটুকু বলার সাথে সাথেই এক ঝাক আলো জ্বলে ওঠলো। তীব্র আলোতে ভেসে ওঠলো Fh এর মুখ খানি।উপস্থিত সকলে আনন্দে আত্নহারা, উল্লাসে মেতে ওঠলো সবাই,অবশেষে দেখা মিললো Fh এর,

সকলে খুশি হলেও অবাক শুধু অহনা আর জুই।তারা এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে স্টেজের দিকে………

চলবে?

(আজ এতটুকুই,,এই পর্বটা একটু ছোট করেই দিলাম…..ভুল ক্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 🙏)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here