নিশি রাতের ডাক ‘পর্ব :৯

0
614

#নিশি_রাতের_ডাক
#পর্ব ৯
#সুমাইয়া_আক্তার

আমি প্রচন্ড শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে রুমে চলে আসি…ভয়ে ঘেমে একাকার হয়ে গেছি আমি…খুব অস্থির লাগছে আমার…কে ছিল সে???উফ দিন দিন আত্নাদের সংখ্যা বেড়েই চলেছে….

আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসি…ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম…মনে হলো কেউ আমার মাথায় হাত বুলাচ্ছে…আর আমি খুব আরাম পাচ্ছি…ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে আমার.ঘুমিয়ে পড়ি আমি…..

সকালে উঠেই দেখি নবনী আমার পাশে নেই…বুকের মধ্যে কামড় দিয়ে উঠলো…আবার পালিয়ে যায়নি তো???হুড়মুড়িয়ে বিছানা থেকে উঠে নিচে গেলাম…উফ বাঁচলাম… মায়ের সাথে রান্না ঘরে বসে কথা বলছে মেয়েটা….

আম্মুর ফোনে কল আসে….মামা ফোন দিয়েছে….আমি ফোন রিসিভ করতেই বলল,, নবনী কে ফোন টা দে…আমি নবনী কে ফোন টা এগিয়ে দিলাম…

তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে যাই…দাত ব্রাশ করতে করতে আয়নায় চোখ গেলো….আয়নায় লেখা শুভ সকাল, ফাহু…

ওমা এই লেখা কে লিখলো???তাও আবার লাল লিপিস্টিক দিয়ে লেখা…আমি তো লিপিস্টিক ইউজ করিনা…আর ঘরেও কোন লিপিস্টিক নেই….তাহলে???

আর কিছু ভাবলাম না আর…আয়নায় লেখাগুলো পানি দিয়ে ধুয়ে নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম…

হাত,মুখ মুছতে মুছতে নিচে গেলাম নাস্তা করার জন্য…নাস্তা করতে করতে কাল রাতের কথা ভাবছিলাম….আম্মুর ডাকে ঘোর কাটে আমার…

কিরে কি ভাবছিস এতো???তাড়াতাড়ি নাস্তা করে নে…আর নবনী কে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আয়…বাড়িটা ঘুরে দেখা ওকে…

আচ্ছা মা…

আমি নাস্তা সেরে নবনী কে পুরো বাড়ি ঘুরে দেখালাম…তারপর বাগানে নিয়ে গেলাম….নবনী বাগান দেখে মনে হলো অনেক খুশিই হয়েছে…একেক টা ফুলে হাত বুলিয়ে দেখছিল নবনী…

আমি নবনী কে জিজ্ঞেস করলাম,,আচ্ছা আপনার প্রিয় ফুল কি???

গোলাপ…তোমার???

ওয়াও আমার ও প্রিয় ফুল গোলাপ…

তখন নবনী বলে উঠলো,,, এই শোন তুমি আমাকে তুমি করেই বলবে…আপনি শুনতে ভালো লাগেনা…

আচ্ছা তুমি করেই বলব…এখন চলো বাড়ি যাই….

নবনী কে নিয়ে রুমে আসলাম…নবনী কে বললাম,,,পাশের রুমে টিভি আছে চাইলে দেখতে পারো…

নবনী টিভি দেখতে চলে গেলো… আমি রুমে এসে ঘর গুছাচ্ছিলাম… বিছানা গুছানো শেষে টেবিল গুছাতে গিয়ে দেখলাম…একটা গোলাপ ফুল রাখা…আর সাথে একটা কাগজে লেখা,, তোমার যে গোলাপ পছন্দ আগে জানতাম না…তাহলে কাল রাতেই তোমার জন্য গোলাপ নিয়ে আসতাম…

আমি ফুল টেবিলে রেখেই দৌড়ে বারান্দায় গিয়ে দেখলাম কেউ আছে কিনা??কিন্তু কেউ নেই…তাহলে কে দিলো ফুল টা???

আমি ফুল রেখে দিলাম টেবিলের এক পাশে…আর সাথে কাগজটাও…আবার কাজে মন দিলাম…আর ভাবতে চাচ্ছিনা আমি এসব….

রুম গোছানো শেষে নবনীর সাথে বসে বসে টিভি দেখছিলাম… টিভি দেখার এক পর্যায়ে নবনীর দিকে চোখ গেলো…নবনী কান্না করছে…

নবনীকে জিজ্ঞেস করতেই বলল,,,না ও কিছুনা… আসলে আমি বেশিক্ষণ টিভি দেখতে পারিনা…চোখে পানি চলে আসে…এই কথা বলেই নবনী চলে গেলো…নাহ কিছুতো লুকোচ্ছে আমার কাছে…আমার জানতেই হবে কি লুকোচ্ছে আনার কাছে???

টিভি বন্ধ করে নবনীর পিছু পিছু গেলাম…নবনী কে গিয়ে জিজ্ঞেস করলাম… কি হয়েছে তোমার কান্না করছ কেন??

নবনী দু পা পিছিয়ে গিয়ে চোখ মুছতে মুছতে বলল,,, বললাম না কিছু হয়নি আমার… আমি একটু থাকতে চাই…আমাকে একা থাকতে দেও প্লিজ…

আমি একটু অবাক ই হলাম নবনীর কথায়…নবনী কে ঘরে রেখে মায়ের কাছে গেলাম….মাকে গিয়ে বললাম,,,মা নবনী কে তোমার কেমন মনে হয়??

কেমন মনে হবে আবার??মেয়েটা অনেক মায়াবী…অনেক ভালো মনের মেয়ে…

আমি আর কথা বাড়ালাম না…আমার রুমে চলে গেলাম…নবনী আমাকে দেখেই বলে উঠলো,,,আসলে সরি কিছু মনে করোনা…বাবা মায়ের জন্য খুব খারাপ লাগছিলো…তাই কান্না করছিলাম…

আমি মুচকি হাসি দিয়ে বললাম,,ইটস ওকে…তো তোমার বাবা মায়ের সাথে কথা বললেই পারো??

না আমি পালিয়ে এসেছি বাড়ি থেকে….কোন মুখ নিয়ে কথা বলব আমি???
আমি আর কিছু বললাম না…গোসল করতে চলে গেলাম বাথরুমে…গোসল সেরে কাপড় ধুয়ে ছাদে গেলাম…

ছাদ থেকে রুমে এসে দেখি নবনী ঘুমিয়েছে…তাই আর ডাকলাম না ওকে…থাক ঘুমাক কিছুক্ষন… মেয়েটার জন্য মায়া হচ্ছে…না পারছে মা বাবার কাছে যেতে না পারছে মা বাবা কে ভুলতে….

আমি খেতে চলে গেলাম…খেয়ে এসে দেখি নবনী ঘুমাচ্ছে এখনো… ভাবলাম ডাক দেই…কতক্ষন না খেয়ে আছে… ডেকে তুললাম নবনী কে..
অনেকক্ষণ ঘুমিয়েছো..এবার খেয়ে নেও…

নবনী আমার কথা শুনে খেতে চলে গেলো…মেয়েটা দুই দিনেই আপন করে নিয়েছে আমাদের সবাই কে…বিকেলে সবাই টিভির রুমে বসে বসে চায়ের আড্ডা বসালাম…অনেক হাসাহাসি করলাম সবাই… ভালোই লাগছে বিকেল টা…

রাতে খেয়ে শুয়ে আছি…নবনী ঘুমিয়ে গেছে এতোক্ষণে… আমার ইদানিং ঘুম হচ্ছেনা একটু ও…বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছি আমি…উফ ভাল্লাগছে না…বিছানা থেকে উঠেই বারান্দায় গেলাম…আমার বারান্দা খুব ভালো লাগে…যখনই মন খারাপ থাকে তখন ই বারান্দায় আসি…

শীত পড়তে শুরু করেছে এখন…হঠাৎ দেখলাম কেউ আমার গায়ে শাল জড়িয়ে দিচ্ছে… কিন্তু অদৃশ্য সে…কে সে??আমি কি তাকে চিনি???

(চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here